No Chinta Home Healthcare

No Chinta Home Healthcare No Chinta understands the importance of professional and compassionate care in the comfort of your own home.

Our commitment is to provide you with the top notch nursing, caregiving, babysitting and physiotherapy services at your door step!! Terms and Conditions for User: https://demo.nochinta.xyz/terms

31/12/2025

সহস্রাধিক পরিবার বিগত বছরগুলোতে নো চিন্তার ওপর যে বিশ্বাস রেখেছেন, সেটিই আমাদের সবচেয়ে বড় অর্জন ও অনুপ্রেরণা। একটি পরিবারের প্রিয়জনের যত্ন মানেই শুধু সেবা নয়—এটি দায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরতার প্রতিশ্রুতি। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমরা প্রতিটি সেবায় নিশ্চিত করি দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদার ব্যবস্থাপনা।

নো চিন্তায় আমাদের প্রতিটি সেবাকর্মী নির্বাচিত হয় যাচাইকৃত পরিচয়, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। সময়নিষ্ঠতা, মানসম্মত সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজের মূল ভিত্তি। গর্ভবতী মা, নবজাতক, বয়স্ক ব্যক্তি কিংবা অসুস্থ রোগীর জন্য আমরা প্রদান করি প্রয়োজনভিত্তিক ও দ্বায়িত্বশীল হোম কেয়ার সার্ভিস।

বিগত বছরগুলোর সন্তুষ্ট পরিবারগুলোই আমাদের সফলতার সবচেয়ে বড় প্রমাণ বহন করে। ভবিষ্যতেও আমরা আধুনিক ব্যবস্থাপনা ও দক্ষ টিমের মাধ্যমে এই বিশ্বাস অটুট রাখার অঙ্গীকার করছি।

নো চিন্তা এর সাথে থাকুন, নিশ্চিন্ত থাকুন।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

27/12/2025

একনজরে দেখে নিন নো চিন্তার সম্মানিত ক্লায়েন্টের মতবাদ। দীর্ঘদিন ধরে নো চিন্তার দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার হতে সেবা গ্রহণ করার পর সন্তুষ্ট হয়ে নো চিন্তা সম্পর্কে তার মূল্যবান মতামত প্রকাশ করেন।

আপনার প্রিয়জনের জন্য দক্ষ অভিজ্ঞ কেয়ারগিভার হতে সেবা নিতে এখনই কল করুন: 01704164951, 01704164953

অথবা, ভিজিট করুন: www.nochinta.xyz
Instagram: https://www.instagram.com/nochintaltd/
Facebook group: https://www.facebook.com/groups/1017726512193539/
YouTube: https://www.youtube.com/

শীতকালে নবজাতকের যত্ন নিয়ে চিন্তিত? নো চিন্তা!  শীতকালে প্রয়োজন বাড়তি সতর্কতা, উষ্ণতা ও অভিজ্ঞতার।  নাজুক এই সময়ে শিশুর ...
26/12/2025

শীতকালে নবজাতকের যত্ন নিয়ে চিন্তিত? নো চিন্তা!

শীতকালে প্রয়োজন বাড়তি সতর্কতা, উষ্ণতা ও অভিজ্ঞতার। নাজুক এই সময়ে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নো চিন্তা হোম হেলথকেয়ার দিচ্ছে প্রশিক্ষিত ও অভিজ্ঞ বেবিসিটার সেবা, যারা জানেন শীতকালে নবজাতকের সঠিক যত্ন কীভাবে দিতে হয়। শিশুর আরাম, নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের বেবিসিটাররা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে কাজ করেন এবং প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী যত্ন নিশ্চিত করেন—যাতে বাবা-মা থাকতে পারেন নিশ্চিন্তে।

আপনার সন্তানের যত্নে কোনো আপস নয়।
বিশ্বাস, অভিজ্ঞতা ও যত্ন—সব একসাথে পেতে আজই যোগাযোগ করুন নো চিন্তার সাথে।

বিস্তারিত জানতে এখনই ফোন করুন: 09646750750
www.nochinta.xyz

25/12/2025
ডিমেনশিয়া রোগীর সেবা নিয়ে চিন্তিত? নো চিন্তা!স্মৃতি কমে গেলেও নো চিন্তায় আপনার প্রিয়জনের ভালোবাসা আর যত্নের প্রয়োজন কখন...
24/12/2025

ডিমেনশিয়া রোগীর সেবা নিয়ে চিন্তিত? নো চিন্তা!

