01/03/2023
Atomy Tri Active Calcium
গবেষণা এবং মানউন্নয়নেঃ কোরিয়া আণবিক শক্তি কমিশন
উৎপাদনেঃ কোলমার কোরিয়া (বিএনএইচ)
প্রথমে ক্যালসিয়ামের অভাব বোঝা খুবই কঠিন কিন্তু বয়স বাড়তে শুরু করলে কিছু নির্দিষ্ট লক্ষন দেখা দিতে পারে। যেমন : আঙুল, হাত এবং পায়ে অসাড় ও ঝিনঝিনেভাব, পেশীতে খিঁচুনী এবং আড়ষ্ঠভাব, আলস্য এবং প্রচন্ড ক্লান্তি অনুভব।
দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাব শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে।
পরবর্তী পর্যায়ের লক্ষণ হল :
হাঁড় ভাঙার প্রবণতা, দাঁত ও অ্যানামেলের হাইপোলাসিয়া, ভোঁতাভাবে দাঁতের গোড়ার বিকাশ এবং দেরি করে দাঁত ওঠা, দূর্বল এবং ভঙ্গুর নখ, শুষ্ক এবং চুলকানিযুক্ত ত্বক ও একজিমা, হতাশা ও বিভ্রান্তিবোধ, দুর্বল, ক্ষুধাভাব, অস্বাভাবিক হৃদস্পন্দন, রক্ত সঞ্চালনে দেরী ইত্যাদি, যা থেকে পরবর্তীতে ভিন্ন ভিন্ন রোগ সৃষ্টি হয়।
কেমিক্যাল এন্টিবায়োটিক খাওয়ার ফলে শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলি কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে, যার কারনে এসব সমস্যার সৃষ্টি হয়।
Atomy Tri Active Calcium বিশেষত্ব, তিন বিশেষ ধরণের ক্যালসিয়াম মিশ্রণ :
Seaweed Calcium : সিউইড্ একটি প্রাকৃতিক জটিল খনিজ, যা সামুদ্রিক লাল শৈবাল থেকে আহরিত এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ট্রেস খনিজ সমৃদ্ধ।
Calcium Citrate : ক্যালসিয়াাম সাইট্রেট হয় সিন্থেটিক যা ল্যাব এ কেমিক্যাল দিয়ে তৈরি, আর নাহয় চুনাপাথরের মতো শিলা থেকে আসে। এটমী প্রাকৃতিক শিলা হতে তা সংগ্রহ ও ব্যবহার করে।
Whey Calcium : হুই একটি প্রোটিন, যা পনির তৈরির প্রক্রিয়া থেকে আসে। দুধের সাথে যখন বিশেষ প্রাকৃতিক এনজাইম যুক্ত করা হয়, তখন এটি আলাদা হয়।
সাথে আরো আছে প্রাকৃতিক অন্যান্য মিশ্রন সমূহ, যা হাঁড়ের জন্য ভাল :
* ৬ ধরণের কার্যকরী উপাদান : Ca+/Mg/Vit D/Vit K/Copper/Manganese.
* ৫ ধরণের অতিরিক্ত উপাদান : Maniprickle গাছের মূল, কুসুম ফুলের বীজ, তিল, Achyranthes Faurici গাছের মূল, চাগা মাশরুম এর নির্যাস।
ক্যালসিয়ামের দীর্ঘ্যস্থায়ী অভাব বা স্বল্পতা শরীরে নানা প্রকার অসুখ সহ নানান জটিলতা তৈরি করতে পারে যেমন :
১. রিকেট রোগ : এ রোগ হলে শরীরের হাঁড় দূর্বল ও নরম হয়ে যায়। পাশাপাশি যদি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় এবং তা অনেক দীর্ঘস্থায়ী হয় তাহলে হাড়ের অনেক ক্ষতি হতে পারে।
২. হাড় ফ্র্যাকচার : দেহে এর অভাবে হাঁড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। মহিলাদের মনোপোজ বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর এই হাড় ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এজন্য বয়ঃসন্ধিকালে তাদের অবশ্যই ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন।
৩. হাড় ক্ষয় : অস্টিয়োপোরোসিস বা হাঁড় ক্ষয়ের রোগ হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৪. পেশির টিট্যানি রোগ : দেহে হাইপোক্যালসিয়মিয়া হয়ে পেশির টিট্যানি রোগ হতে পারে।
৫. দূর্বলতা ও শক্তিহীনতা : বেশির ভাগ ক্যালসিয়াম হাড়ের গঠন এবং শক্তি বর্ধনে কাজ করে। যদি খাদ্য তালিকায় ক্যালসিয়াম না থাকে তাহলে এই হাড়ের গঠন দুর্বল হয় এবং শক্তি কম থাকে।
Atomy Tri Active Calcium আপনার শরীরের ক্যালসিয়াম ঘাটতি প্রাকৃতিক খনিজ দ্বারা পূরন করে দেহকে সুস্থ্য ও সবল রাখে।
তাই দেরি না করে অর্ডার করুন I
ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01845496397,01568474788
Price: 4500/=