An-Nahyan Medical Practice

An-Nahyan Medical Practice Medical Treatment, Alternative & Holistic medicine & Ruqyah
(2)

মডার্ন সায়েন্স অনুযায়ী আমরা হিজামা করি অর্গান বেসিসে।যেটা আমাদের বেসিক এবং এডভান্সড হিজাম কোর্সে শেখানো হয়।কিন্তু TCM এ ...
03/01/2026

মডার্ন সায়েন্স অনুযায়ী আমরা হিজামা করি অর্গান বেসিসে।যেটা আমাদের বেসিক এবং এডভান্সড হিজাম কোর্সে শেখানো হয়।

কিন্তু TCM এ হাতে এবং পায়ে বিভিন্ন অর্গানের মেরিডিয়ান আছে। বেশ কিছু পয়েন্ট আছে। এসব পয়েন্টে পাংচার করলে ম্যাজিকের মত কাজ করে।

যেমন,কারো ব্লাড প্রেশার ফল করলো,নির্দিষ্ট একটা পয়েন্টে পাংচার করলেই দেখা যায় পেশেন্ট একদম নরমাল।

ম্যাজিকাল এই ট্রিটমেন্ট টি সরাসরি এক্সপেরিয়েন্স করতে চায়লে এপোয়েনমেন্ট বুক করে চলে আসতে পারেন আমাদের চেম্বারে।

এছাড়া যারা জ্ঞান পিপাসু,শিখতে চান তাদের জন্য আয়োজন করা হয়েছে আকুপাংচার কোর্স।

© An-Nahyan Medical Practice

❌ হিজামা কি শুধু রক্ত বের করা?👉 একদমই না!⚠️ ভুল পয়েন্টে কাপ বসালে হিজামার আসল উপকার পাওয়া যায় না।হিজামা কাজ করে তখনই—যখন...
02/01/2026

❌ হিজামা কি শুধু রক্ত বের করা?
👉 একদমই না!
⚠️ ভুল পয়েন্টে কাপ বসালে হিজামার আসল উপকার পাওয়া যায় না।
হিজামা কাজ করে তখনই—যখন
✔ সঠিক পয়েন্ট
✔ সঠিক টাইম
✔ সঠিক ক্লিনিক্যাল ইন্ডিকেশন
জানা থাকে।
আপনি যদি একজন হিজামা প্র্যাকটিশনার হন এবং
🔹 ট্রিটমেন্টে আরও ভালো রেজাল্ট চান
🔹 রোগ অনুযায়ী পয়েন্ট সিলেকশন শিখতে চান
তাহলে এই অ্যাডভান্সড ট্রেনিং আপনার জন্য।

📌 যেসব টপিক কভার করা হবে তার একাংশ:
✔ Frozen Shoulder
✔ Carpal Tunnel Syndrome
✔ Liver & Kidney Detox
✔ GERD

📅 রেজিস্ট্রেশন ক্লোজ: ১২ জানুয়ারি,২০২৬
👉 আপনার স্কিলকে পরের লেভেলে নিতে কমেন্ট করুন “Interested”

© An-Nahyan Medical Practice

02/01/2026
01/01/2026

🌿 IBS শুধু পেটের সমস্যা নয়, মনের সাথেও গভীরভাবে জড়িত!
হিজামা (Cupping) থেরাপির মাধ্যমে IBS-এর ক্ষেত্রে আমরা শুধু পেটের নয় — মানসিক চাপ, উদ্বেগ ও হজমের ভারসাম্য—এই সব দিক নিয়েও কাজ করি।
🎥 এই ছোট ভিডিওটিতে দেখুন, IBS-এর জন্য কাপিং কোথায় ও কেন করা হয়, আর কিভাবে এটি শরীর-মনের ভারসাম্য ফিরিয়ে আনে।
🩺 এই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসে বিস্তারিতভাবে শিখাই — কোথায়, কেন ও কীভাবে কাপিং করা হয়।

✨ Healing isn’t just physical — it’s emotional too.





