17/10/2025
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে “World Spine Day 2025” উদযাপন
আজ ১৬ই অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ব মেরুদণ্ড দিবস (World Spine Day) উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে একটি গণসচেতনামূলক র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে র্যালিটি শুরু হয় এবং পরে ডিরেক্টর অফিসের সামনের "Training Complex Auditorium"-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক (ডিরেক্টর) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সভাপতি হিসাবে ছিলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান। সভায় আরও উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের সকল ফ্যাকাল্টি সদস্য, রেসিডেন্টবৃন্দ, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনায় বক্তারা মেরুদণ্ডের রোগ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তারা উল্লেখ করেন যে বর্তমানে বাংলাদেশের একটি বড় অংশ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন, যার প্রধান কারণ হলো এক্সিডেন্টাল ইনজুরি, ভুল ভঙ্গিমায় বসা, শারীরিক পরিশ্রমের অভাব, এবং দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ মেরুদণ্ডের সমস্যার আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে দেশের অগ্রণী ভূমিকা পালন করছে। গত ১২ মাসে এই বিভাগে ২৩০০-রও বেশি মেরুদণ্ডের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে—যার মধ্যে রয়েছে ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল টিউমার, ট্রমা, স্পাইনাল ইনস্ট্রুমেন্টেশন ও জটিল ডিফরমিটি সংশোধনমূলক অস্ত্রোপচার।
বক্তারা আরও বলেন, “World Spine Day” পালন করার মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, যাতে মানুষ নিয়মিত শরীরচর্চা, সঠিক ভঙ্গিমা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে তাদের মেরুদণ্ডকে সুস্থ রাখতে পারেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক লিফলেট, টি শার্ট এবং ক্যাপ বিতরণ করা হয় এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
—প্রেস বিজ্ঞপ্তি
নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল