ENT & Head Neck Surgery Unit, Dhaka Medical College Hospital

ENT & Head Neck Surgery Unit, Dhaka Medical College Hospital One of the finest tertiary level hospital in Bangladesh.

ছবির যে ভদ্রলোককে দেখছেন উনার যে অপারেশনটা হয়েছে তার নাম টোটাল ল্যারিংগেকটোমি। এই অপারেশনে পুরো স্বরযন্ত্র ফেলে দেওয়া হয়...
23/03/2023

ছবির যে ভদ্রলোককে দেখছেন উনার যে অপারেশনটা হয়েছে তার নাম টোটাল ল্যারিংগেকটোমি।

এই অপারেশনে পুরো স্বরযন্ত্র ফেলে দেওয়া হয়। গলার সামনে দিয়ে শ্বাসের রাস্তা করে দেওয়া হয়।

স্বরযন্ত্র কী? যে অংগের মাধ্যমে আমরা কথা বলি সেটিই স্বরযন্ত্র।

তাহলে এটি ফেলে দেওয়া হল কেন? কারণ তার স্বরযন্ত্রের ক্যান্সার হয়েছিল।

রোগী কী কথা বলতে পারবে? স্রষ্টাপ্রদত্ত স্বাভাবিক কথা বলার ক্ষমতা হারালেও কিছু ডিভাইস এবং থেরাপির মাধ্যমে সে কথা বলতে পারবে। এটুকু তাকে মেনে নিতে হবে ক্যান্সার থেকে মুক্তি পেয়ে জীবন বাঁচানোর স্বার্থে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর শেখ নুরুল ফাত্তাহ রুমির নির্দেশনায় এই অপারেশনে নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক Dr. Md. Shaharior Arafat Shawrave এবং তার টিম।

৩ সপ্তাহ পর ছুটি হয়ে যাওয়ার আগে রোগী এবং তার পরিবার অনেকটাই নির্ভার। তাদের অনুভূতি প্রকাশের ভিডিও প্রথম কমেন্টে।

দীর্ঘদিন পান জর্দার অভ্যাস থাকলে হতে পারে মুখগহবরের ক্যান্সার। তেমনই এক মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত এই ভদ্রলোকের এমন ...
16/03/2023

দীর্ঘদিন পান জর্দার অভ্যাস থাকলে হতে পারে মুখগহবরের ক্যান্সার।

তেমনই এক মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত এই ভদ্রলোকের এমন অবস্থা হয়েছিল যে উনি ঠিকমত মুখ হাও করতে পারছিলেন না।

অবশেষে ঢাকা মেডিকেলের নাক কান ও গলা বিভাগে তার অপারেশন হল।

১২ ঘন্টাব্যাপি এই অপারেশনে যা যা করা হলঃ
১। মুখ থেকে ঘাড়ে ছড়িয়ে পড়া টিউমারের অপারেশন করা হল (নেক ডিসেকশন)

২। মুখের টিউমার কেটে ফেলা হল (ওয়াইড লোকাল এক্সিশন)

৩। চোয়ালের হাড্ডিতে ক্যান্সারের উপস্থিতি পাওয়ায় এক দিকের চোয়ালের হাড্ডি ফেলে দেওয়া হল (হেমিম্যান্ডিবুলেকটোমি)।

৪। মুখের বিশাল গর্ত পূরণ করার জন্য বাম উরু থেকে চামড়া ও মাংস নিয়ে জোড়া লাগানো হল রক্তনালী সহ (এন্টেরোল্যাটেরাল থাই ফ্ল্যাপ রিকন্সট্রাকশন)

৫। উরুর ক্ষত পূরণ করার জন্য পাশ থেকে চামড়া নিয়ে এসে লাগানো হল (স্প্লিট থিকনেস স্কিন গ্রাফটিং)।

আল্লাহর রহমতে পুরো অপারেশনটি নিরাপদে সম্পন্ন করার জন্য Dr. Md. Shaharior Arafat Shawrave এবং তার টিম ধন্যবাদ প্রাপ্য। বিভাগীয় প্রধান প্রফেসর শেখ নূরুল ফাত্তাহ রুমি স্যারকেও ধন্যবাদ সবসময় তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য।

সব শেষে সবার প্রতি একটাই অনুরোধঃ তামাক, জর্দা ও মদ্যপান পরিহার করুন। স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গড়ে তুলুন।

স্বরযন্ত্রের ক্যান্সার আমাদের দেশে অত্যন্ত সাধারণ ঘটনা যার অন্যতম কারণ ধূমপান ও মদ্যপান। কিছু রোগী এমন অবস্থায় আসে যে চি...
02/03/2023

স্বরযন্ত্রের ক্যান্সার আমাদের দেশে অত্যন্ত সাধারণ ঘটনা যার অন্যতম কারণ ধূমপান ও মদ্যপান। কিছু রোগী এমন অবস্থায় আসে যে চিকিৎসকদের পুরো স্বরযন্ত্রই অপারেশন করে ফেলে দিতে হয় যাকে আমরা বলি টোটাল ল্যারিংগেকটোমি।

স্বরযন্ত্র ফেলে দেওয়ার দরুণ রোগী তার স্বাভাবিক কথা বলার ক্ষমতা হারায়। তবে আধুনিক ট্রাকিওইসোফেজিয়াল প্রস্থেসিস বসিয়ে দিলে রোগী পরবর্তীতে কথা বলতে পারে। এছাড়াও রয়েছে কিছু থেরাপির ব্যবস্থা।

তেমনই এক রোগীর অপারেশন হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগে Dr. Md. Shaharior Arafat Shawrave এবং তার টিমের দ্বারা। বিভাগীয় প্রধান শেখ নুরুল ফাত্তাহ রুমি স্যারের সাপোর্ট ও অনুপ্রেরণা সার্জারী টিমের জ্বালানি।

আজ অপারেশনের এক মাস পর রোগীকে ছুটি দেওয়া হল। যাওয়ার আগে সে তার নতুন কথা বলার ব্যবস্থার (ট্রাকিওইসোফেজিয়াল প্রস্থেসিস) মাধ্যেমে জানিয়ে গেল অনুভূতি।

রোগীর ভিডিও সাক্ষাৎকার প্রথম কমেন্টে।

৮০ বছর বয়স্ক এই চাচীর গলার বিশাল ফোলাটার বয়স চাচী ঠিকঠাক বলতে পারেন না তবে চাচার কাছে জানা গেল যে কম করে হলেও বছর বিশেক ...
14/02/2023

৮০ বছর বয়স্ক এই চাচীর গলার বিশাল ফোলাটার বয়স চাচী ঠিকঠাক বলতে পারেন না তবে চাচার কাছে জানা গেল যে কম করে হলেও বছর বিশেক তো হবেই। এতদিন কেন আসেননি এই প্রশ্নের সদুত্তর তারা দিতে পারেননি।

চাচী যখন ভর্তি হন তখন তার অবস্থা বেশ নাজুক। শরীরে রক্তশূন্যতা। এলবুমিনের পরিমাণ বেশ কম। হৃদযন্ত্রের ইজেকশন ফ্র‍্যাকশনও প্রত্যাশিত মাত্রার চেয়ে অনেক কম। টিউমারটা পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল যে এটি লসিকানালীর একটি টিউমার যা 'লিম্ফাঞ্জিওমা (Lymphangioma)' নামে পরিচিত।

চাচীর শরীরের যে হাল তাতে এতবড় অপারেশন করে সার্জনরা হাত পা অসাড় করে হলেও জীবিত অবস্থায় হয়তো বাসায় ফিরতে পারবেন তবে চাচীর জীবন মরণ নিয়ে প্রশ্ন রয়েই যায়।

রক্তশূন্যতা পূরণ, প্রোটিনের ঘাটতি পূরণ এবং হৃদযন্ত্রের কিছু ঔষধ মাসখানেক চলার স্রষ্টার নামে চাচীকে অপারেশন টেবিলে শোয়ানো হয়। প্রায় ৮ ঘন্টার এই অপারেশনে বিভিন্ন প্রকার রক্তনালী ও স্নায়ুকে বাঁচাতে সার্জনদের যথেষ্ট গলধগর্ম হতে হয়।

তবে স্রষ্টার অশেষ রহমতে কেবলমাত্র মারজিনাল ম্যান্ডিবুলার নার্ভ ড্যামেজ ছাড়া (যেটার কারণে মুখ কিছুটা বাঁকা হয়ে গিয়েছে) চাচীর তেমন কোন সমস্যা হয়নি যা চাচা চাচী হাসিমুখে মেনে নিয়েছেন।

টিম লিডার সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শাহরিয়ার আরাফাত সৌরভ সহ ইউনিট ৪ এর সকল চিকিৎসকও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই বৃদ্ধ জুটিকে হাসিমুখে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরে অনেক খুশি।

Address

Shahbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ENT & Head Neck Surgery Unit, Dhaka Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category