Atomy World Wide

Atomy World Wide We are atomian. I am a professional digital marketer. I used atomy product. I know atomy product demand world wide.

I only marketing Atomy proudct
absolute quality and absolute price. Atomy all product are world Latest technology based products

Atomy Tri Active Calciumগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)প্রথমে ক্যালসিয়াম...
01/03/2023

Atomy Tri Active Calcium
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)

প্রথমে ক্যালসিয়ামের অভাব বোঝা খুবই কঠিন কিন্তু বয়স বাড়তে শুরু করলে কিছু নির্দিষ্ট লক্ষন দেখা দিতে পারে। যেমন : আঙুল, হাত এবং পায়ে অসাড় ও ঝিনঝিনেভাব, পেশীতে খিঁচুনী এবং আড়ষ্ঠভাব, আলস্য এবং প্রচন্ড ক্লান্তি অনুভব।
দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাব শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে।

পরবর্তী পর্যায়ের লক্ষণ হল :
হাঁড় ভাঙার প্রবণতা, দাঁত ও অ্যানামেলের হাইপোলাসিয়া, ভোঁতাভাবে দাঁতের গোড়ার বিকাশ এবং দেরি করে দাঁত ওঠা, দূর্বল এবং ভঙ্গুর নখ, শুষ্ক এবং চুলকানিযুক্ত ত্বক ও একজিমা, হতাশা ও বিভ্রান্তিবোধ, দুর্বল, ক্ষুধাভাব, অস্বাভাবিক হৃদস্পন্দন, রক্ত সঞ্চালনে দেরী ইত্যাদি, যা থেকে পরবর্তীতে ভিন্ন ভিন্ন রোগ সৃষ্টি হয়।
কেমিক্যাল এন্টিবায়োটিক খাওয়ার ফলে শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলি কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে, যার কারনে এসব সমস্যার সৃষ্টি হয়।
Atomy Tri Active Calcium বিশেষত্ব, তিন বিশেষ ধরণের ক্যালসিয়াম মিশ্রণ :
Seaweed Calcium : সিউইড্ একটি প্রাকৃতিক জটিল খনিজ, যা সামুদ্রিক লাল শৈবাল থেকে আহরিত এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ট্রেস খনিজ সমৃদ্ধ।
Calcium Citrate : ক্যালসিয়াাম সাইট্রেট হয় সিন্থেটিক যা ল্যাব এ কেমিক্যাল দিয়ে তৈরি, আর নাহয় চুনাপাথরের মতো শিলা থেকে আসে। এটমী প্রাকৃতিক শিলা হতে তা সংগ্রহ ও ব্যবহার করে।
Whey Calcium : হুই একটি প্রোটিন, যা পনির তৈরির প্রক্রিয়া থেকে আসে। দুধের সাথে যখন বিশেষ প্রাকৃতিক এনজাইম যুক্ত করা হয়, তখন এটি আলাদা হয়।
সাথে আরো আছে প্রাকৃতিক অন্যান্য মিশ্রন সমূহ, যা হাঁড়ের জন্য ভাল :
* ৬ ধরণের কার্যকরী উপাদান : Ca+/Mg/Vit D/Vit K/Copper/Manganese.
* ৫ ধরণের অতিরিক্ত উপাদান : Maniprickle গাছের মূল, কুসুম ফুলের বীজ, তিল, Achyranthes Faurici গাছের মূল, চাগা মাশরুম এর নির্যাস।
ক্যালসিয়ামের দীর্ঘ্যস্থায়ী অভাব বা স্বল্পতা শরীরে নানা প্রকার অসুখ সহ নানান জটিলতা তৈরি করতে পারে যেমন :
১. রিকেট রোগ : এ রোগ হলে শরীরের হাঁড় দূর্বল ও নরম হয়ে যায়। পাশাপাশি যদি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় এবং তা অনেক দীর্ঘস্থায়ী হয় তাহলে হাড়ের অনেক ক্ষতি হতে পারে।
২. হাড় ফ্র্যাকচার : দেহে এর অভাবে হাঁড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। মহিলাদের মনোপোজ বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর এই হাড় ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এজন্য বয়ঃসন্ধিকালে তাদের অবশ্যই ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন।
৩. হাড় ক্ষয় : অস্টিয়োপোরোসিস বা হাঁড় ক্ষয়ের রোগ হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৪. পেশির টিট্যানি রোগ : দেহে হাইপোক্যালসিয়মিয়া হয়ে পেশির টিট্যানি রোগ হতে পারে।
৫. দূর্বলতা ও শক্তিহীনতা : বেশির ভাগ ক্যালসিয়াম হাড়ের গঠন এবং শক্তি বর্ধনে কাজ করে। যদি খাদ্য তালিকায় ক্যালসিয়াম না থাকে তাহলে এই হাড়ের গঠন দুর্বল হয় এবং শক্তি কম থাকে।
Atomy Tri Active Calcium আপনার শরী‌রের ক‌্যাল‌সিয়াম ঘাট‌তি প্রাকৃ‌তিক খ‌নিজ দ্বারা পূরন ক‌রে দেহ‌কে সুস্থ‌্য ও সবল রা‌খে।
তাই দেরি না করে অর্ডার করুন I
ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01845496397,01568474788
Price: 4500/=

Atomy HemoHim ( Made in Korea)একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএ...
01/03/2023

Atomy HemoHim ( Made in Korea)
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
HemoHim এটি পৃথিবী বিখ্যাত সেরা রিসার্চ ও উৎপাদক কোম্পানি কলমার এর আবিষ্কৃত একটি সম্পূরক প্রাকৃতিক খাদ্য পন্য। এটা সকল প্রকার ক্যান্সারের জীবাণুকে ধংস করতে সক্ষম। ডায়াবেটিস 100% নিয়ন্ত্রণে নিয়ে এসে ইনসুলিন এর ব্যবহার কে নির্মূল করে। মানব দেহের সকল প্রকার মৃত কোষকে পুনরুজ্জীবিত করে 2-5 মিনিটেই শরীরের এনার্জি ফিরিয়ে দেই। গত পাঁচ বছর ধরে পৃথিবীর সেরা একটি সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য পন্য হিসেবে শ্রেষ্ঠত্বের এ্যাওয়ার্ড নিজের দখলে রেখেছে এই বিষ্ময় পন্য HemoHim.
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান। আবার অনেকেই আছেন যাদের আলাদা শক্তির প্রয়োজন হয়। আর এই সমস্যা সমাধান এর জন্য এবং শরীরের সার্বিক উন্নতির জন্য কোরিয়ান সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কোরিয়ান আনবিক শক্তি কমিশন দ্বারা গবেষণাকৃত এবং কোলমার দ্বারা তৈরিকৃত উৎকৃষ্ট খাদ্য হিসেবে স্বীকৃত হিমোহিম। যা কোরিয়া এবং আমেরিকা ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন কর্তৃক অনুমদিত একমাত্র স্বাস্থ্যকর খাদ্য। এটি রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তের রক্ত কনিকা বৃদ্ধি থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে রক্ত বহন করে রক্তের স্বাভাবিক গতি বজায় রেখে দেহের ক্রিয়াকলাপ বৃদ্ধি করে।
এটমি হিমোহিম হল পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিকৃত ফুড সাপ্লিমেন্ট যাতে আছে অ্যাঞ্জেলিকা রেডিক্স , লিংগস্টিকাম এবং পাইওনিয়া লেকটিফ্লোরা। এই ৩টি উদ্ভিদ চায়না, জাপান এবং কোরিয়া তে হয়ে থাকে। এই ৩টি উদ্ভিদ মানব দেহের শরীরের জন্য খুবই উপকারি। এই উপাদানগুলো সরাসরি ব্যবহার করার ফলে হিমোহিম আপনাকে শক্তি প্রদান করবে, শরীরের পাচনতন্ত্র উন্নত করা সহ শরীরের অনেক উপকার সাধন করবে। এটি ক্যান্সার এর জীবানুর বিরুদ্ধে কাজ করার জন্য বিশ্ববিখ্যাত। যাদের প্রচুর পরিমানে কাজের চাপ থাকে তাদের জন্য খুব ই উপকারি। এটি হার্টের ব্লক প্রতিরোধ করতে অনেক ভাল কাজ করে। এটি হার্টে রক্ত চলাচল বৃদ্ধি করে হার্টকে সুস্থ রাখে। অ্যাঞ্জেলিকা বাত ব্যাথা দূর করে, পেট ফাপা দূর করে এবং রক্ত বিশুদ্ধ করে। লিংগস্টিকাম মূত্রনালির ব্যাথা এবং কিডনিতে পাথর হওয়া থেকে প্রতিরোধ করে। পাইওনিয়া রক্ত চলাচল বৃদ্ধি করে শরীরে পর্যাপ্ত পরিমান শক্তি প্রদান করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এটিতে আর আছে জিঙ্ক , পটাশিয়াম, এবং কয়েক প্রকার ভিটামিন্স যা শরীরের সব ধরনের প্রয়োজনীয়তা পূরণ করে শরীরকে সুস্থ রাখবে।
উপকারিতাঃ
• এটি ক্ষত শুকাতে খুব ভাল কাজ করে।
• এলার্জি দূর করে।
• যাদের কাজের চাপ বেশি তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সাপ্লিমেন্ট।
• এটি স্বেত রোগ দূর করতে খুব উপকারি।
• মূত্রনালির ব্যাথা এবং কিডনিতে পাথর হওয়া থেকে বিরত রাখে।
• ক্যান্সার এর রোগীদের জন্য একটি উপকারি খাদ্য। এটি ক্যান্সারের রোগীদের আলাদা শক্তি প্রদান করবে এবং জীবানুর বিরুদ্ধে কাজ করবে।
• ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে তাদের শারীরিক ও মানসিক শক্তি যোগাতে সাহায্য করে।
• যারা প্রায় সবসময় ক্লান্তি অনুভব করে তাদের জন্য খুবই প্রয়োজনীয়।
• যাদের হার্ট দুর্বল এবং হার্টের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারি একটি সাপ্লিমেন্ট।
ব্যবহারঃ একটি বক্সে ৬০টি প্যাকেট থাকে। ১টি করে প্যাকেট দিনে ২বার চুষে খেতে হবে। খাওয়ার আগে ২গ্লাস পানি খেতে হবে।
Price:15,000/-
ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01845496397,01568474788

Atomy Alaska E-Omega 3একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)আমাদে...
26/02/2023

Atomy Alaska E-Omega 3
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)
আমাদের শরীর এর সব ধরনের রোগের আবাসস্থল এর কারন হল আমাদের খাদ্য। আমরা প্রতিদিন এমন সব খাদ্য খেয়ে থাকি যা আমাদের শরীর এর জন্য খুবই ক্ষতিকর। যেমন, আমাদের মাংসের প্রতি মোহ যা খুবই ক্ষতিকর আমাদের শরীর এর জন্য । মাংশে অনেক বেশি পরিমান এ প্রোটিন থাকে যা আমাদের বিভিন্ন রোগের মূল। তাছাড়া আমরা অনেক বেশি পরিমান এ তৈলাক্ত জিনিস খেয়ে থাকি যা আমাদের শরীর এর জন্য ক্ষতিকর। তার উপর আমাদের ব্যায়াম করার প্রতি অনিহা যা আমাদের শরীর এর জন্য প্রয়োজনীয়। এই খাদ্যাভ্যাস এর জন্য আমাদের বহন করতে হয় অনেক ধরনের রোগ। আর এই খাদ্যাভ্যাস এর জন্য সব থেকে বেশি ক্ষতি হয় আমাদের হার্ট আর রক্ত। আমাদের এই খাদ্যাভ্যাস আমাদের শরীর এ চর্বি বাড়িয়ে দেয় এবং ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয় যা আমাদের ব্লাড প্রেসারসহ বিভিন্ন রোগের কারন।
কোরিয়া ফুড ড্রাগ ইন্সটিটিউট বের করেছে এমন একটি ফুড সাপ্লিমেন্ট যা আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে হার্ট সুস্থ রাখে এবং রক্ত ব্লক হওয়া থেকে শরীরকে দূরে রাখে। একটি রিসার্চ এ বের হয়েছে যে আমাদের খাদ্য গুলোর মধ্যে অনেক কম ডিএইচএ এবং ইপিএ রয়েছে এবং যতটুকু পরিমান আছে তা শরীরে শোষণ করতে অক্ষম।আমরা যতটুকু পরিমান খাদ্য খায় তার মধ্যে বয়স্কদের শরীরে ডিএইচএ এবং ইপিএ রুপান্তিত হয় মাত্র ১০-১৫% এবং শিশুদের শরীরে রুপান্তিত হয় মাত্র ৩-৬% ।
Atomy Alaska E-Omega 3 তে আছে ৬৫% ইপিএ এবং ডিএইচ এ যা শরীর সরাসরি গ্রহন করে এবং এতে আছে ৬৯.৪% ভিটামিন ই এবং সয়াবিন। যা শরীর সরাসরি গ্রহন করে।
Atomy Alaska E-Omega 3 তে আছে সরাসরি আলাস্কা ফিশ থেকে প্রাপ্ত তেল । অহিও , আমেরিকা তে অবস্থিত সাগরের আলাস্কা ফিশ থেকে এই তেল সরাসরি প্রক্রিয়াজাত করে এই ওমেগা ৩ তৈরি করা হয়।
উপকারিতাঃ
-হৃদক্রিয়া সচল রাখতে সাহায্য করে।
-সাস্থ্যের উন্নতি করে।
- রক্তের লিপিড উন্নত করে।
- রক্ত চলাচল উন্নত করে।
- আমাদের শরীর এর জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এর জোগান দেয়।
- এতে আছে হলুদ এর তেল এবং ভিটামিন ই যা আমাদের ত্বকের উন্নতি করে।
-এটি আমাদের ত্বককে মসৃণ করে।
- চোখের উন্নতি করে।
-কোলেস্ট্রল কমাতে সাহায্য করে।
- শরীর এর চর্বি কমাতে সাহায্য করে।
ব্যবহারঃ১টি করে দিনে ২বার।
price:4500/-

Atomy Sunscreen (Made in Korea)একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএন...
26/02/2023

Atomy Sunscreen (Made in Korea)
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রতিদিন বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ে। আর বাইরে বের হলেই আমাদেরকে রোদের সম্মুখীন হতে হয়। সূর্য আমাদের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। সূর্যের অতি বেগুনি রশ্নি আমাদের ত্বক এবং চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই বেগুনি রশ্নি প্রতিদিন যদি আমাদের ত্বকে লাগে তাহলে আমাদের শরীরের ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর এই বেগুনি রশ্নি থেকে বাঁচার জন্য আমরা মুখে মাস্ক, মাথায় টুপি দেওয়া সহ অনেকগুলা পথ অবলম্বন করি কিন্তু তেমন একটা ফল পাওয়া যায়না। কারন এই বেগুনি রশ্নি কাপরের কয়েক স্তর ভিতরে যেতে তো পারেই সাথে আমাদের ত্বকের কয়েক স্তর গভীরে পৌছাতে পারে। ফলে ত্বক ভিতর থেকেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।তাই আমাদের উচিৎ এমন পণ্য ব্যাবহার করা যা আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে রক্ষা করবে। যাতে থাকবে ইউভি রে প্রোটেকশন এবং এসপিএফ।
আর তাই এটমি কোরিয়া রিসার্চ এর মাধ্যমে এমন একটি পণ্য নিয়ে এসেছে যা ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে রক্ষা করে ত্বকের সার্বিক উন্নতি করবে।এটি ত্বকের রোদের হাত থেকে বাঁচানোর সাথে সাথে রোদে পোড়া দাগ দূর করবে এবং ত্বককে নরম কোমল করে ত্বকে উজ্জ্বলতা এনে দিবে।এটিতে আছে সেন্টেলালা নির্যাস যা ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। এটিতে আছে লেবুর নির্যাস যা আগের রোদে পোড়া দাগ দূর করবে এবং ত্বকের সব ধরনের দাগ দূর করবে । এটিতে আছে অন্যান্য তাজা প্রাকৃতিক উপাদান যা ত্বককে রিফ্রেশ করবে এবং আপনাকে তরতাজা রাখবে সারাদিন। এটির মূল উপাদান হচ্ছে ব্রড স্পেকট্রাম এসপিএফ ৫০+ যা ত্বককে সূর্যের অতি বেগুনি থেকে রক্ষা করবে সারাদিন।
উপকারিতাঃ
• ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে রক্ষা করবে।
• ত্বককে কোমল এবং নরম করবে।
• ত্বকের ছিদ্র ঢেকে ফেলবে।
• ত্বককে উজ্জ্বল করবে।
• আগের রোদে পোড়া দাগ দূর করবে।
• ত্বকের ক্ষত এবং দাগ দূর করবে।
উপাদানঃ সেন্টেলালা নির্যাস , লেবুর নির্যাস , এসপিএফ ৫০+ , প্রাকৃতিক তাজা উপাদান।
ব্যবহারঃ বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে মুখে এবং হাতে পায়ে লাগিয়ে নিন।
Price: 1800/-

Atomy Vitamin C (Made in Korea) একটি এটমী পণ্য,গবেষণা এবং মান উন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন Iউৎপাদনেঃ কোমলার কোরিয়া ...
23/02/2023

Atomy Vitamin C (Made in Korea)
একটি এটমী পণ্য,
গবেষণা এবং মান উন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন I
উৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ) I
আমাদের শরীরের সার্বিক উন্নতির জন্য ভিটামিন সি খুবই প্রয়োজন। এটি আমাদের শরীরের লুকায়িত অনেক সমস্যার সমাধান করে। যেই সমস্যাগুলো আমরা সহজে খেয়াল করিনা কিন্তু পরবর্তীতে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। আমরা প্রতিদিন খাবারের সাথে প্রচুর ভিটামিন সি গ্রহণ করে থাকি। কিন্তু আমাদের শরীর অতিরিক্ত ভিটামিন সি বের করে দেয় শরীরের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে। অনেক সময় দেখা যায় শরীর ভেদে ভিটামিন সি শোষণ করার ক্ষমতা অনেকের কম যার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং আলাদা করে ভিটামিন খাওয়ার প্রয়োজন পড়ে। আবার দেখা যায় অনেকের প্রতিদিনের খাবারে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে। যার কারণেও অনেককে আলাদা করে ভিটামিন সি খাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা জানিনা আমরা প্রতিদিন কতটুকু পরিমাণ ভিটামিন সি গ্রহণ করছি বা আমাদের শরীর কতটুকু পরিমাণ ভিটামিন সি গ্রহণ করছে। এই কারণে আমাদের সবার উচিৎ আলাদা করে ভিটামিন সি জাতীয় খাদ্য বা ভিটামিন সি সম্পূরক খাদ্য গ্রহণ করা।
আর তাই এটমী সবার সুস্থতার কথা চিন্তা করে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে ভিটামিন সি পাওডার। এটির প্রধান উপাদান হচ্ছে ফল। সাত ধরনের ফলকে শুকিয়ে এটি তৈরি করা হয়। এটি প্রধানত এমন সব ফল দিয়ে তৈরি যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কমলা, স্ট্রবেরি, ডালিম, মিষ্টিকুমড়া, আম, হলুদ, মাল্টা এবং আরও কয়েকটি ফলকে শুকিয়ে পাওডারে রূপান্তরিত করে এটমী ভিটামিন সি তৈরি করা হয়। এটিতে রয়েছে সরাসরি প্রাকৃতিক উপাদান। এটি তৈরি করা হয়েছে প্রতিদিনের প্রয়োজনীয় নির্ধারিত ভিটামিন সি এর প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে। অর্থাৎ এটি গ্রহণে প্রতিদিনের নির্ধারিত ভিটামিন সি এর অভাব পূরণ করবে। অতিরিক্ত ভিটামিন সি আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে অনেক সময় অপুষ্টির শিকার হতে হয়। এটি প্রতিদিনের ভিটামিন সি ব্যলেন্স করে শরীরকে ভিটামিন সি প্রদান করে শরীর সুস্থ রাখবে।
উপাদানঃ শুকনা মাল্টার গুড়া, শুকনা আমের গুড়া, হলুদ গুড়া, মিষ্টিকুমড়া গুড়া, ডালিম গুড়া, স্ট্রবেরি গুড়া, কমলা গুড়া, ভিটামিন সি, ল্যাকটোস মিক্স পাওডার, সিলিকন ডিটক্সাইড।
উপকারিতাঃ
• রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
• ত্বকের যত্ন নেয় ভিতর থেকে।
• শরীরের টিস্যুর কার্যক্রম উন্নতি করে।
• শরীরের টিস্যু সুস্থ্য রাখে।
• ক্যান্সার ও গ্যাস্ট্রিক প্রতিরোধ করে।
• বয়সের ছাপ দূর করে।
• সাধারণ ঠাণ্ডা এবং ঠাণ্ডাজনিত রোগ দূর করে।
• শরীরের আইরণ শোষণ বৃদ্ধিতে সাহায্য করে।
• সম্পুর্ণ শরীরের ত্বকের যত্ন নেয় এবং উন্নতি করে।
• শরীরের টিস্যুর ক্ষতি সারিয়ে তোলে।
• এজমা দূর করতে সাহায্য করে।
ব্যবহারবিধিঃ প্রতিদিন যেকোনো সময় একবার একটি করে প্যকেট সরাসরি চুষে খাওয়া যাবে অথবা এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে।
Price 4200/-
Payment Bkash or Nogod.
Free delivery in Dhaka. We sell cash on the delivery system also.
any query call or Whatsapp 01568474788

 +(Made in  Korea)(100% Organic and Non GMO Supplement Food) !!!পেট ঠিকতো সব ঠিক!!!🔶 আপনি কি জানতেন?আপনি কি জানতেন যে আপ...
28/10/2021

+(Made in Korea)

