Occupational Therapist Afrida Zaman

Occupational Therapist Afrida Zaman We are trying hard for our god gifted special kids. Come and observe our Nursing.

অটিস্টিক শিশুর চাওয়ায় সাড়া দিয়ে ভিডিওকলে যুক্ত হলেন প্রধানমন্ত্রী অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে বিশেষ চাহিদা সম্পন...
18/09/2020

অটিস্টিক শিশুর চাওয়ায় সাড়া দিয়ে ভিডিওকলে যুক্ত হলেন প্রধানমন্ত্রী

অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে শিশুটির আহ্বানে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে রিয়া নামের বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওকলে কথা বলার ছবি অনেকেই শেয়ার করেছেন।

সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে রিয়া নামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষিকা হাসিনা হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা উল্লেখ করে তার সঙ্গে কথা বলার স্বপ্ন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

এরপরই শিশুটির ভালোবাসায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রিয়ার সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে তার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।

◘ অটিজম আক্রান্ত শিশুদের  সামাজিক দক্ষতা ও অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা ব্যহত হওয়ার ক্ষেত্রে চাইল্ডহুড ডিসইনট্রেগরেটিভ...
16/09/2020

◘ অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক দক্ষতা ও অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা ব্যহত হওয়ার ক্ষেত্রে চাইল্ডহুড ডিসইনট্রেগরেটিভ ডিসঅর্ডার এবং অ্যাসপার্জার্স সিন্ড্রোম এর সম্পর্ক কি ?

► চাইল্ডহুড ডিসইনট্রেগরেটিভ ডিসঅর্ডার :

কমপক্ষে দুই বছর বয়স পর্যন্ত এই শিশুদের বিকাশ স্বাভাবিক থাকে কিন্তু দশ বছর হবার পূর্বেই তাদের সামাজিক দক্ষতা ও অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা ব্যহত হয় বা কমতে থাকে ।

► অ্যাসপার্জার্স সমস্যা/ অ্যাসপার্জার্স সিন্ড্রোম :

• ভাষার ব্যবহারে এগিয়ে থাকলেও শিশুরা সাধারণত সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে।

• বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়ে থাকলেও একই বিষয়ের প্রতি তাদের সীমিত বা ক্রমাগত উৎসাহ দেখা যায়।

◘ নিউরোজেনের সেবা গ্রহণ করে শিশু কিভাবে ধীরে ধীরে কথা বলা শুরু করেন সেটা অভিভাবকের কাছ থেকে শুনুন -
( https://youtu.be/IsWO1fVuuZc )

→ কিছু পদ্ধতি রয়েছে বা চিকিৎসা ব্যবস্থা রয়েছে যা শুধুমাত্র অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। জেনেটিক ত্রূটি নির্ণয় এর পরে অটিজম আক্রান্ত শিশুদের অক্ষমতা গুলো বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, অকুপেশনাল ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে শিশুদের বিশেষ কিছু গুণের পারদর্শী করে তুলা হয়।

◘ জেনেটিক কাউন্সিলিং অথবা শিশুর সার্বিক ডায়াগনোসিস ও আধুনিক চিকিৎসার জন্য নিউরোজেন চিলড্রেন্সের চাইল্ড নিউরোলজিস্ট এর এপয়েন্টমেন্ট নিন : 01787662575

→ নিউরোজেনে ৩০ মিনিটের এর এই কাউন্সিলিং এর জন্য নির্ধারিত কোন ফি নেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 01787662575
--------------------------------------------------------
NeuroGen Children's Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
--------------------------------------------------------------------------------
Solid Point Karim Tower, 44/7-A & B, West Panthapath ( 5th Floor) Dhaka, Bangladesh 1205

শিশুর মধ্যে কোনো প্রকার জেনেটিক ত্রুটি থাকলে জেনেটিক টেস্টের মাধ্যমে তা নির্ণয় করে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যায় এবং...
12/09/2020

শিশুর মধ্যে কোনো প্রকার জেনেটিক ত্রুটি থাকলে জেনেটিক টেস্টের মাধ্যমে তা নির্ণয় করে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যায় এবং সঠিক ম্যানেজমেন্ট এর সাহায্যে অটিজম আক্রান্ত শিশুরা কখনো কখনো বিশেষ গুণের পারদর্শী হয়ে ওঠে।

তাই প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, স্পিচ ও অকুপেশনাল থেরাপিস্ট এর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা গ্রহণ।

নিউরোজেন জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে অটিজম ও বিকাশজনিত সমস্যার জেনেটিক টেস্ট সম্পর্কে এবং সঠিক চিকিৎসা পদ্ধতির গাইডলাইন প্রদান করে। ৩০ মিনিটের এর এই কাউন্সিলিং এর জন্য নির্ধারিত কোন ফি নেই।

শিশুদের স্বাস্থ্যসেবায় নিরাপত্তা নিশ্চিত করতে Glass Partition দ্বারা দুটি পৃথক রুমের মাধ্যমে সর্বোচ্চ Protection দিয়ে নিরাপদ ক্লিনিক হিসেবে NeuroGen Children's Healthcare সেবা প্রদান করছে , যার ফলে একজনের থেকে আর এক জনের মধ্যে কোন infection ছড়ানোর সম্ভবনা নেই।

জেনেটিক কাউন্সিলিং বুকিং অথবা শিশুর সার্বিক ডায়াগনোসিস ও আধুনিক চিকিৎসার জন্য নিউরোজেন চিলড্রেন্সের শিশু স্পেশালিস্ট এর এপয়েন্টমেন্ট নিন : 01787662575

NeuroGen Children's Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575

10/09/2020

Address

Pathapoth
Dhaka

Opening Hours

Tuesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801888681200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Occupational Therapist Afrida Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Occupational Therapist Afrida Zaman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram