06/11/2025
একটি তিন বছরের ছোট্ট মেয়ে… টানা দুই সপ্তাহ ধরে তার ডান নাক দিয়ে বেরোচ্ছে দুর্গন্ধে ভরা স্রাব। মা ভেবেছিলেন সাধারণ “নাকের ইনফেকশন”
ওষুধ খাইয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। প্রতিদিন মেয়েটিকে দেখে মায়ের বুকটা হাহাকার করছিল
ছোট্ট ফুলের মতো শিশুটি কষ্ট পাচ্ছে, আর তিনি অসহায়।
পরীক্ষা করতে গিয়েই রহস্য ফাঁস হলো। ডান নাক ভেতরে পুঁজে ভরা, ভেতরে জমে আছে ক্রাস্ট। কিন্তু বাম পাশ একেবারে পরিষ্কার। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করে দেখা গেল
ঝকঝকে ছোট্ট একটি প্লাস্টিকের দানা, যেন নির্দোষ খেলনা, অথচ শিশুটির যন্ত্রণার মূল কারণ!
সতর্ক হাতে, স্থানীয় অ্যানাস্থেশিয়া দিয়ে ইয়ার হুক ব্যবহার করে বের করা হলো দানাটি। আর মুহূর্তেই যেন মুক্তি মিলল শিশুটির
গন্ধ আর স্রাব হাওয়ায় মিলিয়ে গেল। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন
কতটা বড় ভুল তিনি করেছেন ভেবে।
এক মুহূর্তের অসাবধানতা কতটা ভয়ংকর হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। খেলনা, দানা, ছোট্ট মুক্তো
সবকিছুই শিশুদের জন্য নিছক খেলার জিনিস নয়, ওগুলো হতে পারে নীরব মৃত্যুফাঁদ।
অভিভাবক, দয়া করে বাচ্চাদের খেলনা বেছে নিন চোখ খুলে। নইলে আজকের এই দানার জায়গায় কাল অন্যকিছু আটকে গেলে… হয়তো আর ফিরে পাবেন না আপনার শিশুর হাসিটা।
শেয়ার করুন, ফলো করুন
লেখা :-Dr-Abdur Rahman
কৃতজ্ঞতা ডা: এরশাদ মেহমুদ ও তার টিমকে
Send a message to learn more