An-Nahyan Medical Practice

An-Nahyan Medical Practice Medical Treatment, Alternative & Holistic medicine & Ruqyah
(2)

ওয়ার্কশপ রিভিউ 🌿
29/10/2025

ওয়ার্কশপ রিভিউ 🌿

অনেকেই হঠাৎ হঠাৎ পিঠে, ঘাড়ে বা কোমরে টান, ক্র্যাম্প বা ব্যথা অনুভব করেন। একে সাধারণত Muscle Spasm বলা হয়।👉 দীর্ঘ সময় বসে...
28/10/2025

অনেকেই হঠাৎ হঠাৎ পিঠে, ঘাড়ে বা কোমরে টান, ক্র্যাম্প বা ব্যথা অনুভব করেন। একে সাধারণত Muscle Spasm বলা হয়।
👉 দীর্ঘ সময় বসে থাকা, সঠিকভাবে ব্যায়াম না করা বা অতিরিক্ত চাপের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে।

⚡ সমস্যা হলে কী করবেন?

🔹ডিপ টিস্যু মাসাজ ও কাপিং থেরাপি এই ক্ষেত্রে উপকারী।

🔹নিয়মিত Muscle Stretching ও Strengthening Exercise করতে হবে।

🔹বসে কাজ করলে মাঝেমধ্যে উঠে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করুন।

🔹হঠাৎ ব্যথা হলে কিছু সময় বিশ্রাম নিয়ে ধীরে ধীরে নড়াচড়া শুরু করুন।

💡 অনেক ক্ষেত্রেই ছোট ছোট এই অভ্যাসের পরিবর্তন ভবিষ্যতের বড় সমস্যাকে প্রতিরোধ করতে পারে।

✨ আমরা আমাদের বিভিন্ন কোর্সে এ এসব বিষয় বিস্তারিত আলোচনা করি—কেন Muscle Spasm হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এবং রোগীর জন্য কোন থেরাপি কার্যকর হতে পারে।

👉 আপনার কী মনে হয়, Muscle Spasm এর সবচেয়ে সাধারণ কারণ কী? কমেন্টে জানাতে পারেন।

©An-Nahyan Medical Practice

অনেককে বলতে দেখবেন এভাবে বলছে,"রোগ বালাই যেনো পিছা ছাড়েনা।একটার পর একটা অসুখ লেগেই আছে।"আসলে এটা কেনো হয়?আমাদের খাদ্যাভ্...
27/10/2025

অনেককে বলতে দেখবেন এভাবে বলছে,
"রোগ বালাই যেনো পিছা ছাড়েনা।একটার পর একটা অসুখ লেগেই আছে।"

আসলে এটা কেনো হয়?

আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল ই এটার জন্য দায়ী?

হতে পারে...
তবে TCM এ ঠিক এই জিনিসটাই ট্রিট করা হয়।

যেমন ধরেন-
TCM এর বেসিক ফিলোসফি অনুযায়ী একটা অর্গান আরেকটা অর্গানের সাথে কানেক্টেড।

কানেক্টেড অর্গানকে Mother & Son relation বলা হয়।এর মাধ্যমে বুঝায়,এই একটা অর্গান অসুস্থ হলে,তার কানেক্টেড অর্গান ও অসুস্থ অথবা আক্রান্ত হবে।

যেমন লাংস যদি অসুস্থ হয় তাহলে স্প্লিন এবং স্টোমাক ও অসুস্থ অলরেডি অথবা অসুস্থ হবে।

সেই অনুযায়ী ট্রিট করা।

কোন অর্গানের কি কাজ এবং কোনো অর্গান অসুস্থ হলে কি কি লক্ষণ রোগীর মধ্যে দেখা যায় বা কি কি অসুখ হতে পারে এসব আমাদের এডভান্সের কোর্সে শেখানো হয়।

হিজামার পাশাপাশি আমরা নিয়ে আসলাম আকুপাংচার কোর্স - Discover the Art of Acupuncture & Moxibation

২য় ব্যাচের রেজিস্ট্রেশন ডিটেইলস-

🗣️ইন্সট্রাক্টরঃ🗣️
ডা.সজীব হো‌সেন
MBBS, FCGP, MPH, CCD, DUMS

🔸কোর্সের সময়সীমা - ৭-৮ মাস
ক্লাস শুরুর সম্ভাব্য সময় - ২২ নভেম্বর , ২০২৫
ক্লাস সংখ্যা - ৩০টি ( অনলাইন + অফলাইন মিলিয়ে)
অনলাইন ক্লাসের মাধ্যম- জুম + প্রি রেকর্ড

▪️রেজিষ্ট্রেশন সম্পর্কিত তথ্য :
★কোর্স ফি - ৩০০০০ টাকা। ( এককালীন পরিশোধে ২৫০০০/-)

★ধাপ ১ঃ রেজিষ্ট্রেশন করতে আগ্রহী হলে রেজিষ্ট্রেশন ফি ১০০০০/- বিকাশ করতে হবে।
বিকাশ- +8801974-854465 (সেন্ডমানি)

★ধাপ ২ঃ বিকাশ করে আন নাহিয়ান মেডিকেল প্রেকটিস পেইজে জানাবেন ইন শা আল্লাহ।

*আসন সংখ্যা সীমিত।



© An-Nahyan Medical Practice

হিজামার পর চুলকানি – কীভাবে ম্যানেজ করবেন?হিজামা করার পর অনেক সময় শরীরে সাময়িক চুলকানি হতে পারে। এ সময় হালকা গরম পানি ...
26/10/2025

হিজামার পর চুলকানি – কীভাবে ম্যানেজ করবেন?
হিজামা করার পর অনেক সময় শরীরে সাময়িক চুলকানি হতে পারে। এ সময় হালকা গরম পানি দিয়ে গোসল করলে আরাম পাওয়া যায়।প্রয়োজনে এন্টিহিস্টামিন মেডিসিন নিতে হবে।
এসব খুটিনাটি টেকনিক শুধু রোগীকে আরাম দেয় না, সঠিক থেরাপি প্রটোকলও বজায় রাখে।

📚 আমাদের ট্রেনিং প্রোগ্রামে আমরা এই ধরনের পোস্ট-হিজামা কেয়ার ডিটেইলভাবে শিখিয়ে থাকি, যাতে থেরাপিস্টরা আত্মবিশ্বাসের সাথে রোগীর যত্ন নিতে পারেন।
© An Nahyan Medical Practice



💠TCM (Traditional Chinese Medicine)  এর একটি পার্ট হলো Reflexology. বলা হয়, Prevention is better than Cure.⚡এটা অনেকটা এ...
25/10/2025

💠TCM (Traditional Chinese Medicine) এর একটি পার্ট হলো Reflexology.

বলা হয়, Prevention is better than Cure.

⚡এটা অনেকটা এমন ই কাজ করে।

সহজ ভাষায় বলতে গেলে- হাত,পা,কান এর মত পার্টে স্পেসিফিক কিছু পয়েন্টে আকুপ্রেশার দেয়া।

এর বেশ কিছু বেনিফিট রয়েছে এবং এর ব্যাখ্যাও রয়েছে।

🔥আমাদের আপকামিং কোর্স :
▫️Basic Hijama Course
▫️ Discover The Art of Acupuncture & Moxibation

🗣️Speaker & Instructor :🗣️
Dr. Shojib Hosen
(MBBS,FCGP,MPH,CCD,DUMS)

⭐"আন-নাহিয়ান মেডিকেল প্র‍্যাক্টিস"- একটি দক্ষ ও বিশ্বস্ত হিজামা এডুকেশনাল & ট্রেইনিং সেন্টার। ⭐

©An-Nahyan Medical Practice

24/10/2025
আমাদের বেসিক হিজামা কোর্সের প্রধান চমক :সিম্পটম শুনে এবং পয়েন্ট মুখস্ত না করেই বুঝে ফেলতে পারবেন কোথায় হিজামা করতে হবে।~...
23/10/2025

আমাদের বেসিক হিজামা কোর্সের প্রধান চমক :
সিম্পটম শুনে এবং পয়েন্ট মুখস্ত না করেই বুঝে ফেলতে পারবেন কোথায় হিজামা করতে হবে।

~এরজন্য ক্লিয়ার নলেজ থাকতে হবে এনাটমির।~

✅✅প্র‍্যাক্টিকাল ক্লাস ডাক্তারের ত্বত্তাবধানে এনাটমিকাল পজিশন ক্লিয়ার ভাবে জেনে নেয়ার সুযোগ থাকছে।

▫️বেসিক হিজামা কোর্সের রেজিস্ট্রেশন চলছে...

🗣️Speaker & Instructor :🗣️
Dr. Shojib Hosen
(MBBS,FCGP,MPH,CCD,DUMS)

⭐"আন-নাহিয়ান মেডিকেল প্র‍্যাক্টিস"- একটি দক্ষ ও বিশ্বস্ত হিজামা এডুকেশনাল & ট্রেইনিং সেন্টার। ⭐

©An-Nahyan Medical Practice



আকুপাংচারের Philosophy খুব সুন্দর।এর কাজ রোগের রুট কে খুজে বের করে সেই অনুযায়ী ট্রিট করা।যেমন ধরেন: ঠান্ডা কাশির সমস্যা ...
22/10/2025

আকুপাংচারের Philosophy খুব সুন্দর।এর কাজ রোগের রুট কে খুজে বের করে সেই অনুযায়ী ট্রিট করা।

যেমন ধরেন: ঠান্ডা কাশির সমস্যা নিয়ে একজন আপনার কাছে আসলো।তাকে আপনি কোথায় হিজামা করবেন?

সর্দির কারনে হয়তো আপনি তার লাংসে হিজামা করে দিলেন।

কিন্তু আরেকটু Deep চিন্তা করুন তো-
যাদের সর্দি কাশি লেগেই থাকে তাদের ইমিউনিটি কম না বেশি?

এই পেশেন্টের লাংসে qi deficiency থাকলে আরেকটা অর্গানেও থাকার কথা,সেটা কি?

TCM এ অভিজ্ঞ চিকিৎসকদের দেখেছি, পেশেন্ট দেখেই বলে দিতে পারে তার কোন অর্গানে সমস্যা আছে বা সে কোন রোগে ভুগছে!

এসব একদিনে অর্জন সম্ভব নয়। দীর্ঘদিন প্র‍্যাক্টিসের ফল এবং এর জন্য Deep knowledge প্রয়োজন।

এমনই এক ম্যাজিকাল ট্রিটমেন্ট, TCM এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট আকুপাংচার -এর কোর্স নিয়ে হাজির হলাম এবার আমরা An-Nahyan Medical Practice.

৩ হাজার বছর পুরাতন একটি চিকিৎসা ব্যবস্থা এই আকুপাংচার যার উৎপত্তি চায়না তে হলেও বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই চিকিৎসা এবং এর মাধ্যমে উপকৃত হচ্ছেন সাধারন জনগন।

তাই হিজামার পাশাপাশি আমরা নিয়ে আসলাম আকুপাংচার কোর্স - Discover the Art of Acupuncture & Moxibation এর ২য় ব্যাচ 🎉

২য় ব্যাচের রেজিস্ট্রেশন ডিটেইলস-

🗣️ইন্সট্রাক্টরঃ🗣️
ডা.সজীব হো‌সেন
MBBS, FCGP, MPH, CCD, DUMS

🔸কোর্সের সময়সীমা - ৭-৮ মাস
ক্লাস শুরুর সম্ভাব্য সময় - ২২ নভেম্বর , ২০২৫
ক্লাস সংখ্যা - ৩০টি ( অনলাইন + অফলাইন মিলিয়ে)
অনলাইন ক্লাসের মাধ্যম- জুম + প্রি রেকর্ড

▪️রেজিষ্ট্রেশন সম্পর্কিত তথ্য :
★কোর্স ফি - ৩০০০০ টাকা। ( এককালীন পরিশোধে ২৫০০০/-)

★ধাপ ১ঃ রেজিষ্ট্রেশন করতে আগ্রহী হলে রেজিষ্ট্রেশন ফি ১০০০০/- বিকাশ করতে হবে।
বিকাশ- +8801974-854465 (সেন্ডমানি)

★ধাপ ২ঃ বিকাশ করে আন নাহিয়ান মেডিকেল প্রেকটিস পেইজে জানাবেন ইন শা আল্লাহ।

*আসন সংখ্যা সীমিত।

© An-Nahyan Medical Practice

একজন ভালো Hijama Therapist শুধু কাপিং জানে না —সে জানে মাসল ডিরেকশন, অর্গান রিলেশন, ও বডি ফ্লো।📚 বেসিক হিজামা ট্রেনিংয়ে ...
21/10/2025

একজন ভালো Hijama Therapist শুধু কাপিং জানে না —
সে জানে মাসল ডিরেকশন, অর্গান রিলেশন, ও বডি ফ্লো।

📚 বেসিক হিজামা ট্রেনিংয়ে যা থাকছে:
✅ ওয়েট কাপিং (Wet Cupping)
✅ ফায়ার কাপিং (Fire Cupping)
✅ মাসাজ কাপিং (Massage Cupping)
✅ মাসল ডিরেকশন ও প্রেসার টেকনিক
✅ অর্গান-ভিত্তিক হিজামা প্র্যাকটিস
✅ বেসিক অ্যানাটমি ও থেরাপিস্ট সেফটি

📚 Because real healing starts with real knowledge.

🎓 কোর্স স্ট্রাকচার:
💻 প্রি-রেকর্ডেড ক্লাস: ৫টি
🏫 অফলাইন প্র্যাকটিক্যাল সেশন: ২টি
📆 সময়কাল: ১ মাস
🏅 কোর্স শেষে পাবেন:
📜 সার্টিফিকেট অব পার্টিসিপেশন
📖 হিজামা নোট
💰 রেজিস্ট্রেশন তথ্য:
রেজিস্ট্রেশন ফি: ৫,০০০ টাকা
🪑 আসন সংখ্যা সীমিত — আগেই রেজিস্ট্রেশন করে রাখুন!
📍 এক্সপার্ট গাইডেন্স | প্র্যাকটিক্যাল ট্রেনিং |
🔸ফিমেলদের জন্য ফিমেল ইন্সট্রাক্টর
📩 ইনবক্সে যোগাযোগ করুন রেজিস্ট্রেশনের জন্য
📆 Limited Seats | Hands-on Learning | Certified Course

🎓 Our Proud Graduates!প্রত্যেকটি সার্টিফিকেটের পেছনে আছে পরিশ্রম, ধৈর্য আর চিকিৎসার প্রতি ভালোবাসা 💚আলহামদুলিল্লাহ, Dipl...
19/10/2025

🎓 Our Proud Graduates!

প্রত্যেকটি সার্টিফিকেটের পেছনে আছে পরিশ্রম, ধৈর্য আর চিকিৎসার প্রতি ভালোবাসা 💚
আলহামদুলিল্লাহ, Diploma in Hijama এবং Acupuncture কোর্সের আরও কিছু শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।
তাদের এই অর্জন শুধু একটি সার্টিফিকেট নয় — এটি এক নতুন যাত্রার শুরু 🌿
দোয়া রইলো, যেন তারা আল্লাহর সাহায্যে মানুষের উপকারে আসতে পারে ইনশাআল্লাহ 🤍



একজন হিজামা থেরাপিষ্ট হিসেবে, ব্রেইনের প্রতিটি লোব সম্পর্কে কি আপনি অবগত❓এনাটমির মধ্যে এটাও জানা প্রয়োজন,ব্রেনের প্রতিটি...
17/10/2025

একজন হিজামা থেরাপিষ্ট হিসেবে, ব্রেইনের প্রতিটি লোব সম্পর্কে কি আপনি অবগত❓

এনাটমির মধ্যে এটাও জানা প্রয়োজন,ব্রেনের প্রতিটি লোব সম্পর্কে। এদের বেসিক কাজ সম্পর্কে। তাহলে কোথায় হিজামা করবেন,পয়েন্ট মুখস্ত করতে হবেনা।

যার বেসিক মজবুত,সে অবশ্যই অন্যদের থেকে আলাদা...

🟥আমাদের বেসিক হিজামা কোর্সে, ব্রেইনের এনাটমি সম্পর্কে শেখানো হয়।
🟥সারফেস এনাটমি শেখানো হয়।
🟥একজন দক্ষ হিজামা থেরাপিষ্ট হতে হলে,বেসিক মজবুত থাকতে হবে।
🟥হিজামার সায়েন্টিফিক ব্যাথা ও হিস্ট্রি সম্পর্কে জানতে চায়লে,হিজামার বেসিক কোর্সে রেজিষ্ট্রেশন করে ফেলুন।

📌📌বেসিক হিজামা কোর্সের রেজিস্ট্রেশন চলছে📌📌

🗣️Instructor :🗣️
Dr. Shojib Hosen
(MBBS,FCGP,MPH,CCD, DUMS)

🟣বেসিক ট্রেনিং এ যা থাকছে-

👉ও‌য়েট কা‌পিং

👉ফায়ার কা‌পিং

👉মাসাজ কা‌পিং

👉মাসল ডি‌রেকশান

👉অর্গান‌ভি‌ত্তিক হিজামা

👉 বে‌সিক এনাট‌মি

👉 তুইনা মাসাজ

✨কোর্স শে‌ষে থাক‌ছেঃ✨

✅কোর্স পা‌র্টিসি‌পেন্ট সা‌র্টিফি‌কেট

✅হিজামার নোট




হিজামা শেখার সময় পয়েন্ট মুখস্থ করতে গিয়ে ঝামেলা? আমাদের কোর্সে নেই মুখস্থের ঝামেলা!🎉আমরা শেখাই বোঝার মাধ্যমে — অ্যানাটমি...
16/10/2025

হিজামা শেখার সময় পয়েন্ট মুখস্থ করতে গিয়ে ঝামেলা?
আমাদের কোর্সে নেই মুখস্থের ঝামেলা!🎉
আমরা শেখাই বোঝার মাধ্যমে — অ্যানাটমি ও প্র্যাকটিক্যাল একসাথে।
✨ Understand the body. Apply the therapy. Create real results

হিজামা শিখুন আত্মবিশ্বাসের সাথে — শুরু হোক আপনার হোলিস্টিক হিলিং জার্নি!

📚 বেসিক হিজামা ট্রেনিংয়ে যা থাকছে:
✅ ওয়েট কাপিং (Wet Cupping)
✅ ফায়ার কাপিং (Fire Cupping)
✅ মাসাজ কাপিং (Massage Cupping)
✅ মাসল ডিরেকশন ও প্রেসার টেকনিক
✅ অর্গান-ভিত্তিক হিজামা প্র্যাকটিস
✅ বেসিক অ্যানাটমি ও থেরাপিস্ট সেফটি

💡 সবচেয়ে আকর্ষণীয় দিক:
হিজামার পয়েন্ট মুখস্থ করার ঝামেলা নেই!
আমরা শেখাবো এমনভাবে, যাতে আপনি বোঝে মনে রাখবেন, মুখস্থ নয়।
কারণ আসল থেরাপিস্ট তারা-ই, যারা বোঝে কেন ও কোথায় কাজ করতে হয়।

🎓 কোর্স স্ট্রাকচার:
💻 প্রি-রেকর্ডেড ক্লাস: ৫টি
🏫 অফলাইন প্র্যাকটিক্যাল সেশন: ২টি
📆 সময়কাল: ১ মাস
🏅 কোর্স শেষে পাবেন:
📜 সার্টিফিকেট অব পার্টিসিপেশন
📖 হিজামা নোট
💰 রেজিস্ট্রেশন তথ্য:
রেজিস্ট্রেশন ফি: ৫,০০০ টাকা
🪑 আসন সংখ্যা সীমিত — আগেই রেজিস্ট্রেশন করে রাখুন!
📍 এক্সপার্ট গাইডেন্স | প্র্যাকটিক্যাল ট্রেনিং |
📩 ইনবক্সে যোগাযোগ করুন রেজিস্ট্রেশনের জন্য
📆 Limited Seats | Hands-on Learning | Certified Course

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when An-Nahyan Medical Practice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An-Nahyan Medical Practice:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram