15/10/2025
আপনার বাচ্চার দাতের যত্ন ঠিকমত নিচ্ছেন তো?
শুরু হোক শিশুর মুখের যত্ন, প্রথম দাঁত ওঠার আগেই!
👶 মূল বার্তা:
প্রতিদিন পরিষ্কার কাপড় বা গজ দিয়ে বাচ্চার মাড়ি আলতো করে মুছে দিন।
প্রথম দাঁত উঠলে নরম বেবি ব্রাশ ও অল্প ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করুন।
রাতে দুধ খাইয়ে ঘুম পাড়াবেন না — এতে দাঁত ক্ষয়ে যেতে পারে।
চিনি ও মিষ্টি খাবার কম দিন, পানি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন।
শিশুর বয়স ১ বছর হলে প্রথমবার দন্তচিকিৎসকের পরামর্শ নিন।