স্মৃতি কমে গেলেও নো চিন্তায় আপনার প্রিয়জনের ভালোবাসা আর যত্নের প্রয়োজন কখনো কমে না । ডিমেনশিয়া রোগীর জীবন প্রতিদিনই এক নতুন চ্যালেঞ্জ। ভুলে যাওয়া, বিভ্রান্তি বা দৈনন্দিন কাজে অসুবিধা, সব মিলিয়ে এই সময়ে সবচেয়ে বেশি দরকার ধৈর্যশীল, মানবিক ও অভিজ্ঞ একজন কেয়ারগিভার। নো চিন্তা দিচ্ছে ডিমেনশিয়া রোগীর পাশে থাকার জন্য দিচ্ছে প্রশিক্ষিত ও বিশ্বস্ত কেয়ারগিভার সেবা ঘরের পরিবেশেই।

আমাদের কেয়ারগিভাররা জানেন কীভাবে রোগীর সঙ্গে শান্তভাবে কথা বলতে হয়, কীভাবে তাদের দৈনন্দিন রুটিন বজায় রাখতে সাহায্য করতে হয় এবং কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেওয়া, ব্যক্তিগত পরিচর্যা, চলাফেরায় সহায়তা,সবকিছুই করা হয় সম্মান ও সহমর্মিতার সাথে।

নো চিন্তার প্রতিটি কেয়ারগিভার সম্পূর্ণ ভেরিফাইড। আইডি, ঠিকানা ও প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করে তবেই আমরা সেবা প্রদান করি, কারণ প্রিয়জনের যত্নে বিশ্বাসটাই সবচেয়ে বড় বিষয়।

আমরা বিশ্বাস করি, ডিমেনশিয়া মানেই একা নয়, সঠিক যত্নে জীবন হতে পারে আরও শান্ত ও সম্মানজনক।

বিস্তারিত জানতে এখনই কল করুন: 09646750750
ভিজিট করুন: www.nochinta.xyz

আইসিইউ (ICU) রোগীর যত্ন একটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব, যেখানে সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই নো  ...
23/12/2025

আইসিইউ (ICU) রোগীর যত্ন একটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব, যেখানে সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই নো চিন্তা নিয়ে এসেছে নিরাপদ ও দায়িত্বশীল আইসিইউ নার্স সেবা—আপনার বাড়িতেই।

আমাদের অভিজ্ঞ ও প্রশিক্ষিত আইসিইউ নার্সরা রোগীর সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করেন। ভাইটাল সাইন মনিটরিং, অক্সিজেন সাপোর্ট, আইভি লাইন ম্যানেজমেন্ট, ওষুধ প্রয়োগ থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত—সবকিছুই করা হয় পেশাদারিত্বের সাথে।
নো চিন্তার প্রতিটি নার্স সম্পূর্ণভাবে ভেরিফাইড। তাদের ভোটার আইডি, ঠিকানা ও প্রয়োজনীয় সার্টিফিকেট যাচাই করা হয়, যাতে আপনার প্রিয়জন পান নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা। আমরা বিশ্বাস করি—বিশ্বাসই সেবার মূল ভিত্তি।

হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেও যেন আইসিইউ মানের যত্নে কোনো ঘাটতি না থাকে, সে দায়িত্বই আমরা নিই। রোগীর আরাম, সুস্থতা এবং পরিবারের মানসিক শান্তিই আমাদের প্রথম অগ্রাধিকার।

বিস্তারিত জানতে এখনই কল করুন: 09646750750
ভিজিট করুন: www.nochinta.xyz

বয়স্ক প্রিয়জনের নিয়মিত চেকআপ ও দেখাশোনায় দক্ষ ও অভিজ্ঞ নার্স প্রয়োজন? নো চিন্তা!ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ইনজেকশন পুশ...
22/12/2025

বয়স্ক প্রিয়জনের নিয়মিত চেকআপ ও দেখাশোনায় দক্ষ ও অভিজ্ঞ নার্স প্রয়োজন? নো চিন্তা!

ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ইনজেকশন পুশ, ক্যানুলা, ক্যাথেটার অথবা অন্যান্য প্রয়োজনীয় দেখাশোনায় সর্বক্ষণ আপনাদের পাশে আছে নো চিন্তার দক্ষ ও অভিজ্ঞ নার্স । আমাদের নার্স সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে সকল চেকআপ সম্পন্ন করেন । আমরা পুরুষ রোগীর সেবায় পুরুষ এবং মহিলা রোগীর সেবায় মহিলা স্বাস্থ্যকর্মী প্রদান করে থাকি। যার ফলে আপনার প্রিয়জন পান নিশ্চিন্ত ও যত্নশীল সেবা।

আমাদের নার্সরা প্রশিক্ষিত, ভদ্র ও দায়িত্বশীল। তাই আপনার প্রিয় মানুষের যত্নের দায়িত্ব দিন আমাদের হাতে।
বিস্তারিত জানতে এখনই কল করুন: 09646 750 750

কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে গ্রহণ করুন নো চিন্তার ফিজিওথেরাপি সেবা। কোমরের ব্যথা বয়স, অনিয়মিত জীবনযাপন কিংবা দীর্ঘদিনে...
21/12/2025

কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে গ্রহণ করুন নো চিন্তার ফিজিওথেরাপি সেবা।

কোমরের ব্যথা বয়স, অনিয়মিত জীবনযাপন কিংবা দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে জীবনকে কঠিন করে তোলে। সময়মতো সঠিক চিকিৎসা ও গাইডলাইন না পেলে এই ব্যথা ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠতে পারে। নো চিন্তা হোম হেলথকেয়ার আপনার জন্য নিয়ে এসেছে অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপি সেবা ঘরে বসেই, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে। আমাদের প্রতিটি ফিজিওথেরাপিস্ট ভেরিফাইড এবং পুরুষ রোগীর সেবায় পুরুষ এবং মহিলা রোগীর সেবায় মহিলা স্বাস্থ্যকর্মী প্রদান করা হয়।

আমাদের ফিজিওথেরাপি সেবার বিশেষত্বসমূহ—
------------------------------------------------------------------------
✅ অভিজ্ঞ ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি প্রদান
✅ কোমরের ব্যথা, হাঁটু ব্যথা ও জয়েন্ট সমস্যার জন্য কাস্টমাইজড থেরাপি
✅বয়সজনিত ব্যথা ও চলাফেরার অসুবিধায় বিশেষ যত্ন
✅ রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ধাপে ধাপে রিহ্যাবিলিটেশন
✅ ঘরের আরামদায়ক পরিবেশে চিকিৎসা নেওয়ার সুবিধা
✅ সময়মতো ফলো-আপ ও প্রগ্রেস মনিটরিং

নো চিন্তা বিশ্বাস করে—প্রতিটি রোগীর সুস্থতা নিশ্চিত করা মানেই মানসম্মত সেবা, সঠিক যত্ন ও পূর্ণ দায়বদ্ধতা। আমরা শুধু চিকিৎসা দিই না, বরং রোগীর আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার শক্তি জোগাই।

আপনি বা আপনার প্রিয়জন যদি কোমরের ব্যথা কিংবা দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে আর দেরি নয়। আজই যোগাযোগ করুন এবং ঘরে বসেই নিন বিশ্বস্ত ফিজিওথেরাপি সেবা।

বিস্তারিত জানতে এখনই কল করুন: 09646750750

প্রিয়জনের যত্ন ও সেবায় মান নিয়ে চিন্তিত? নো চিন্তা!প্রিয়জনের সেবায় নো চিন্তা কোন আপস  করে না। সেবার মাধ্যমে আমরা প্রকাশ ...
18/12/2025

প্রিয়জনের যত্ন ও সেবায় মান নিয়ে চিন্তিত? নো চিন্তা!

প্রিয়জনের সেবায় নো চিন্তা কোন আপস করে না। সেবার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের দায়িত্ব, সহানুভূতি ও ভালোবাসা।

একজন অসুস্থ মানুষ শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও ভীষণ দুর্বল থাকে। সেই সময়ে তার প্রতি রূঢ় আচরণ, অবহেলা বা অপেশাদার ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনার বৃদ্ধ প্রিয়জনের প্রতি খুবই যত্নশীল এবং সহানুভূতিশীল। আপনার প্রিয়জনের প্রয়োজনীয় সকল কাজ আমাদের স্বাস্থকর্মীরা সবসময় খেয়াল রাখেন এবং সেই অনুযায়ী তাদের সেবা প্রদান করে থাকেন। প্রতিটি স্বাস্থ্যকমীর ভোটার আইডি, ঠিকানা এবং সার্টিফিকেট ভেরিফাই করা হয়।

নো চিন্তা হোম হেলথকেয়ার বিশ্বাস করে—
-------------------------------------------------------------
✅ রোগীর সম্মান সবার আগে
✅ প্রশিক্ষিত ও যাচাইকৃত স্বাস্থ্যকর্মী
✅ মানবিক আচরণ ও নিরাপদ সেবা
✅ পরিবারকে নিশ্চিন্ত রাখার অঙ্গীকার
✅ সঠিক সময়ে সেবা প্রদান

আমাদের লক্ষ্য শুধু সেবা দেওয়া নয়, বরং রোগী ও পরিবারের জন্য বিশ্বাসযোগ্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। কারণ, সঠিক যত্ন মানেই দ্রুত আরোগ্য ও মানসিক স্বস্তি।

আপনি যদি ঘরে বসেই পেশাদার, নিরাপদ ও সহানুভূতিশীল হোম হেলথকেয়ার সেবা চান—
তাহলে আজই যোগাযোগ করুন নো চিন্তা হোম হেলথকেয়ারে: 09646750750

শীতকালে প্রিয়জনের বিশেষ যত্নে পাশে আছে নো চিন্তা হোম হেলথকেয়ারের দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার।শীতের দিনে প্রিয়জনের যত্ন আরও ...
17/12/2025

শীতকালে প্রিয়জনের বিশেষ যত্নে পাশে আছে নো চিন্তা হোম হেলথকেয়ারের দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার।

শীতের দিনে প্রিয়জনের যত্ন আরও বেশি গুরুত্ব প্রদান করা প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ায় বয়স্ক মানুষদের শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, চলাফেরা কষ্টকর হয় এবং ছোট অসতর্কতাও বড় অসুস্থতার কারণ হতে পারে। এই সময়টায় প্রয়োজন হয় বাড়তি যত্ন, উষ্ণতা এবং একজন দায়িত্বশীল সেবাদাতার যিনি সবসময় পাশে থাকবেন।

শীতকালেও আপনার প্রিয়জন যেন নিরাপদ, স্বস্তিতে ও হাসিমুখে থাকেন এর জন্য নো চিন্তা হোম হেলথকেয়ার আপনার বাসায় পেীছে দিবে দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার। আমাদের সেবাকর্মীরা বয়স্কদের দৈনন্দিন কাজ, পোশাক পরানো, হাঁটাচলায় সহায়তা, খাবার ও ওষুধের যত্ন এবং মানসিক সাপোর্ট—সবকিছুই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে থাকেন। এছাড়াও পুুরুষ রোগীর সেবায় পুরুষ এবং মহিলা রোগীর সেবায় মহিলা স্বাস্থ্যকর্মী প্রদান করা হয়।

নো চিন্তায় প্রতিটি কেয়ারগিভার নিয়োগের আগে নিশ্চিত করা হয়—
✅ ভেরিফাইড আইডি ও ঠিকানা যাচাই
✅ পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং
✅ বয়স্ক সেবা বিষয়ক প্রশিক্ষণ
✅ নিয়মিত মনিটরিং ও অডিট

ফলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আপনার অনুপস্থিতিতেও আপনার প্রিয়জন থাকেন নিরাপদ হাতে। পরিবারের একজন সদস্যের মতো দায়িত্ব নিয়ে আমরা পাশে থাকি দিনে বা রাতে, স্বল্প বা দীর্ঘমেয়াদে।

বিস্তারিত জানতে এখনই ফোন করুন: 09646 750750

অপারেশনের পরবর্তিতে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট খুঁজছেন? নো চিন্তা!অপারেশনের পরের সময়টা একজন রোগীর জন্য সবচেয়ে সংবেদনশী...
15/12/2025

অপারেশনের পরবর্তিতে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট খুঁজছেন? নো চিন্তা!

অপারেশনের পরের সময়টা একজন রোগীর জন্য সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক ফিজিওথেরাপি না পেলে সুস্থ হতে দেরি হয়, চলাফেরায় জটিলতা তৈরি হতে পারে এবং দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনাও কঠিন হয়ে পড়ে। তাই অপারেশনের পর দ্রুত ও সঠিক রিহ্যাবিলিটেশন অত্যন্ত জরুরি।

নো চিন্তা হোম হেলথকেয়ার সার্ভিস অপারেশনের পরবর্তী ফিজিওথেরাপি সেবায় নিয়ে এসেছে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট—যারা রোগীর অবস্থা বুঝে ধাপে ধাপে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন। ব্যথা কমানো, পেশির শক্তি বৃদ্ধি, চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার—সবকিছুর দিকেই আমরা সমান গুরুত্ব দিই।

নো চিন্তায় প্রতিটি ফিজিওথেরাপিস্ট নিয়োগের আগে নিশ্চিত করা হয়—
✅ ভেরিফাইড আইডি ও ঠিকানা যাচাই
✅ প্রফেশনাল প্রশিক্ষণ ও অভিজ্ঞতা
✅ রোগীবান্ধব আচরণ
✅ নিয়মিত মনিটরিং ও ফলো-আপ

সবচেয়ে বড় কথা, রোগীকে আর বাইরে যেতে হয় না। ঘরে বসেই নিরাপদ, আরামদায়ক পরিবেশে পাওয়া যায় মানসম্মত ফিজিওথেরাপি সেবা। এতে দ্রুত সুস্থ হওয়া যেমন সহজ হয়, তেমনি পরিবারের দুশ্চিন্তাও কমে যায়।

বিস্তারিত জানতে এখনই কল করুন: 09646 750 750

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801704164951

Alerts

Be the first to know and let us send you an email when No Chinta Home Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to No Chinta Home Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram