05/11/2025
বারবার গর্ভপাতের পর কীভাবে পরের গর্ভধারণে সফল হওয়া যায়?
👉 বারবার গর্ভপাতের পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া খুবই স্বাভাবিক। তবে আশার কথা হলো — আধুনিক চিকিৎসা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অধিকাংশ নারী পরবর্তী গর্ভধারণে সফল হন।
🩺 ১. গর্ভপাতের মূল কারণ খুঁজে বের করুন
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
ডাক্তার সাধারণত নিচের কিছু পরীক্ষা পরামর্শ দেন:
👉 হরমোন টেস্ট (থাইরয়েড, প্রজেস্টেরন, ইনসুলিন ইত্যাদি)
👉 ক্রোমোজোম টেস্ট (দম্পতির উভয়ের)
👉 জরায়ুর আল্ট্রাসনোগ্রাম বা হাইস্টেরোস্কপি
👉 রক্ত জমাট বাঁধার পরীক্ষা (Antiphospholipid Syndrome, Thrombophilia)
👉 সংক্রমণ স্ক্রিনিং
যে কারণই ধরা পড়ুক, সেটির চিকিৎসা করলে ভবিষ্যতে গর্ভধারণের সফলতা অনেক বেড়ে যায়।
💊 ২. প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন
👉 হরমোনের ঘাটতি থাকলে: প্রজেস্টেরন সাপোর্ট দেওয়া হয়।
👉 থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে: ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হয়।
👉 রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে: হেপারিন বা অ্যাসপিরিনের মতো ব্লাড থিনার ব্যবহার করা হয়।
👉 জরায়ুর ত্রুটি থাকলে: সার্জারির মাধ্যমে ঠিক করা সম্ভব।
🧘♀️ ৩. মানসিক চাপ কমান
👉 স্ট্রেস, ভয় বা উদ্বেগ হরমোন ভারসাম্য নষ্ট করে গর্ভধারণে সমস্যা তৈরি করতে পারে।
👉 মেডিটেশন, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পরিবারের মানসিক সাপোর্ট খুব জরুরি।
🥗 ৪. পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখুন
👉 ফল, শাকসবজি, ডিম, মাছ ও প্রোটিনযুক্ত খাবার খান।
👉 ফোলিক অ্যাসিড, আয়রন ও ভিটামিন ডি নিয়মিত নিন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।
👉 ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন।
🕰️ ৫. সময়মতো গর্ভধারণের পরিকল্পনা করুন
👉 বারবার গর্ভপাতের পর সাধারণত ৩–৬ মাস অপেক্ষা করার পর পরবর্তী গর্ভধারণ পরিকল্পনা করা ভালো।
👉 এ সময় শরীর ও মন দুটোই পুনরুদ্ধারের সুযোগ পায়।
🧬 ৬. ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন
👉 যদি একাধিকবার গর্ভপাত হয়ে থাকে, তাহলে একজন ফার্টিলিটি বা আইভিএফ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা উচিত।
তারা প্রয়োজনে “Preimplantation Genetic Testing (PGT)” ব্যবহার করে জিনগতভাবে সুস্থ ভ্রূণ নির্বাচন করে আইভিএফের মাধ্যমে গর্ভধারণের ব্যবস্থা করতে পারেন।
🌿 ৭. ইতিবাচক মানসিকতা রাখুন
👉 প্রায় ৭০–৮০% নারী, যাদের আগে দুই বা ততোধিক গর্ভপাত হয়েছিল, তারা পরবর্তীতে সফলভাবে মা হয়েছেন।
ধৈর্য, সঠিক চিকিৎসা ও মানসিক শক্তিই এখানে মূল চাবিকাঠি।
💚 শেষ কথা
বারবার গর্ভপাত মানে ভবিষ্যতে মা হওয়া অসম্ভব নয়।
👉 সঠিক কারণ নির্ণয়
👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা
👉 ও নিজের যত্ন —
এই তিনটি বিষয় মেনে চললেই পরের গর্ভধারণে সফলতা অনেক বেড়ে যায়।
👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
প্রসূতি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ
👩⚕️ ডাঃ মুক্তি রানী সাহা
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ)
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
সহকারী অধ্যাপক
👉 চেম্বার-১
🏥 লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ
১৫২ ফিরোজ টাওয়ার, লেভেল-১০, পান্থপথ, ঢাকা-১২০৫
🕤 রোগী দেখার সময়ঃ শনি,সোম, বুধ ও বৃহস্পতিবার।
( দুপুর ২ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত )
📞 চেম্বার এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন- ০১৭১১-৪৩৩৩৩০
👉 চেম্বার-২
🏥 বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
রুম নংঃ ৪০৭
২১ শ্যামলী, মিরপুর রোড,ঢাকা-১২০৭।
⌚ রোগী দেখার সময়ঃ শুক্রবার থেকে বুধবার ( বৃহস্পতিবার বন্ধ )
📞 সিরিয়াল নম্বরঃ ১০৬৩৩,০৯৬৬৬৭০০১০০
👉 স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।
#গর্ভধারণ #বন্ধ্যাত্ব #টেস্টটিউববেবি #প্রজননস্বাস্থ্য