31/12/2025
রোগ ও রোগীর গল্প :
প্রায় ৭০ বছর বয়স্ক রোগির একই সাথে পিত্তথলি পাথর ও পিত্ত নালির পাথরের সফল অপারেশন....
সুদূর ঝিনাইদহ থেকে আগত মিসেস নিম্পা তার আব্বুকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন। প্রায় ৭০ বছর বয়স্ক মিসেস নিম্পার আব্বুর পূর্বে হার্টের অপারেশন হয়েছিল।
এখন একই সাথে পিত্তথলি এবং পিত্তনালির পাথরের সমস্যায় ভুগছিলেন। এই বয়সে খুবই রিস্ক এই অপারেশনে কি করবেন বুঝতে পারছিলেন না। অনেক ডাক্তার দেখালেন। অবশেষে আমার কাছে আসলেন এবং আমি তাকে বললাম আল্লাহর উপর ভরসা রেখে অপারেশন করে ফেলতে। অবশেষে তার অপারেশন করলাম এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় ১৪ দিন উনার ছেলে কেটে দিলাম এবং আল্লাহর রহমতে উনি অনেক ভাল আছেন।
আসুন পুরো গল্পটি শুনি...
(রোগীর অনুমতিক্রমে ভিডিওটি দেয়া সচেতনতার জন্য)
ডা: আনহারুর রহমান
লেপারস্কোপিক পরিপাকতন্ত্র ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন
কনসালটেন্ট
সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ধানমন্ডি ঢাকা
মোবাইল :
০১৭৭৭০৭৭৭৬৪
০১৭৭৬৬৪৩৫৮৩
゚