01/01/2026
২০২৫ সাল আমাদের থেকে বিদায় নিয়েছে, তবে ২০২৫ সাল আমি অনেক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ বছরটি ভালোই ছিল, আজ ০১/০১/২০২৬ নতুন বছরের শুরু, সবাইকে নতুন বছর ২০২৬ এর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক দোয়া রইলো সবার জন্য, ২০২৬ সাল আমি চেষ্টা করবো নিজেকে আরো ভালো করে খুঁজে পেতে, নিজেকে গুছিয়ে নিতে, আর চেষ্টা করবো সময়কে আরো বেশি মূল্যায়ন করতে, সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময়কে আমাদের মূল্যায়ন করে চলতে হবে, এটাই বাস্তব জীবনে নিয়তি, কারণ নিয়তেই বরকত, নিয়তেই নতুন আশার আলো সাথে নিজেকে সামনে এগিয়ে নিতে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। .