12/11/2025
ডায়াবেটিস রোগিদের সঠিক খাবার সম্পর্কিত লাইভ টি আবারও শেয়ার করলাম, world diabetes day 2025 The official theme for World Diabetes Day (WDD) 2025 is "Diabetes and well-being". The International Diabetes Federation (IDF) campaign for WDD 2024–2026 is focused on this theme.
ডায়াবেটিক রোগীর সঠিক খাদ্যাভ্যাস ঃ
শরীরে ডায়াবেটিস হলে খাবারের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, খাবার ও পুষ্টির চাহিদা ডায়াবেটিস হওয়ার আগে যে রকম থাকে পরেও একই থাকে, পুষ্টির চাহিদার কোন তারতম্য হয় না, খাবারের নিয়ম মেনে চলার উদ্দেশ্য হল সর্বদা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে স্বাভাবিক সুস্থ জীবন নিশ্চিত করা, শরীরের ভাইটাল অর্গান গুলকে সুস্থ রাখা, স্বাস্থ্য ভাল রাখা ।
খাবার গ্রহনের নিতিমালা ঃ
১, শরীরের ওজন কাম্য ওজনের বেশি থাকলে টা কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, কম থাকলে বারিয়ে স্বাভাবিক করা এবং ওজন স্বাভাবিক থাকলে সেটা বজায় রাখার চেষ্টা করা, এই ৩ টি ক্ষেত্রেই অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন ।
২, চিনি, মিষ্টি, সাদা চাল আটা জাতীয় খাবার বাদ দিতে হবে পরিবর্তে লাল চাল/ আটা/ গম/ গোটা শস্য দানা পরিমিত খাবেন, আপনার জন্য সঠিক পরিমাণটি পুষ্টিবিদের পরামর্শ নিয়ে জেনে নিন ।
৩, শরকরাবহুল খাবার গুলো ( চাল, আটা, ওটস, আলু, মিষ্টি আলু, মুড়ি, চিরা, নুডুলস পাস্তা, মিষ্টি ফল ইত্যাদি ) হিসাব করেই খেতে হবে ।
৪, আশবহুল খাবার ( শাঁক, সবজি, ডাল, দেশিও টক ফল , গ্রিন সালাদ, ইত্যাদি ) বেশি কড়ে খেতে হবে ।
৫, সম্পৃক্ত ফ্যাট যেমন ডাল্ডা, মারজারিন, মেয়নেজ, বেকারির খাবার, ঘি, মাখন, মাংসের চর্বি ইত্যাদি খুবই কম খাওয়া পরিবর্তে অসম্পৃক্ত ফ্যাট যেমন উদ্ভিজ তেল, সরিষার তেল, রাইস-ব্রান তেল, সানফ্লাওয়ার তেল, কেনলা তেল, কোল্ড প্রেসড নারকেল তেল, অলিভ তেল, পরিমিত ব্যাবহার করবেন রান্নায়, নিয়মিত সব ধরনের মাছ খাবেন
৬, প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার গুলো এভয়েড করবেন পরিবর্তে নিয়মিত প্রাকৃতিক ফ্রেশ খাবার খেলে এখান থেকেই আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি নিয়ে নিবে ।
৭, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে, কোন বেলার খাবার খাওয়া বাদ দেওয়া ঠিক নয়, আজ কম কাল বেশি এভাবে খাবার খাওয়া অ ঠিক নয়, পুষ্টিবিদ নিরধারিত খাবার তালিকা শিখে মেনে চলবেন
৮, আপনার পছন্দের কোন খাবার যা ডায়াবেটিসে নিশিদ্ধ সেটি কিভাবে কতটুকুন গ্রহন করা যাবে ঝুকি এড়িয়ে খেতে পারবেন, সেটি পুষ্টিবিদের সাথে পরামর্শ করে জেনে নিন ।
৯, অন্যান্য রোগে আক্রান্ত হলে অর্থাৎ অসুস্থ অবস্থায় বিশেষ খাবার বেবস্থা টি পুষ্টিবিদের সাথে পরামর্শ করে জেনে নিন যা আপনাকে দ্রুত আরোগ্য লাভে সাহায্য করবে ।
১০, মনে রাখবেন, নিয়ম শৃঙ্খলা মেনে চলাই ডায়াবেটিস রোগীর সুস্থতার মুল মন্ত্র ।
সুশাস্থের গুরুত্বপূর্ণ তথ্য গুলো পেতে পেইজে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ।
পুষ্টিবিদ ইসরাত জাহান ইফাত - নিয়মিত রোগী দেখছেন Bangladesh Psychiatric Care Ltd. – প্রিমিয়ার সেন্টারে। প্রতিদিন 8, টা - রাত 10.30 টা পর্যন্ত।
অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই সেবা চালু আছে। এপয়েন্টমেন্টের জন্যে যোগাযোগ করুন: 01971433044
medicine sugar control # nutrition , ,
, , , , , , #হেলথ Life Hospital Dhaka psychiatric care centre Limited Samantha sambhar Dhaka health nutrition
#ওজনকমানো #হেলথ
#সাপ্লিমেন্ট #পুষ্টিবিদ #ডক্টর
-Xin Cosmeceuticls # nutrition Life Hospital Dhaka #ওজনকমানো #হেলথ
#সাপ্লিমেন্ট #পুষ্টিবিদ #ডক্টর -Xin Cosmeceuticls
অভিজ্ঞদের পরামর্শ ✨
সিনিয়র ডায়েটিশিয়ান ইসরাত জাহান ইফাত নিয়মিত রোগী দেখছেন বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড এবং ন্যারচার নেস্ট চাইল্ড কেয়ার সেন্টারে এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন ০১ ৯৭১ ৪৩৩ ০৪৪ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন
সুশাস্থের গুরুত্বপূর্ণ তথ্য গুলো পেতে পেইজে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন । পুষ্টিবিদ ইসরাত জাহান ইফাত - নিয়ম.....