18/09/2020
অটিস্টিক শিশুর চাওয়ায় সাড়া দিয়ে ভিডিওকলে যুক্ত হলেন প্রধানমন্ত্রী
অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে শিশুটির আহ্বানে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে রিয়া নামের বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওকলে কথা বলার ছবি অনেকেই শেয়ার করেছেন।
সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে রিয়া নামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষিকা হাসিনা হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা উল্লেখ করে তার সঙ্গে কথা বলার স্বপ্ন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
এরপরই শিশুটির ভালোবাসায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রিয়ার সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে তার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।