© An-Nahyan Medical Practice

শীত যখন হাড়কাঁপানো... তখন শরীরের ভাষা বুঝে নেওয়াই সবচেয়ে জরুরি! ❄️☕বাইরে কুয়াশার চাদর আর কনকনে ঠান্ডা বাতাস। এই সময়ে লেপ...
30/12/2025

শীত যখন হাড়কাঁপানো... তখন শরীরের ভাষা বুঝে নেওয়াই সবচেয়ে জরুরি! ❄️☕

বাইরে কুয়াশার চাদর আর কনকনে ঠান্ডা বাতাস। এই সময়ে লেপের উষ্ণতা ছেড়ে বের হওয়াটাই যেন এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু জীবন তো আর থেমে থাকে না!

এই তীব্র ঠান্ডায় শরীর স্বাভাবিকের তুলনায় একটু ধীর হয়ে যায়। পেশিগুলো সংকুচিত থাকে, রক্তসঞ্চালন কম সক্রিয় হয়—ফলে অনেকের ক্ষেত্রে
পেশির টান, জয়েন্টে ব্যথা, ঘাড়–কাঁধ শক্ত হয়ে যাওয়া কিংবা সাইনাসের সমস্যাগুলো নতুন করে জেঁকে বসে।

শীতকালে তাই শরীরের যত্ন নেওয়াটা শুধু আরামের বিষয় নয়, বরং প্রয়োজন।
এই সময়ে কিছু ছোট অভ্যাস বড় পার্থক্য তৈরি করতে পারে—
▪ কুসুম গরম পানি পান
▪ হালকা স্ট্রেচিং ও নড়াচড়া
▪ সহজপাচ্য ও পুষ্টিকর খাবার
▪ দীর্ঘ সময় এক জায়গায় স্থির না থাকা
▪ শরীরের ব্যথা বা অস্বস্তিকে অবহেলা না করা

শীত আমাদের শেখায় একটু ধীরে চলতে, নিজের শরীরের সিগন্যালগুলো বুঝতে।
নিজেকে উষ্ণ রাখার পাশাপাশি ভেতরের ভারসাম্য ঠিক রাখাও এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সুস্থ থাকুন, উষ্ণ থাকুন।
এই শীতে নিজের যত্নটা হোক একটু বেশি। 🌿

28/12/2025

আকুপাংচার কি শুধু পয়েন্টের খেলা? নাকি তার চেয়েও গভীর কিছু? 🤔

অনেকেই মনে করেন নিডল ফোটানোই আকুপাংচার। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে শরীরের অভ্যন্তরীণ শক্তির প্রবাহ বা 'চি' (Qi) ফ্লো-তে! ⚡
​আমাদের কোর্সে আমরা শুধু পয়েন্ট মুখস্থ করাই না, বরং শেখাই:
🔹 প্রতিটি অর্গানের (Organ) সাথে শক্তির নিবিড় সম্পর্ক।
🔹 মেরিডিয়ানের মাধ্যমে এনার্জি ব্যালেন্স করার গোপন সূত্র।
🔹 থিউরিটিক্যাল ক্ল্যারিটি—যা আপনাকে একজন সাধারণ প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবে। 🩺
​ভিডিওতে দেখুন আমাদের ইন-ডিপথ থিউরি সেশনের এক ঝলক! 📽️
​🔥 সুবর্ণ সুযোগ!
আমাদের আকুপাংচার কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলছে। আপনি কি আপনার প্র্যাকটিসকে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত?
​📩 বিস্তারিত জানতে এবং সিট বুক করতে এখনই 'Interested' লিখে ইনবক্স করুন। ☘️
​© An-Nahyan Medical Practice

🛑 কোমরের ডিস্ক সমস্যায় কাপিং (Hijama): সঠিক তথ্য জানুন, ঝুঁকি এড়ান!অনেকেই কোমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় কাপিং বা হিজা...
26/12/2025

