Amira's Dental surgery

Amira's Dental surgery A complete centre for all modern Dental treatments
with all modern dental technology..

16/10/2025

প্রতি ১০ জনের ৭ জনই দাঁতের যত্নে অনিয়মিত আমরা।ফলাফল - দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ...

কিন্তু যারা বছরে অন্তত ২ বার ডেন্টাল চেকআপ করেন, তাদের ৮৫% দাঁতের সমস্যা আগেই ধরা পরে। এতে করে অন্তত দাঁতের মেজর কোনো ক্ষয়-ক্ষতির আগেই Proper Treatment নিয়ে উনারা থাকেন সুস্থ,স্বাভাবিক এবং কনফিডেন্ট।

👉বসুন্ধরা আবাসিক এলাকায় যারা একজন অভিজ্ঞ, প্রফেশনাল ডেন্টাল সার্জন খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য সুখবর - ডাঃসাইদুল ইসলাম সহ একদল বিশেষজ্ঞ বিডিএস(BDS) সার্জন নিয়মিত রোগী দেখছেন "আমিরা'স ডেন্টাল সার্জারী" তে।

📍প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের চেম্বারে ট্রিটমেন্ট দেয়া হয়।

👉বর্তমান সময়ের সবচেয়ে কম্পিটিটিভ খরচে আমাদের সবগুলো চিকিৎসা সেবা আমরা দিয়ে আসছি উইথ ৯০% পজিটিভ রিভিউ।

📞01673-474438

দাঁতের মাড়ির যত্নে কমলা ও লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও যেসব খাবারে ভিটামিন "সি" থাকে সেসব খাবার আপনার দাঁতের মা...
15/10/2025

দাঁতের মাড়ির যত্নে কমলা ও লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও যেসব খাবারে ভিটামিন "সি" থাকে সেসব খাবার আপনার দাঁতের মাড়ি সুস্থ রাখবে। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।

Wᴇ ʟɪsᴛᴇɴ ʙᴇᴄᴀᴜsᴇ ᴡᴇ ᴄᴀʀᴇ ʏᴏᴜʀ ғᴇᴇʟɪɴɢs.হাসি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটা আত্মবিশ্বাসেরও প্রতিফলন। আর সেই হাসি ধরে রাখ...
15/10/2025

Wᴇ ʟɪsᴛᴇɴ ʙᴇᴄᴀᴜsᴇ ᴡᴇ ᴄᴀʀᴇ ʏᴏᴜʀ ғᴇᴇʟɪɴɢs.

হাসি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটা আত্মবিশ্বাসেরও প্রতিফলন। আর সেই হাসি ধরে রাখতে প্রতিটি রোগীর সমস্যার পেছনের গল্পটা মন দিয়ে শোনা—এই বিশ্বাস থেকেই কাজ করেন ডাঃ সাইদুল ইসলাম, একজন অভিজ্ঞ ও যত্নশীল ডেন্টাল সার্জন।

তিনি মনে করেন, রোগীর ব্যথা শুধু চিকিৎসার বিষয় নয়—এটা এক ধরনের অনুভূতি, যেটা বোঝা যায় ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে। তাই প্রতিটি রোগীর সাথে তিনি কথা বলেন, মনোযোগ দিয়ে শোনেন, এবং তাদের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পরামর্শ দেন।

প্রথমে সামান্য দাঁতের ব্যথা, তারপর ঠান্ডা পানি খেলেই যন্ত্রণা। কাজের ব্যস্ততায় বিষয়টা পাত্তা দেননি।একদিন অফিসের মিটিংয়ের...
15/10/2025

প্রথমে সামান্য দাঁতের ব্যথা, তারপর ঠান্ডা পানি খেলেই যন্ত্রণা। কাজের ব্যস্ততায় বিষয়টা পাত্তা দেননি।
একদিন অফিসের মিটিংয়ের মাঝেই ব্যথায় কথা থেমে যায় — তখনই বুঝলেন, আর দেরি নয়!

চলে আসুন Amira’s Dental Surgery তে।

আমাদের অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞ ডা. সাইদুল ইসলাম আছেন দাঁতের যেকোনো সমস্যা নিরাময়ে-

“সময়মতো না এলে হয়তো ইনফেকশন আরও ছড়িয়ে যেতে পারে। কিন্তু এখনই সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।”

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অত্যাধুনিক ডেন্টাল ইকুইপমেন্টস সমৃদ্ধ Amira's Dental surgery আছে আপনার পাশে।

জয়ের লড়াইয়ে টাইগার্স। বাংলাদেশ কি আরেকটা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে?
25/09/2025

জয়ের লড়াইয়ে টাইগার্স। বাংলাদেশ কি আরেকটা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে?

25/09/2025

আক্কেল দাঁত সাধারণত ১৭-২৫ বছর বয়সে উঠতে শুরু করে। অনেক ক্ষেত্রে এই দাঁত সঠিকভাবে না উঠায় ব্যথা, ফোলা, মুখ খোলা সমস্যা, বা পাশের দাঁতে চাপ সৃষ্টি হয়। সময়মতো চিকিৎসা না নিলে এটি সংক্রমণ বা দাঁতের ভিড়ের মতো জটিলতা তৈরি করতে পারে।

আক্কেল দাঁতের সমস্যা সমাধানে অভিজ্ঞ ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিন।

আমিরা'স ডেন্টাল সার্জারী
বসুন্ধরা আবাসিক এলাকা(যমুনা ফিউচার পার্ক পকেট গেইট সংলগ্ন), ঢাকা।

ফোনঃ 01673-474438

দাঁতের হলদেটে ভাব, চা–কফি বা ধূমপানের দাগ অনেক সময় আমাদের হাসির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এ অবস্থায় Tooth Whitening হতে পার...
17/09/2025

দাঁতের হলদেটে ভাব, চা–কফি বা ধূমপানের দাগ অনেক সময় আমাদের হাসির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এ অবস্থায় Tooth Whitening হতে পারে সঠিক সমাধান।

🦷 কখন করবেন?
👉দাঁতে স্থায়ী দাগ বা হলুদভাব থাকলে
👉বিশেষ অনুষ্ঠান, বিয়ে বা কর্পোরেট ইভেন্টের আগে
👉নিজের হাসিকে আরও আকর্ষণীয় করতে চাইলে

🦷 কেন করবেন?
👉দাঁতের দাগ দূর করে
👉ঝকঝকে সাদা দাঁত এনে দেয়
👉আত্মবিশ্বাস বাড়ায় ও স্মাইলকে করে আরও সুন্দর

🦷 কোথায় করবেন?
👉 সবসময় রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে

বছরে একবার অন্তত(সম্ভব হলে দুইবার) দাঁতের যত্নে রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের শরণাপন্ন হোন।

দাঁতের যেকোনো সমস্যা সমাধানে আপনার পাশে আছে "আমিরা'স ডেন্টাল সার্জারী"। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় কাউন্সেলিং সহ চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

(আমাদের চেম্বারের ম্যাপ লোকেশন কমেন্টে দিয়ে দেয়া হল)

অনেকেই দাঁতে ছোট গর্ত বা ব্যথাকে গুরুত্ব দেই না। কিন্তু সত্য হলো—👉 ক্যাভিটি বা দাঁতের ক্ষয় যদি শুরু হয়, সেটা নিজে থেকে ক...
10/09/2025

অনেকেই দাঁতে ছোট গর্ত বা ব্যথাকে গুরুত্ব দেই না। কিন্তু সত্য হলো—

👉 ক্যাভিটি বা দাঁতের ক্ষয় যদি শুরু হয়, সেটা নিজে থেকে কখনো বন্ধ হয় না।
👉 সময়মতো চিকিৎসা না করলে ক্ষয় ভেতরে গিয়ে দাঁতের নার্ভে পৌঁছে যায়, তখন করতে হয় রুট ক্যানাল বা দাঁত তুলতে হয়।

✅ ফিলিং হলো দাঁতের ক্ষয় বন্ধ করার সবচেয়ে সহজ ও নিরাপদ সমাধান। ফিলিং করার মাধ্যমে—

👉 ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে গর্ত পূরণ করা হয়।

👉 দাঁতের স্বাভাবিক আকার ও শক্তি ফিরে আসে।

👉 ঠান্ডা-গরমে শিরশির করা বন্ধ হয়।

👉 দাঁত দীর্ঘসময় সুস্থ থাকে।

👨‍⚕️ তাই দাঁতে ব্যথা, গর্ত বা শিরশির শুরু হলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে আসুন।

আমিরা'স ডেন্টাল সার্জারী
যমুনা ফিউচার পার্ক সংলগ্ন, বসুন্ধরা আবাসিক গেইট, ঢাকা

গরম-ঠান্ডা কিছু খেলেই দাঁতে শিরশির করে?এমন সমস্যায় ভুক্তভোগী রোগী আমরা প্রায় প্রতিদিনই পাই।অনেকেই পানি খেলেও দাঁতে হঠাৎ ...
01/09/2025

গরম-ঠান্ডা কিছু খেলেই দাঁতে শিরশির করে?

এমন সমস্যায় ভুক্তভোগী রোগী আমরা প্রায় প্রতিদিনই পাই।
অনেকেই পানি খেলেও দাঁতে হঠাৎ অস্বাভাবিক ব্যথা বা শিরশির অনুভব করেন।

👉 মনে রাখবেন, এটা অবহেলা করার মতো বিষয় নয়।
👉 যত দেরি করবেন, দাঁত বাঁচানোর সম্ভাবনা তত কমবে।
✅ সময়মতো একজন রেজিস্টার্ড BDS সার্জনের কাছে গেলে দাঁত না তুলে বরং Root Canal Treatment এর মাধ্যমে দাঁতটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়।

📌 তাহলে, RCT কখন করবেন?
✔ দাঁতে তীব্র ব্যথা থাকলে
✔ গরম-ঠান্ডায় সেনসিটিভিটি হলে
✔ দাঁতের ভেতরে ইনফেকশন হলে
✔ দাঁত ভেঙে গেলে

📌 কেন করবেন?
👉 নিজের প্রাকৃতিক দাঁত বাঁচানোর জন্য
👉 ব্যথা ও ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য
👉 দাঁত তোলা এড়িয়ে, দীর্ঘদিন দাঁত ব্যবহার করতে

📌 কোথায় করবেন?
✅ অভিজ্ঞ BDS ডেন্টাল সার্জনের কাছে
✅ আধুনিক যন্ত্রপাতি ও নিরাপদ পরিবেশে
✅ যেখানে সঠিক ডায়াগনসিস ও ব্যথাহীন চিকিৎসা হয়

বসুন্ধরা আবাসিক এলাকার সবচেয়ে অর্গানাইজড এবং মডার্ণ ইকুইপমেন্ট অরিয়েন্টেড ডেন্টাল "আমিরা'স ডেন্টাল সার্জারী" হতে পারে আপনার জন্য সেরা চয়েজ।
যোগাযোগঃ 01673 474438

Happy smile with healthy teeth. No more "adjustment"/"careless" attitude with your teeth as its a primary impression of ...
29/08/2025

Happy smile with healthy teeth. No more "adjustment"/"careless" attitude with your teeth as its a primary impression of your face.

Consult with our Specialized BDS doctors for any kind of Oral problems. We're available daily from 11AM to 2PM & 4PM to 10PM.

Our location: Munshi Plaza, 2nd floor(Opposite of Jamuna Future Park pocket gate), Basundhara Residential Area, Dhaka.

দাঁত এমন একটা পার্ট যেটার যত্নে সামান্য অবহেলা হলেও তার ফলাফল মারাত্মক হয়ে দাঁড়ায়। গতকালই আমরা বলেছিলাম কেন দাঁতে টুথপিক...
28/08/2025

দাঁত এমন একটা পার্ট যেটার যত্নে সামান্য অবহেলা হলেও তার ফলাফল মারাত্মক হয়ে দাঁড়ায়। গতকালই আমরা বলেছিলাম কেন দাঁতে টুথপিক বা খিলাল ব্যবহার করা উচিত না!এতে করে দুই দাঁতের মধ্যে যে গ্যাপ তৈরী হয় সেটা হাসতে গেলে একটা বাজে লুক দেয় আমাদেরকে।

যারা এরকম কনফিডেন্টলি হাসতে ভুলে গিয়েছেন, আমাদের চেম্বারে একবার এসে ঘুরে যাবেন।এরকম অসংখ্য কেস স্টাডি আছে আমাদের যারা কনফিডেন্টলি হাসতে ভুলে গিয়েছিল।

মুখের সুস্থতার সাথে সাথে ফিরে আসুক কনফিডেন্ট হাসি।

প্রতিদিন সকাল ১১ টা থেকে ২টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমরা আছি আপনার সমস্যা সমাধানে।

চলে আসুন মুন্সী প্লাজার ২য় তলায়।সহজ করে বললে যমুনা ফিউচার পার্কের পকেট গেইট সংলগ্ন।

ফোনঃ 01673-474438
(কমেন্টে আমাদের চেম্বারের গুগল ম্যাপ লোকেশন দেয়া থাকবে)

Address

KA 5/C, Munsi Plaza, Above(sumi’s Hot Cake Building), Bashundhara Main Gate, Jagannathpur, Vatara
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Amira's Dental surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amira's Dental surgery:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category