19/11/2025
আজকের ছবিতে যে ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সে শুধু কাগজে রং করছে না—
👉 সে *Listening*,
👉 *Fine Motor*,
👉 এবং *Language Comprehension*–এ একসাথে প্র্যাকটিস করছে।
Cochlear Implant পাওয়া শিশুদের ক্ষেত্রে AVT (Auditory Verbal Therapy)–র অন্যতম লক্ষ্য হলো—
🔹 শুনে বোঝা
🔹 শুনে অনুসরণ করা
🔹 এবং শুনে ভাষা তৈরি করা
এ ধরনের ক্রিয়েটিভ কার্যকলাপ শিশুকে মজা দিতে, *মস্তিষ্কে নতুন পথ* তৈরি করে দেয়।
যে শিশুটি আগে শুনতেই পারত না—
আজ সে শুনে নির্দেশ অনুসরণ করছে, নতুন শব্দ শিখছে, এবং নিজের মতো করে কাজ করছে।
এটাই AVT–এর জাদু ✨
স্পিচ থেরাপি বা অডিওলজি গ্রাজুয়েটদের জন্য শিক্ষা:
➡️ টেবিল অ্যাক্টিভিটি কখনই শুধু “কারুকাজ” না।
এগুলো হলো—
✔ Auditory Memory
✔ Sequencing
✔ Joint Attention
✔ Vocabulary Expansion
✔ Functional Listening
এর চমৎকার কম্বিনেশন।
একটি শিশু যত বেশি “শুনে কাজ” করবে, তত দ্রুত তার ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়বে।
**সব অভিভাবকের জন্য বার্তা:**
আপনার শিশুর কানে হিয়ারিং এইড বা কোক্লিয়ার ইমপ্ল্যান্ট থাকলে—
দৈনন্দিন ছোট ছোট কাজেও অনায়াসে Listening Therapy করা যায়।
মজা করে, খেলতে খেলতে, চাপে না রেখে ❤️
আপনার শিশুর শুনতে শেখার প্রতিটি ধাপ—
*আপনার জন্য ছোট*,
কিন্তু *ওর জন্য বিশাল এগিয়ে যাওয়া*।
📍 **Speech & Hearing Hub**
Auditory Verbal Therapy | Speech Therapy | Language Development
Manikdi Road. ECB Chattar, Dhaka Cantonment
📞 যোগাযোগ: ইনবক্সে মেসেজ করুন