🛑 কোমরের ডিস্ক সমস্যায় কাপিং (Hijama): সঠিক তথ্য জানুন, ঝুঁকি এড়ান!
অনেকেই কোমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় কাপিং বা হিজামাকে জাদুকরী সমাধান মনে করেন। কিন্তু Disc Herniation এর ক্ষেত্রে সব সময় কাপিং করা যাবে কি না, তা নির্ভর করে আপনার ডিস্কের বর্তমান অবস্থার ওপর। ডিস্কের ধরন, গ্রেড ও স্নায়ুর ওপর চাপের মাত্রার ওপর ভিত্তি করেই থেরাপির সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভুল সময়ে ভুল থেরাপি উপকারের বদলে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
🚫 যে অবস্থায় কাপিং করা উচিত নয় -
আপনার MRI রিপোর্টে যদি নিচের যেকোনো একটি উল্লেখ থাকে, তাহলে কাপিং থেরাপি এড়িয়ে চলা উচিত—
🔴 Disc Extrusion
ডিস্কের ভেতরের জেলির মতো অংশ বাইরের আবরণ ছিঁড়ে বের হয়ে আসে।
🔴 Disc Sequestration
ডিস্কের একটি অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে স্পাইনাল ক্যানেলের ভেতরে অবস্থান নেয়—এটি সবচেয়ে জটিল অবস্থা।
❗ চিকিৎসাগত ব্যাখ্যা-
এই পর্যায়ে স্নায়ুর ওপর ইতোমধ্যে উল্লেখযোগ্য চাপ থাকে। কাপিংয়ের সময় সৃষ্ট negative pressure (vacuum effect) পারাস্পাইনাল টিস্যুতে অতিরিক্ত স্ট্রেস তৈরি করতে পারে, যার ফলে—ব্যথা বৃদ্ধি,nerve irritation,পায়ে অবশভাব বা দুর্বলতা।
📌 Severe ক্ষেত্রে, সঠিক চিকিৎসা না হলে নিউরোলজিক্যাল জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।

✅ Disc Protrusion / Bulging থাকলে কী করা যায়?
ডিস্ক প্রোট্রুশন হলো ডিস্ক সমস্যার প্রাথমিক স্তর। এই ক্ষেত্রে কাপিং করা যেতে পারে, তবে কিছু কিন্তু আছে —
✔ গ্রেড ও নিউরোলজিক্যাল অবস্থা যাচাই করতে হবে। ডিস্ক কতটা ফুলেছে, পায়ে ঝিনঝিনি, অবশভাব বা দুর্বলতা আছে কি না—এগুলো আগে বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন জরুরি।

⚠️ ডিস্ক রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা (Precautions)-
ডিস্ক সমস্যা থাকলে দৈনন্দিন জীবনে নিচের বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলুন—
🚫 সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা
🚫 মেঝেতে, মোড়ায় বা নিচু হয়ে বসা
🚫 অতিরিক্ত নরম বা দেবে যাওয়া বিছানা ব্যবহার
🚫 হঠাৎ মোচড় বা আকস্মিক বাঁক
🚫 ব্যথা বাড়লেও জোর করে থেরাপি চালিয়ে যাওয়া







#বাংলাদেশীস্বাস্থ্যসেবা

আগে কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নেই? সমস্যা নেই।তবে যদি আপনি আরও প্রফেশনাল ও কনফিডেন্ট থেরাপিস্ট হতে চান—এই Advanced Hija...
25/12/2025

আগে কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নেই? সমস্যা নেই।
তবে যদি আপনি আরও প্রফেশনাল ও কনফিডেন্ট থেরাপিস্ট হতে চান—
এই Advanced Hijama Course আপনার জন্য।
এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে—
👉 আপনি এডভান্স লেভেল স্কিল শিখবেন
👉 ডিজিজ ম্যানেজমেন্ট
👉 হাতে-কলমে প্র্যাকটিস
👉 ডাক্তারের গাইডলাইনে সেফ ও ইফেক্টিভ টেকনিক

📌আজ স্কিল আপগ্রেড করুন,
আগামীকাল নিজেকে পরিচয় দিন একজন Professional Hijama Practitioner হিসেবে।
📩 ইনবক্সে লিখুন “ADVANCED TRAINING”
🎯 “Advanced Batch Starting Soon”

© An-Nahyan Medical Practice

আকুপাংচারের বেসিক ভিত্তি — Five Elements TheoryTCM (Traditional Chinese Medicine) অনুযায়ী আমাদের শরীর ৫টি উপাদানের ভারসা...
24/12/2025

আকুপাংচারের বেসিক ভিত্তি — Five Elements Theory
TCM (Traditional Chinese Medicine) অনুযায়ী আমাদের শরীর ৫টি উপাদানের ভারসাম্যে চলে—
🌳 Wood – লিভার, গলব্লাডার (Growth & Planning)
🔥 Fire – হার্ট, স্মল ইনটেস্টাইন (Joy & Energy)
🌍 Earth – স্প্লিন, স্টমাক (Digestion & Stability)
⚙ Metal – লাং, লার্জ ইনটেস্টাইন (Immunity & Grief)
💧 Water – কিডনি, ব্লাডার (Fear & Vitality)
👉 এই ব্যালান্স নষ্ট হলেই রোগ তৈরি হয়।
🎯 আকুপাংচার এই ব্যালান্স ঠিক করেই কাজ করে।
📚 এই থিওরি ডিটেইলে শেখানো হয় আমাদের আকুপাংচার কোর্সে।

📌আমাদের আকুপাংচার কোর্স- "Discover the Art of Acupuncture & Moxibation" এর ২য় ব্যাচের রেজিস্ট্রেশন চলছে।

🗣️ইন্সট্রাক্টরঃ🗣️
ডা.সজীব হো‌সেন
MBBS, FCGP, MPH, CCD, DUMS

🔸কোর্সের সময়সীমা - ৭-৮ মাস
ক্লাস শুরুর সম্ভাব্য সময় - জানুয়ারি, ২০২৬
ক্লাস সংখ্যা - ৩০টি ( অনলাইন + অফলাইন মিলিয়ে)
অনলাইন ক্লাসের মাধ্যম- জুম + প্রি রেকর্ড

▪️রেজিষ্ট্রেশন সম্পর্কিত তথ্য :
★কোর্স ফি - ৩০০০০ টাকা।( রেজিষ্ট্রেশন ফি সহ) 📌এককালীন পরিশোধে ৫০০০/- ডিসকাউন্ট

★ধাপ ১ঃ রেজিষ্ট্রেশন করতে আগ্রহী হলে রেজিষ্ট্রেশন ফি ১০০০০/- বিকাশ করতে হবে।
বিকাশ- +8801974-854465 (সেন্ডমানি)

★ধাপ ২ঃ বিকাশ করে আন নাহিয়ান মেডিকেল প্রেকটিস পেইজে জানাবেন ইন শা আল্লাহ।

© An-Nahyan Medical Practice

স্টুডেন্ট রিভিউ ☘️
23/12/2025

স্টুডেন্ট রিভিউ ☘️

"রুকইয়াহর পেশেন্টের হাত-পায়ে বার্নিং সেশন বেশি হয়। আকুপাংচারে এমন একটা পয়েন্ট আছে যেখানে পাংচার করলেই ইন্সট্যান্ট রেজাল্...
22/12/2025

"রুকইয়াহর পেশেন্টের হাত-পায়ে বার্নিং সেশন বেশি হয়। আকুপাংচারে এমন একটা পয়েন্ট আছে যেখানে পাংচার করলেই ইন্সট্যান্ট রেজাল্ট পাওয়া যায়।"
-Dr. Shojib Hosen
(MBBS,FCGP,MPH,CCD,DUMS)

💫আকুপাংচার কোর্সে রেজিষ্ট্রেশন চলছে।

⭐"আন-নাহিয়ান মেডিকেল প্র‍্যাক্টিস"- একটি দক্ষ ও বিশ্বস্ত হিজামা এডুকেশনাল & ট্রেইনিং সেন্টার। ⭐

© An-Nahyan Medical Practice

📢 রেজিস্ট্রেশন চলছে!​নিজেকে দক্ষ থেরাপিস্ট হিসেবে গড়তে আজই যুক্ত হোন আমাদের প্রফেশনাল কোর্সগুলোতে:​🔹বেসিক হিজামা ট্রেনিং...
21/12/2025

📢 রেজিস্ট্রেশন চলছে!
​নিজেকে দক্ষ থেরাপিস্ট হিসেবে গড়তে আজই যুক্ত হোন আমাদের প্রফেশনাল কোর্সগুলোতে:
​🔹বেসিক হিজামা ট্রেনিং
🔹অ্যাডভান্সড হিজামা ট্রেনিং
🔹 আকুপাংচার কোর্স

​🎁 স্পেশাল অফার:
​হিজামা বেসিক + অ্যাডভান্স কোর্সে একসাথে রেজিষ্ট্রেশন করলে থাকছে ১২% ছাড়!

​📜 কোর্স শেষে থাকছে সার্টিফিকেট ও লেকচার নোট।
​📌 আসন সীমিত! দ্রুত রেজিস্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when An-Nahyan Medical Practice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An-Nahyan Medical Practice:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram