Dr. Asif Abdullah, MBBS

Dr. Asif Abdullah, MBBS এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
চর্ম যৌন এলার্জি এ্যাজমা ও শিশু চিকিৎসক

কি শুরু হলো দেশটাতে, কখনো নিজে নিজে ঢুকে যায়, কখনো অন্য কেউ ঢুকিয়ে দেয়। ২ দিন আগে লাউ কাহিনী শেষ হল, আজ আবার মার্কার পেন...
01/12/2025

কি শুরু হলো দেশটাতে, কখনো নিজে নিজে ঢুকে যায়, কখনো অন্য কেউ ঢুকিয়ে দেয়। ২ দিন আগে লাউ কাহিনী শেষ হল, আজ আবার মার্কার পেন।

কি আর করা, ঘটনা যাই হওক, সমস্যার সমাধানতো আমাকে করতেই হবে.......

অপারেশন করা হল, রোগীও ভাল আছে। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের, ছেলেমেয়েদের সাবধানে রাখবেন।

নিজের পিছনে সবসময় একটা চোখ রাখবেন......

ডা. পলাশ চন্দ্র বিশ্বাস

গতকালকে এই ভাইকে ডিম বিক্রি করতে দেখে অনেকেই একটু মশলার সাথে দেশীয় আবেগ মিশিয়ে নেড়েচেড়ে সুস্বাদু বানিয়ে পোস্ট করেছিলেন! ...
01/12/2025

গতকালকে এই ভাইকে ডিম বিক্রি করতে দেখে অনেকেই একটু মশলার সাথে দেশীয় আবেগ মিশিয়ে নেড়েচেড়ে সুস্বাদু বানিয়ে পোস্ট করেছিলেন!

আমরা ও সেটি সত্যি ভেবে পোস্ট করেছিলাম! এমনকি আবেগে হালকা কেন্দেও দিয়েছিলাম!🤧 কিন্তু ভালভাবে যাচাই বাছাই এবং খোঁজ নিয়ে জানতে পারি যে- ''এই ভাইয়া 'শিক্ষিত, ভদ্র এবং মার্জিত' সবই ঠিক আছে!''

যেটা ঠিক নেই, সেইটা হইলো- ''এই ভাইটি আসলে একটি ট্রাভেল এজেন্সিতে জব করেন, ডিম বেচাকেনার সাথে তার কোনো সম্পর্ক-ই নাই।''

ভাইটির হাসেঁর ডিম খাইতে ইচ্ছে হইছিলো, তো তিনি ''ডিম খাইলেন, তারপর ৫০০ টাকার কচকচা নোট ধরায়া দিলেন 'মূল ডিম বিক্রেতাকে!'

'ডিম-ওয়ালা' কহিলেন- ''আমার কাছে তো এত বড় ট‍্যাকার ভাংতি নাই, তয় ভাই আপ্নি একটু আমার ডিম-গুলার পাতিলের সামনে খাড়ান! আমি ট‍্যাকা ভাঙাইয়া নিয়া আসি!''

ভাইটিও তখন সরল মনেই, 'ডিম' এর পাতিলের সামনে এই ছবির মতন করেই ' বিষন্ন মনে বসে ছিলো, পাশাপাপাশি তিনি ক্লান্ত-ও ছিলো সেসময়।

এই সুযোগটার ফায়দা লুটে প্রিয় দেশবাসী। কোথা থেকে এক 'ডিরিম-বয় কনটেন কিরিটর' এসে গেচাং করে ফুটে খিচে 'ফেসবুকে' আপলোড দিয়ে প্রচার করে দিলো-

''ডিগ্রীধারী ডিম বিক্রতা! ভাইটি পেটের দায়ে চাকরি না পেয়ে, পরিবারের 'মুখে দুটো ডাল ভাত' এর বন্দোবস্ত করতে লাজ-লজ্জা ভুলে ডিম বেচতে পথের ধারে বসে গেছেন।"🤧

Source : 😭 Anik BD Story World

01/12/2025

বর্তমান যুগে কোন মেয়ে বা ছেলেকে পছন্দ করতে গেলে তাঁর Messenger অথবা Whatsapp চেক করে নিবেন

নাহলে কপালে দুঃখ আছে। এরা সব পরকীয়া ম্যাটেরিয়াল।

কিওক্রাডং ও বগালেক এর মুহুর্ত
30/11/2025

কিওক্রাডং ও বগালেক এর মুহুর্ত

27/11/2025

বিবাহিত জীবনে যাদের স্বামী কিংবা বউ মনের মতো না হয়, তাদের মতো অভাগা/অভাগী দুনিয়াতে আর নেই

অনেকে নিচের ছবির মতো ভ্যাম্পায়ার দাঁত বানানোর জন্য ডেন্টিস্টের কাছে যান। যা স্পষ্টত একটি শারীরিক বিকৃতি এবং অপচিকিৎসা।এট...
26/11/2025

অনেকে নিচের ছবির মতো ভ্যাম্পায়ার দাঁত বানানোর জন্য ডেন্টিস্টের কাছে যান। যা স্পষ্টত একটি শারীরিক বিকৃতি এবং অপচিকিৎসা।

এটা স্পষ্টত প্রাণীসাদৃশ এবং হারাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন।

"وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ"
অর্থঃ নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

অনুপ্রেরণাঃ Dr. Prity

26/11/2025

স্বামীর মুখে হাসি ফুটানোর নিনজা টেকনিক

25/11/2025

সমস্যাটা আপনার ওয়াইফের যদি সে...

25/11/2025

- একজন ডাক্তার অনলাইনে চিকিৎসা দেন বিকাশে টাকার বিনিময়ে।

- এটা ভালো না খারাপ সে বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা গল্প শুনাই।

- এমবিবিএস পাশ করার পর ঢাকাতে একটা প্রাইভেট হাসপাতালের ইমার্জেন্সীতে চাকরী করতাম।

- আমার পরিচিত একজন আমাকে ফোন দিয়ে বললো তার বউ এর হাত কেটে গেছে।

- আমি হাসপাতালে আছি। আপনি ভাবীকে হাসপাতালে নিয়ে আসেন।

- ঘটনা হলো উনার বউ, উনার উপর রাগ করে নিজের হাত নিজে কেটেছেন।

- বললাম সেলাই করতে হবে।

- ভাই, ভালো #সুতা দিয়ে সেলাই করবেন .... যাতে দাগ না থাকে।

- আমি রিসেপশনের লোকটাকে ডেকে বললাম .... রুগী আমার পরিচিত। নূন্যতম কতো টাকা লাগবে আমি নিজে সেলাই করে দিলে?

(কেননা খরচের পরিমাণ আগে বলে নিলাম যাতে পরে সমস্যা না হয়)

- স্যার, আপনার #প্রসিডিউর ফি বাদ দিলে ৭৫০ টাকা দিলেই হবে।

- আমার পরিচিত .... ৭৫০ না ৫০০ টাকা দিবে।

- আচ্ছা স্যার, আপনি যা বলেন।

- আমি প্রোলিন সূতায় কসমেটিক সেলাই দিয়ে প্রেসক্রিপশন লিখে দিলাম।

- প্রেসক্রিপশন হাতে নিয়ে যাওয়ার সময় বলে .... ভাই, আপনি যেখানকার ডাক্তার সেখানে আবার টাকা লাগে নাকি। আর ডাক্তারদের টাকার অভাব আছে নাকি?

- আমি লজ্জায় কিছু বলতে পারিনি।

- সেদিন ছিলো মাসের ৩০ তারিখ। আমার পকেটে #সর্বসাকুল্যে ৭৮০ টাকা ছিলো .... যা দিয়ে আরও ৩ দিন চলতে হবে, বেতন হওয়ার আগ পর্যন্ত।

- আমি নিজের পকেট থেকে ৫০০ টাকা দিয়ে বিল দিয়েছিলাম। ......
একটা বিষয় মনে রাখবেন, চিকিৎসা দেওয়া সেবা আবার এটা পেশাও।

- আমরা অনেকেই অন লাইনে বিনা মূল্যে চিকিৎসা দিয়ে থাকি। এটা আমাদের উদারতা ..... #দায়বদ্ধতা নয়।

- যারা এর জন্য ভিজিট রাখছে .... তারা আপনাকে উদারতা দেখায় নাই।

- এটা একটা সিম্পল হিসাব।।

-ডা:শামীম রেজা

কনগ্রাচুলেশনজ। প্রেগনেন্সি মুবারক ^_^ বাচ্চার একটা সুন্দর নাম রাখবেন প্লিজ।
25/11/2025

কনগ্রাচুলেশনজ। প্রেগনেন্সি মুবারক ^_^ বাচ্চার একটা সুন্দর নাম রাখবেন প্লিজ।

25/11/2025

শীতের শুরুতে হঠাৎ করে এ্যাজমা এ্যালার্জি ও শ্বাসকস্ট সমস্যা বাড়তে পারে

এরকম উপসর্গ হলে শুরুতে চিকিৎসা নিলে পরে আর রোগটা খারাপ হয় না

ছবির বাচ্চাটার গায়ে সরিষার তেল লাগানো হয়েছিল।সরিষার তেলে এলাইল আইসো থায়োসায়ানেট নামক যে রাসায়নিক পদার্থ আছে তা শিশুর ত্ব...
10/11/2025

ছবির বাচ্চাটার গায়ে সরিষার তেল লাগানো হয়েছিল।

সরিষার তেলে এলাইল আইসো থায়োসায়ানেট নামক যে রাসায়নিক পদার্থ আছে তা শিশুর ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

তাই দাদী নানীদের কথা শুনে এসব ফালতুমি বন্ধ করেন।

শিশুদের শরীরে যদি অলিভ অয়েল মাখাতে পারেন।

Dr. Asif Abdullah, MBBS

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asif Abdullah, MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Asif Abdullah, MBBS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category