Emran Mahmud Shanto

Emran Mahmud Shanto WhatsApp: 01785371624
(1)

Women ☕
14/11/2025

Women ☕

—ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে গিয়ে একটা বিষয় লক্ষ করেছি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকেই কম সতর্ক থাকে। যেখানে একটা মোবাইল কি...
10/11/2025

—ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে গিয়ে একটা বিষয় লক্ষ করেছি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকেই কম সতর্ক থাকে। যেখানে একটা মোবাইল কিনতেও আমরা ৫টা দোকানে ঘুরি, রিভিউ দেখি, দাম তুলনা করি; সেখানে লাখ লাখ টাকা বিনিয়োগ করি শুধু “অমুক বলেছে ভালো” এই কথায়।

অনেকে তো প্রতিষ্ঠানের নামও ভালোভাবে জানে না, তারা কী করে, কোথায় অফিস, ব্যবসার মডেল কী — এসব কিছুই জানে না। শুধু “ভাই, ওখানে সবাই দিচ্ছে, তুমিও দাও” শুনে টাকা ঢেলে দেয়। পরে দেখা যায়, না হিসাব আছে, না কোনো লেনদেনের স্বচ্ছতা আছে, না এক্সিট পলিসি স্পষ্ট। ব্যবসা ভালো গেলে হয়তো কিছু টাকা ফেরত আসে, আর খারাপ গেলে মালিকের ফোন বন্ধ, অফিস খালি, মানুষ হতাশ।

বিনিয়োগ মানে কেবল লাভ নয়, এর সঙ্গে যুক্ত থাকে দায়িত্ব, বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন। কোনো কিছুতে টাকা দেয়ার আগে অন্তত কিছু প্রশ্ন করা দরকার — এই প্রতিষ্ঠানটা আইনগতভাবে রেজিস্টার্ড কিনা, ব্যবসার ধরন কী, লেনদেনের প্রমাণ কীভাবে হবে, ইনভেস্টমেন্ট ফেরতের নিয়ম কী, ঝুঁকি কতটুকু, ক্ষতি হলে দায় কে নেবে।

যে টাকা আপনি ঘাম ঝরিয়ে উপার্জন করেছেন, সেটা কারো কথার ওপর নির্ভর করে হারিয়ে ফেলাটা নিজের সঙ্গে অন্যায়। বিনিয়োগের আগে চিন্তা করুন, যাচাই করুন, লিখিত চুক্তি ছাড়া কোনো কিছুতে টাকা দেবেন না। ব্যবসা ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সম্পর্ক নয়, নিয়মই শেষ কথা।

আমার অফিস ❤️ 📸

আমাদের বিনিয়োগে, আমাদের প্রতিষ্ঠান। ❤️
03/11/2025

আমাদের বিনিয়োগে, আমাদের প্রতিষ্ঠান। ❤️

ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রাথমিক তথ্য কুরিয়ার করে পাঠানো হয়েছে।
31/10/2025

ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রাথমিক তথ্য কুরিয়ার করে পাঠানো হয়েছে।

30/10/2025

চ্যাটজিপিটি ঠিক মানুষের মতই লিখতে পারলো কি না এটা কি জরুরী? হ্যা জরুরি, যখন আপনি চ্যাটজিপিটির লেখা নিজের নামে চালাবেন তখন। আমি যা লিখতে চাই বা বুঝাতে চাই তা লিখি। এরপর GPT কে বলি এটা দেখো। ভুল বের করো। ফর্মাল করো। গুছিয়ে দাও। সহজ ও সাবলীল করো। সে করে দেয়। পছন্দ না হলে কাটাছেঁড়া করি, পছন্দ হয়ে গেলে ব্যবহার করি। এতে আমার সময় বাচে। মানুষের মতই হতে হবে এমন সংস্করণ এর জন্য তো আমাকে আরো সময় দিতে লাগবে। GPT দিয়ে সিরিয়াস কিছু লিখে নিলে সে আরো ঝামেলা বেশি করে ভুল ইনফরমেশন দিয়ে।

সপ্তপদীর ৩ তলা মানে হাজারো স্মৃতিমাখা সন্ধ্যা। বন্ধুদের সাথে কাটানো সেইদিন গুলো ঝড়ে গেছে গাছের শুকনো পাতার মত।
23/10/2025

সপ্তপদীর ৩ তলা মানে হাজারো স্মৃতিমাখা সন্ধ্যা। বন্ধুদের সাথে কাটানো সেইদিন গুলো ঝড়ে গেছে গাছের শুকনো পাতার মত।

উমারকে সময় দেয়া, পরিবারকে সময় দেয়া, পরিবার গঠনে সময় ব্যয় করা মূলত ভবিষ্যৎ নিরাপদ রাখতে ও  পরকালীন ভালো ফলাফল প্রত্যাশার ...
20/10/2025

উমারকে সময় দেয়া, পরিবারকে সময় দেয়া, পরিবার গঠনে সময় ব্যয় করা মূলত ভবিষ্যৎ নিরাপদ রাখতে ও পরকালীন ভালো ফলাফল প্রত্যাশার আশায় বিনিয়োগ। ব্যবসায় যেমন অর্থ হয় মূলধন তেমনি পরিবারের জন্য সময় হলো প্রকৃত মূলধন।

চাকরি বা নিয়মিত পেশার পাশাপাশি একটি প্যাসিভ ইনকাম বিপদে-আপদে সঞ্চয়ের মত বিভিন্ন মুহুর্তে হেল্প করে। বিশ্বস্ত প্রতিষ্ঠান গুলোতে যথেষ্ট হোম ওয়ার্ক করার পর বিনিয়োগ করে রাখা যেতে পারে৷ এতে যেমন কর্মসংস্থান এর সুযোগ হবে অনেকের আরেকদিকে আপনি পাবেন একটি নিরাপদ হালাল ইনকাম সোর্স।

17/10/2025

Kherua-তে ইনভেস্টমেন্ট সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম৷ আলহামদুলিল্লাহ অনেকেই রেসপন্স করেছে। প্রথম পর্যায়ে ৫ জন নিয়ে কাজ শুরু করব। এমনটাই পরিকল্পনা। যাদের সাথে কথা হচ্ছে তাদের মধ্যে থেকেই ইন শা আল্লাহ ডিসেম্বর এর মধ্যে সকল প্রস্তুতি শেষ করব।

16/10/2025

মেডিঅ্যাপ এখন ভালো একটি অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ। এখন সময় এসেছে সম্প্রসারণ করার তবে তা অবশ্যই "kherua" নামে। ইনভেস্টমেন্ট এর ব্যাপারে আগ্রহ থাকলে জানাতে পারেন। বিস্তারিত আলোচনা করব আপনার সাথে।

মিলিয়ন টাকার ডিল 😉
04/10/2025

মিলিয়ন টাকার ডিল 😉

ট্রাঞ্জেকশন আইডি কাকে বলে এটা এখনো আমরা বুঝি না। ক্যাশ অন ডেলিভারির মূল সমস্যা কাস্টমার ফোন রিসিভ করে না, ডেলিভারি ম্যান...
01/09/2025

ট্রাঞ্জেকশন আইডি কাকে বলে এটা এখনো আমরা বুঝি না। ক্যাশ অন ডেলিভারির মূল সমস্যা কাস্টমার ফোন রিসিভ করে না, ডেলিভারি ম্যানকে বারবার ঘুরায় এবং প্রচুর পার্সেল রিটার্ন আসে। অনলাইন বিজনেসে কাস্টমারের আচরণ কতটা ভয়াবহ এটা ভাই চিন্তা করতে গেলেই বিজনেসের আগ্রহ অর্ধেক কমে যায়।

যাই হোক, নতুন একটা গিফট আইটেম আনব শীঘ্রই।

29/08/2025

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Mahmud Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Emran Mahmud Shanto:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram