ডা. মাসুম হোমিওপ্যাথ

ডা. মাসুম হোমিওপ্যাথ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. মাসুম হোমিওপ্যাথ, Doctor, Dakua, Bridge Bazar, Dhaka.

🌿 অনলাইন হোমিওপ্যাথি চিকিৎসার এক বিশ্বস্ত নাম-
✅ শতাধিক সফল চিকিৎসা কেস
✅ প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান
✅ স্বাস্থ্য সচেতনতা ও হোমিওপ্যাথিক পরামর্শ।
Contact-01781959952 (WhatsApp)

এই রোগীর জন্য আপনাদের সিলেকশন বলুন ।
13/06/2025

এই রোগীর জন্য আপনাদের সিলেকশন বলুন ।

দীর্ঘ বছর পর আবারও চিকিৎসা কার্যক্রম শুরু — ১৩-০৬-২৫আজকের কিছু রোগী দেখার মুহূর্তঃআলহামদুলিল্লাহ!আমি ডা. মো: মাসুম (হোমি...
13/06/2025

দীর্ঘ বছর পর আবারও চিকিৎসা কার্যক্রম শুরু — ১৩-০৬-২৫

আজকের কিছু রোগী দেখার মুহূর্তঃ

আলহামদুলিল্লাহ!
আমি ডা. মো: মাসুম (হোমিওপ্যাথ), পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

বিগত কয়েক বছর নানা কারণে চেম্বার চালু রাখতে পারিনি, তারা বাসায়ও থাকতে দেয়নি। তখন রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলাম না, তবুও এক শ্রেণির মানুষ আমাকে ট্যাগ দিয়ে বারবার হেয় করার চেষ্টা করেছে।
পরবর্তীতে আমি স্পষ্ট ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হই — দ্ব্যর্থহীনভাবে। সময়টা ছিল-২০২২সাল।

আজ অনেক বছর পর পুরনো চেম্বারে আবার রোগী দেখার সুযোগ হলো। আশ্চর্যের বিষয়, আজ যারা এসেছেন তারা সবাই আমার পুরনো রোগী। তারা যখন শুনেছেন আমি চেম্বারে আসবো, তখনই ছুটে চলে এসেছেন।
এই ভালোবাসা ও বিশ্বাসই আমার প্রেরণা।

إن شاء الله এখন থেকে নিয়মিত চেম্বারে রোগী দেখা হবে। পাশাপাশি অনলাইন চিকিৎসা সেবাও চালু করেছি।

🔹 যোগাযোগ:
📱 WhatsApp: +8801781959952
📩 অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।

#ডা_মো_মাসুম #হোমিওপ্যাথি
#চেম্বার #রোগী_সেবা
#অনলাইন_চিকিৎসা #হোমিও

24/04/2025

হৃদয়ের শান্তি, শরীরে আরাম।
হোমিওপ্যাথিতে সারে কাম

23/04/2025

হোমিওপ্যাথির ডোজ,লাগবে আমার রোজ।
হোমিওপ্যাথি চিকিৎসা নিন,সুস্থ থাকুন ।

06/09/2023

আসসালামু আলাইকুম।
আমাদের কথা বললে দোষ হয়,না বললে দোষ হয়। যাক তাহলে কিছু কথা বলি।
ডিপ্লোমাদের রাখা হলো কম্পাউন্ডার হিসাবে-এখন প্রশ্ন হলো কম্পাউন্ডার কারা বা তাদের কাজ কি?
যারা চিকিৎসা কাজে ডাক্তারের সহকারী হিসাবে কাজ করে,ঔষধ প্রস্তুত করে দেয়,ডাক্তারের ব্যাগ টেনে দেয়,তার জন্য চা নিয়ে আসা,মাঝে মধ্য তার বাসায় বাজার করে দেয়াকে কম্পাউন্ডার বলে।

এখন লাখ টাকা খরচ করে ডিপ্লোমা পড়ে আপনিও এই পেশার মান হিসাবে সম্মানিত কম্পাউন্ডার হতে পারেন।

সরকরী নিয়ে কম্পাউন্ডার নিয়োগ দিলে তার যোগ্যতা HSC বা তার সমমান লাগে।
ডিপ্লোমারা তাহলে HSC সমমান??
যদি HSC সমমান হয়েই থাকে- তাহলে আমাদের ২ বছর অতিরিক্ত সময় নষ্ট ও অর্থ খরচ নেয় কেন??
কাম্পাউন্ডগিরি করতে হলে ২ বছরে কি যথেষ্ট নয়??২ বছরে কি আমি মেডিসিন তৈরি করা,শিখতে পারবো না??

05/09/2023

৪ বছর পড়াশুনা লাখ টাকা খরচ করে যদি কম্পাউন্ডার হতে হয় এমন শিক্ষা ব্যবস্থার মুখে লাথি মারা উচিৎ।

30/05/2023

আলহামদুলিল্লাহ।
যাদের জন্য আমি ইউটিউব চ্যানেলকে হারিয়েছিলাম,তাদের আমি ধন্যবাদ জানাই ❣️

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দীর্ঘদিন বিভিন্ন কারণে অনলাইনে একদম ছিলাম না, অনেকে ফোন দিয়েছেন  ফোনেও পাননি সর্বকিছ...
27/04/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দীর্ঘদিন বিভিন্ন কারণে অনলাইনে একদম ছিলাম না, অনেকে ফোন দিয়েছেন ফোনেও পাননি সর্বকিছুর জন্যই আমি দুঃখ প্রকাশ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে অবস্থাতে রেখেছেন ভালো রেখেছে আলহামদুলিল্লাহ।
কেন এতদিন অনলাইনে আসিনি আপনাদের সাথে কোন যোগাযোগ হয়নি??
আমাকে এক এক সময় একেকটা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। এইতো বেশ কিছুদিন আগে হঠাৎ করি মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো ভাবছিলাম এই সময় হাতে টাকা পয়সা নেই, ঈদের পরে কিনে নিব বাকি কাজগুলো ল্যাপটপ দিয়ে সেরে নিব। ঠিক তার পরের দিন ল্যাপটপ টা নষ্ট হয়ে গেল😭😭। কি আর করার যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। অনেকগুলো সমস্যা উদাহরণ দেয়া যাবে আল্লাহ আপনি আমায় রহম করুন।
তো এই বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনাদের থেকে অনেক দূরত্ব হয়ে গিয়েছে। হয়তো অনেকে জানেন অনেকেই বা জানেন না আমার একটি ইউটিউব চ্যানেল ছিল এই চ্যানেলটিও চিরতরে হারিয়ে গিয়েছে।
সবকিছু মিলিয়ে খুব আপসেট ছিলাম। আপনাদের ভালবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের শক্তিতে আল্লাহর রহমতে সবকিছু আবারো নতুন করে শুরু করতে চাই। জানিনা কতদূর পারবো কতটুকু পারবো আল্লাহ ভালো জানেন। আপনাদের সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই।
আপনাদের সকলের জন্য ভালোবাসা অবিরাম দেরি করে হলো োবারক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায়।
আসসালামু আলাইকুম।

Address

Dakua, Bridge Bazar
Dhaka
59952

Telephone

+8801721137951

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মাসুম হোমিওপ্যাথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. মাসুম হোমিওপ্যাথ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category