Prof. Dr. Ahammed Ali

Prof. Dr. Ahammed Ali অধ্যাপক ডা: আহাম্মদ আলী
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ !!!!
চেম্বার: "মেডিনোভা", ধানমন্ডি
রোড-৫/এ, ঢাকা !!! সিরিয়াল:
01721791707,01711636132

🍁🍁🍁🍁🍁🍁🍁চেহারা সুন্দর ও ফর্সা করা নিয়ে যতো প্রতারণা 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️বাংলাদেশে রূপ-সৌন্দর্যবর্ধক প্রসাধন দ্রব্যাদি বা কসমেট...
25/11/2025

🍁🍁🍁🍁🍁🍁🍁
চেহারা সুন্দর ও ফর্সা
করা নিয়ে যতো প্রতারণা
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

বাংলাদেশে রূপ-সৌন্দর্যবর্ধক
প্রসাধন দ্রব্যাদি বা কসমেটিকস
নিয়ে যত প্রচারনা ও প্রতারণা
হয়, তার সবই প্রায় ত্বকের রং
ফর্সা করা নিয়ে !!

আমাদের দেশের প্রায় সকল
পুরুষ মানুষদের ফর্সা বউ পাবার
তীব্র আকাঙ্ক্ষা এবং মহিলাদের
যে কোন মূল্যে ফর্সা হবার অদম্য ইচ্ছাকে পুঁজি করে, কিছু ভন্ড প্রতারক ব্যক্তি, ব্যবসায়ী ও
প্রতিষ্ঠান, সরল সহজ বোকা
ঝোকা মহিলাদেরকে মূখরোচক
কথা ও বিজ্ঞাপন এর
মাধ্যমে অহরহ প্রতারিত করে
চলছে !! সহজেই ফর্সা করার
কথা বলে মগজ ধোলাই করে,
তারা বিক্রি করছে, বিভিন্ন ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ উপাদানে তৈরি বিভিন্ন নকল ভেজাল নিম্নমানের কসমেটিক সামগ্রী !! কসমেটিকস
এর দোকানে এবং অনলাইনে এব্যবসা এখন জমজমাট !!

অনেকেই তাদের প্রলোভনে
পা দিয়ে, টাকা পয়সা নষ্ট
করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন !!
সেই সাথে নষ্ট করছেন,
নিজের স্বাভাবিক সুন্দর সুস্থ
ত্বক ও মুখশ্রী !!

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

মুখমণ্ডলের ত্বক বড়ই নাজুক !!
মুখে লাগানোর সব ধরনের
কসমেটিক-মেকআপ-ক্রিম-
সেরাম-স্নো-পাউডার ইত্যাদি
ব্যবহার করা উচিত,
পরিমিত ভাবে, উন্নত ও ভাল কোম্পানির, শীত-গরম ঋতু
দেখে এবং যার যার ত্বক এর
ধরন অনুযায়ী !!

অথচ, নকল ভেজাল মানহীন ও
ভুয়া কোম্পানির কসমেটিকস এ
এখন বাজার সয়লাব !!
ত্বকের রং ফর্সা করার
দাবীদার এদের অধিকাংশ
ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং ক্রিম, সেরাম, লোশন, সাবান, ফেসওয়াশ
এ থাকে উচ্চমাত্রায় মার্কারি,
হাইড্রোকুইনন, স্টেরয়েডসহ ত্বকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর বিভিন্ন উপাদান !! এগুলি দীর্ঘদিন ব্যবহারে ত্বকের বড় বড় স্থায়ী
ক্ষতি হয়ে যেতে পারে !!

তাই ফর্সা সুন্দর হওয়ার জন্য মুখমণ্ডলে আন্দাজে নিজে
নিজে কোন কিছু ব্যবহার করা
খুবই ঝুঁকিপূর্ণ !! এমনকি চর্মরোগ
বিশেষজ্ঞ নয়, এমন কোন
সাধারণ চিকিৎসকের
পরামর্শেও নয় !!

প্রয়োজন থাকলে, একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত সৌন্দর্যচর্চা বা ত্বকের যে কোনো সমস্যার সঠিক চিকিৎসা করা
যেতে পারে !!

যা হবে নিরাপদ ও বিজ্ঞানসম্মত !!

সেই সাথে বাঁচবে,
অপ্রয়োজনীয় খরচ ও সময় !!
কমবে, অপ্রত্যাশিত ঝুঁকি
ও জটিলতা !!
@
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️







#ফর্সা
#ব্রণ


শীতের শুষ্কতায় ত্বকের সমস্যা !! করণীয় !! 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁শুরু হয়ে গেছে শীতের শুষ্কতা !!    ত্বক হয়ে উঠছে খসখসে রুক্ষ !!  আমা...
24/11/2025

শীতের শুষ্কতায়
ত্বকের সমস্যা !! করণীয় !!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

শুরু হয়ে গেছে
শীতের শুষ্কতা !!

ত্বক হয়ে উঠছে
খসখসে রুক্ষ !!

আমাদের শরীরের মধ্যে,
ঠোঁটে মুখে ও হাতে পায়ে,
সবার আগে এবং সবচেয়ে
বেশি শুষ্কতার প্রভাব অনুভূত হয় !!

তাই সুন্দর সুস্থ আরামদায়ক
ত্বকের জন্য শীতের শুরুতেই
প্রস্তুতি গ্রহণ ও সচেতন হওয়া প্রয়োজন !!

প্রয়োজন, শুষ্কতা বিরোধী
তেল/ লোশন / ক্রিম/ জেলি
এর যে কোনোটি যার যার সামর্থ্য
ও সুবিধা মতো ব্যবহার করা !!

এ সময়ে শরীরে সাবানের
ব্যবহার কমিয়ে দিতে হয় !!
প্রয়োজনে,গ্লিসারিন সমৃদ্ধ
সাবান ব্যবহার করা যেতে পারে !!!

কারো সোরিয়াসিস, একজিমা, ইকথায়োসিস ইত্যাদি চর্মরোগ
থাকলে শীতের দিনে শুষ্কতার
কারণে তা বেড়ে যেতে পারে !!

হাত ফাটা পা ফাটার প্রবণতা থাকলেও, এসময় বিশেষ
সর্তকতা ও চিকিৎসার
প্রয়োজন হতে পারে !!

আদ্রতা রক্ষক ও শুষ্কতা
বিরোধী সামগ্রীর ব্যবহার সত্বেও,
ত্বক অতিরিক্ত খসখসে রুক্ষ বা
ফেটে গেলে, কষ্ট ও জটিলতা
এড়ানোর জন্য, অবশ্যই
একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে
সুচিকিৎসা নেয়া প্রয়োজন !!




#শীত #ঠান্ডা #রুক্ষ

💢💢💢💢💢💢💢💢

শীতকালীন চর্মরোগ এবং ত্বকের যত্ন ও করণীয় !!(BTV-তে আজকের লাইভ অনুষ্ঠান)🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
22/11/2025

শীতকালীন চর্মরোগ
এবং ত্বকের যত্ন ও করণীয় !!
(BTV-তে আজকের লাইভ অনুষ্ঠান)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

টেলিফোনে দর্শকদের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান - “স্বাস্থ্য জিজ্ঞাসা” উপস্থাপনা: ডা. সামিউল আউয়.....

🍁🍁🍁🍁🍁🍁🍁চেহারা সুন্দর ও ফর্সা করা নিয়ে যতো প্রতারণা 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️বাংলাদেশে তথাকথিত রূপ-সৌন্দর্যবর্ধক প্রসাধন দ্রব্যাদি ...
04/11/2025

🍁🍁🍁🍁🍁🍁🍁
চেহারা সুন্দর ও ফর্সা
করা নিয়ে যতো প্রতারণা
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

বাংলাদেশে তথাকথিত
রূপ-সৌন্দর্যবর্ধক প্রসাধন দ্রব্যাদি
বা কসমেটিকস নিয়ে যত প্রচারনা
ও প্রতারণা হয়, তার সবই প্রায়
ত্বকের রং ফর্সা করা নিয়ে !!

আমাদের দেশের প্রায় সকল
পুরুষ মানুষদের ফর্সা বউ পাবার
তীব্র আকাঙ্ক্ষা এবং মহিলাদের
যে কোন মূল্যে ফর্সা হবার অদম্য ইচ্ছাকে পুঁজি করে, কিছু ভন্ড প্রতারক ব্যক্তি, ব্যবসায়ী ও
প্রতিষ্ঠান সরল সহজ বোকা
ঝোকা মহিলাদের মূখরোচক
সব কথা ও বিজ্ঞাপন এর
মাধ্যমে অহরহ প্রতারিত করে
যাচ্ছে !!

অনেকেই তাদের ফাঁদে পা দিয়ে, অনেক টাকা পয়সা নষ্ট করে ,
মনের আশা পুরন তো দুরের
কথা, উল্টো নুতন রোগ কিনে, মুখমণ্ডলের সুস্থ সুন্দর ত্বকে,
নতুন সমস্যা সৃষ্টি করছেন !!

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

অথচ,
মুখমণ্ডলের ত্বক বড়ই নাজুক !!
মুখে লাগানোর সব ধরনের
কসমেটিক মেকআপ ও ক্রিম
সেরাম ব্যবহার করা উচিত,
পরিমিত ভাবে, ভাল কোম্পানির, শীত-গরম ঋতু দেখে এবং যার
যার ত্বক এর ধরন অনুযায়ী !!

আর ত্বকের রং ফর্সা করার
দাবীদার অধিকাংশ ব্রাইটেনিং
এবং হোয়াইটেনিং ক্রিম-সেরাম-
লোশন-সাবান-ফেসওয়াশ
এ থাকে ক্ষতিকর অনেক
উপাদান !!

তাই ফর্সা সুন্দর হওয়ার জন্য আন্দাজে নিজে নিজে কোন
ক্রিম ব্যবহার করা খুবই
ঝুঁকিপূর্ণ !! এমনকি চর্মরোগ
বিশেষজ্ঞ নয়, এমন কোন
সাধারণ চিকিৎসকের
পরামর্শেও নয় !!

তাই, ইচ্ছে গরজ ও প্রয়োজন
থাকলে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত সৌন্দর্যচর্চা
বা ত্বকের যে কোনো রোগের
চিকিৎসা করা যেতে পারে !!

যা হবে নিরাপদ ও বিজ্ঞানসম্মত !!

সেই সাথে বাঁচবে,
অপ্রয়োজনীয় খরচ ও সময় !!
কমবে, অপ্রত্যাশিত ঝুঁকি
ও জটিলতা !!

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️







#ফর্সা
#ব্রণ

শিশু ও বড়দের,পুরুষ ও মহিলাদের ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে লেখা, "ত্বকের সমস্যা ও করণীয়"বইটির ২য় সংস্করণ আরো উন্নত    ...
02/11/2025

শিশু ও বড়দের,
পুরুষ ও মহিলাদের
ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে
লেখা, "ত্বকের সমস্যা ও করণীয়"
বইটির ২য় সংস্করণ আরো উন্নত কভার ও কাগজে বের হয়েছে !!
নতুন এই সংস্করণ,
বইটিকে তথ্যগত ভাবেও
আরো অনেক সমৃদ্ধ করেছে !!

বইটি সংগ্রহ করতে অতি
সহজেই অনলাইনে পাওয়া
যাবে, প্রকাশনা সংস্থা >
"আহমদ পাবলিশিং হাউস"
অথবা "রকমারী" সহ সকল
অনলাইন বুকশপ গুলিতে !!

এছাড়াও,
সরাসরি নেয়া যাবে,
বিভিন্ন আভিজাত বই বিপনী
ও লেখকের রোগী দেখার
ব্যক্তিগত চেম্বার থেকে !!

💢 চেম্বারের ঠিকানা 💢
অধ্যাপক ডা: আহাম্মদ আলী
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ !!
"মেডিনোভা"
রোড-৫/এ, ধানমন্ডি, ঢাকা !!
মোবাইল নম্বর::
01721791707
01711636132
(সন্ধা: ৬টা থেকে ৯টা)




#চর্মরোগ #ত্বকেররোগ #বই

#ফর্সা

"স্বাস্থ্য কথা" অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চর্মরোগ নিয়ে প্রশ্নোত্তর 🍁🍁
02/11/2025

"স্বাস্থ্য কথা"
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের
চর্মরোগ নিয়ে প্রশ্নোত্তর 🍁🍁



বিভিন্ন ধরনের চর্মরোগ এবং ত্বকের পরিচর্যা, এই বিষয় নিয়ে কথা বলছেন-অধ্যাপক ডা. আহাম্মদ আলী,চর্ম ও যৌনরোগ বিশেষজ্....

01/11/2025

হজ্ব/ওমরা যাত্রীদের পালনীয়
স্বাস্থ্য ও সচেতনতামূলক কিছু
জরুরী টিপস !! 💢💢💢💢
**************************

বেশীরভাগ মানুষই হজ্ব বা ওমরায়
গিয়ে, ঠান্ডা, হাঁচি, কাশি, গলা ব্যাথা,
জ্বর, পা ব্যাথা, পা ফাটা ইত্যাদি
সমস্যায় ভুগে থাকে !! তাই, এসব
সমস্যা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ
স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় টিপস
এখানে দেওয়া হলো !! 🍁🍁🍁

১. মক্কা-মদিনার ২ মসজিদ এর
ভিতরেই পিলারের গা ঘেঁষে এসির
খুব ঠান্ডা বাতাস বের হয় !!
তাই মসজিদ এর ভিতর সব সময়
পিলার থেকে একটু দুরে বসতে
হবে, তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে !!

২. জমজম এর পানি, খাওয়ার জন্য, সাধারণত মসজিদ এর বিভিন্ন স্থানে একসাথে পাশাপাশি কয়েকটি সাদা
বড় জার থাকে !! তারমধ্যে অল্প কিছু
জার এর উপর নীল কালিতে বড় করে
লেখা থাকে- "NOT COLD" অর্থাত
স্বাভাবিক তাপমাত্রার পানি !!
সব সময়, এই জার এর পানি খেতে
হবে, অন্য গুলির পানি অনেক বেশী
ঠান্ডা, ওগুলো থেকে পানি খেলে
সহজেই হাঁচি-কাশি-ঠান্ডা-জ্বর হয়ে
যায় !!

৩. মসজিদ চত্বর এর ভিতর বিভিন্ন
স্থানে, বারান্দায় ও চারিদিকে অনেক অজুখানা ও পানির কল আছে !! অনেকে এর সব গুলোকেই জমজম
এর পানি মনে করে খেয়ে থাকেন !! আসলে, ওগুলোর সব কিন্তু জমজম
এর পানি নয় !! এগুলো খেয়ে
উল্টো, পেট এর সমস্যা হতে
পারে !! নিশ্চিন্তে জমজম এর পানি
পেতে, মসজিদের সাদা জার থেকে
নেয়াই নিরাপদ ও উত্তম !!

৪. পরিধেয় সকল জামা-কাপড় যতটুকু সম্ভব ঢোলাঢালি ও সূতি কাপড় এর হতে হবে, তাতে
চলাফেরা ও জীবনযাত্রা
অনেক আরামদায়ক হবে !!

৫. বেশি হাঁটতে হয় বিধায়,
পায়ে নরম ও ঠিক মতো ফিটিং
হওয়া আরামদায়ক স্যান্ডেল পরা
উচিত !! উন্নত ও ভালো কোম্পানির
তৈরী স্পন্জ এর স্যান্ডেলই এসময়
উপযুক্ত ও ভালো !! হজ্ব এ কমপক্ষে
৩ জোরা এবং ওমরাতে ২ জোরা
স্পন্জ এর স্যান্ডেল নেওয়া নিরাপদ !! আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার,
তা হলো--
স্যান্ডেলটি যেনো ঠিক পায়ের মাপ
মতো হয়, বড়ও না, ছোটও না !
ছোট বড় হলে, ভিড়ের ভিতর
অন্যর পায়ের আঘাত বা চাপে
সহজেই পরে যাবার সম্ভবনা থাকে !!

৬. বেশী হাঁটাহাঁটি ও বাতাসে আদ্রতা
কম থাকার কারণে, অনেকেরই
পায়ের ত্বক খসখসে ও ফাটাফাটা
হয়ে যায় !! তাই, সবারই কয়েকটা রং
গন্ধহীন ভ্যাসলিন ক্রিম/গিলিসারিন/
লিকুইড প্যারাফিন অথবা ভালো উন্নত কোম্পানির লোশন বা ক্রিম নিয়ে
যাওয়া উচিত !! প্রতিবার অজু করার
পর পায়ের তলায় এগুলোর যে
কোনোটি ভালোভাবে লাগিয়ে নিলে,
এ সমস্যার সমাধান হবে এবং
অনেক আরাম পাওয়া যাবে !!

৭. তীব্র গরম ও রোদে দিনের
বেলা বাইরে কোথাও বেড়াতে
গেলে, অবশ্যই ছাতা ব্যবহার
করতে হবে !! নচেৎ, হিটস্ট্রোক
হবার সম্ভাবনা থাকে, আর
তৃষ্ণা মেটাতে অন্তত ১ বোতল
খাবার পানিও সাথে রাখতে হবে!!

৮. প্রতিদিন সকাল ১০/১১টার
মধ্যেই গোছল সেরে ফেলা
উচিত !! কারন, এরপর
বেশিরভাগ হোটেলের বাথরুমে,
সাপ্লাই এর পানি রোদে অনেক
গরম হয়ে যায় !!

৯. পুরুষদের ইহরাম এর জন্য
সাদা কাপড় এখন, অনেক ধরণের
পাওয়া যায় !! প্রচন্ড গরম ও রোদ
এর কথা মাথায় রেখে, শরীরের
জন্য আরামদায়ক হয়, এমন
কাপড় বেছে নিতে হবে !! লম্বা
ও স্বাস্থ্যবান লোকদের জন্য
কাপড়ের পরিমান একটু বড়
হলে ভালো !!
মহিলাদের অবশ্য কাপড় সাদা
হওয়ার বাধ্যবাধকতা নাই !!!
জীব জন্তুর ছবি মুক্ত হালকা
রং এর ঢোলা ঢালা সূতি
কাপড় এর সেলোয়ার কামিজই
এ সময় উত্তম !! হজ্ব এর সময়
কমপক্ষে ৩ সেট এবং ওমরা-তে
২ সেট সাথে রাখাই নিরাপদ !!
(বিদেশে তো আর, সব সময়
সব পরিবেশে ধোয়া যাবে না ) !!

১০. পেট এর সমস্যা থেকে বাঁচতে
এসময় অতিরিক্ত ভুরিভোজন
এড়িয়ে পরিমিত পরিমান খাদ্য
গ্রহন করাই নিরাপদ !! সব স্থানেই
লাবাং পাওয়া যায়, ইচ্ছে করলে,
রোজ একটু খেতে পারেন,
ভালো !!

১১. বড় কোনও স্বাস্থ্য সমস্যা
দেখা দিলে, অবশ্যই স্থানীয়
নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রে
যোগাযোগ করতে হবে !!

যদি আগে থেকেই কারো কোনো রোগের ওষুধ চলমান থাকে,তবে
যার যার নিজস্ব রোগের ওষুধ,
পর্যাপ্ত পরিমানে অবশ্যই দেশ
থেকেই সঙ্গে নিয়ে যেতে হবে !!

