SWF Rehab Center

SWF Rehab Center SWF Rehab Center is a rehabilitation center.

আমরা আন্তর্জাতিক মান সম্পন্ন ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করছি। অভিজ্ঞ এবং সার্টিফাইড ফিজিওথেরাপিস্টের মাধ্যমে থেরাপি প্রদ...
01/02/2022

আমরা আন্তর্জাতিক মান সম্পন্ন ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করছি। অভিজ্ঞ এবং সার্টিফাইড ফিজিওথেরাপিস্টের মাধ্যমে থেরাপি প্রদান করা হয়।
বিস্তারিত জানতে ও এপয়েন্টমেন্টের জন্য কল করুন-01992770747, 01612554430

30/01/2022
https://newsabtv.com/2022/01/08/4795/
08/01/2022

https://newsabtv.com/2022/01/08/4795/

“সংবাদ বিজ্ঞপ্তি” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সেবামূলক সংগঠন শংকর ও...

25/12/2021

সম্মানিত সুধী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সেবামূলক সংগঠন এস ডব্লিউ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৪ ডিসেম্বর ২০২১, সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাবেক মহাসচিব ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান জনাব জাকির হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়ক হামিম গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সমাজসেবক শ্রী স্বপন কুমার গুহ মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী ড.শংকর তালুকদার স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট যোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ, বাংলাদেশ যোগ ইনিষ্টিটিউট এর অধ্যক্ষ আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এ্যাডভোকেট খলিলুর রহমান, সংগঠনের অর্থ সচিব আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট নারী নেত্রী ও সমাজকর্মী শ্রীমতী শিখা রানী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক ছাত্রনেতা ও তরুণ আইনজীবী এডভোকেট আশিকুর রহমান, বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ও সমাজকর্মী ডা. গৌতম বাড়ৈ, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী ডা. বিমল, বিশিষ্ট ইয়োগা থেরাপিস্ট ও সমাজকর্মী বিষ্ণুপদ রায়, তরুণ সমাজকর্মী শ্রী সুব্রত কুমার, মোঃ মনির হোসেন, শ্রী পার্থ প্রতিম, শ্রী শুভ প্রমূখ। সভায় সকল সদস্য সংগঠনের বর্তমান অবস্থা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভার সিদ্ধান্ত সমূহ নিম্নরূপ:
১) নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে ড. শংকর তালুকদার ও শ্রী স্বপন কুমার গুহ মজুমদারের নেতৃত্বে কমিটি গঠন।
২) সংগঠনের এক যুগ পূর্তি উৎসব উদযাপনের জন্য এ্যাড. খলিলুর রহমান ও এ্যাড. আশিকুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন।
৩) তহবিল গঠনের নিমিত্তে মোঃ জাকির হোসেন ও শ্রীমতী শিখা রানী বিশ্বাসের নেতৃত্বে কমিটি গঠন।
৪) আগামী ৭ই জানুয়ারি ২০২২ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।
৪) এছাড়াও সংগঠনের সার্বিক গতি ও উন্নতির জন্য সকল সদস্যদের সক্রিয় ভূমিকা পালন, নতুন কর্মসূচি গ্রহণ, নতুন সদস্য সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সব শেষে সভার সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদান্তে,
স্বপন কুমার গুহ মজুমদার
প্রধান সমন্বয়ক
এস. ডব্লিউ. ফাউন্ডেশন।
২০৯/এ, সোবাহানবাগ, ধানমন্ডি-২৭, ঢাকা।
ফোন:01718798845, 01712554430
Email: swfoundation@ gmail.com
Web: www.sankarwf.org

Gmail is email that's intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

22/12/2021

সম্মানিত সুধী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সেবামূলক সংগঠন এস ডব্লিউ ফাউন্ডেশনের সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর ২০২১, সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভার এজেন্ডা সমূহ:
১) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। ২) এক যুগ পূর্তি উৎসব পালন। ৩) তহবিল গঠন। ৪) বিবিধ। উক্ত সভায় আপনার উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
স্বপন কুমার গুহ মজুমদার
প্রধান সমন্বয়ক
এস. ডব্লিউ. ফাউন্ডেশন।
২০৯/এ, সোবাহানবাগ, ধানমন্ডি-২৭, ঢাকা।
ফোন:01718798845, 01712554430
Email: swfoundation@ gmail.com
Web: www.sankarwf.org

Gmail is email that's intuitive, efficient and useful. 15 GB of storage, less spam and mobile access.

19/12/2021

*ভর্তি বিজ্ঞপ্তি*
বাংলাদেশে প্রথম ও একমাত্র বাংলাদেশ যোগ ইনিষ্টিটিউট কর্তৃক বিশ ঘন্টা মেয়াদি যৌগিক লাইফস্টাইল কোর্স-১ (Yaogik Lifestyle Course-1) অনলাইন ক্লাস চালু করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত ৮ টা- ৯.৩০ পর্যন্ত ক্লাশ চলবে।
বিশেষজ্ঞ ও দক্ষ যোগ প্রশিক্ষকগন প্রশিক্ষণ প্রদান করবেন।
কোর্স ফি ৬০০০টাকা। *স্বাধীনতার ৫০ তম বর্ষপূর্তিতে ৫০% ডিসকাউন্ট* কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন করতে *যোগাযোগ করুন:*
01612554430, 01716140736,
01872693669
Email:yogasocitybd@gmail.com
Fb:yogasocity bd
Website:www.yogasocitybd.com
*বাংলাদেশ যোগ ইনিষ্টিটিউট*
(বাংলাদেশ যোগ সোসাইটির একটি উদ্যোগ)

14/12/2021

SWF Rehab Center

*যোগ ব্যায়াম
*ফিজিওথেরাপি,
*আকুপ্রেসার,
অন্যান্য সেবাসমূহঃ
*স্পেশালিষ্ট কনসাল্টেশন
*সাইকো সোশ্যাল কাউন্সিলিং
*স্বল্প মেয়াদি প্রশিক্ষণ
*ন্যাচারোপ্যাথী,
*স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস
*রিফ্লেক্সোলজি,
*হিজামা,
এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা সেবা প্রদান করা হয়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
SWF Rehab Center
২০৯/এ, সোবাহানবাগ, ধানমণ্ডি-২৭, ঢাকা।
(ধানমণ্ডি -২৭ বাস ষ্টাণ্ডে নেমে BIM ও নাভানা নিউবেরী এর মাঝের গলি।)
মোবাইলঃ ০১৭২৭-৬৩৪৮৮৬ / ০১৬১২৫৫৪৪৩০ / ০১৭১৮৭৮৯৯৭৯
E.mail:

13/12/2021

স্বাগতম SWF Rehab Center এ।
বাত-ব্যথা, হাড়-জোড়া-মাংসপেশীর ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা অনন্য, অতুলনীয়।
আপনি রোগী হয়ে থাকলে/আপনার কোন রোগী থাকলে, আপনার দায়িত্ব- সঠিক ফিজিওথেরাপি চিকিৎসক খুজে নেয়া।
এই সমস্ত সকল সমস্যার সমাধান একমাএ আপনি পাবেন SWF Rehab Center এ। যেখানে অত্যন্ত বিশেষজ্ঞ ডা. দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ যোগ সোসাইটি/ SWF Rehab Center
২০৯/এ, সোবাহানবাগ, ধানমন্ডি-২৭, ঢাকা-১২০৭।
(ধানমন্ডি ২৭ বাসস্ট্যান্ড বিআইএম ও নাভানা নিউবেরীর মাঝের গলির শেষে।)
ফোন:01612554430, 01718789979

আজ শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সভা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সীদ্ধান্ত গৃহীত হয় যে, প্...
10/12/2021

আজ শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সভা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সীদ্ধান্ত গৃহীত হয় যে, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে ফিজিওথেরাপির মাধ্যমে অসুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। SWF Rehab Center নামে একটি স্বাস্থ্য সেবা মূলক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডা. গৌতম বাড়ৈর সার্বিক তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। মানবতার সেবায়, মানবতার পাশে SWF Rehab Center কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা।

Address

209/A, Sobahandbag, Dhanmondi-27
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SWF Rehab Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram