Active Care - Physio Experts At Home

Active Care - Physio Experts At Home Doctor can save your life,But Physiotherapist can helps fit your life. Appointment➤www.activecarebd.com
(2)

🚨 ভূমিকম্পের সময় করণীয়: মূল বার্তা ও সারসংক্ষেপআপনি ভূমিকম্পের সময় জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য:❌ যে ভুলগু...
23/11/2025

🚨 ভূমিকম্পের সময় করণীয়: মূল বার্তা ও সারসংক্ষেপ
আপনি ভূমিকম্পের সময় জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য:
❌ যে ভুলগুলো করবেন না (প্রাণঘাতী হতে পারে)
| ভুল | কেন বিপজ্জনক |
| সিঁড়ির দিকে দৌড়ানো | ৯০% মৃত্যু বা গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে। ওপরের তলা ধসে সরাসরি সিঁড়ির ওপর ভেঙে পড়ে। |
| বারান্দায় যাওয়া | রেলিং সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে। |
| লিফট ব্যবহার | জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া বা আটকে পড়ার চরম ঝুঁকি। |
| চিৎকার করা (ধ্বংসস্তূপে) | ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে।

✔️ বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়: Drop – Cover – Hold On
| আপনি কোথায় | করণীয় |
| ৪র্থ তলা বা তার উপরে | দৌড়ানো মানে মৃত্যুর ঝুঁকি। আশ্রয় নিন। |
| ১ম বা ২য় তলায় | প্রথম ২০ সেকেন্ডই আপনার জীবন। দ্রুত বের হন। |
| অবস্থান | নিরাপদ আশ্রয় |
| বেডরুম | খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন (লাইফ ট্রায়াঙ্গেল)। |
| ড্রয়িং/ডাইনিং | মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন। কাঁচ/জানালা/শোকেস থেকে দূরে থাকুন। |
| কিছুই না পেলে | দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন (সেফ কর্নার পজিশন)। |
| মাথা রক্ষার জন্য | হেলমেট, বালতি, ঝুড়ি—যা পাবেন তাই মাথার ওপর চেপে ধরুন।

🏠 ১ম ও ২য় তলার জন্য বিশেষ সতর্কতা
* কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন (জ্যাম এড়াতে)।
* প্রথম ১৫–২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যান।
* বাইরে এসে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে দাঁড়ান।
* ❌ বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়াবেন না।
* খোলা মাঠে অবস্থান নিন।
🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে (SOS প্রোটোকল)
* চিৎকার করবেন না—মুখে কাপড় চেপে রাখুন।
* হুইসেল থাকলে বাজান।
* না থাকলে, দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সংকেত)।
* মোবাইলের টর্চ অন রাখুন, কিন্তু কথা বলবেন না (ব্যাটারি বাঁচান)।

💡 আজ থেকেই আপনার প্রস্তুতি
* বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন।
* ভারী জিনিসপত্র (আলমারি, ফ্রিজ) দেয়ালে ফিক্স করে রাখুন।
* গ্যাস সিলিন্ডার চেইন/স্ট্যান্ড দিয়ে বেঁধে রাখুন।
* ঘরের দরজা যেন অটো-লক না হয়।

* #ভূমিকম্প
* #زلزال (আরবি ও আন্তর্জাতিকভাবে ব্যবহৃত)
*
* #ঢাকা
* #বাসাবাড়ি
* #সচেতনতা #প্রস্তুতি
*
*
*
🌏 Power by– Active Care - Physio Experts At Home

ব্যথা ও পুনর্বাসনের জন্য সেরা সমাধান!​বাত, স্ট্রোক, অপারেশন -এর মতো রোগের জন্য কি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট খুঁজছেন?​চি...
13/11/2025

ব্যথা ও পুনর্বাসনের জন্য সেরা সমাধান!

​বাত, স্ট্রোক, অপারেশন -এর মতো রোগের জন্য কি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট খুঁজছেন?

​চিন্তা নেই! এখন আপনার ঘরে বসেই পাচ্ছেন সম্পূর্ণ পেশাদার ফিজিওথেরাপি চিকিৎসা।

​✨ সুবিধা:
👍​রোগীর সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ.
👍​কম খরচে সেরা মানের সেবা.
👍যাতায়াতের ঝামেলাবিহীন চিকিৎসা.
👍ক্লিনিকের মতো একই সেবা.

​আজই ফোন করুন এবং ঘরে বসে ফিজিওথেরাপি নিন! ⤵️
​ 01914-958611
📲 01751-888 446

​অথবা ওয়েবসাইট দেখুন: ⤵️
🌍 activecarebd.com

​🏃‍♂️ বিশেষ দ্রষ্টব্য: আমাদের ১২০ জনেরও বেশি নিবন্ধিত এবং প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের দল সম্পূর্ণ ঢাকা শহর জুড়ে (All Dhaka City) হোম সার্ভিস প্রদান করছে।

​ #হোম_সার্ভিস ​ #বাত_ব্যথা_চিকিৎসা
​ #স্ট্রোক_পুনর্বাসন ​ #প্যারালাইসিস_চিকিৎসা
​ #ঢাকা_ফিজিওথেরাপি ​

💥 ফিজিওথেরাপি হোম সার্ভিস — প্রথম সেশন সম্পূর্ণ ফ্রি! (মূল্য: ৳১২০০, এখন প্রথম সেশন বিনামূল্যে)🔰চিকিৎসার বিষয়সমূহ:👍বাত ব...
05/11/2025

💥 ফিজিওথেরাপি হোম সার্ভিস — প্রথম সেশন সম্পূর্ণ ফ্রি! (মূল্য: ৳১২০০, এখন প্রথম সেশন বিনামূল্যে)

🔰চিকিৎসার বিষয়সমূহ:
👍বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস,
👍বেলস পালসি, জিবিএস, পারকিনসন,
👍ডিমেনশিয়া, কোমর ব্যথা, কাঁধের ব্যথা,
👍অপারেশনের পর পুনর্বাসন,
👍এবং প্রতিবন্ধী রোগের ফিজিওথেরাপি সেবা।

🔰প্রথম সেশন একদম ফ্রি!
শুধু যাতায়াত বাবদ ৳২৫০ প্রদান করে সিরিয়াল বুক করতে হবে!

🌐 বুকিং লিংক: www.activecarebd.com/Appointment

🏡লোকেশন: ঢাকা সিটি (All Dhaka City)

📞 যোগাযোগ করুন:
Active Care - Physio Experts At Home
01914-958611
✆ 01751-888 446

ব্যথাকে বিদায় দিন, সুস্থ জীবন শুরু করুন! 🤝​আপনার কি দীর্ঘদিনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিসের সমস্যা? ওষুধে কাজ হ...
05/11/2025

ব্যথাকে বিদায় দিন, সুস্থ জীবন শুরু করুন! 🤝
​আপনার কি দীর্ঘদিনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিসের সমস্যা? ওষুধে কাজ হচ্ছে না?
​চিন্তা নেই! বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসায় বিজ্ঞান ও গবেষণা-ভিত্তিক উপায়ে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 🎯
​আমরা যা অফার করছি:
​✅ বিশেষজ্ঞ চিকিৎসা: বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ও অত্যাধুনিক ইলেক্ট্রো মেডিসিন, ম্যানুয়াল এবং ম্যানিপুলেটিভ থেরাপি।
​✅ ওষুধমুক্ত উপশম: ব্যথানাশক ওষুধ ছাড়াই স্থায়ী সমাধানের পথে হাঁটুন।
​✅ হোম সার্ভিস সুবিধা: যারা ক্লিনিকে আসতে পারছেন না, তাদের জন্য বাসায় বসে হোম সার্ভিস এর ব্যবস্থা আছে।
​✅ লিঙ্গভিত্তিক সেবা: মহিলা রোগীর জন্য মহিলা এবং পুরুষ রোগীর জন্য পুরুষ ফিজিওথেরাপিষ্টের মাধ্যমে সেবা।
​👉 যে সকল রোগের জন্য আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন:
​💥 প্যারালাইসিস ও স্ট্রোক পরবর্তী পুনর্বাসন
​💥 সায়াটিকা ও নার্ভের সমস্যা
​💥 যেকোনো ধরনের বাত ব্যথা (আর্থ্রাইটিস)
​💥 ঘাড়, কোমর ও হাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথা
​💥 ফ্রোজেন শোল্ডার (কাঁধের জোড়া শক্ত হওয়া)
​💥 খেলাধুলা বা আঘাতজনিত ব্যথা
​💥 শিশুদের শারীরিক ও কথা বলার সমস্যা
​💥 অপারেশনের পর শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনা
​💡 নোট: আপনার নিরাপদ চিকিৎসার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিষ্টের পরামর্শ নিন।
​যোগাযোগ করুন আজই!
🌏 activecarebd.com
📞 01914-958611
​ #ফিজিওথেরাপি #ব্যথামুক্তি #হোমসার্ভিস #প্যারালাইসিস #কোমরব্যথা #জয়েন্টপেইন

