07/11/2025
#রোগীকথনঃ
#বাঁচতে_হলে_জানতে_হবে
কোনো একদিন ক্লাসে কথা প্রসঙ্গে ব্রেস্ট টিউমার তথা ব্রেস্ট লাম্পের ব্যপারে আলোচনা করছিলাম। ক্লাস শেষে দেখলাম, আমার এক স্টুডেন্ট পিছে পিছে আসছে। একটু আমতাআমতা করে যা বললো তার অর্থ এই যে, ও কিছুদিন যাবৎ ওরে ব্রেস্টে চাকা অনুভব করছে। কোনো ব্যথা বেদনা নেই। আমি চেক করে দেখলাম, ফ্রাইব্রোএডেনোমা। ব্রেস্ট অর্থাৎ
স্তনের সবচেয়ে নিরীহ টিউমার। তবুও টিউমার তো। প্রয়োজনীয় পরামর্শ দিলাম। জিজ্ঞেস করলাম,
কোনো ডাক্তার দেখিয়েছো?
না
পরিবারকে জানিয়েছো?
না।
কেনো? মাথা নিচু করে বলল,
লজ্জা লাগে!
আসলেই লজ্জা লাগে। তারপরে ব্রেস্ট সংক্রান্ত বিষয়।
আমাকে বললে যে?
ক্লাসে এ সংক্রান্ত আপনার আলোচনা শুনে মনে হলো, এ নিয়ে কথা বলা উচিত। এতে লজ্জার কিছু নেই। আমি আজকেই আম্মুকে বলবো এবং ব্রেস্ট ক্যান্সারের স্ক্রীনিং করতে নিয়ে আসবো।
বিঃদ্রঃ- প্রত্যেক নারীরই প্রতিমাসে পিরিয়ড বা মাসিকের শেষে একবার করে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখা উচিত। একে বলে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশান। এতে কোনো সমস্যা পেলে ডাক্তারের শরণাপন্ন হবে। আর বছরে একবার ডাক্তার দিয়ে পরীক্ষা করানো উচিত। একে বলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এ দুটো কাজ করতে পারলে অনেকাংশে ব্রেস্ট তথা স্তন ক্যান্সার কমিয়ে আনা সম্ভব।
ঘাতক এই ব্যাধি কমিয়ে আনার জন্য স্ক্রিনিং শুরু করছি। স্ক্রিনিং এর উদ্দেশ্য হলো আর্লি ট্রিটেবল অবস্থায় ডায়াগনোসিস করা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা। ফিল ফ্রি। চলে আসুন। আমি আছি আপনাদের জন্য। অথবা চলে যান নিকটস্থ যেকোনো গাইনী বিশেষজ্ঞ/ জেনারেল সার্জারি বিশেষজ্ঞ এর চেম্বারে। নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন।
©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।
#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা - ১২০৭
(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)
#সময়- শনিবার, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল #পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত। রাত এগারোটার পর রোগী এন্ট্রি বন্ধ।
#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।
#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।
#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780