এগুলি ছাড়াও, অতিরিক্ত কিছু
অতি প্রয়োজনীয় ওষুধ সবারই
দেশ থেকেই সাথে করে নিয়ে
যাওয়া উচিত !!
বিশেষ করে--

TAB.NAPA
(সাধারণ জ্বর ও ব্যাথার জন্য) TAB.FEXO (180mg)
(সাধারণ হাঁচি কাশি ঠান্ডা এলার্জী ও চুলকোনির জন্য)
TAB.LOSECTIL(40mg)
(হঠাৎ বেশি এসিডিটি হলে)
ORS
(হঠাৎ পাতলা পায়খানা বা
অতিরিক্ত ঘাম বা হঠাৎ প্রেশার
কমে গেলে )
এক কোর্স ভালো এন্টিবায়োটিক
(TAB.ZIMAX 500mg)
১টি ভালো এন্টিবায়োটিক মলম FACID CREAM
(কাটা, পোড়া, ফোঁড়া, ছুলে
যাওয়া ইত্যাদির জন্য) !!
(বিদ্র: জনস্বার্থে ও সবার
সুবিধার্থে বাজারের পরিচিত
ওষুধের নাম ব্যবহার করা
হয়েছে !!)

@@ যারা পান সিগারেট গুল
ইত্যাদি নেশায় আসক্ত, তাঁরা দয়া
করে, হজ্ব/ওমরার নিয়ত করলেই,
এগুলো পুরোপুরি ছেড়ে দেবারও
দৃঢ় সিদ্ধান্ত নেবেন !! পবিত্র স্থানে
যাবার আগেই নিজেকে এসব
ক্ষতিকর নেশার আসক্তি থেকে
পুরোপুরি মুক্ত করে যাওয়া
উচিত !!

আরো ২টি গুরুত্বপূর্ণ বিষয়ে
সবার দৃষ্টি আকর্ষন করছি !!
তা হলো--

💢 মসজিদে প্রবেশ ও বের
হওয়ার সময়, তাওয়াফের
সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ
স্থানে, ভীড় ও হুড়াহুড়ি
সতর্কভাবে যথাসাধ্য এড়িয়ে
চলতে হবে !! প্রয়োজনে,
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অথবা
কিছুটা এগিয়ে-পিছিয়ে,
ঝুঁকিমুক্ত ফাঁকা স্থান দিয়ে
হাঁটার চেষ্টা করতে হবে !!
কারণ, মাটিতে পড়ে গিয়ে
পায়ের চাপায় পিষ্ট হয়ে
মৃত্যুর ঘটনা প্রায়ই হয়ে
থাকে !! এখানে উল্লেখ্য,
জোহরের নামাজের আগে
পরে তাওয়াফ করার জন্য
সবচেয়ে ভালো সময় !!
এ সময় ভীড় অনেক কম
থাকে !!

💢💢 আরাফাতের ময়দান
হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ
দোয়া কবুলের স্থান !!
তাই সম্মানিত হাজী
সাহেবগন আরাফাতের
ময়দানে অবস্থানকালীন সময়ে,
আল্লাহর কাছে যাবতীয় চাওয়া পাওয়ার কাজটি সেরে নিতে
পারেন !!

কিন্তু বাস্তবতা হচ্ছে, বেশিরভাগ
তাবুর ভেতরে একান্তে একাগ্রচিত্তে মন ভরে দোয়া ও মোনাজাত করার উপযুক্ত পরিবেশ থাকে না !!

তাই তাবুর বাইরে এসে,
সুবিধাজনক স্থানে ও নিরিবিলি পরিবেশে যার যার ব্যক্তিগত
দোয়া ও মোনাজাতের কাজটি সহজেই সেরে নেয়া যেতে পারে !!
আর এ সময়ে প্রচন্ড গরম
এবং তাপদাহ থেকে বাঁচতে,
আরাফাত ময়দানে থাকা, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
এর উপহার হিসাবে প্রদত্ত নিম
গাছ এর ছায়ার নিচে/পাশে
দাঁড়িয়ে এই মহামূল্যবান
মোনাজাতের কাজটি খুব
স্বাচ্ছন্দে সেরে নেয়া যায় !!

🍀 সবশেষ কথা হলো 🍀
এই পোষ্টটিতে, শুধুমাত্র স্বাস্থ্য
বিষয়ক অল্প কয়েকটি জরুরী টিপস উল্লেখ করা হয়েছে !!
কিন্ত,
১. সময়ে সময়ে সৌদি সরকার
প্রবর্তিত হজ্ব/ওমরাকালীন সর্বশেষ
আইন কানুন এবং
২. হজ্ব/ওমরার সঠিক সহীহ
নিয়ম ও মাছায়ালা-মাছায়েল
গুলো ভাল একজন অভিজ্ঞ
আলেম থেকে নিজ দায়িত্বে
জেনে নিতে হবে !!!

💢💢💢💢💢💢💢💢💢

🍀🍀 লেখক ::
অধ্যাপক ডা: আহাম্মদ আলী
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ !!


#জমজম #মদিনা

#পানি
#নামাজ #সালাত

🍁🍁🍁🍁🍁ইদানিং কালের বড় একটি জনদুর্ভোগ হলো, হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট না হওয়া !! 💢💢আজকাল ছোট বড় অধিকাংশ সরকার...
14/10/2025

🍁🍁🍁🍁🍁
ইদানিং কালের বড়
একটি জনদুর্ভোগ হলো,
হাতের আঙ্গুলের ছাপ বা
ফিঙ্গারপ্রিন্ট না হওয়া !!
💢💢

আজকাল ছোট বড়
অধিকাংশ সরকারি কাজেই ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুলের
ছাপ দেয়ার প্রয়োজন হয় !!
যেমন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, জমি জমা ক্রয় বিক্রয়, এমনকি মোবাইল ফোন এর সিম কিনতেও হাতের আঙ্গুলের ছাপ
দিতে হয় !!
আর এ সমস্ত কাজে আঙ্গুলের
ছাপ দিতে গিয়ে, তা ঠিকমত না
ওঠায়, অনেকেই অনেক বিরম্বনা
ও ভোগান্তির শিকার হন !!
জরুরী গুরুত্বপূর্ণ কাজ আটকে
থাকায় ক্ষতিগ্রস্তও হতে হয় !!

ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুলের
ছাপ না ওঠার কারণ প্রধানত
দুইটা !! একটি হলো ত্বকের
বংশগত জেনেটিক কারণে !!
আরেকটি হলো, হাতের ত্বকের
কোন চর্মরোগে অথবা পেশাগত
বা অভ্যাসগত কারণে !!

আমরা সাধারণত ঘুম ছাড়া
বাকি সময় যা কিছুই করি,
সবই হাত দিয়েই করি !!
ফলে হাতের ত্বকে প্রতিনিয়ত
বিভিন্ন দ্রব্যাদির ঘর্ষণ লাগে,
যা শরীরের অন্য কোন অঙ্গে
লাগে না !! আর এর ফলে
বয়সের সাথে সাথে, হাতের
ত্বকের পরিবর্তন হয় শরীরের
অন্যান্য স্থানের ত্বকের চেয়ে
অনেক বেশি !! এছাড়া কিছু
কিছু পেশায় বিভিন্ন ধরনের
ক্ষতিকারক রাসায়নিক পদার্থ,
কেমিক্যাল অথবা ডিটারজেন্ট
জাতীয় দ্রব্যাদি হাতে বেশি লাগে,
দীর্ঘদিন এই জাতীয় দ্রব্যাদির
সংস্পর্শ জনিত কারণেও
ত্বকের অনেক পরিবর্তন হয় !!
এছাড়া করোনা আবির্ভাব এর
পর থেকে হাত ধোবার প্রবণতা
এবং অভ্যাস অনেক বেড়ে
গেছে !! অতিরিক্ত পানি
সাবানের সংস্পর্শেও
ত্বকের অনেক ক্ষতি হয় !!

এরকম বিভিন্ন ধরণের বিভিন্ন
কারণেই এ সমস্যা, সাময়িক
বা স্থায়ীভাবে হতে পারে !!

এ ধরনের সমস্যায়, অসৎ বা
অবৈজ্ঞানিক কথায় বিভ্রান্ত না
হয়ে, একজন অভিজ্ঞ চর্মরোগ
বিশেষজ্ঞ চিকিৎসক এর
মাধ্যমে চিকিৎসা করা হলে
স্বাভাবিক হয়ে যাওয়ার
সমূহ সম্ভাবনা থাকে !!

সেই সাথে যেসব কর্তৃপক্ষের,
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ
নেবার প্রয়োজন হয়, তাদের
উচিত, যাদের এটা পাওয়া যায়
না, তাদের জন্য একটি বিকল্প
ব্যবস্থার বের করা, যাতে
তাদের অনিচ্ছাকৃত এই
ভোগান্তি কমে যায় !!

🍁🍁🍁🍁🍁🍁🍁

#আইডি #ভোটার
#জাতীয়
#ছাপ
#আঙ্গুলেরছাপ

ডেঙ্গু এখন সারা বছরের রোগ, এবং সারা বাংলাদেশের রোগ !! সাবধান থাকুন, সচেতন থাকুন!🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💢 ডেঙ্গু এখন আর শুধু ঢাকা শহরে...
14/10/2025

ডেঙ্গু এখন সারা বছরের রোগ,
এবং সারা বাংলাদেশের রোগ !!

সাবধান থাকুন, সচেতন থাকুন!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

💢 ডেঙ্গু এখন আর শুধু ঢাকা
শহরের রোগ নাই, শুধু আভিজাত
এলাকার রোগ নাই, শুধু নির্দিষ্ট ঋতুতে হওয়ার রোগ নাই !!
শুরুর দিকে ডেঙ্গু রোগটির
চরিত্র এমন থাকলেও এখন
কিন্তু নির্দিষ্ট কোনো ছকে বাধা
নাই, সবই প্রায় উল্টো!!

💢ডেংগু নিয়ে একটি ফোবিয়া
বা আতংক অনেকের মধ্যেই সেই
শুরু থেকেই আছে, যার ফলে
একটা মশা দেখলেই অনেকে ভয়ে
একেবারে আড়ষ্ট হয়ে যান, আর
কামড় দিলে তো কথাই নাই !!!

কিন্তু , কিছু বিষয় সবার জানা
ও বোঝা দরকার ! মশার অনেক
জাত ও প্রজাতি আছে !! মশা
হলেই এডিস মশা হবে, এমন
কোন কথা নাই, আবার এডিস
মশা হলেই মহিলা হবে, এমনও
কোন কথা নাই !!!
আবার মহিলা এডিস হলেই
সেটা ডেংগুর জীবানু বহনকারী
হবে, এমন কোন কথাও নেই !!!

তাই মানসিক ভয় ভীতি
কমিয়ে, সব সময় সচেতন
থাকা ও সাধ্যের মধ্যে যা যা
করনীয়, সেদিকে মনোযোগ
দেয়া বেশী জরুরী !!!

যখন এ রোগের প্রাদুর্ভাব বেড়ে
যায়, তখন কিছু বাড়তি সতর্কতা
অবলম্বন করা উচিত !! এডিস মশা
সকালে ও সন্ধ্যায় তুলনামূলকভাবে
বেশী কামড়ায়, কাজেই এই সময়
গুলিতে বাড়ী ঘড়ের জানালা বন্ধ
রাখাই ভালো !! শরীরের খোলা স্থানে,
যেমন- হাত-পা-তে বেশী কামড়ায় !!!
তাই পায়ে লম্বা সুতি মোজা পড়ে
থাকা ভালো !!! যাদের সামর্থ আছে,
হাতে পায়ে ও অন্যান্য খোলা স্থানে
যাতে মশা না বসে, তার জন্য-
মশকবিরোধী "রিপিলেন্ট" লোশন
মালিশ করে নিতে পারেন !
(বড় বড় ওষুধের দোকান ও
ডিপার্টমেন্টাল ষ্টোরে পাওয়া যায়)

আরেকটা কথা বলে রাখা দরকার,
জ্বর হলেই ডেংগু হয়েছে, এমনটা
ভাবার কোন কারণ নাই !! অনেক
ধরনের জ্বর আছে !! এমনকি মশা
দিয়েও, ডেঙ্গু ছাড়া কয়েক ধরনের
জ্বর হয় !!

💢আরেকটি বিষয় হলো,
ডেঙ্গু রোগের চিকিৎসায় সবারই
রক্ত প্রয়োজন হয় না !!
তারপরেও সবারই ভবিষ্যতে
এর বিপদ আপদ ও
এক্সিডেন্ট এর জন্য হলেও,
নিজের ও পরিবারের সবার
ব্লাড গ্রুপ নিশ্চিত ভাবে জেনে
রাখা এবং কিছু একই গ্রুপের
লোকের সন্ধান রাখা খুব
জরুরি, যাতে প্রয়োজনে
সময়মত তাদের সাহায্য
নেয়া যায় !!!

💢 সতর্ক থাকুন সব সময়!
মশা মুক্ত থাকার চেষ্টা করুন!!
আর সমস্যা হয়েই গেলে,
সুচিকিৎসা নিশ্চিত করুন !!

আর মনে রাখবেন,
মশক নিধনের সরকারি
উদ্যোগ অপ্রতুল অপর্যাপ্ত
এবং বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর !! তাই নিজের
স্বার্থে নিজের উদ্যোগেই, নিজের ঘর বাড়ি সহ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন
রাখা, এখন একটি অন্যতম সামাজিক দায়িত্ব !!!

💢💢💢

#ডেঙ্গু #জ্বর
#রক্ত
#প্লেটলেট #ব্যথা

শিশু ও বড়দের,পুরুষ ও মহিলাদের ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে লেখা, "ত্বকের সমস্যা ও করণীয়"বইটির ২য় সংস্করণ আরো উন্নত    ...
14/10/2025

শিশু ও বড়দের,
পুরুষ ও মহিলাদের
ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে
লেখা, "ত্বকের সমস্যা ও করণীয়"
বইটির ২য় সংস্করণ আরো উন্নত কভার ও কাগজে বের হয়েছে !!
নতুন এই সংস্করণ,
বইটিকে তথ্যগত ভাবেও
আরো অনেক সমৃদ্ধ করেছে !!

বইটি সংগ্রহ করতে অতি
সহজেই অনলাইনে পাওয়া
যাবে, প্রকাশনা সংস্থা >
"আহমদ পাবলিশিং হাউস"
অথবা "রকমারী" সহ সকল
অনলাইন বুকশপ গুলিতে !!

এছাড়াও,
সরাসরি নেয়া যাবে,
বিভিন্ন আভিজাত বই বিপনী
ও লেখকের রোগী দেখার
ব্যক্তিগত চেম্বার থেকে !!

💢চেম্বারের ঠিকানা
অধ্যাপক ডা: আহাম্মদ আলী
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ !!
"মেডিনোভা"
রোড-৫/এ, ধানমন্ডি, ঢাকা !!
মোবাইল নম্বর::
01721791707
01711636132
(সন্ধা: ৬টা থেকে ৯টা)




#চর্মরোগ #ত্বকেররোগ #বই

#ফর্সা

🍁🍁🍁🍁🍁🍁🍁চেহারা সুন্দর ও ফর্সা করা নিয়ে যতো প্রতারণা 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️কসমেটিকস নিয়ে যত প্রচারনা ও প্রতারণা, তার সবই প্রায় ...
14/10/2025

🍁🍁🍁🍁🍁🍁🍁
চেহারা সুন্দর ও ফর্সা
করা নিয়ে যতো প্রতারণা
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

কসমেটিকস নিয়ে যত
প্রচারনা ও প্রতারণা, তার
সবই প্রায় রং ফর্সা করা নিয়ে !!

আমাদের দেশের মানুষের
যে কোন মূল্যে ফর্সা হবার
অদম্য ইচ্ছাকে পুঁজি করে,
কিছু ভন্ড প্রতারক ব্যক্তি
ও ব্যবসায়ী, বোকা ঝোকা
সাধারণ মানুষকে, বিশ্বাস
করে মহিলাদের মূখরোচক
সব কথা ও বিজ্ঞাপন দিয়ে
অহরহ প্রতারিত করে যাচ্ছে!!
আর সরল বিশ্বাসে, অনেকেই
তাদের ফাঁদে পা দিয়ে, অনেক
টাকা পয়সা দিয়ে, মনের আশা
পুরন তো দুরের কথা, উল্টো
নুতন রোগ কিনে, মুখমণ্ডলের
সুস্থ সুন্দর ত্বকে, নতুন সমস্যা
সৃষ্টি করছেন !!

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

অথচ,
সব ধরনের
মেকআপ ও ক্রিম
ব্যবহার করা উচিত,
পরিমিত ভাবে, ভাল
কোম্পানির, শীত-গরম
ঋতু দেখে এবং যার যার
ত্বক এর ধরন অনুযায়ী !!

মুখমণ্ডলের ত্বক বড়ই নাজুক,
তাই ফর্সা সুন্দর হওয়ার জন্য
আন্দাজে নিজে নিজে কোন
ক্রিম ব্যবহার করা খুবই
ঝুঁকিপূর্ণ !! এমনকি চর্মরোগ
বিশেষজ্ঞ নয়, এমন কোন
সাধারণ চিকিৎসকের
পরামর্শেও নয় !!
প্রয়োজনে, একজন ভালো
চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের
সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত
সৌন্দর্যচর্চা বা ত্বকের যে কোনো
রোগের চিকিৎসা করা যেতে পারে !!
যা হবে নিরাপদ ও বিজ্ঞানসম্মত !!
বাঁচবে, অপ্রয়োজনীয় খরচ ও সময়,
কমবে, অপ্রত্যাশিত ঝুঁকি ও জটিলতা !!

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️







#ফর্সা
#ব্রণ


কষ্টকর চুলকোনী >প্রচন্ড ছোঁয়াচে চর্মরোগ >"স্ক্যাবিস" এর মহামারী চলছে 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁সারাদেশে মহামারীর মত বেড়ে গেছে, ছোঁয়াচে ...
14/10/2025

কষ্টকর চুলকোনী >
প্রচন্ড ছোঁয়াচে চর্মরোগ >
"স্ক্যাবিস" এর মহামারী চলছে
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

সারাদেশে মহামারীর মত
বেড়ে গেছে, ছোঁয়াচে চর্মরোগ,
"খোস-পাঁচড়া বা খুঁজলি পাঁচড়া"
অর্থাৎ স্ক্যাবিস ( SCABIES ) !!!

শিশুদের কিডনি রোগেরও
একটি কারণ এই চর্মরোগটি !!

এরোগের চিকিৎসা ভালো !!
তবে, রোগটি অত্যন্ত ছোঁয়াচে
হওয়ায়, পরিবারের সবাইকে
এবং ঘনিষ্ঠজনদের একত্রে
চিকিৎসা নিতে হয় !!

চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক
এর পরামর্শ অনুযায়ী পরিবারের
সবাই একসাথে সঠিক নিয়ম মত
চিকিৎসা করলে এরোগ থেকে
সম্পূর্ণ ভালো হওয়া যায় !!

তাতে, সময় খরচ ও কষ্ট কমবে !!
আর জটিলতা থেকেও বাঁচা যাবে !!

কাজেই,
অসত্য ও অবৈজ্ঞানিক
কথায় কান না দিয়ে ,
সঠিক চিকিৎসা করুন !!
সুস্থ থাকুন, ভালো থাকুন !!

💢💢💢💢💢💢💢💢




#শিশু #শিশুচর্মরোগ #স্ক্যবিস
#খোসপাচড়া #খুজলীপাচড়া
#চুলকানি #চুলকোনি #ছোঁয়াচে

Address

Chamber: "MEDINOVA" House No. 71/A, Road No. 5/A, Dhanmondi
Dhaka

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00
Sunday 18:00 - 21:00

Telephone

+8801721791707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Ahammed Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prof. Dr. Ahammed Ali:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category