22/10/2025
শিশুদের হাতে মোবাইল দেওয়ার আগে ১ মিনিট ভাবুন…
Journal of Human Development and Capabilities (২০২৫)-এর সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে —
👉 যেসব শিশু ১৩ বছরের আগেই স্মার্টফোন ব্যবহার শুরু করে,
তাদের মস্তিষ্ক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদে বিপর্যয়কর প্রভাব পড়ে।
গবেষণার নাম:
“Protecting the Developing Mind in a Digital Age: A Global Policy Imperative”
(Thiagarajan et al., 2025, Journal of Human Development and Capabilities)
গবেষণার প্রধান ফলাফল:
শৈশবেই মোবাইল ব্যবহারের ফলে কৈশোরে (১৮–২৪ বছর বয়সে) দেখা যায় —
• আত্মসম্মানবোধ কমে যায়
• একাকিত্ব, উদ্বেগ ও হতাশা বাড়ে
• বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা ও আগ্রাসী আচরণ দেখা দেয়
• ঘুমের ব্যাঘাত ও পড়াশোনায় মনোযোগ হারানোর প্রবণতা বেড়ে যায়
এসব প্রভাবের প্রায় ৪০% আসে আগেভাগে সোশ্যাল মিডিয়ায় ঢোকার কারণে।
শিশুর মন গঠনের সময়টুকু স্ক্রিন নয় — ভালোবাসা, গল্প, খেলা ও বাস্তব অভিজ্ঞতায় ভরিয়ে দিন।
ডিজিটাল না, বাস্তব সংযোগই শিশুদের মস্তিষ্কের আসল বিকাশ ঘটায়।
সচেতন অভিভাবকদের জন্য বার্তা:
১৩ বছরের আগে মোবাইল নয়।
আপনার শিশুর মানসিক স্বাস্থ্য আপনার হাতে —
আজ সামান্য নিয়ন্ত্রণই তার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে।
📎 সূত্র: Journal of Human Development and Capabilities, Vol. 26(3), 2025