19/11/2025
আপনি কি জানেন ত্বকে তেল না ময়েশ্চারাইজার ব্যবহারের উত্তম সময় কোনটি?
শীতের শুরুতে ত্বকের অবস্থা হয়ে যায় শুষ্ক। শুষ্কতা থেকে ত্বককে বাচাতে আমরা সবাই কম বেশি তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি।
✅ ১. গোসলের পরে (সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়)
গোসলের ২–৩ মিনিটের মধ্যেই ময়েশ্চার লাগাতে হবে।
এই সময় ত্বক হালকা ভেজা থাকে, ফলে ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে প্রবেশ করে এবং আর্দ্রতা ধরে রাখে।
👉 এটি ত্বককে সারাদিন নরম রাখার সবচেয়ে কার্যকর উপায়।
✅ ২. রাতে শোবার আগে
রাতে ত্বক নিজে নিজে রিপেয়ার করে—তখন ময়েশ্চার বা তেল ব্যবহার করলে দ্বিগুণ উপকার পাওয়া যায়।
বিশেষ করে মুখ, হাত, পা এবং হিল (গোড়ালি)-তে লাগানো জরুরি।