04/11/2025
শহীদ মনসুর আলী ট্রাস্ট কর্তৃক পরিচালিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সবৃন্দের অংশগ্রহণে ০৩-১১-২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে "Weekly Morning Assembly" অত্র প্রতিষ্ঠানের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়েছে। অদ্য তারিখের প্রতিপাদ্য বিষয় ছিল "Mental Health at Workplace "। সংশ্লিষ্ট সকলে অত্র প্রতিষ্ঠানের শহীদ মিনারের সামনে জমায়েত হন এবং সকলে একত্রিত হয়ে অত্র মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটসহ আশেপাশের রাস্তাসমূহচদ প্রদক্ষিন করেন।