29/10/2025
শরীরের বিভিন্ন স্থানে ঘামাচির মতো ছোট ছোট দানার আকারে স্ক্যাবিস দেখা দেয় এবং এগুলো খুব চুলকায়। বিশেষ করে রাতের বেলা এবং শরীর ঘামালে এই চুলকানি বেশী হয়।
গরমের দিনে এবং যারা বোর্ডিং এ থাকেন তাদের স্ক্যাবিস বেশী হয়। দেখতে সাধারণ খোস পাচড়া মনে হলেও এটি একটি প্রচন্ডরকম ছোয়াচে চর্মরোগ। তবে সঠিক চিকিৎসায় স্ক্যাবিস সম্পূর্ণভাবে ভালো হয়। 🤚🏻
প্রতিদিন গোসল করুন এবং সকল ব্যবহৃত পোশাক নিয়মিত পরিষ্কার রাখুন।