12/09/2021
আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাছে ভালো একটা টপিক নিয়ে আলোচনা করবো। আপনি যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন। কি ভাবে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
(১) যদি এন্টি এ ও এন্টি ডি ভেঙে এন্টি বি না ভাঙে তাহলে ( A+) ।
(২) যদি এন্টি এ ভেঙে এন্টি বি ও এন্টি ডি না ভাঙে তাহলে ( A -) ।
(৩) যদি এন্টি এ না ভেঙে এন্টি বি ও এন্টি ডি ভাঙে তাহলে ( B+)।
(৪) যদি এন্টি এ ও এন্টি ডি না ভেঙে এন্টি বি ভাঙে তাহলে (B -) ।
(৫) যদি এন্টি এ ও এন্টি বি এবং এন্টি ডি ভাঙে তাহলে (AB +) ।
(৬) যদি এন্টি এ ও এন্টি বি ভেঙে এন্টি ডি না ভাঙে তাহলে ( AB-) ।
(৭) যদি এন্টি এ ও এন্টি বি না ভেঙে এন্টি ডি ভাঙে তাহলে (O+) ।
(৮) যদি এন্টি এ ও এন্টি বি এবং এন্টি ডি না ভাঙ্গে তাহলে (O-) ।