03/12/2025
#অক্ষম রোগীকে সক্ষম করার প্রয়াস নিয়ে প্রায় অর্ধ যুগ ধরে গাজীপুরবাসীকে অত্যন্ত সফলতার সাথে চিকিৎসা দিয়ে আসছে বাত-ব্যাথা ও প্যারালাইসিস চিকিৎসা কেন্দ্র। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে একটি রোগী অক্ষম(প্যারালাইজড) অবস্থা থেকে সুস্থ হয়ে নিজের সকল কাজ করতে সক্ষমতা অর্জন করেছেন এবং চাকরিতে জয়েন করেছেন। সকলেই ভাইটির জন্য দোয়া করবেন।
#সবার জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো স্ট্রোক পরবর্তী প্যারালাইজড অবস্থায় কোন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে থাকবে এটা কারো কাম্য নয়। তাই অবহেলা না করে সঠিক সময় সঠিক চিকিৎসা করান। সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে অক্ষম ব্যক্তিও সক্ষম হয়ে যায় ।
#সময়
প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
#ঠিকানা
শেখ শহর আলী সুপারমার্কেট (আইডিয়াল হাসপাতালের বিপরীতে) প্রশিকা মোড় সংলগ্ন, শ্রীপুর, গাজীপুর।
সিরিয়াল : ০১৭৩২৩৫৮৬০১,০১৭৪৮৯০০৯৭৫