Health Dex Inc

Health Dex Inc We provide you professional care workers and nurses for patients in Bangladesh.

20/02/2025

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদার দিয়ে দিয়েছে সোডিকার্ব, যা মেটাবলিক এসিডোসিস নামক এক খারাপ ধরণের অসুখে প্রেসক্রাইব করা হয়। অর্থাৎ দুটো একেবারেই ভিন্ন জাতের দুটো ওষুধ।

রোগীর ছেলে দোকানদারকে বলল, 'পাওয়ার' তো মেলে না। দিয়েছে ৫০ মিগ্রা, আপনি দিলেন ৬০০ মিগ্রা। ওষুধওয়ালা দারুণ একটা উত্তর দিয়েছে। বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৬০০ মিগ্রার বদলে ৫০ মিগ্রা লিখেছে। এই ওষুধ ৬০০ মিগ্রা ছাড়া হয় না। বেচারা আর কী করবে, সে ওষুধই নিয়ে এসেছে।

ওষুধটা আমাদের হাতে পড়াতে নাহয় পরিবর্তন করতে পাঠানো গেছে। ধরুন এই রোগীকে ছুটির কাগজে আমরা এই ওষুধটি লিখে দিয়েছি। আর রোগী প্রতিদিন সোডিকার্ব খেয়ে যাচ্ছে। কল্পনা করা যায়?

আজকেরই আরেক ঘটনা। রোগীকে আনতে দেওয়া হয়েছে Ancor (2.5 mg), রোগীকে দিয়ে দিয়েছে Fincor (10 mg)। রোগীকে বলেছে এই ওষুধ তো ২.৫ হয় না, ১০-ই হয়। অথচ একটা বিটা ব্লকার আরেকটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর এন্টাগনিস্ট।

এটা শুধু আজকের ঘটনা বললাম। এমন যে কতো ঘটনা...

এক রোগীকে হার্ট ফেইলিওরের জন্য এমপাগ্লিফলোজিন দেওয়া হয়েছে। দোকানদার জিজ্ঞেস করেছে, আপনার কি ডায়াবেটিস আছে? রোগী বললেন, না। দেখেন ডাক্তার আপনাকে ডায়াবেটিসের ওষুধ দিয়ে রেখেছে। রোগীদের ওষুধের দোকানদারদের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সে ঐ ওষুধ বন্ধই করে দিয়েছে। আর খায়নি। বারবার হসপিটালাইজেশান।

ঠিক একই ঘটনা বহুবার ঘটেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। তাদেরকে মেটফরমিন দেওয়া হলে ওষুধের দোকানদাররা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিয়েছে বলে ভয় দেখিয়ে দেয়।

মক্সাক্লাভ ৩৭৫ মিগ্রা দেওয়া হয়েছে। এটি এন্টিবায়োটিক। ৩৭৫ দেখে দোকানদার দিয়ে দিয়েছে জেনোল ৩৭৫। যা একটা শক্তিশালী ব্যথার ওষুধ। আর বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৩ বেলা লিখেছে। এটা ২ বেলা খাওয়ার ওষুধ।

হাই প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ১১০/৭০ মিমি মার্কারি। ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করেছে আপনি কি এখনও ওষুধ খান? হ্যাঁ। হায়হায় করে উঠেছে ফার্মেসিওয়ালা। এই প্রেশারে ওষুধ খেলে তো মরবেন মিয়া। ঐ দোকানওয়ালাকে কে বোঝাবে, অনেকদিন প্রেশারের ওষুধ খেয়েই বিপি কন্ট্রোলে আছে। সেই থেকে রোগীর ওষুধ বন্ধ। এরপর এসেছে ২২০/১২০ মিমি মার্কারি বিপি নিয়ে।

এক বাচ্চার এক দিনের ডায়রিয়া। বিশ্বাস করবেন কি-না জানি না, ফার্মেসিওয়ালা গুনে গুনে ৫টি এন্টিবায়োটিক দিয়েছে। নিজের সামান্য লাভের জন্য শিশুটার ক্ষতি করতে এদের একটুও হাত কাঁপে না।

কিছু ফার্মেসিওয়ালা সন্ত্রাসের চেয়েও বড়ো অপরাধ করে। এরা সঙ্গোপনে নিজেদের মূর্খতা, অসভ্যতা ও লকলকে লোভের জন্য রোগীর যে কতো বড়ো ক্ষতি করে চিন্তাই করা যায় না। এদেরকে প্রতিহত না করা গেলে জনগণ নীরবে ধুঁকতেই হবে। রোগীর বড়ো বড়ো ক্ষতি হতেই থাকবে।

Ma'ruf Raihan Khan ভাই

Should be punished to create an example.
19/05/2024

Should be punished to create an example.

গবেশষনায় প্রাপ্ত তথ্য উল্লেখ করে, অসুস্থ অবস্থায়ও নারীরা দীর্ঘকাল জীবন যাপন করতে পারেন! এই তথ্য থেকে স্পষ্ট হয়েছে যে, না...
03/05/2024

গবেশষনায় প্রাপ্ত তথ্য উল্লেখ করে, অসুস্থ অবস্থায়ও নারীরা দীর্ঘকাল জীবন যাপন করতে পারেন! এই তথ্য থেকে স্পষ্ট হয়েছে যে, নারীদের স্বাস্থ্য ও সামাজিক পরিস্থিতির উন্নতির জন্য উপযুক্ত পরিস্থিতি প্রয়োজন।

https://www.facebook.com/Doctortv.net/posts/pfbid0hzkCcswSjc3UR6qNGMtUV5fBCsZbYCLQRU5bTVw6NqhHcSh8PgKxdy2jcZhNjQwBl

অসুস্থতা নিয়েও পুরুষের চাইতে বেশি বছর বাঁচে নারী: গবেষণা

27/04/2024

ডাক্তারদের সাথে রোগীদের অসৌজন্য আচরণের কারণ :

১) অধৈর্য মনোভাব : অনেক সময় দেখা যায় রোগীরা নির্ধারিত সময়ের অপেক্ষা করতে অস্বীকার করেন। তাদের মনে হয় তাদের সময়ই সবচেয়ে মূল্যবান, এবং ডাক্তারদের দ্রুত তাদের চিকিৎসা করতে হবে।

২) অসভ্য আচরণ: কিছু রোগী ডাক্তারদের সাথে অসভ্য ভাষায় কথা বলে, তিরস্কার করে, এমনকি হুমকিও দেয়। তাদের ধারণা হয় তাদের চাহিদা পূরণ না হলে ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করার অধিকার তাদের আছে।

৩) অজ্ঞতা: অনেক রোগী চিকিৎসা বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকেন। ভুল ধারণা নিয়ে ডাক্তারদের কাছে আসেন এবং তাদের চাহিদা পূরণ না হলে রেগে যান।

৪) অতিরিক্ত চাহিদা: কিছু রোগী এমন চিকিৎসা বা ওষুধ চান যা তাদের জন্য আসলেই উপযুক্ত নয়। যখন ডাক্তাররা তাদের অযৌক্তিক চাহিদা পূরণ করেন না, তখন তারা রেগে যান।

৫) মনোযোগ আকর্ষণ: কিছু রোগী মনোযোগ আকর্ষণের জন্য ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করে। তাদের মনে হয় তাদের অসুস্থতা অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।

৬) ব্যক্তিগত জীবনের হতাশা : ডিপ্রেশনের রোগী অনেক সময় ডাক্তারের উপর নিজের ব্যক্তিগত ক্ষোভ ও হতাশা মেটানর জন্য অহেতুক ঝগড়া ও বাদানুবাদ সৃষ্টি করে থাকেন। এই ধরনের ব্যবহার আসলে আমাদের পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের অভাবকে জানান দেয়।

এইসব ধরণের আচরণ ডাক্তার এবং রোগী উভয়ের জন্যই ক্ষতিকর। ডাক্তারদের মানসিক চাপ এবং হতাশার সম্মুখীন হতে হয়, যার ফলে তাদের কর্মক্ষমতা কমে যেতে পারে। রোগীরাও ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারে।

আমাদের সকলেরই উচিত ডাক্তারদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের সাথে ভালো ব্যবহার করা। তারা আমাদের সুস্থ রাখার জন্য কঠোর পরিশ্রম করেন, তাই তাদের প্রতি আমাদের পজিটিভিটি থাকা উচিত।

#ডাক্তারদের_প্রতি_শ্রদ্ধাশীল_হওয়া #ভালো_ব্যবহার

( এ ছাড়াও আপনার কোন মতামত থাকলে জানাতে কার্পণ্য করবেন না কমেন্টে )

07/04/2024
06/03/2024

একশনে স্বাস্থ্যমন্ত্রী!

18/01/2024

পরিবর্তন আসবেই।
নতুন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
বার বার একটা কথা বলছেন যে কোন হাসপাতালে যেন রোগি ফ্লোরে না পড়ে থাকে।
বার বার বলছেন চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের সহ সকল চিকিৎসা কর্মীকে ভাল রাখতে হবে।

আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়লেন? বা দুর্ঘটনার শিকার হলেন? তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসার জন্য আমাদের অ্যাম্বুলেন্সের সা...
14/01/2024

আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়লেন? বা দুর্ঘটনার শিকার হলেন? তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসার জন্য আমাদের অ্যাম্বুলেন্সের সাহায্য নিন।

আমরা সারা দেশের যেকোনো জায়গা থেকে রোগীকে ঢাকায় নিতে পারবো। আমাদের অভিজ্ঞ এবং দক্ষ কর্মীরা সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করবেন।

আমাদের সেবা পেতে আপনার শুধুমাত্র একটি ফোন কল করতে হবে। আমাদের হটলাইন নম্বর হল ০১৩২৪৪০২২৩৯

01/01/2024

যাদের বাসায় প্রবীন মেম্বাররা আছেন যাদের দেখাশোনার জন্য কেয়ার ওয়ার্কার লাগবে আমাদের মেসেজ করুন।

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Dex Inc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram