29/10/2025
https://www.facebook.com/share/p/1A4mapxBw2/
স্ট্রোক এমন এক নীরব ঘাতক যা প্রতি ছয় সেকেন্ডে একজন মানুষের জীবন কেড়ে নিচ্ছে। অথচ এর ৮০% ক্ষেত্রে সঠিক জীবনযাপন ও প্রাথমিক সচেতনতার মাধ্যমে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।
👉 স্ট্রোকের প্রাথমিক লক্ষণ মনে রাখুন — "BE FAST"
B – Balance: হঠাৎ ভারসাম্য হারানো
E – Eyes: দৃষ্টি ঝাপসা বা একপাশে দেখা না যাওয়া
F – Face: মুখ বেঁকে যাওয়া
A – Arm: একপাশের হাত বা পা দুর্বল হয়ে পড়া
S – Speech: কথা জড়িয়ে যাওয়া
T – Time: দেরি না করে দ্রুত হাসপাতালে যান
⏱️ স্ট্রোক চিকিৎসায় প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। “Time is Brain” যত দ্রুত চিকিৎসা শুরু হয়, তত বেশি মস্তিষ্ক রক্ষা করা যায়।
🩺 আমি, প্রফেসর ডা. হারাধন দেব নাথ, সকলকে আহ্বান জানাই-
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও অলস জীবনযাপন থেকে বিরত থাকুন।