Dr. Bashudeb Kumar Saha

Dr. Bashudeb Kumar Saha Chief Consultant
Malleus ENT Specialized Hospital Ltd Best ENT Doctor in Bangladesh Dr. Bashudeb Kumar Saha, MBBS, BCS (Health), MS(ENT). I love my patients.
(211)

Dr. Bashudeb Kumar Saha
MBBS, BCS(Health), MS(ENT)
ENT Specialist & Head Neck Surgeon
Senior Consultant
ENT & Head Neck Surgery Department
Central Police Hospital, Rajarbag, Dhaka. ENT Specialist & Head Neck Surgeon. Senior Consultant (ENT), Central Police Hospital, Dhaka. Founder & Chief consultant, Malleus ENT Specialized Hospital Limited. I'm top listed Best ENT Doctor in Bangladesh. They are my inspiration.

02/01/2026

প্রায় ৪০ বছরের টিউমার অপারেশনের ২৬ দিন পর যা হলো | Dr. Bashudeb Kumar Saha


#থাইরয়েড_টিউমার

#থাইরয়েড_অপারেশন

প্রথমে ছোট, আস্তে আস্তে বড়, প্রায় ৪০ বছর পর বিশাল বড় আকার ধারণ করল থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। সন্তানরা অনেক চেষ্টা করেও...
01/01/2026

প্রথমে ছোট, আস্তে আস্তে বড়, প্রায় ৪০ বছর পর বিশাল বড় আকার ধারণ করল থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। সন্তানরা অনেক চেষ্টা করেও অপারেশনের জন্য রাজি করাতে পারেননি এই মাকে। বিনা অপারেশনে টিউমার দূর করতে ব্যবহার করেছেন বোনাজী ঔষধ। তাতে আরও ক্ষতি হয়েছে তার শরীরের। টিউমারের কারনে তার ঘুম হতো না, শ্বাসকষ্ট হতো, কাজ করতে পারতো না, ঠিকমতো খেতেও পারতো না। এমনকি নামাজ পড়তেও কষ্ট হতো তার। তারপরও সে অপারেশন করাতে রাজি ছিল না। অবশেষে সৃষ্টিকর্তার ইচ্ছায় ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে তার অপারেশন সম্পন্ন হয়। ২৬ দিন পর তিনি কেমন আছেন এবং কীভাবে তিনি এত বড় একটি অপরেশনে রাজি হয়েছিলেন, তারই একটি ভিডিও দেখবেন আগামীকাল সকল ১০:০০ টায়।

01/01/2026

শুনে অবাক হবেন নাক ডাকা নিয়ে প্রবাসী ভাই যা বললেন | Dr. Bashudeb Kumar Saha


#নাক_ডাকা_রোগ

#অবসট্রাকটিভ_স্লীপ_এপনিয়া
#স্লীপ_সার্জারি


শীতের শুষ্কতা আর হিমেল হাওয়ায় শেষ এবং শুরু হলো একটি বছর। অতীতের জরাজীর্ণতা দূর করে নতুন দিনগুলোকে সুন্দর করে সাজিয়ে শুরু...
31/12/2025

শীতের শুষ্কতা আর হিমেল হাওয়ায় শেষ এবং শুরু হলো একটি বছর। অতীতের জরাজীর্ণতা দূর করে নতুন দিনগুলোকে সুন্দর করে সাজিয়ে শুরু হোক সকলের পথচলা। শুধু একটি বছর, একটি দিন নয়, প্রতিটি মুহূর্ত সারাটি বছর সকলের জীবন যেন সুন্দর হয়। আমি কৃতজ্ঞ সবার কাছে, যারা আমাকে ভালোবাসা দিয়েছে এবং সুখে-দুঃখে সবসময় পাশে আছে। সকলের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অসমাপ্ত ভালোবাসা।

স্বাস্থ্যই সকল সুখের মূল এবং সুস্থতা সৃষ্টিকর্তার বিশাল বড় একটি আশীর্বাদ। অসুস্থ একজন মানুষ কখনোই তার জীবনটাকে সুন্দরভাব...
31/12/2025

স্বাস্থ্যই সকল সুখের মূল এবং সুস্থতা সৃষ্টিকর্তার বিশাল বড় একটি আশীর্বাদ। অসুস্থ একজন মানুষ কখনোই তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে না। তেমনি একজন বোন তৃষ্ণা রানী অধিকারী। কঠোর পরিশ্রমী একজন মানুষ, যিনি লেখাপড়ার পাশাপাশি কেক তৈরি করে অনলাইনে বিক্রি করে টাকা উপার্জন করতেন এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতেন।

ছোটবেলা থেকেই তার কষ্ট ছিল মাথাব্যথা, নাক বন্ধ থাকা এবং অস্বাভাবিক হাঁচির সমস্যা। ভেবেছিলেন মাথার কোনো টিউমার হয়েছে, তাই ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান করেছিলেন। সিটি স্ক্যানে কোনো সমস্যা না পেয়ে চিকিৎসা নিতে বিদেশে যেতে চেয়েছিলেন।

হঠাৎ একদিন সামাজিক মাধ্যমে আমার একটি স্বাস্থ্যসচেতনতামূলক ভিডিও দেখে বুঝতে পারলেন তার নাকের সমস্যা আছে। তাই তিনি দেরি না করে ম্যালিয়াস হাসপাতালে এসেছিলেন। আমরা তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম তার নাকের হাড় বাঁকা রয়েছে এবং টারবিনেটগুলো ফুলে আছে। আমরা তার একটি অপারেশনের সিদ্ধান্ত দিলাম এবং তার সম্মতিক্রমে একটি অপারেশন করেছিলাম।

অপারেশনের পর তিনি এখন সুস্থ আছেন এবং লেখাপড়ার পাশাপাশি তার কেক তৈরি করা ও শেখানোর কাজটি খুব সুন্দরভাবে করতে পারছেন। সবকিছু মিলিয়ে তিনি খুব ভালো আছেন। বলা যায়, অতীতের কষ্টগুলো তিনি ভুলেই গিয়েছেন। ম্যালিয়াস পরিবারের পক্ষ থেকে তাঁকেও দেওয়া হয় “Get Back New Life” সম্মাননা। আমরা তার আজীবন সুস্থতা কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তিনি এবং তার পরিবারের সকলকে ভালো রাখেন।

31/12/2025

অপারেশন টেবিলে বসেও মেয়ের জন্য যে ভাবনাটি ভাবছেন মা | Dr. Bashudeb Kumar Saha


#থাইরয়েড_টিউমার

#থাইরয়েড_অপারেশন

মইনুদ্দিন আহমেদ মিঠু ভাই খুব ভালো গান গায়। তবে তার কষ্ট ছিল ২৫টি বছর ধরে, কিন্তু তিনি জানতেন না তার কি রোগ হয়েছে। তার না...
30/12/2025

মইনুদ্দিন আহমেদ মিঠু ভাই খুব ভালো গান গায়। তবে তার কষ্ট ছিল ২৫টি বছর ধরে, কিন্তু তিনি জানতেন না তার কি রোগ হয়েছে। তার নাক বন্ধ থাকতো, মাথা ভার হয়ে যেত, রাতে ঘুম হতো না, সকালে ঘুম থেকে উঠলে খুব খারাপ লাগতো। বলা যায়, তার জীবনের অনেকটা সময় কেটেছে নাকের এই দুর্বিষহ কষ্ট নিয়ে।

একদিন হঠাৎ ইউটিউবে আমার একটি স্বাস্থ্য-সচেতনতা মূলক ভিডিও দেখে তিনি নিজেই তার রোগটি সম্পর্কে জানতে পেরেছেন। অতঃপর চিকিৎসার জন্য যখন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতালে আসেন, পরীক্ষা-নিরীক্ষা করে আমি দেখলাম তার নাকের হাড় বাঁকা এবং টারবিনেটগুলো ফুলে আছে। আমি তার একটি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

অপারেশনের কথা শুনে তিনি ভয় না পেলেও দুশ্চিন্তায় পড়েছিলেন তার গান গাওয়া নিয়ে। ভেবেছিলেন অপারেশন করলে হয়তো তার গানের সুর নষ্ট হয়ে যাবে। আমি তাকে বোঝালাম এবং তার সম্মতিক্রমে একটি অপারেশন সম্পন্ন করে দিয়েছিলাম, যেটার নাম ছিল এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি উইথ টারবিনোপ্লাস্টি।

পেশেন্ট ফলো-আপ ইন হাউজে তাকে দেখতে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। আমি যখন জানতে চাইলাম তিনি কেমন আছেন, তিনি বললেন, "আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো হয়ে গেছি।" বলা যায়, কষ্টের জীবন থেকে সুস্থ একটি জীবন ফিরে পেয়েছেন। তিনি আমাদের গান গেয়েও শুনিয়েছিলেন।

ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতাল লিঃ এই মানুষটিকে “Get Back New Life” সম্মাননা দিয়েছেন। আমরা তার আজীবন সুস্থতা কামনা করছি, সৃষ্টিকর্তা যেন তিনি এবং তার পরিবারের সকলকে সুস্থ রাখেন। আসুন আমরা সচেতন হই, সচেতনতাই পারে রোগ থেকে মুক্তি দিতে।

30/12/2025

যতই বলি মন খারাপ করবেন না তবুও যে মন মানে না | Dr. Bashudeb Kumar Saha




#টনসিল_অপারেশন

#টনসিল_এডিনয়েড_চিকিৎসা

জান্নাতুল ফেরদৌস স্মৃতি বোনটি প্রথম যেদিন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতালে এসেছিলেন, আমি দেখলাম তাঁর হাতে একটি ব্যা...
29/12/2025

জান্নাতুল ফেরদৌস স্মৃতি বোনটি প্রথম যেদিন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতালে এসেছিলেন, আমি দেখলাম তাঁর হাতে একটি ব্যাগ। আমি জানতে চেয়েছিলাম তাঁর কষ্টের কথা। তিনি একে একে ব্যাগ থেকে বের করলেন নাকের ড্রপ, টিস্যু এবং নাকের স্প্রে। তারপর বললেন তাঁর কষ্টের কথা। মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া এবং নাক বন্ধ থাকা—এই কষ্টগুলো যেন তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছিল।

তাই তিনি এই কষ্ট থেকে মুক্তির আশায় খেয়ে গেছেন নানা ধরনের ট্যাবলেট। নাকে দিতেন ড্রপ ও স্প্রে, আর টিস্যু দিয়ে নাক মুছেও থামাতে পারেননি নাক দিয়ে পানি পড়া। সত্যিই খুব কষ্টের একটি জীবন ছিল তাঁর। আমরা তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করলাম এবং একটি অপারেশনের সিদ্ধান্ত নিলাম। তাঁদের সম্মতি পাওয়ার পর আমরা তাঁর একটি অপারেশন সম্পন্ন করলাম।

অপারেশনের পর সৃষ্টিকর্তার অসীম কৃপায় তিনি এখন সুস্থ আছেন। মজার বিষয় হলো, একই অপারেশন আমরা তাঁর স্বামী ও দেবরকেও করেছিলাম। তাঁরাও এখন সুস্থ আছেন। আমরা চাই স্মৃতির মতো হাজারো মানুষ, যাঁদের এই ধরনের সমস্যা রয়েছে, তাঁদের কষ্টগুলোও দূর করতে।

ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতাল এই বোনটিকেও “Get Back New Life” সম্মাননা দিয়ে সম্মানিত করেছে। আসুন, আমরা সচেতন হই এবং সঠিক চিকিৎসা নিই। বোনটির জন্য দোয়া করবেন—সৃষ্টিকর্তা যেন তাঁকে সুস্থ রাখেন এবং তিনি যেন তাঁর পরিবার নিয়ে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।

29/12/2025

যে কারনে ভাইটির দুই নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় | Dr. Bashudeb Kumar Saha

#নাকের_হাড়_বাঁকা_সমস্যা
#নাকের_হাড়বাঁকা_অপারেশন






একটি মানুষের যখন নাক এবং কান দুটি অর্গানে সমস্যা থাকে, সেই মানুষটির প্রতিদিনের জীবন কতটা কষ্টের হতে পারে, সেটা উপলব্ধি ক...
28/12/2025

একটি মানুষের যখন নাক এবং কান দুটি অর্গানে সমস্যা থাকে, সেই মানুষটির প্রতিদিনের জীবন কতটা কষ্টের হতে পারে, সেটা উপলব্ধি করতে পারে সেই মানুষটিই যার এমন সমস্যা রয়েছে। তেমনি একটি বোন যখন তার কষ্টের জীবন নিয়ে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতালে আসেন, আমরা শুনি তার কষ্টের কথাগুলো। এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই তার নাকের হাড় বাঁকা এবং কানের পর্দায় ছিদ্র রয়েছে। আমরা তাকে প্রথমে নাকের অপারেশনের সিদ্ধান্ত দিলাম এবং নাকের অপারেশন সফল হওয়ার পর, আমরা তার কানের একটি সফল অস্ত্রপচার সম্পন্ন করেছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় এবং সকলের দোয়া ও আশীর্বাদে এই বোনটিও একটি সুস্থ জীবন ফিরে পেয়েছেন। ম্যালিয়াস পরিবারের পক্ষ থেকে তাকেও দেয়া হয়েছে "Get Back New Life" সম্মাননা। আমরা তার আজীবন সুস্থতা কামনা করি এবং আপনারা সবাই দোয়া করবেন—তিনি যেন তার পরিবার নিয়ে ভালো থাকেন।


28/12/2025

এমন কাজটি যে করেছেন কি বলা যায় তাকে, দেখতে থাকুন | Dr. Bashudeb Kumar Saha


#নাক_ডাকা_রোগ

#অবসট্রাকটিভ_স্লীপ_এপনিয়া
#স্লীপ_সার্জারি


Address

24/1 (Lift 4), Shan Tower, Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bashudeb Kumar Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bashudeb Kumar Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram