Dr.Md.Mazharul Huq Tanim

Dr.Md.Mazharul Huq Tanim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Mazharul Huq Tanim, Doctor, Dhaka.
(1)

ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ।
চেম্বার - ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ ঢাকা।
২.অরোরা হাসপাতাল কাকরাইল ঢাকা।
৩.মেডিস্ক্যান, কিশোরগঞ্জ।
সিরিয়াল - +8801709459770

রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজিস্ট ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কখন দেখাবেন??💡সাধারণ জনগণ একটি দ্বিধাতে ভুগেন কোন রোগের জন্যে ...
08/12/2025

রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজিস্ট ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কখন দেখাবেন??

💡সাধারণ জনগণ একটি দ্বিধাতে ভুগেন কোন রোগের জন্যে কোন স্পেশালিটি ডাক্তার দেখাবো।।। প্রায়ই প্রশ্ন পাওয়া যায় এই টপিক নিয়ে,সো আজকের আলোচনার বিষয় আমার সাব স্পেশালিটি নিয়ে।।

Reproductive Endocrinology & Infertility ( সংক্ষেপে REI) হলো এমন বিশেষজ্ঞ ডাক্তার, যারা মা–বাবা হতে সমস্যা—এই পুরো জার্নিটা নিয়ে কাজ করেন। শুধু IVF না… হরমোন থেকে শুরু করে জটিল infertility সবই ম্যানেজ করেন।
এখানে দুটো পার্ট একটা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি - যা প্রজনন হরমোন বিষয় ডিল করে আর ইনফার্টিলি যা বন্ধ্যাত্ব সমস্যার সমাধান করে থাকেন।।

---

💥 REI ডাক্তার কাদের দেখবেন?

যাদের—

✅ গর্ভধারণে সমস্যা

১ বছর চেষ্টা করেও বাচ্চা না আসা

বয়স > 35 হলে ৬ মাস চেষ্টা করেও না আসা

✅ মাসিক নিয়ে ঝামেলা

একদম মাসিক বন্ধ (Amenorrhea)

অনিয়মিত মাসিক

মাসিক খুব কম/বেশি হওয়া

কখনও মাসিক না হওয়া

✅ হরমোনের সমস্যা

PCOS

Thyroid সমস্যা

High prolactin

Early menopause / premature ovarian failure

✅ ডিম্বাণু বা শুক্রাণুর সমস্যা

ডিম্বাণু ফুরিয়ে যাওয়া(Low AMH,Low AFC)

✅পুরুষ দের বাচ্চা হতে problem--কম শুক্রাণু, দুর্বল শুক্রাণু, azoos***mia ***mia ***mia ***mia

সহবাসে সমস্যা
( Erectyle Dysfuntion)
সময়ের আগে বীর্যপাত
(premature ej*******on)
✅ বারবার গর্ভপাত

Recurrent pregnancy loss

বা কোনো কারণ ছাড়াই বাচ্চা না হওয়া

✅ জরায়ুর রোগ -

Fibroid (জরায়ুর টিউমার)
Adenomyosis
Uterine adhesion (জরায়ুর পর্দা জোড়া লেগে যাওয়া)
জেনিটাল টিবি - অন্যান্য

✅ ফ্যালোপিয়ান টিউব(ডিম্বিনালীর রোগ)

টিউব বন্ধ
ইনফেকশন
হাইড্রোসালপিনক্স

✅ওভারি প্রবলেম ;

চকোলেট সিস্ট
নরমাল সিস্ট
ওভারি টিউমার
Dermoid সিস্ট ইত্যাদি



✅ IVF (টেস্ট টিউব বেবি)/ IUI প্রয়োজন হলে

কার কখন IVF লাগবে—এসবও সিদ্ধান্ত নেন।

১০.Sexual dysfunction / painful in*******se

১১. ক্যান্সার চিকিৎসার বা অন্য কোনো কারণে আগে থেকে ফার্টিলিটি সংরক্ষণ-
Egg freezing, s***m freezing

১২.DSD -

জন্মগত প্রজনন অঙ্গের ত্রুটি
মাসিকের রাস্তা না হওয়া

১১. মেনোপোজ সংক্রান্ত জটিলতা
হাত পা জ্বালাপোড়া
অস্থিরতা
মাথা গরম হয়ে যাওয়া
হঠাৎ অতিরিক্ত গরম লাগা
সহবাসে জ্বালাপোড়া

✅অতিরিক্ত ওজন এবং এ থেকে বাচ্চা না হওয়া

💥 তাহলে কেন REI ডাক্তার দেখাবেন?

REI হচ্ছে জেনারেল গাইনির একটা সাব স্পেশালিটি।যা উপরোক্ত বিষয়গুলো প্লাস আরো নানাবিধ রোগ নিয়ে ডিল করে।সো আপনার এই প্রবলেম গুলো থাকলে অনেক জায়গা ঘুরে সময় নষ্ট করে ডিম্বাণু ও শুক্রাণু না ফুরিয়ে সঠিক বিশেষজ্ঞের নিকট যান ও সময়মত সঠিক চিকিৎসা করুন।।
""Know your doctor first"". কারণ সময়ের এক ফোঁড়ন অসময়ের নব্বই!! সময়মতো ছোট একটা কাজ করলে রেহাই পাওয়া যায়, কিন্তু দেরি করলে সেই কাজটাই পরে পাহাড় সমান হয়ে যায়।

সো Infertility আসলে শুধু একটা “সমস্যা” না—এটা একটা পুরো সিস্টেমের imbalance।

আর আপনার REI ডাক্তাররা—

হরমোন balance করেন

জটিল কারণ খুঁজে বের করেন

দাম্পত্যের জন্য safest ও সবচেয়ে কম খরচের অপশন সাজেস্ট করেন

unnecessary টেস্ট বা ওষুধ কমিয়ে evidence-based চিকিৎসা দেন

infertility=শুধু এক রোগ না, এটা Body + Hormone + Reproductive system—সবকিছুর জটিল সমন্বয়।

লেখা Dr.Tamanna Ahmed #ডায়াবেটিস


Dr.Md.Mazharul Huq Tanim
Endocrinologist
& MS resident ( Phase B)
Reprodutive Endocinology & infertility
BMU ( Ex PG hospital)
চেম্বার - অরোরা স্পেশালাইজড হাসপাতাল, কাকরাইল ঢাকা।

শুভ সকাল 💥আজ কিশোরগঞ্জ দেখা হবে ইনশাল্লাহ, যারা সিরিয়াল দিয়েছেন।সিরিয়াল - +8801741485147 (ব্যক্তিগত সহকারী)
08/12/2025

শুভ সকাল 💥

আজ কিশোরগঞ্জ দেখা হবে ইনশাল্লাহ, যারা সিরিয়াল দিয়েছেন।
সিরিয়াল - +8801741485147 (ব্যক্তিগত সহকারী)

07/12/2025

🩺 ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ

ডা. মোঃ মাজহারুল হক তানিম
এমবিবিএস (ঢাকা), বিসিএস(স্বাস্থ্য),
ডিইএম (বারডেম)
ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেরানীগঞ্জ

🌿যেসকল রোগী দেখেন-
✅ ডায়াবেটিস
✅গর্ভকালীন ডায়াবেটিস
✅ওজন বেড়ে যাওয়া, অনিয়মিত মাসিক, মুখে অবাঞ্চিত লোম (
পিসিওএস)
✅দূর্বল লাগা,শরীরে ব্যথা বেদনা,ঘুম ঘুম লাগা,চুল পড়ে যাওয়া (
থাইরয়েড হরমোনের সমস্যা)
✅বুক ধড়ফড় করা, ওজন কমে যাওয়া, ঘুম কম হওয়া (হাইপার
থাইরয়ডিজম)
✅বাচ্চাদের উচ্চতা / ওজন কম
✅ডায়াবেটিস থেকে শরীর জ্বালা পোড়া।
✅মহিলাদের অতিরিক্ত ঘাম হওয়া,অস্থির লাগা,ঘুম কম হওয়া ( পোস্ট
মেনোপোজাল সিন্ড্রোম)
✅পুরুষের সে*ক্সুয়াল সমস্যা( পুরুষাঙ্গ শক্ত না হওয়া,দ্রুত বী*র্যপাত)
✅পুরুষের ব্রেস্ট বড় হয়ে যাওয়া ( গাইনোকোমেশিয়া)
✅ অতিরিক্ত ওজন, ওজন কমানো
✅ হরমোনের সমস্যার কারনে মেয়েদের স্তন দিয়ে দুধের মত পদার্থ
আসা ( প্রোলাক্টিনেমিয়া)
✅ বন্ধ্যাত্ব/ ইনফার্টিলিটি, বাচ্চা কনসিভ করতে সমস্যা হওয়া।
✅ বার বার বাচ্চা নষ্ট হওয়া

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
হটলাইন নম্বরে- 09614-333 999, 01931-231717
💠 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
↘️ এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ।

07/12/2025
আগামিকাল সোমবার কিশোরগঞ্জ চেম্বার করবেন ইনশাল্লাহ।সিরিয়াল - +8801741485147
07/12/2025

আগামিকাল সোমবার কিশোরগঞ্জ চেম্বার করবেন ইনশাল্লাহ।
সিরিয়াল - +8801741485147

শুভ সকাল ছবি: সাউথ কোরিয়ায়।   #হরমোন    #ডায়াবেটিস
07/12/2025

শুভ সকাল
ছবি: সাউথ কোরিয়ায়।

#হরমোন #ডায়াবেটিস

06/12/2025
06/12/2025
06/12/2025

হোসেনপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
( Repost)

ব্রেস্ট/স্তন ক্যান্সারের  উপসর্গ, করনীয়✅ক্যান্সার চিকিৎসায় কারণ/কোথা থেকে শুরু নির্ণয় করা খুবই জরুরী। বিশেষজ্ঞ চিকিৎস...
06/12/2025

ব্রেস্ট/স্তন ক্যান্সারের উপসর্গ, করনীয়✅

ক্যান্সার চিকিৎসায় কারণ/কোথা থেকে শুরু নির্ণয় করা খুবই জরুরী। বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারা এটা করতে পারেন। যেমন ধরুন: ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো, ব্রেস্টের চিকিৎসা হলো, কিন্তু ব্রেস্টের ক্যানসারটা শুরু হল ওভারি/গর্ভাশয় থেকে, আপনি ব্রেস্টের চিকিৎসা করলেন কিন্তু ওভারির/গর্ভাশয়ের চিকিৎসা করলেন না অথবা আপনার ডাক্তার বুঝতে পারলেন না। এমত অবস্থায় ওভারী/গর্ভাশয়ের চিকিৎসা না করে, ব্রেস্টে ক্যান্সারের চিকিৎসা করে সমাধান হবে না, কারণ ব্রেস্ট ক্যান্সারের উৎপত্তি ওভারি/গর্ভাশয় থেকে। এমত অবস্থায় পরিস্থিতি এক দুই বছরের মধ্যে আর ও জটিল আকার ধারণ করবে। হয়তো আপনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাবেন। তাই চিকিৎসা নিন সঠিক বিশেষজ্ঞ ডাক্তারের হাতে, সঠিক হাসপাতালে, সঠিক হাসপাতাল থেকে রিপোর্ট করুন, কারন এটা মরণব্যাধি। হয়তো আপনি কারো মমতাময়ী মা, কারো বোন ,কারো স্ত্রী, কারো সন্তান। সন্তান তার মাকে হারাবে, স্বামী তার স্ত্রীকে হারাবে। একটি পরিবার ধ্বংস হয়ে যাবে।

💥উপসর্গ (Symptoms)

১) স্তনে নতুন কোনো গুটি বা শক্ত কিছু একটা (অধিকাংশই ব্যথাহীন)
২) স্তনের আকার পরিবর্তন
৩) বুকের চামড়া কমলার খোসার মতো হয়ে যাওয়া
৪) নিপল ভিতরে ঢুকে যাওয়া
৫) নিপল থেকে রক্ত/অস্বাভাবিক তরল পড়া
৬) স্তনে বা বগলে ফুলে যাওয়া লিম্ফ নোড
৭) স্তনে ব্যথা বা অস্বস্তি
৮) চামড়া লাল হয়ে যাওয়া বা ঘা না শুকানো

✅ পরীক্ষা করুন/জানুন/সিদ্ধান্ত নিন:

১) মাসে ১ বার আয়নার সামনে দাঁড়িয়ে দুই স্তনের মধ্যে গুটি, শক্ত অংশ, রঙ পরীক্ষা করা।
২) পরিবারে কারও ব্রেস্ট ক্যান্সার থাকলে জানুন।
৩) উপরের কোনটিতেই সন্দেহ হলে দ্রুত ডাক্তারের কাছে যান।

নিম্নোক্ত টেস্টগুলো ডাক্তাররা সাধারণত করতে দেন। কিন্তু কখনও ultrasound//mammography/FNAC ডাক্তার করতে দেন: ,

১) Ultrasound:

এটা ২০ থেকে ৪০ বছর বেশি নারীদের জন্য ডাক্তাররা দেন যদি ব্রেস্টে গুটি, ব্যথা, ফোলা, দুধের নালীতে সমস্যা। এটা গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য নিরাপদ। এটা দিয়ে ডাক্তার solid না cyst বুঝার চেষ্টা করেন।

২) Mammography:

উপসর্গ থাক বা না থাক ৪০+ বছর বয়সী নারীদের বছরে ১ বার করা উচিত। পাশাপাশি সন্দেহজনক হলে যেকোনো বয়সে করা হয & ultrasound এ সন্দেহজনক কিছু থাকলে ডাক্তার এটা নির্ধারণ করেন।

৩) FNAC:
Ultrasound (USG) /Mammography রিপোর্টে ডাক্তার নিশ্চিত না হতে পারলে সমস্যাটি ক্যান্সার অথবা ক্যান্সার না তা নির্ধারণের জন্য ডাক্তার FNAC রিপোর্ট করতে দেন ।

কোন ডাক্তারকে দেখাবেন:

১) Breast Surgeon যদি
সন্দেহজনক গুটি বা উপসর্গ থাকে

২) Oncologist-Cancer Specialist যদি biopsy-তে ক্যান্সার ধরা পড়ে।

বাংলাদেশে ব্রেস্ট/স্তন ক্যান্সারের জন্য সেরা ডাক্তার/হাসপাতাল পাওয়া যায় বলে ধারণা করা হয় নিচের হসপিটাল গুলোকে:

১) ঢাকা ক্যান্সার হাসপাতাল
২) এভারকেয়ার/সাবেক অ্যাপোলো হাসপাতাল
৩) স্কয়ার হাসপাতাল
৫) ডেল্টা হাসপাতাল (ক্যান্সার ইউনিট)
৬) আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল- ডাক্তার পাবেন
৭) ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

ভারতে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত মানের। ভারতের হাসপাতাল ও ডাক্তারদের একটা ধারণা দেয়া হলো

১) টাটা মেমোরিয়াল হাসপাতাল -মুম্বাই-Tata Temorial Hospital - Mumbai-সরকারি হাসপাতাল খরচ তুলনামূলক কম-ভারতের এক নাম্বার হাসপাতাল

২) অ্যাপোলো হাসপাতাল- চেন্নাই/দিল্লি/হায়দ্রাবাদ/ কলকাতা- Apollo Hospital-Chennai/Delhi/Hyderabad/ Kolkata

৩) এইমস- নয়াদিল্লি-AIIMS Hospital-সরকারি হাসপাতাল - খরচ কম

৪) ফোরটিস মেমোরিয়াল রিচার্জ ইনস্টিটিউট- গুরগাঁও- Fortis Memorial Research Institute- Gurgaon

৫) ম্যাক্স হসপিটাল - দিল্লি- Max Hospital Delhi

ভারতের কিছু বিখ্যাত ব্রেস্ট ক্যান্সার স্পেশালিস্টের নাম:

১) ডা:রাজেন্দ্র বাদেই– টাটা মেমোরিয়াল, Mumbai- Dr Rajendra Badwe

২) ডা: ভেদান্ত কবরা – Dr Vedant Kabra-ফোর্টিস Oncology, Gurgaon

৩) ডা: হারিট চতুরবেদি –Dr Harit Chaturvedi -ম্যাক্স হাসপাতাল- Max Hospital , Delhi

৪) ডা: ভেঙ্গট পি–Dr Venkat P- Apollo- চেন্নাই

যারা আর্থিকভাবে মাঝারি মানের সচ্ছল তাদের জন্য:

১) অ্যাপোলো কলকাতা / টাটা কলকাতা সেন্টার-Apollo Kolkata/Tata Kolkata

যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য:

১) অ্যাপোলো -চেন্নাই-Apollo Chennai

২)টাটা মেমোরিয়াল- মুম্বাই -Tata Memorial -Mumbai

যারা আর্থিকভাবে অনেক স্বচ্ছল তাদের জন্য সিঙ্গাপুর, এখানে ভারতের চাইতেও চিকিৎসা বিশ্বমানের:

১) ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর - -National Cancer Centre Singapore

২) সিঙ্গাপুর জেনারেল হসপিটাল - Singapore General Hospital

৩) মাউন্ট এলিজাবেথ হসপিটাল - Mount Elizabeth Hospital

৪) কেকে ওমেন্স এন্ড চিলড্রেন হসপিটাল-KK Women's and Children's Hospital( KKH)

ভারতে/সিঙ্গাপুরে চিকিৎসা নিতে কী কী লাগবে?

১)পাসপোর্ট
২) মেডিকেল ভিসা
৩) আগের USG, Mammogram, Biopsy, Blood Test রিপোর্ট।
৪) হাসপাতালের ই-মেইল বা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার।

ক্যান্সার রোগীর জন্য বাংলাদেশে বায়োপসি রিপোর্ট বিশেষ ভাবে নিচের হাসপাতালগুলোরটা সঠিক বলে ধরে নেওয়া হয়:
ক) বাংলাদেশের এভারকেয়ার হাসপাতাল
খ )বারডেম
গ) পিজি হসপিটাল,
ঘ) ডেলটা হাসপাতাল (ক্যান্সার ইউনিট),
ওমো)
উ) স্কয়ার হাসপাতাল
চ) পপুলার ডায়াগনস্টিক ( ধানমন্ডি)

বাংলাদেশের কিছু হসপিটাল বিশেষ ক্যান্সার কনফারমেশনের জন্য নিম্নলিখিত প্রতিষ্ঠানে স্যাম্পল পাঠিয়ে থাকে:

১) টাটা মেমোরিয়াল ইন্ডিয়া
২) ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (CMC)- Vellore
৩) Singapore General Hospital

পুনশ্চ: ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা চলাকালীন দয়া করে যিনি এই ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন, তার জীবন যাপন, যুদ্ধ ও পরামর্শ গুলো গ্রহণ করুন।
#হরমোন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Mazharul Huq Tanim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Mazharul Huq Tanim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category