01/11/2025
🧍‍♂️ সঠিক ভঙ্গি = সুস্থ শরীর 💪🪑 দৈনন্দিন জীবনে ছোট কিছু ভুল ভঙ্গি থেকেই হতে পারে কোমর, ঘাড় ও পিঠের ব্যথা!👉 ছবিতে দেখানো ...
27/10/2025

🧍‍♂️ সঠিক ভঙ্গি = সুস্থ শরীর 💪
🪑 দৈনন্দিন জীবনে ছোট কিছু ভুল ভঙ্গি থেকেই হতে পারে কোমর, ঘাড় ও পিঠের ব্যথা!

👉 ছবিতে দেখানো সঠিক ভঙ্গি (Correct Posture) গুলো অনুসরণ করলে—
✅ মেরুদণ্ড থাকবে সোজা
✅ পেশীতে চাপ কমবে
✅ কাজের সময় আরাম ও মনোযোগ বাড়বে

🚫 ভুল ভঙ্গি (Incorrect Posture) করলে—
❌ কোমর ব্যথা
❌ ঘাড়ের টান
❌ পেশীর ক্ষতি

📌 মনে রাখুন:
“ভালো ভঙ্গি শুধু দেখতেই সুন্দর নয়, এটি আপনার শরীরের সুরক্ষার ঢাল।” 🛡️

অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট নিয়ে "Active Care" আছে আপনাদের পাশে।ঢাকার জ্যাম বা হাসপাতালে যাওয়ার আর চিন্তা নেই!Active Care - P...
09/10/2025

অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট নিয়ে "Active Care" আছে আপনাদের পাশে।

ঢাকার জ্যাম বা হাসপাতালে যাওয়ার আর চিন্তা নেই!
Active Care - Physio Experts At Home আপনার দোরগোড়ায় নিয়ে আসছে ৮ বছরের অভিজ্ঞ ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট।

আমাদের সেবাসমূহ:
#ফিজিওথেরাপি
#হিজামা থেরাপি
#আকুপাংচার
#স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি

কেন আমরা সেরা?
* দক্ষতা: ১২০ জন নিবন্ধিত থেরাপিস্ট।
* সুবিধা: মহিলা/পুরুষের জন্য আলাদা থেরাপিস্ট।
* বিস্তৃতি: অল ঢাকা সিটিতে হোম সার্ভিস।
সেরা চিকিৎসা নিন, ঘরে বসেই!
Active Care - Physio Experts At Home
🌐 www.activecarebd.com
📞 01914-958611 (Whatsapp)

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
09/10/2025

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।

১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপদ

08/10/2025

ভয় দেখিয়ে সিজার করাটা, ডাক্তারি নয়, ডাকাতি। গাইনেকোলজিস্টরা সতর্ক হোন, সাবধান হোন। পরে সরি বলার টাইম পাইবেন না। পর্যাপ্ত ধাত্রী প্রশিক্ষণের জন্য, পর্যাপ্ত প্রসুতি বেড করার জন্য সরকারকে চাপ দিন।

রোগ হলে মানুষ ডাক্তারের কাছে যায়। মাতৃত্ব কোন রোগ নয়। মাতৃত্ব সৃষ্টিকর্তার রহমত।

যেই ফলো আপ প্রশিক্ষিত ধাত্রী করতে পারে, সেই ফলো আপ কেন গাইনেকোলজিস্ট দেবে?

সন্তান জন্ম দান দেশের জন্য, জাতির জন্য একটা বড় কাজ। গর্ভ ধারণ করে, সন্তান জন্ম দিয়ে একজন মা ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেয়। সেইজন্য সন্তান জন্ম দান হবে বিনামূল্যে। রাষ্ট্রের দায়িত্ব সন্তান জন্ম যারা দিচ্ছে তাদের দেখভাল করা।
আরো বিস্তারিত জানতে দিয়ে সাথে থাকুন

Acupuncture is an ancient Chinese healing practice that involves inserting thin needles into specific points on the body...
11/08/2025

Acupuncture is an ancient Chinese healing practice that involves inserting thin needles into specific points on the body. It aims to balance the body's energy (Qi) and stimulate natural healing processes. Used for pain relief, stress reduction, and treating various health conditions, acupuncture is valued in traditional medicine, though its scientific support varies depending on the condition.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Active Care - Physio Experts At Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Active Care - Physio Experts At Home:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram