04/01/2026
চুলে কালার শ্যাম্পু ইউজ করে চুল ধোয়ার পর সেই শ্যাম্পু মুখে লেগে এরকম রিঅ্যাকশন হয়েছে। মুখ ফুলে গেছে, স্কিন প্রায় পুড়ে গেছে। পেশেন্টকে শ্যাম্পুর নাম জিজ্ঞেস করেছিলাম, বলতে পারে নাই।
সবারই এরকম রিঅ্যাকশন হবে ব্যাপারটা ঠিক এমন না। তবে আমাদের দেশে তো মেক্সিমাম প্রোডাক্টই ভেজাল, তাই সাবধান।