01/12/2025
গতকালকে এই ভাইকে ডিম বিক্রি করতে দেখে অনেকেই একটু মশলার সাথে দেশীয় আবেগ মিশিয়ে নেড়েচেড়ে সুস্বাদু বানিয়ে পোস্ট করেছিলেন!
আমরা ও সেটি সত্যি ভেবে পোস্ট করেছিলাম! এমনকি আবেগে হালকা কেন্দেও দিয়েছিলাম!🤧 কিন্তু ভালভাবে যাচাই বাছাই এবং খোঁজ নিয়ে জানতে পারি যে- ''এই ভাইয়া 'শিক্ষিত, ভদ্র এবং মার্জিত' সবই ঠিক আছে!''
যেটা ঠিক নেই, সেইটা হইলো- ''এই ভাইটি আসলে একটি ট্রাভেল এজেন্সিতে জব করেন, ডিম বেচাকেনার সাথে তার কোনো সম্পর্ক-ই নাই।''
ভাইটির হাসেঁর ডিম খাইতে ইচ্ছে হইছিলো, তো তিনি ''ডিম খাইলেন, তারপর ৫০০ টাকার কচকচা নোট ধরায়া দিলেন 'মূল ডিম বিক্রেতাকে!'
'ডিম-ওয়ালা' কহিলেন- ''আমার কাছে তো এত বড় ট্যাকার ভাংতি নাই, তয় ভাই আপ্নি একটু আমার ডিম-গুলার পাতিলের সামনে খাড়ান! আমি ট্যাকা ভাঙাইয়া নিয়া আসি!''
ভাইটিও তখন সরল মনেই, 'ডিম' এর পাতিলের সামনে এই ছবির মতন করেই ' বিষন্ন মনে বসে ছিলো, পাশাপাপাশি তিনি ক্লান্ত-ও ছিলো সেসময়।
এই সুযোগটার ফায়দা লুটে প্রিয় দেশবাসী। কোথা থেকে এক 'ডিরিম-বয় কনটেন কিরিটর' এসে গেচাং করে ফুটে খিচে 'ফেসবুকে' আপলোড দিয়ে প্রচার করে দিলো-
''ডিগ্রীধারী ডিম বিক্রতা! ভাইটি পেটের দায়ে চাকরি না পেয়ে, পরিবারের 'মুখে দুটো ডাল ভাত' এর বন্দোবস্ত করতে লাজ-লজ্জা ভুলে ডিম বেচতে পথের ধারে বসে গেছেন।"🤧
Source : 😭 Anik BD Story World