(100% Organic and Non GMO Supplement Food)
!!!পেট ঠিকতো সব ঠিক!!!
🔶 আপনি কি জানতেন?
আপনি কি জানতেন যে আপনার ৭০% রোগ-প্রতিরোধ ক্ষমতা আপনার হজম ট্র্যাক্টে রয়েছে? আপনি যদি সামগ্রিক সুস্বাস্থ্য চান তবে আপনাকে অবশ্যই প্রথমে পাচনতন্ত্রের যত্ন নেওয়া উচিত।
🔶 Probiotics কি?
প্রোবায়োটিক হলো "লাইভ ব্যাকটিরিয়া"। এই ব্যাকটিরিয়া একজন সুস্থ ব্যক্তির অন্ত্রে বাস করে এবং যা যথাযথ পরিমাণ গ্রহণ করা হলে স্বাস্থ্যের জন্য ইতিবাচক হয়।
মানুষের অন্ত্রে উপকারী এবং ক্ষতিকারক উভয় ধরণের ব্যাকটিরিয়া বাস করে। প্রোবায়োটিক গ্রহণের ফলে উপকারী ব্যাকটিরিয়াগুলি বৃদ্ধি এবং ক্ষতিকারক ব্যাকটিরিয়া বাধা পড়ে। Probiotics হলো মাইক্রো অর্গানিজম, যা সেবন করলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। Probiotics ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যা উপকারী ব্যাকটিরিয়ার বিকাশের পক্ষে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলির বৃদ্ধিকে বাধা দেয়।
🔶 কেনো Atomy Probiotics 10+ :
Atomy Probiotics 10+ এ আপনার পেটকে সুখী করতে ১২ প্রকারের মিশ্র ল্যাকটোব্যাসিলি এবং ৩ কোটি উপকারি লাইভ ব্যাকটিরিয়া থাকে!
🔶 যাদের জন্য Probiotics খুবই জরুরীঃ
👉 অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে চান এমন ব্যক্তিরা।
👉 যারা অন্ত্রের জ্বালা-পোড়া অনুভব করেন।
👉 যে শিশুরা এবং যুবকদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন।
👉 মূখে দুর্গন্ধযুক্ত লোকেরা। কারণ বেশিরভাগক্ষেত্রেই অন্ত্রের সমস্যা থেকেই মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।
👉 সুস্বাদু এবং সহজেই প্রোবায়োটিক ব্যবহারের সন্ধানকারী মানুষ।
👉 স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে চান।
👉 অস্বাস্থ্যকর খাদ্যের কারণে অনিয়মিত অন্ত্রের গতিযুক্ত ব্যক্তিরা।
👉 স্ট্রেস এবং খারাপ খাদ্যাভাসের কারণে পেটে আক্রান্ত ব্যক্তিরা।
👉 দুগ্ধজাত খাবার হজমে সমস্যায় ভোগা মানুষ।
👉 শারীরিক ক্রিয়াকলাপের অভাবে বদহজম হয় এমন ব্যক্তিরা।
👉 অনিয়মিত খাদ্যাভাস এবং জীবনযাপনের কারণে কোষ্ঠকাঠিন্য আছে এমন লোকেরা।
👉 দীর্ঘকাল ধরে বসে থাকা লোকেরা।
👉 যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে সেসব মানুষেরা।
🔶 Probiotics-এর সুবিধা:
➡️ Probiotics সহায়ক ল্যাকটোব্যাসিলি বৃদ্ধি করে।
➡️ Probiotics ক্ষতিকারক ব্যাকটিরিয়ার বৃদ্ধি রোধ করে।
➡️ Probiotics অন্ত্রের ক্রিয়াকলাপ মসৃণ করে।
➡️ Probiotics আপনার হজম সিস্টেমে বন্ধুত্বপূর্ণ ব্যাকটিরিয়াকে ভারসাম্য রাখতে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে।
➡️ Probiotics ডায়রিয়া প্রতিরোধ এবং চিকিৎসা করতে সহায়তা করে।
➡️ Probiotics পরিপূরকগুলি মানসিক স্বাস্থ্য অবস্থার উন্নতি করে।
➡️ Probiotics নির্দিষ্ট অ্যালার্জি এবং একজিমার তীব্রতা হ্রাস করতে পারে।
➡️ Probiotics আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে।
➡️ Probiotics আপনার ওজন এবং পেটের চর্বি কমাতে সহায়তা করে।
➡️ গবেষণায় দেখা গেছে যেহেতু অন্ত্রের সাথে কিডনির একটা সম্পর্ক রয়েছে তাই Probiotics অন্ত্রের পাশাপাশি কিডনির সমস্যায় খুবই ভালো কাজ করে।
🔶 আমি কেন নিজের এবং আমার পরিবারের জন্য অ্যাটমির Probiotics10+ পছন্দ করবো:
✅ নির্ভরযোগ্য, কারণ কোরিয়ার সুপরিচিত সরকারি ইনস্টিটিউটে গবেষণা।
✅ ল্যাক্টো কভারেজের বিস্তৃত স্ট্রেন রয়েছে (13 ধরণের ল্যাকটোব্যাসিলাস)
✅ কিছু অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করা বাচ্চাদের জন্য বড় পাউডার বা খোলা ক্যাপসুলের বড় বাক্স থেকে নিজের প্যাকের প্রয়োজন হিসাবে সুবিধাজনক।
✅ ঘরের তাপমাত্রায় স্থিতিশীল যা রেফ্রিজারেশন প্রয়োজন হয় না, এটি সহজে বহণযোগ্য।
✅ স্বাস্থ্যকর বলে।
✅ সুস্বাদু এবং প্রাকৃতিক ফলের সামগ্রী থেকে তৈরি।
✅ রিফ্রেশ কমলা স্বাদ!
🔶 প্রতিদিনের ডোজ:
🟢 প্রাপ্তবয়স্কদের: খাবার পর ১টি সাচেট(২.৫গ্রাম পাউডার)সরাসরি অথবা পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার।
🟢 শিশুদের: ১/২ সাচেট খাবার পর পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার।
🔶 সঞ্চয়স্থান:
ঘরের তাপমাত্রায় একটি শীতল এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
🔶 মেয়াদ শেষ হওয়ার তারিখ:
উৎপাদনের তারিখের ১ বছর পর।
❇️ For order or more information please inbox us/ 👉 01568-474788
price: 5000/-

Atomy Red Ginseng (Made in Korea)একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন(KAREI)উৎপাদনেঃ কোলমার কোর...
27/10/2021

