23/03/2023
ছবির যে ভদ্রলোককে দেখছেন উনার যে অপারেশনটা হয়েছে তার নাম টোটাল ল্যারিংগেকটোমি।
এই অপারেশনে পুরো স্বরযন্ত্র ফেলে দেওয়া হয়। গলার সামনে দিয়ে শ্বাসের রাস্তা করে দেওয়া হয়।
স্বরযন্ত্র কী? যে অংগের মাধ্যমে আমরা কথা বলি সেটিই স্বরযন্ত্র।
তাহলে এটি ফেলে দেওয়া হল কেন? কারণ তার স্বরযন্ত্রের ক্যান্সার হয়েছিল।
রোগী কী কথা বলতে পারবে? স্রষ্টাপ্রদত্ত স্বাভাবিক কথা বলার ক্ষমতা হারালেও কিছু ডিভাইস এবং থেরাপির মাধ্যমে সে কথা বলতে পারবে। এটুকু তাকে মেনে নিতে হবে ক্যান্সার থেকে মুক্তি পেয়ে জীবন বাঁচানোর স্বার্থে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর শেখ নুরুল ফাত্তাহ রুমির নির্দেশনায় এই অপারেশনে নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক Dr. Md. Shaharior Arafat Shawrave এবং তার টিম।
৩ সপ্তাহ পর ছুটি হয়ে যাওয়ার আগে রোগী এবং তার পরিবার অনেকটাই নির্ভার। তাদের অনুভূতি প্রকাশের ভিডিও প্রথম কমেন্টে।