23/11/2025
টিমওয়ার্কের জয়!
আজ সকালে BIRDEM-এর GHPD ডিপার্টমেন্টে ৫টি সফল ERCP সম্পন্ন হয়েছে---
#ইআরসিপি কী?
পিত্তনালী বা অগ্ন্যাশয় নালী পাথর, কৃমি, টিউমার বা অপারেশনের জটিলতায় ব্লক হলে সেই ব্লক খুলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া হলো ERCP।
কখন প্রয়োজন?
--বাঁধাজনিত জন্ডিস
--পেটে ব্যথা
--নালীতে টিউমার বা অস্বাভাবিকতা
#কারা করেন?
গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা পেট না কেটে এন্ডোস্কপি যন্ত্র দিয়ে এ কাজ করেন।
#জনস্বার্থে শেয়ার করা হলো।
অধ্যাপক ডা. গোলাম আযম
বিভাগীয় প্রধান
গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার বিভাগ
বারডেম হাসপাতাল, শাহবাগ, ঢাকা