Dr. Mukti Rani Saha

Dr. Mukti Rani Saha গাইনী ও বন্ধ্যাত্ব বিষয়ে পরামর্শক

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ 👉 ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ড...
14/11/2025

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫

👉 ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।

ডায়াবেটিস প্রতিরোধ আপনার হাতেই— সচেতন হোন, সুস্থ থাকুন।

ডায়াবেটিস প্রতিরোধে করণীয় (Prevention Tips)

✔ সুষম খাদ্যাভ্যাস
– চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত ভাজাপোড়া কমান
– প্রতিদিন পর্যাপ্ত সবজি, ফল, হোল-গ্রেইন খান

✔ নিয়মিত ব্যায়াম
– সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা/জগিং/ব্যায়াম
– নিয়মিত থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে

✔ ওজন ও কোমর নিয়ন্ত্রণ
– অতিরিক্ত ওজন ডায়াবেটিস ঝুঁকি দ্বিগুণ করে
– টার্গেট BMI ও কোমর পরিমাপ বজায় রাখুন

✔ চাপ কমান (Stress Management)
– স্ট্রেস বাড়লে শরীরে হরমোনের পরিবর্তন হয়
– মেডিটেশন, ভালো ঘুম, বিশ্রাম—অত্যন্ত গুরুত্বপূর্ণ

✔ পর্যাপ্ত পানি পান
– সফট ড্রিংক, জুসের বদলে পানি বেছে নিন

✔ ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
– এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়

✔ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
– বছরে অন্তত একবার রক্তে শর্করা পরীক্ষা
– পরিবারে কারো ডায়াবেটিস থাকলে আরও সতর্ক থাকুন

13/11/2025

অবশেষে স্বপ্নটা সত্যি হলো — দীর্ঘ অপেক্ষার পর জীবনের সবচেয়ে বড় আনন্দের খবর 💫”

প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ

👩‍⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক

👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০

👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০

👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

#প্রসূতিচিকিৎসক #বন্ধ্যাত্ববিশেষজ্ঞ

06/11/2025

কিছু অনুভূতির কোন ক্যাপশন দেয়া যায় না!

দীর্ঘ প্রতীক্ষার পর যখন গর্ভে আসে আশার আলো, তখন পুরো পৃথিবীটাই বদলে যায় 💞”
তেমনই এক অনুভূতি প্রকাশ করছেন এই দম্পতি।

প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ

👩‍⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক

👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০

👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০

👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

#প্রসূতিচিকিৎসক #বন্ধ্যাত্ববিশেষজ্ঞ

বারবার গর্ভপাতের পর কীভাবে পরের গর্ভধারণে সফল হওয়া যায়? 👉 বারবার গর্ভপাতের পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া খুবই স্বাভাব...
05/11/2025

বারবার গর্ভপাতের পর কীভাবে পরের গর্ভধারণে সফল হওয়া যায়?

👉 বারবার গর্ভপাতের পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া খুবই স্বাভাবিক। তবে আশার কথা হলো — আধুনিক চিকিৎসা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অধিকাংশ নারী পরবর্তী গর্ভধারণে সফল হন।

🩺 ১. গর্ভপাতের মূল কারণ খুঁজে বের করুন

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
ডাক্তার সাধারণত নিচের কিছু পরীক্ষা পরামর্শ দেন:

👉 হরমোন টেস্ট (থাইরয়েড, প্রজেস্টেরন, ইনসুলিন ইত্যাদি)
👉 ক্রোমোজোম টেস্ট (দম্পতির উভয়ের)
👉 জরায়ুর আল্ট্রাসনোগ্রাম বা হাইস্টেরোস্কপি
👉 রক্ত জমাট বাঁধার পরীক্ষা (Antiphospholipid Syndrome, Thrombophilia)
👉 সংক্রমণ স্ক্রিনিং
যে কারণই ধরা পড়ুক, সেটির চিকিৎসা করলে ভবিষ্যতে গর্ভধারণের সফলতা অনেক বেড়ে যায়।

💊 ২. প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন
👉 হরমোনের ঘাটতি থাকলে: প্রজেস্টেরন সাপোর্ট দেওয়া হয়।
👉 থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে: ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হয়।
👉 রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে: হেপারিন বা অ্যাসপিরিনের মতো ব্লাড থিনার ব্যবহার করা হয়।
👉 জরায়ুর ত্রুটি থাকলে: সার্জারির মাধ্যমে ঠিক করা সম্ভব।

🧘‍♀️ ৩. মানসিক চাপ কমান
👉 স্ট্রেস, ভয় বা উদ্বেগ হরমোন ভারসাম্য নষ্ট করে গর্ভধারণে সমস্যা তৈরি করতে পারে।
👉 মেডিটেশন, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পরিবারের মানসিক সাপোর্ট খুব জরুরি।

🥗 ৪. পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখুন
👉 ফল, শাকসবজি, ডিম, মাছ ও প্রোটিনযুক্ত খাবার খান।
👉 ফোলিক অ্যাসিড, আয়রন ও ভিটামিন ডি নিয়মিত নিন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।
👉 ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন।

🕰️ ৫. সময়মতো গর্ভধারণের পরিকল্পনা করুন
👉 বারবার গর্ভপাতের পর সাধারণত ৩–৬ মাস অপেক্ষা করার পর পরবর্তী গর্ভধারণ পরিকল্পনা করা ভালো।
👉 এ সময় শরীর ও মন দুটোই পুনরুদ্ধারের সুযোগ পায়।

🧬 ৬. ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন
👉 যদি একাধিকবার গর্ভপাত হয়ে থাকে, তাহলে একজন ফার্টিলিটি বা আইভিএফ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা উচিত।
তারা প্রয়োজনে “Preimplantation Genetic Testing (PGT)” ব্যবহার করে জিনগতভাবে সুস্থ ভ্রূণ নির্বাচন করে আইভিএফের মাধ্যমে গর্ভধারণের ব্যবস্থা করতে পারেন।

🌿 ৭. ইতিবাচক মানসিকতা রাখুন
👉 প্রায় ৭০–৮০% নারী, যাদের আগে দুই বা ততোধিক গর্ভপাত হয়েছিল, তারা পরবর্তীতে সফলভাবে মা হয়েছেন।
ধৈর্য, সঠিক চিকিৎসা ও মানসিক শক্তিই এখানে মূল চাবিকাঠি।

💚 শেষ কথা
বারবার গর্ভপাত মানে ভবিষ্যতে মা হওয়া অসম্ভব নয়।
👉 সঠিক কারণ নির্ণয়
👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা
👉 ও নিজের যত্ন —
এই তিনটি বিষয় মেনে চললেই পরের গর্ভধারণে সফলতা অনেক বেড়ে যায়।

👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক

👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০

👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০

👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

#গর্ভধারণ #বন্ধ্যাত্ব #টেস্টটিউববেবি #প্রজননস্বাস্থ্য

29/10/2025
27/10/2025
“অভিযাত্রা মাতৃত্বের — এক স্বপ্নের পূর্ণতা” 💖প্রতিটি মায়ের মুখে যখন প্রথম হাসি ফুটে ওঠে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি...
25/10/2025

“অভিযাত্রা মাতৃত্বের — এক স্বপ্নের পূর্ণতা” 💖

প্রতিটি মায়ের মুখে যখন প্রথম হাসি ফুটে ওঠে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এই ছোট্ট শিশুটির আগমন আমাদের চিকিৎসা যাত্রার এক সফল অধ্যায়ের প্রতিচ্ছবি—
যেখানে আশা জয়ী হয়েছে, স্বপ্ন হয়েছে সত্যি। 💫

আমরা বিশ্বাস করি,
“মাতৃত্ব কোনো দূর স্বপ্ন নয়, এটি আপনার অধিকার।”

যারা এখনো অপেক্ষায় আছেন — জেনে রাখুন, বিজ্ঞান ও সঠিক চিকিৎসায় আশা এখনও বেঁচে আছে।
আমাদের দায়িত্ব — আপনার সেই আশাকে বাস্তবে রূপ দেওয়া। 🌼

📍 বিশেষায়িত চিকিৎসা:
🔹 বন্ধ্যাত্ব ও IVF চিকিৎসা
🔹 হরমোন ও প্রজনন সংক্রান্ত সমস্যা
🔹 গর্ভধারণে জটিলতা ব্যবস্থাপনা

24/10/2025

🎯 মানিকগঞ্জে ডা. মুক্তি রানী সাহা ম্যাডামের ফ্রি ফার্টিলিটি ক্যাম্প ও ফ্রি রেজিস্ট্রেশন অ্যাপয়েন্টমেন্ট আপডেট

📍 দি নিউ পপুলার এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টার, মানিকগঞ্জ

📅 আগামী ২৭ অক্টোবর তারিখের সকল ফ্রি ফার্টিলিটি ক্যাম্প সিরিয়াল সম্পূর্ণ বুকড! নতুন করে কোন রেজিষ্ট্রেশন নেওয়া হচ্ছেনা।

📢 অনুগ্রহ করে পরবর্তী তারিখের জন্য অপেক্ষা করুন
অথবা প্রতি সপ্তাহের শুক্রবার সরাসরি এপয়েন্টমেন্ট নিয়ে ম্যাডামকে দেখাতে পারবেন।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801711-433330

টিউব ব্লক থাকলে IVF কীভাবে সাহায্য করে?👉 অনেক নারী বছরের পর বছর গর্ভধারণের চেষ্টা করেও সফল হন না —পরীক্ষা-নিরীক্ষায় জানা...
23/10/2025

টিউব ব্লক থাকলে IVF কীভাবে সাহায্য করে?

👉 অনেক নারী বছরের পর বছর গর্ভধারণের চেষ্টা করেও সফল হন না —
পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, Fallopian Tube ব্লক হয়ে গেছে।

👉 Fallopian Tube-এর কাজ হলো ডিম্বাণু (Egg) ও শুক্রাণু (S***m) কে একত্রে এনে ভ্রূণ (Embryo) তৈরি করা।
যখন টিউব ব্লক হয়ে যায়, তখন এই মিলনটি আর সম্ভব হয় না, ফলে গর্ভধারণও হয় না।

💡 এখানেই আসে আধুনিক চিকিৎসার আশার আলো — IVF (In Vitro Fertilization)
এই পদ্ধতিতে টিউবের কাজটি ল্যাবরেটরিতে করা হয়!
ডিম্বাণু ও শুক্রাণুকে শরীরের বাইরে মিলিয়ে ভ্রূণ তৈরি করা হয়,
তারপর সেই ভ্রূণটি সরাসরি জরায়ুতে (Uterus) স্থানান্তর করা হয়।

অর্থাৎ, Fallopian Tube ব্লক থাকলেও IVF এর মাধ্যমে সফলভাবে মা হওয়া সম্ভব।

✅ সংক্ষেপে বুঝে নিন:

🔹 টিউব ব্লক থাকলে প্রাকৃতিকভাবে নিষিক্তকরণ হয় না।
🔹 IVF টিউবকে বাইপাস করে সরাসরি জরায়ুতে ভ্রূণ স্থাপন করে।
🔹 সঠিক পরীক্ষা, চিকিৎসা ও সময়জ্ঞান IVF সফলতার মূল চাবিকাঠি।

👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক

👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০

👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০

👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

10/10/2025

✨ মানিকগঞ্জ শহরে নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর✨

লুমিনা আইভিএফ এর সহযোগিতায় আসছে ফ্রি ফার্টিলিটি ক্যাম্প।
তারিখ: ২৭ অক্টোবর ২০২৫

📍 স্থান: দি নিউ পপুলার এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টার
বাসস্ট্যান্ড (সদর হাসপাতাল গেইট ও পৌরসভা সুপার মার্কেটের পূর্ব পাশে) মানিকগঞ্জ

👉 বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ে পরামর্শসেবা পেতে এখনই রেজিস্ট্রেশন করুন।

ডা. মুক্তি রানী সাহা
‎বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ
‎ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
‎এমবিবিএস, ‎বিসিএস (স্বাস্থ্য)
‎এফসিপিএস (গাইনী এন্ড অবস)
‎এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
‎কনসালটেন্ট
‎লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ

📞 রেজিস্ট্রেশন-র জন্য কল করুন:
হটলাইন নাম্বার:- +889644433330 (সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত)
হোয়াটসঅ্যাপ নাম্বার: 01711-433330

প্রাকৃতিকভাবে গর্ভধারণ না হলে কখন IVF বিবেচনা করবেন?👉 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে প...
06/10/2025

প্রাকৃতিকভাবে গর্ভধারণ না হলে কখন IVF বিবেচনা করবেন?

👉 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে পারেন না। এই অবস্থায় চিকিৎসকরা ধাপে ধাপে বিভিন্ন চিকিৎসা পরামর্শ দেন। সব প্রচেষ্টা ব্যর্থ হলে তখনই IVF (In-Vitro Fertilization বা টেস্টটিউব বেবি পদ্ধতি) বিবেচনা করা যেতে পারে।

👉 IVF করার প্রয়োজন হতে পারে যদি—

১ বছরের বেশি চেষ্টা করার পরও গর্ভধারণ না হয় (নারীর বয়স যদি ৩৫ এর বেশি হয়, তবে ৬ মাস পরেই পরীক্ষা জরুরি)।

নারীর ফলোপিয়ান টিউব ব্লক/ড্যামেজ থাকে।

পুরুষের শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান কম থাকে।

বারবার গর্ভপাত হয়েছে।

PCOS, এন্ডোমেট্রিওসিস বা ডিম্বাণু সংক্রান্ত জটিলতা থাকে।

একাধিক ফার্টিলিটি ট্রিটমেন্টে ব্যর্থ হওয়ার পরও গর্ভধারণ সম্ভব হয়নি।

💡 মনে রাখবেন – IVF শেষ নয়, বরং এটি অনেক দম্পতির জন্য আশার নতুন সূচনা।

👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ

👩‍⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক

👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০

👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০

👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

#প্রসূতিচিকিৎসক #বন্ধ্যাত্ববিশেষজ্ঞ

Address

২১, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা-১২০৭।
Dhaka
1216

Telephone

+8801715222508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mukti Rani Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram