Neurosurgeon Dr. Md. Ziauddin

Neurosurgeon Dr. Md. Ziauddin Consult with me for any type of brain and spine problems.

08/11/2025
06/11/2025
Shunt tip abscess:সমস্যা টি কি?ভিপি সান্ট অপারেশন করার বেশ কিছুদিন হওয়ার পর যদি বাচ্চার সবসময় জ্বর থাকে এবং স্বাস্থ্য ...
03/11/2025

Shunt tip abscess:
সমস্যা টি কি?
ভিপি সান্ট অপারেশন করার বেশ কিছুদিন হওয়ার পর যদি বাচ্চার সবসময় জ্বর থাকে এবং স্বাস্থ্য ভালো না হয়, এবং সিটি স্ক্যান এ যদি দেখা যায় সান্ট পাইপ এর ব্রেইন এর দিকে ব্লাক CSF( ব্রেইন এর পানি) এর যায়গায় ঘোলা পানি তাহলে ধরে নিতে হবে সান্ট টিপ এবসেস( shunt tip abscess) হয়েছে।

Craniosynostosis surgery!Disease: Sagittal craniosynostosis Diagnosis: by examining the baby and by doing CT scan of bra...
30/10/2025

Craniosynostosis surgery!

Disease: Sagittal craniosynostosis

Diagnosis: by examining the baby and by doing CT scan of brain with 3D reconstruction!

Treatment: pi craniectomy and barrel stave osteotomy.

Split cord malformation (SCM) বাংলায় বলা হয় “মেরুদণ্ড বিভাজন বিকৃতি” বা “মেরুদণ্ড দ্বিখণ্ডন ত্রুটি”।এটি একটি জন্মগত (c...
27/10/2025

Split cord malformation (SCM) বাংলায় বলা হয় “মেরুদণ্ড বিভাজন বিকৃতি” বা “মেরুদণ্ড দ্বিখণ্ডন ত্রুটি”।

এটি একটি জন্মগত (congenital) স্নায়বিক ত্রুটি, যেখানে মেরুদণ্ড (spinal cord) দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এটি নিউরাল টিউব ডিফেক্ট (neural tube defect)-এর একটি ধরন।

রোগটি কি?:

Split cord malformation (SCM) হল এমন একটি অবস্থা, যেখানে ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডের গঠন ঠিকভাবে একত্রিত না হওয়ায় এটি দুই ভাগে বিভক্ত হয়। এই বিভাজনটি কখনও হাড়ের বা তন্তুময় সেপটাম (bony or fibrous septum) দ্বারা আলাদা হয়।

প্রকারভেদ:

SCM সাধারণত দুই ভাগে ভাগ করা হয়:

1. Type I SCM:

দুটি আলাদা মেরুদণ্ডের থলি (dural sac) থাকে।

মাঝে হাড় বা তরুণাস্থির সেপটাম থাকে।

2. Type II SCM:

একটি থলির (single dural sac) ভিতর দুটি ভাগ থাকে।

মাঝে কোনো হাড়ের সেপটাম থাকে না, বরং একটি তন্তুময় পর্দা থাকে।

উপসর্গ:
পিঠের উপর একটি টিউমার এর মত অংশ

পিঠে চুল, গর্ত বা ত্বকের অস্বাভাবিক দাগ

পা বা পায়ের আঙুলে দুর্বলতা বা বিকৃতি

হাঁটাচলায় অসুবিধা

মূত্রথলি বা মলত্যাগের সমস্যা

মেরুদণ্ড বেঁকে যাওয়া (scoliosis)

নির্ণয় (Diagnosis):

MRI (Magnetic Resonance Imaging) হলো সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি SCM নির্ণয়ের জন্য।

কখনও কখনও CT scan-এ হাড়ের সেপটাম দেখা যায়।

চিকিৎসা:

সাধারণত অস্ত্রোপচার (surgery) প্রয়োজন হয় বিভাজন সরাতে ও স্নায়ুর উপর চাপ কমাতে।

অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের মাধ্যমে চিকিৎসা করা।

27/10/2025

Split cord malformation (SCM) বাংলায় বলা হয় “মেরুদণ্ড বিভাজন বিকৃতি” বা “মেরুদণ্ড দ্বিখণ্ডন ত্রুটি”।

এটি একটি জন্মগত (congenital) স্নায়বিক ত্রুটি, যেখানে মেরুদণ্ড (spinal cord) দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এটি নিউরাল টিউব ডিফেক্ট (neural tube defect)-এর একটি ধরন।


Alhamdulillah! Did 5 pediatric neurosurgery operations today!1. Split cord malformation with dorsal lesion 2. Occipital ...
25/10/2025

Alhamdulillah!

Did 5 pediatric neurosurgery operations today!
1. Split cord malformation with dorsal lesion
2. Occipital encephalocele
3. Lumbosacral TMC
4. 2 VPS surgery

23/10/2025


#অক্সিপিটাএনকেফালোসিল

Sometimes extruded dic maybe bigger than a dead featus!
23/10/2025

Sometimes extruded dic maybe bigger than a dead featus!

ক্রেনিয়োসাইনোসটোসিস (craniosynostosis)  রোগে ভয় নয় অপারেশন এর রোগী সুস্থ হয়!
22/10/2025

ক্রেনিয়োসাইনোসটোসিস (craniosynostosis) রোগে ভয় নয়
অপারেশন এর রোগী সুস্থ হয়!

22/10/2025

Moyamoya disease (ময়াময়া ডিজিজ):
রোগটি তে কি হয়?:
ঘনঘন স্ট্রোক( stroke) হয়ে -
*শরীরের একপাশে শক্তি কমে যেতে পারে
*অবশ হতে পারে
*কথা বলার সমস্যা হতে পারে
*স্বাভাবিক বুদ্ধি বিকাশে ক্ষতি হতে পারে
*খিঁচুনি হতে পারে

কেন হয়?:
সাধারণত যত দিন যায় ব্রেইন এর ভিতরে রক্তনালী ধীরে ধীরে সরু হয়ে যেতে থাকে। ফলে যখন ই ব্রেইন এর বেশি রক্তের প্রয়োজন হয় তখন পর্যাপ্ত রক্ত না পাওয়ার কারণে স্ট্রোক হয়।

কাদের বেশি হয়?:
সাধারণত ছোট বাচ্চাদের বেশি হয়। তবে বড়দের ও হতে পারে।

কখন হয়?:
একটি বাচ্চা যখন খেলাধুলা করে বা কান্নাকাটি করে, বা উত্তেজিত হয়, সাধারণত তখন ব্রেইন এ অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, যেটি না পাওয়ার কারণে স্ট্রোক হয়।

চিকিৎসা:
ব্রেইন এর রক্তনালীর বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়।
চিকিৎসার ফলাফল:
খুবই ভালো ফলাফল পাওয়া যায় যদি দেরী না করে সময়মতো সার্জারি করানো যায় ।

অভিজ্ঞতা:
এ পর্যন্ত ৮০ টার উপর অপারেশন সফলতার সাথে করেছি।

#ময়াময়া #ময়াময়াডিজিজ

Address

National Institute Of Neuro Sciences & Hospital
Dhaka
1207

Telephone

+8801770646915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon Dr. Md. Ziauddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neurosurgeon Dr. Md. Ziauddin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category