Atomy Red Ginseng (Made in Korea)
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন(KAREI)
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমরা অনেক প্রকার খাদ্য খাওয়ার পরও দেখা যায় আমরা দৈনন্দিন কাজ করার জন্য শক্তি পাচ্ছি না । এর প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্য তালিকায় আমরা এমন সব খাদ্য রাখি যা আমাদের জন্য অপ্রয়োজনীয়। কিন্তু আমরা যে সব অপ্রয়োজনীয় খাদ্য খাচ্ছি তাও না। আমরা অনেক পুষ্টিকর খাদ্য খাওয়ার ফলেও আমরা প্রায় সময় দুর্বল হয়ে পড়ি। আবার দেখা যায় অনেকের স্মৃতিশক্তি লোপ পাচ্ছে প্রয়োজনীয় পুষ্টির অভাবে। কারন আমরা যেই পুষ্টিকর খাদ্য খেয়ে থাকি তা আমাদের জন্য অনেক কম। তাছাড়া সব পুষ্টি এবং পুষ্টিকর খাদ্য শরীর গ্রহন করতে পারেনা যার ফলে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয়। আমরা যতটুকু পুষ্টিকর খাদ্য খেয়ে থাকি তা শরীরের সব ঘাটতি পুরণ করতে পারেনা এবং আলাদা পুষ্টির যোগান ও দিতে পারেনা। ফলে আমাদের শরীর দিন দিন দুর্বল হয়ে যায় এবং শরীর অসুস্থ হয়ে পরে সাথে স্মৃতিশক্তিও লোপ পায়। আমাদের শরীরের সার্বিক দিক চিন্তা করে আমাদের উচিৎ স্বাস্থ্যকর খাদ্য খাওয়া যা শরীরকে সব ধরনের রোগ থেকে দূরে রাখবে এবং শরীরে পুষ্টি প্রদান করবে।
আমরা আমাদের সব পুষ্টিসমৃদ্ধ খাদ্য প্রকৃতি থেকেই পেয়ে থাকি। প্রকৃতিতে এমন এনেক খাদ্য এবং উপাদান আছে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন । তার মধ্যে রেড জিনসেন অন্যতম। এটি শরীরের সার্বিক উন্নতি সাধন করার পাশাপাশি শরীরে বাড়তি শক্তি প্রদান করে শরীরকে সুস্থ রাখে। এই প্রাকৃতিক রেড জিনসেন দিয়ে এটমি তৈরি করেছে এমন একটি পণ্য যা মানবদেহের জন্য খুবই উপকারি। যা শরীরকে সুস্থ রাখবে এবং শরীরের শক্তি বৃদ্ধি সহ নানাবিধ উপকার সাধন করবে। এই রেড জিনসেন বিপাকক্রিয়াকে শক্তিশালী করে এবং শারীরিক এবং মানসিক অবসাদ দূর করে। এটমি রেড জিনসেনে আছে ১০০% কোরিয়ান রেড জিনসেন পাউডার এবং অ্যামিনো এসিড যা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে , এন্টিঅক্সিডেন্ট বাড়াবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করবে।
❤️ ❤️ ❤️ উপাদানঃ
১০০% কোরিয়ান রেড জিনসেন, অ্যামিনো এসিড, প্রয়োজনীয় তেল ,৪২ টি প্রাকৃতিক খনিজ,
প্রাকৃতিক অ্যানজাইম , ২০ মিলি জিনসোসাইড।
❤️❤️ ❤️উপকারিতাঃ
-🌺 ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে।
-🌺শক্তি বৃদ্ধি করে।
-🌺স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
-🌺ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
-🌺শারীরিক ও মানসিক চাপ কমায়।
-🌺এটি শরীরের অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। ফলে শরীরকে সব ধরনের চাপের সাথে খাপ খাইয়ে নিতে দেয়।
-🌺ক্রীড়াবিদদের জন্য এটি খুবই উপকারি। এটি ক্রীড়াবিদদের শরীরে আলাদা শক্তি দেয় যখন বেশি শক্তির প্রয়োজন হয়।
-🌺এটি স্নায়ুতন্ত্রের উপর এক প্রকার প্রশান্তি দেয় যা শরীর ও মনকে সুস্থ রাখে।
-🌺এটি কার্টিসল তৈরিতে বাধা প্রদান করে যা ডায়বেটিস প্রতিরোধ করে।
- 🌺এটি এন্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভাল কাজ করে।
-🌺এটি হার্টে রক্ত প্রবাহ বৃদ্ধি করে হার্টকে সুস্থ রাখে ।
❤️❤️ ❤️ব্যবহারঃ 👉
👉 প্রতিদিন একটি করে প্যাকেট যে কোন সময় খাওয়া যাবে। মুখে নিয়ে খাওয়া যাবে অথবা এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে।
আমরা সারা বাংলাদেশে ডেলিভারী দিয়ে থাকি। যোগাযোগ করুন 01568-474788
PRICE 6300/- [Hongsamdam1pc]

ATOMY HERBAL HAIR TONIC (Made in Korea)একটি এটমী পণ্য,গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন lউৎপাদনেঃ কোলমার ক...
27/10/2021

ATOMY HERBAL HAIR TONIC (Made in Korea)
একটি এটমী পণ্য,
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন l
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ) l

Atomy Herbal Hair Tonic এর উপকারিতাঃ
১) চুল পড়া রোধ করবে।
২) চুল ঘন করবে।
৩) চুলের বৃদ্ধিকে উৎসাহিত করবে।
৪) এটি আপনার মাথার ত্বকে একটি শীতল সতেজ অনুভূতি প্রদান করবে।
৫) মাথার ত্বকে পুষ্টি দিবে।
৬) মাথার ত্বকের ছিদ্র সতেজ করবে।
৭) মাথার ত্বক থেকে চুলের গোড়া পর্যন্ত 9 ধরনের প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে চুলকে সুস্থ রাখে ।

INGREDIENTS: AQUA/WATER/EAU, ALCOHOL, ASPARAGUS LUCIDUS ROOT EXTRACT, ANGELICA DAHURICA ROOT EXTRACT, CHRYSANTHEMUM SIBIRICUM EXTRACT, CNIDIUM OFFICINALE ROOT EXTRACT, DICTAMNUS DESYCARPUS ROOT EXTRACT, ECLIPTA PROSTRATA EXTRACT, MORUS ALBA BARK EXTRACT, POLYGONUM MULTIFLORUM ROOT EXTRACT, SWERTIA JAPONICA EXTRACT, SODIUM CITRATE, C12-14 PARETH-12, PEG-40 HYDROGENATED CASTOR OIL, MENTHOL, PANTHENOL, SALICYLIC ACID

