16/10/2025
প্রতি ১০ জনের ৭ জনই দাঁতের যত্নে অনিয়মিত আমরা।ফলাফল - দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ...
কিন্তু যারা বছরে অন্তত ২ বার ডেন্টাল চেকআপ করেন, তাদের ৮৫% দাঁতের সমস্যা আগেই ধরা পরে। এতে করে অন্তত দাঁতের মেজর কোনো ক্ষয়-ক্ষতির আগেই Proper Treatment নিয়ে উনারা থাকেন সুস্থ,স্বাভাবিক এবং কনফিডেন্ট।
👉বসুন্ধরা আবাসিক এলাকায় যারা একজন অভিজ্ঞ, প্রফেশনাল ডেন্টাল সার্জন খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য সুখবর - ডাঃসাইদুল ইসলাম সহ একদল বিশেষজ্ঞ বিডিএস(BDS) সার্জন নিয়মিত রোগী দেখছেন "আমিরা'স ডেন্টাল সার্জারী" তে।
📍প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের চেম্বারে ট্রিটমেন্ট দেয়া হয়।
👉বর্তমান সময়ের সবচেয়ে কম্পিটিটিভ খরচে আমাদের সবগুলো চিকিৎসা সেবা আমরা দিয়ে আসছি উইথ ৯০% পজিটিভ রিভিউ।
📞01673-474438