08/12/2025
রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজিস্ট ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কখন দেখাবেন??
💡সাধারণ জনগণ একটি দ্বিধাতে ভুগেন কোন রোগের জন্যে কোন স্পেশালিটি ডাক্তার দেখাবো।।। প্রায়ই প্রশ্ন পাওয়া যায় এই টপিক নিয়ে,সো আজকের আলোচনার বিষয় আমার সাব স্পেশালিটি নিয়ে।।
Reproductive Endocrinology & Infertility ( সংক্ষেপে REI) হলো এমন বিশেষজ্ঞ ডাক্তার, যারা মা–বাবা হতে সমস্যা—এই পুরো জার্নিটা নিয়ে কাজ করেন। শুধু IVF না… হরমোন থেকে শুরু করে জটিল infertility সবই ম্যানেজ করেন।
এখানে দুটো পার্ট একটা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি - যা প্রজনন হরমোন বিষয় ডিল করে আর ইনফার্টিলি যা বন্ধ্যাত্ব সমস্যার সমাধান করে থাকেন।।
---
💥 REI ডাক্তার কাদের দেখবেন?
যাদের—
✅ গর্ভধারণে সমস্যা
১ বছর চেষ্টা করেও বাচ্চা না আসা
বয়স > 35 হলে ৬ মাস চেষ্টা করেও না আসা
✅ মাসিক নিয়ে ঝামেলা
একদম মাসিক বন্ধ (Amenorrhea)
অনিয়মিত মাসিক
মাসিক খুব কম/বেশি হওয়া
কখনও মাসিক না হওয়া
✅ হরমোনের সমস্যা
PCOS
Thyroid সমস্যা
High prolactin
Early menopause / premature ovarian failure
✅ ডিম্বাণু বা শুক্রাণুর সমস্যা
ডিম্বাণু ফুরিয়ে যাওয়া(Low AMH,Low AFC)
✅পুরুষ দের বাচ্চা হতে problem--কম শুক্রাণু, দুর্বল শুক্রাণু, azoos***mia ***mia ***mia ***mia
সহবাসে সমস্যা
( Erectyle Dysfuntion)
সময়ের আগে বীর্যপাত
(premature ej*******on)
✅ বারবার গর্ভপাত
Recurrent pregnancy loss
বা কোনো কারণ ছাড়াই বাচ্চা না হওয়া
✅ জরায়ুর রোগ -
Fibroid (জরায়ুর টিউমার)
Adenomyosis
Uterine adhesion (জরায়ুর পর্দা জোড়া লেগে যাওয়া)
জেনিটাল টিবি - অন্যান্য
✅ ফ্যালোপিয়ান টিউব(ডিম্বিনালীর রোগ)
টিউব বন্ধ
ইনফেকশন
হাইড্রোসালপিনক্স
✅ওভারি প্রবলেম ;
চকোলেট সিস্ট
নরমাল সিস্ট
ওভারি টিউমার
Dermoid সিস্ট ইত্যাদি
✅ IVF (টেস্ট টিউব বেবি)/ IUI প্রয়োজন হলে
কার কখন IVF লাগবে—এসবও সিদ্ধান্ত নেন।
১০.Sexual dysfunction / painful in*******se
১১. ক্যান্সার চিকিৎসার বা অন্য কোনো কারণে আগে থেকে ফার্টিলিটি সংরক্ষণ-
Egg freezing, s***m freezing
১২.DSD -
জন্মগত প্রজনন অঙ্গের ত্রুটি
মাসিকের রাস্তা না হওয়া
১১. মেনোপোজ সংক্রান্ত জটিলতা
হাত পা জ্বালাপোড়া
অস্থিরতা
মাথা গরম হয়ে যাওয়া
হঠাৎ অতিরিক্ত গরম লাগা
সহবাসে জ্বালাপোড়া
✅অতিরিক্ত ওজন এবং এ থেকে বাচ্চা না হওয়া
💥 তাহলে কেন REI ডাক্তার দেখাবেন?
REI হচ্ছে জেনারেল গাইনির একটা সাব স্পেশালিটি।যা উপরোক্ত বিষয়গুলো প্লাস আরো নানাবিধ রোগ নিয়ে ডিল করে।সো আপনার এই প্রবলেম গুলো থাকলে অনেক জায়গা ঘুরে সময় নষ্ট করে ডিম্বাণু ও শুক্রাণু না ফুরিয়ে সঠিক বিশেষজ্ঞের নিকট যান ও সময়মত সঠিক চিকিৎসা করুন।।
""Know your doctor first"". কারণ সময়ের এক ফোঁড়ন অসময়ের নব্বই!! সময়মতো ছোট একটা কাজ করলে রেহাই পাওয়া যায়, কিন্তু দেরি করলে সেই কাজটাই পরে পাহাড় সমান হয়ে যায়।
সো Infertility আসলে শুধু একটা “সমস্যা” না—এটা একটা পুরো সিস্টেমের imbalance।
আর আপনার REI ডাক্তাররা—
হরমোন balance করেন
জটিল কারণ খুঁজে বের করেন
দাম্পত্যের জন্য safest ও সবচেয়ে কম খরচের অপশন সাজেস্ট করেন
unnecessary টেস্ট বা ওষুধ কমিয়ে evidence-based চিকিৎসা দেন
infertility=শুধু এক রোগ না, এটা Body + Hormone + Reproductive system—সবকিছুর জটিল সমন্বয়।
লেখা Dr.Tamanna Ahmed #ডায়াবেটিস
Dr.Md.Mazharul Huq Tanim
Endocrinologist
& MS resident ( Phase B)
Reprodutive Endocinology & infertility
BMU ( Ex PG hospital)
চেম্বার - অরোরা স্পেশালাইজড হাসপাতাল, কাকরাইল ঢাকা।