28/11/2025
💐💐 শীতে পা ফেটে রস পড়া♥️♥️চর্ম ফাটা ও চিকিৎসা
বর্তমানে শীতকাল এই সময় অনেকেরই হাত -পা,শরীর, ঠোঁট, ঠোঁট ফেটে যায় এক্ষেত্রে হোমিওতে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করা হয় লক্ষণ সাদৃশ্য। অনেক সুন্দর ফলাফল পাওয়া যায়
👌১/Graphites :-6/30
❤️ যে সকল মহিলারা মোটা হতে থাকে ও কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে ঋতুস্রাব দেড়ি হওয়ার ইতিহাস থাকে তাদের পক্ষে ব উপযোগী
♥️ খুব সতর্ক ও ভীরু স্বভাব
♥️ মাছ,মাংস, সংগীত, সঙ্গমে অনিচ্ছা
♥️ ক্ষুধার,পিপাসা খুব বেশি
♥️ ত্বক অত্যন্ত শুকনো ও রুক্ষ মোটা
♥️ সহজেই ফেটে যায় ও রস পরে তার চটচোটে ঘন আঠার মত
♥️ কানের পাশে, ঠোঁটের কোণ গুলোের ফাঁকে ফেটে যায়
♥️ একজিমা ও ফাটা জায়গায় চুলকায়
💐👌২/Petroleum:-6/30
❤️ রোগী শীত কাতর ও ঝগড়াটে
♥️ প্রত্যেক শীতকালে হাত -পায়ের আঙ্গুলি গভীরভাবে ফেটে যায় ও রক্ত পড়ে গ্রীষ্মকালে এ রোগ চলে যায়
❤️ ফাটা জায়গায় জ্বালাপোড়া, ব্যথা ও চুলকানি
❤️ ঠান্ডা হওয়া বা পানি লাগলে বেশি সমস্যা হয়
❤️ ত্বক খুব শুষ্ক ফাটা ও খসখসে
❤️ চর্মের উপর সামান্য আঘাতেই পুঁজ হয় পাকে
💐🌹৩/ Rhustok 30/200
🌹 এই রোগী শীতকাতর, জলো হওয়া সর্বপ্রকার শীতলতা অসহ্য গরমে উপশম
🌹 চর্মরোগ গুলো সন্ধ্যায় ও রাত্রি বেশি চুলকায়।
🌹 ঠান্ডাও ভেজা আবহাওয়া ত্বক ফেটে যায় ও খুসখসে হয় অনেক সময় পাকে ও পুঁজ হয়
🌹 চর্মরোগ গুলো গরম সেক দিলে কিছু আরাম লাগে
👍💐 ৪/Sulphur 30
♥️ ধাতুগত লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হয় রোগী এক প্রকার নোংরা প্রকৃতি ও ছিপ ছিপে,কোল কুঁজা শীতকালে গোসল করতে চায় না, হাত পায়ের তলা ও মাথায় জ্বালা, ঠান্ডায় উপশম
♥️ প্রচন্ড খিটখিটে রাগী ও স্বার্থপর প্রকৃতির রোগী, ধৈর্য শক্তির অভাব।
♥️ ত্বক শুকনো চুলকায় এবং দানা দানা হয়ে যায় ছোপ ছোপ দেখা যায়, চুলকায় রক্ত বাহির করে ফেলে
❤️গরমে চুলকানি বাড়ে কিন্তু ঠান্ডা পানিতে আরাম
❤️ হাত পা চুলকাইলে জ্বালা করে
🌹💐৫/ Psorinum
♥️ এটি সালফার পরে প্রয়োজন হতে পারে কারণ যখন এই ওষুধ নির্বাচন হওয়ার পরেও কাজ করে না তখন একটি প্রয়োজন হবে
❤️ রোগী অত্যন্ত শীতকাতর
❤️ সামান্য ঠান্ডা বাতাস ঠান্ডা জলের স্নান অসহ্য আবহাওয়া পরিবর্তনের রোগবৃদ্ধি
❤️ সমস্ত স্রাবের দুর্গন্ধ
❤️ শীতকালে চর্ম রোগ গুলো বৃদ্ধি পায়
🌹💐৬/ Floric acid 30/200/1m
❤️ অল্প বয়সে বয়স্কদের মত দেখায় অত্যন্ত গরম কাতর
❤️ অনেক পুরাতন ও দীর্ঘস্থায়ী ফাটা ত্বক পচন্ড ব্যাথা
❤️ জয়েন্টের পাশে,গোড়ালি বা আঙ্গুলের ফাটল
❤️ ত্বক শুকিয়ে শক্ত হয়ে যায় ফেটে যায় সেই জায়গায় জ্বালা করে
এ এছাড়াও Calcarea card, Heper sulp, Bacilinum Mezerium, Natrum mur, Thuja etc
🌹🌹🌹🌹 বাহ্যিক ব্যবহার:
ওষুধের পাশাপাশি ত্বক জাতীয় নরম থাকে সে ব্যবস্থা করতে হবে
🌹তবে calendula Q একভাগ ওষুধ নয় ভাগ অলিভ অয়েল অথবা নারিকেলের তেলের সঙ্গে মিশিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়
🌹যদি ব্যথা থাকে এক্ষেত্রে Arnica mont Q এক ভাগ ঔষধ আর নয় ভাগ অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে হয় অনেক উপকার পাওয়া যায়
👍👍তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না তাতে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এখানে অনেক কিছু প্রয়োজন হতে পারে এজন্য একজন ডাক্তারকে দেখাবেন চিকিৎসা নিবেন ভালো থাকবেন।
Dr S M Sujon
Homeo consultant
Reg 20103
01716501456