16/05/2018
#পার্বতী_দেবদাস_এবং_Chronic_Liver_Disease
🧔🏻: কেমন আছো পারু!
👩🏻: একি দেবদা! 😢একি হাল করেছো নিজের? হাত- পা সব ফোলা, পেটে পানিও এসেছে নাকি?
🧔🏻: সব তোর জন্য রে পারু!! তোকে যে ভুলতে পারিনা।
👩🏻: ছি ছি দেবদা!! 😵তুমি মদ খেয়েছো?এই অবস্থা হলো কি করে? খুলে বলো!
🧔🏻: আর কি খুলে বলবো, কুহকিনী? 👹আমাকে ছেড়ে BCS হওয়া ছেলে টাকে বিয়ে করলি! ☹ ️এদিকে মদ আমার লিভারে গিয়ে , Kupffer cell এগুলোকে ড্যামেজ করেছে! তারা রাগ করে আবার secrete করেছে !
👩🏻: কি আবোল-তাবোল বলছো দেবদা!
🧔🏻: তারপর সেই Interleukin activate করছে এক স্পেশাল cell কে- যার নাম !
👩🏻: মাগো মা! সেটা আবার কি করে?
🧔🏻: Stellate cell activate হয়ে ক্ষরণ করে TGF-B এবং PDGF যাদের কাজ হলো বাড়িয়ে দেয়া এবং Collagen breakdown prevent করা! মানে লিভারে কোলাজেন tissue'র পরিমাণ বাড়িয়ে দেয়া!
👩🏻: মাগো মা!! ছ্যাঁকা খেয়ে কত পড়াটাই না পড়ছো গো! তারপর?
🧔🏻: তারপর আর কিরে পারু! কোলাজেন আমার লিভার টাকে চারদিক থেকে চেপে ধরে একদম ছোট আর এবড়ো থেবড়ো করে ফেলেছে! জানিসএটাকেই বলে! ওদিকে Stellate cell আবার 1 ও ক্ষরণ করে যেটা করে! এর জন্যই হয়!😨
👩🏻: আহা!পানি আসলো কিভাবে গায়ে?
🧔🏻: ওই যে Portal Hypertension! যেটার কারণে Blood সামনে যেতে পারছে না! Back flow হয়ে এ leak হচ্ছে!! আর আমার পেটে পানি জমে হচ্ছে 😪
👩🏻: আচ্ছা রাখো সে সব কথা! সামনের মাসে আমার ছোট ছেলের অন্নপ্রাসন। আসবে কিন্তু।
🧔🏻: তা আর বোধ হয় হবে না রে পারু! আমার পেটে ব্যথা করে! মনে হয় ! তুই তো জানিস,এটা হলে মানুষ আর এক বছরের বেশি বাঁচে না! যাই রে পারু। ভাল থাকিস!😥
👩🏻: একি বলছো দেবদা? 😭 ঠিক আছে যাবার আগে আমার হাতে আগের মতো আদর করে একটা তারা একে দিয়ে যাও!
🧔🏻: হাত দে। আঁকছি!!
👩🏻: এটা কি আঁকলে দেবদা! 🤪তারার মতো তো মনেই হচ্ছে না!
🧔🏻: তে এমন হয়রে পাগলী! যাই ভাল থাকিস।
এরপর দেবদাস বমি করতে করতে পারুর গায়ে লুটিয়ে পড়লো। পারু লক্ষ্য করলো বমির রং Black coffee'র মতো! দেবদাস varices বলতে বলতে চিরতরে চোখ বু্ঁজলো😑!!!
( #শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় নিচের চারটা লাইন দিয়ে #দেবদাস উপন্যাস টি শেষ করেন)
#মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহ-করস্পর্শ তাহার ললাটে পৌঁছে— যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে।
(collected)