26/02/2020
প্রশ্ন: হাড় ক্ষয় রোগীদের কি ধরনের সমস্যা হতে পারে? হাড় ক্ষয়ের কি ধরণের চিকিৎসা আছে?
উত্তর: অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় একটি নীরব ক্ষয় রোগ। প্রাথমিক অবস্থায় অস্টিওপোরোসিসের তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। অস্টিওপোরোসিস তখনই যন্ত্রণাদায়ক হয় যখন হাড়ে ফাটল ধরে বা হাড় ভেঙে যায়।
অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব কমে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, ফলে দেখা যায় যে খুবই সামান্য পরিমাণ আঘাত লাগলে বা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে গিয়েই শরীরের বিভিন্ন জায়গার হাড় ভেঙে যেতে পারে। বিশেষ করে যাদের মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় তাদের উচ্চতা ও কমে যেতে পারে এবং ধীরে ধীরে তারা খুঁজে হয়ে যায়।
অস্টিওপোরেসিস এর চিকিৎসা জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে সকল কারণে অস্টিওপোরোসিস হয় যেমন ধূমপান ও বিশেষ করে অ্যালকোহল জাতীয় পানীয় পান করলে সেগুলো পরিহার করতে হবে। এছাড়া কিছু ঔষধ বিশেষ করে স্টেরয়েড ও প্রেসারের ওষুধ যারা দীর্ঘদিন সেবন করেন ও যারা দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকেন বিভিন্ন রোগের কারণে তাদের হাড় ক্ষয় হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।
চিকিৎসক সাধারণত হাড়ের ঘনত্ব কেমন আছে সেটা বি.এম.ডি পরীক্ষার সাহায্যে নির্ণয় করে থাকেন। বি.এম.ডি পরীক্ষায় হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস আছে কিনা এবং রোগীর বর্তমান শারীরিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক হাড় মজবুত করার জন্য সাধারণত বিস্ফসফোনেট ও ডেনুসুম্যাব জাতীয় ওষুধ দিয়ে থাকেন। অস্টিওপোরোসিস এর চিকিৎসায় কবিরাজি, হেকিমি অথবা কোন অবৈজ্ঞানিক চিকিৎসার ভিত্তি নাই।