ব্যাবহারঃ পণ্য ব্যবহার করার আগে ভালভাবে ঝাঁকিয়ে নিন।প্রতিদিন সঠিক পরিমাণে মাথার ত্বকে লাগান।পণ্য শোষণ করতে সাহায্য করার জন্য হাত ব্যবহার করে স্ক্রাব এবং ম্যাসাজ করুন

নোট: ১০০% অর্গানিক এবং সাইড ইফেক্ট মুক্ত।
Price: 2400/-
Payment Bkash or Nogod.
Free delivery in Dhaka. We sell cash on the delivery system also.
any query call or Whatsapp 01845-496397

Atomy Turmacin 128 Capsule (Made in Korea)একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোলমার ক...
27/10/2021

Atomy Turmacin 128 Capsule (Made in Korea)
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
আমাদের বয়সের সাথে সাথে আমাদের হাড় ক্ষয় হতে থাকে এবং হাড়ে এবং পেশীতে ব্যথা অনুভব হতে থাকে। শরীরের হাড়ে এবং হাড়ের জয়েন্টে ক্ষয়ের কারনে ব্যথা বা বাতের ব্যথা সহ নানাবিধ ব্যথা বয়সের সাথে সাথে দিন দিন বৃদ্ধি পেতে থাকে । এর ফলে আমাদের দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়ে। আর এই ব্যথা নিরাময় করাও খুবই কষ্টসাধ্য। বিভিন্ন ধরনের ঔষধ সেবনের ফলেও তেমন একটা উপকার পাওয়া যায়না। কিন্তু সঠিক ঔষধ এবং নিয়মিত পরিচর্যা করলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।তাই সব ধরনের হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এটমি নিয়ে এসেছে এমন একটি প্রাকৃতিক ঔষধ যা শরীরের হাড়কে মজবুত করবে এবং শরীরের সব ধরনের হাড়ের ব্যথা থেকে সুস্থতা দিবে।
এটি এমন একটি সাপ্লিমেন্ট যা বিশেষভাবে বয়স্কদের জন্য তৈরি । যাতে আছে ইউমিলের ১০০ জল দ্রবনীয় উদ্ভিদ যা ক্ষয় হয়ে যাওয়া হাড়কে শক্তি দেয়। এতে আছে টারমাসিন এর নির্যাস (যা এক প্রকার উদ্ভিদ) যা জয়েন্ট এর ব্যথা দূর করতে খুব উপকারি।এতে আর আছে হলুদের নির্যাস । আমরা জানি কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারি। এটি আমাদের ত্বকের যত্ন নেওয়ার সাথে সাথে আমাদের হাড়ের ও যত্ন নেয়। এটি আমাদের হাড়ের জয়েন্টকে মজবুত করে এবং হাড়ের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ব্যথা দূর করতে খুবই উপকারি।এটিতে আছে এমএসএম ক্যালসিয়াম যা বার্ধক্যেও হাড়কে করবে মজবুত।
উপাদানঃ টারমাসিন নির্যাস, হলুদ নির্যাস, ক্যালসিয়াম, ভিটামিন বি২, ভিটামিন বি৩ ।
টারমাসিন এর উপকারিতাঃ
• এটি হাড়ের ব্যথা দূর করে।
• হাড়ের ক্ষয় হওয়া রোধ করে।
• জয়েন্টের ব্যথা দূর করতে টারমাসিন খুব বেশি উপকারি।
• বাতের ব্যথা দূর করে।
• ক্ষয় হয়ে যাওয়া হাড়কে শক্তি প্রদান করে।
• পেশি সুঠাম করে।
• বয়স্কদের জন্য বানানো এই ঔষধটি বয়স্কদের হাড়ের জন্য খুবই উপকারি।
• এন্টি জয়েন্ট পেইন রিলিভার হিসেবে কাজ করে।
ব্যবহারঃ সকালে ২টি ব্রাউন ট্যাবলেট এবং রাতে ২টি সাদা ট্যাবলেট।
👉 প্রয়োজনে ইনবক্স করুন, what's up / call korun এই number
+8801568474788

Atomy Toothpaste একটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ) toothpast...
27/10/2021

Atomy Toothpaste একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
toothpaste... এর গুনাগুন
(*)আপনি কি মুখের দুর্গন্ধ দুর করতে চান
(*) দাঁতের রক্ত পরা বন্ধ করতে চান
(*) দাঁতের পোকা ধ্বংস করতে চান
(*) দাঁতের ক্ষয় রোধ করতে চান
(*) দাঁতের পুজ পরা বন্ধ করতে চান
(*) দাঁতকে মজবুত করতে চান
(*) দাঁতকে পরিস্কার রাখতে চান
(*) দাঁতের কালো দাগ দুরকরতে চান
(*) দাঁতের ক্যালসিয়াম বৃদ্ধি সহ
দাঁতের ওরাল যে কোনও সমস্যার জন্য
তাহলে আজই ঘরে নিয়ে আসুন atomy টুথপেস্ট ।
এই টুথপেস্টে কোন ক্ষতিকর কৃত্রিম রং নেই
100% পার্সেন্ট মধু এবং গ্রিন টি দিয়ে তৈরি
(*) কোরিয়া তৈরিকৃত টুথপেস্ট
(*) এটমী এর পন্য ১০০% হালাল ও ন্যাচারাল।
এছাড়া ও এই টুথপেস্টে ব্যবহার করতে পারেন .....
১-- পুড়ে গেলে।
২--- কেটে গেলে।
৩-- সেভিং এর পর মুখে নিয়ে ১ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪- ক্ষত স্থানে
৫-- মুখের ব্রুন নস্ট করতে ( নিয়ম জেনে নিন)
বিশ্বের যে কোনো দেশ থেকে প্রোডাক্ট টি পেতে এখনি যোগাযোগ করুন।
Md Riaz Uddin
What's up or phone 📞 +8801845496397
0 Comments

আসসালামু আলাইকুম বন্ধুরা❤️64 টি জেলা থেকে ২৫ জন বিজনেস পার্টনার নিবো।যারা নিজের জীবন পরিবর্তন করতে চান এবং চাকরি, পড়াশোন...
27/10/2021

আসসালামু আলাইকুম বন্ধুরা❤️
64 টি জেলা থেকে ২৫ জন বিজনেস পার্টনার নিবো।
যারা নিজের জীবন পরিবর্তন করতে চান এবং চাকরি, পড়াশোনার পাশাপাশি ভালো ইনকাম করতে চান।
তারাই শুধু নক দিয়েন, অন্যথায় সময় নষ্ট করবেন না,,,
👉 বিশেষ দ্রষ্টব্য--18+ বয়স হতে হবে,,
Zoom apps এবং হোয়াটসঅ্যাপ থাকলে ভালো হয়
,, জীবন পরিবর্তন করার ইচ্ছাথাকা লাগবে,,,,
WhatsApp :01845496397-imo
1. Bogra (বগুড়া)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Chittagong (চিটাগাং)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariotpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64.Thakurgaon (ঠাকুরগাও)
এবং বাংলাদেশ ব্যতীত অন্য
যেকোনো দেশ থেকেও আপনি
আপনি বিজনেস করার সুযোগ পেয়ে যাবেন

Atomy Tooth Brushএকটি এটমী পণ্যগবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশনউৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)আমাদের প্র...
26/10/2021

Atomy Tooth Brush
একটি এটমী পণ্য
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোমলার কোরিয়া (বিএনএইচ)
আমাদের প্রতিদিনের একটি অপরিহার্য বস্তু হল দাঁত পরিষ্কার করার ব্রাশ। আমাদের সকাল শুরু হয় টুথপেষ্ট এবং টুথব্রাশ দিয়ে। আর এই টুথব্রাশ এমন হওয়া উচিৎ যা দাঁতের কোনো প্রকার ক্ষতি করবে না বরং দাঁতের উপকার করবে। যা দাঁতের সব ধরনের ময়লা দূর করে দাঁতকে করে তুলবে সুন্দর এবং আকর্ষণীয়। আমরা প্রতিদিন যেই ব্রাশ ব্যবহার করে থাকি তাতে রয়েছে ৭০% প্লাস্টিক উপাদান যা দাঁতের কোন প্রকার উপকার সাধন করেনা উল্টো ক্ষতি সাধন করে। প্লাস্টিক এর উপাদান দাঁতের প্রাকৃতিক এনজাইম নষ্ট করে এবং দাঁতের ক্ষতি সাধন করে। দাঁতের কোনো ধরনের ময়লা পরিষ্কার করে না উল্টো মাড়ি এবং দাঁতের গোড়া নষ্ট করে। তাই আমাদের উচিৎ টুথব্রাশ নির্বাচন করার আগে ভালভাবে যাচাই করে নেওয়া।
এটমি বিভিন্ন ধরনের রিসার্চ এর মাধ্যমে বের করেছে এমন একটি টুথব্রাশ যা দাঁতের সব ধরনের সমস্যা সমাধান করবে। এটমি প্রাকৃতিক উপাদান দিয়ে টুথপেষ্ট আবিষ্কার করার পর এমন একটি টুথব্রাশ আবিষ্কার করেছে যা রয়েছে এন্টিব্যাক্টেরিয়াল ক্ষমতা। এবং এটি হচ্ছে পৃথিবীব্যাপী সর্বোচ্চ ব্যবহৃত টুথব্রাশ যা দাঁতের কোনো প্রকার ক্ষতি হওয়া ছাড়াই দাঁতকে করবে সুন্দর এবং উজ্জ্বল। এটি এমন নরম তুলতুলে ব্রাশ যা আপনাকে দিবে তরতাজা অনুভুতি এবং সুস্থ মাড়ি। এটি একটি প্রথম গ্রেড এর মেডিকেল পণ্য যা এফডিএ দ্বারা স্বীকৃত। এটি বিশ্বের প্রথম এন্টিব্যাকটেরিয়াল ব্রাশ যা নিজেই নিজের জীবানু ধ্বংস করবে। আমরা ব্রাশ করার পর আমাদের মুখের সব জীবাণু ব্রাশ এ চলে যায় এবং ওই ব্রাশ আমরা আবার পুনঃরায় ব্যবহার করি এবং জীবাণু গুলো আবার আমাদের মুখে চলে যায়। কিন্তু এটমি টুথব্রাশ ব্রাশে থাকা সব জীবাণু ধ্বংস করবে কারণ এতে আছে গোল্ড ডাস্ট । এই গোল্ড ডাস্ট ব্রাশের সব জীবাণু মেরে ফেলবে ব্রাশ ব্যবহার না করা অবস্থায় ও। একটি পরীক্ষায় দেখা গেছে এটমি টুথব্রাশ টিস্যুতে অনেক্ষন ঘর্ষণের ফলেও টিস্যুর কোনো প্রকার ক্ষতি হয়নি। এ থেকে বুঝা যায় এই টুথব্রাশ আমাদের দাঁতের জন্য কতটা নমনীয়।
উপাদানঃ
-০.১৮ এমএম ফ্লেক্সিবল নরম তুলতুলে ব্রাশ।
-গোলাকার চিকন মাথা যা সহজেই ব্যবহার যোগ্য ।
-সহজে ধরা যায় এমন ক্রিস্টাল হ্যান্ডেল।
-৯৯.৯ % গোল্ড ডাস্ট।
- কোনো ধরনের ক্যামিকেল ছাড়া এবং কোনো ধরনের রাবারের উপাদান ছাড়া তৈরি।
- এটি Korea Far Infrared Association দ্বারা স্বীকৃত।
ব্যাবহারঃ প্রতিদিন সকালে এবং রাতে এটমি টুথপেষ্ট এর সাহায্যে এটমি টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে।
Made in Korea
Price:250/-

Address

House #6 , Road #9 , Sector #4 , Uttara
Dhaka
1230

Telephone

+8801568474788

Alerts

Be the first to know and let us send you an email when Atomy World Wide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Atomy World Wide:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram