Civil Engineering Design & Tips

Civil Engineering Design & Tips Premium Civil Designs | Smart Solutions | By Md. Abdul Mannan

আধুনিক আবাসন, শান্তির নীড়! 🏡✨​"অবশেষে স্বপ্নের বাড়িটিকে নিজের মতো করে আধুনিক সাজে সাজিয়ে তুললাম! নতুন রং, প্লাস্টার, আধ...
20/10/2025

আধুনিক আবাসন, শান্তির নীড়! 🏡✨
​"অবশেষে স্বপ্নের বাড়িটিকে নিজের মতো করে আধুনিক সাজে সাজিয়ে তুললাম! নতুন রং, প্লাস্টার, আধুনিক ফার্নিচার আর দারুণ লাইটিং-এ এখন এটি বসবাসের জন্য পুরোপুরি তৈরি। কেমন লাগলো নতুন রূপ? আপনাদের মতামত জানাতে ভুলবেন না! 👇"

Attractive new home front elevation design construction💢
17/09/2025

Attractive new home front elevation design construction💢

✨ স্বপ্নের বাড়ি, আধুনিক ডিজাইন ✨ইঞ্জিনিয়ারিং এর সঠিক ছোঁয়া বদলে দিতে পারে আপনার জীবনধারা। 🏡
14/09/2025

✨ স্বপ্নের বাড়ি, আধুনিক ডিজাইন ✨
ইঞ্জিনিয়ারিং এর সঠিক ছোঁয়া বদলে দিতে পারে আপনার জীবনধারা। 🏡

আমাদের নতুন বাড়ির কাজ প্রায় শেষ! কেমন লাগছে আপনাদের? ইট আর পাথরের গাঁথুনি থেকে প্লাস্টারের মসৃণতা, প্রতিটি ধাপে আমরা স্...
11/09/2025

আমাদের নতুন বাড়ির কাজ প্রায় শেষ! কেমন লাগছে আপনাদের? ইট আর পাথরের গাঁথুনি থেকে প্লাস্টারের মসৃণতা, প্রতিটি ধাপে আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি। এই বাড়িটি শুধু একটি কাঠামো নয়, এটি ভালোবাসা, পরিশ্রম আর অনেক ইচ্ছার প্রতিফলন।
​সামনে আরো অনেক কাজ বাকি - ইন্টেরিয়র ডিজাইন, বাগান তৈরি, আর প্রতিটি কোণায় ব্যক্তিগত ছোঁয়া। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ!
​আপনারা কি এমন স্বপ্ন দেখছেন? নিজেদের স্বপ্নের বাড়ি নিয়ে আপনার অভিজ্ঞতা বা পরিকল্পনা থাকলে নিচে কমেন্ট করে জানান।
​ #নতুনবাড়ি #স্বপ্নপূরণ #গৃহনির্মাণ #বাড়ি #হোমডেকোর #ভবিষ্যতেরবাড়ি

🏡 স্বপ্নের বাড়ি, এখন আপনার হাতের নাগালে! ✨প্রিমিয়াম লুক, মডার্ন ডিজাইন, স্টাইলিশ ফার্নিচার ও স্মার্ট LED লাইটিং — সবকিছ...
07/09/2025

🏡 স্বপ্নের বাড়ি, এখন আপনার হাতের নাগালে! ✨
প্রিমিয়াম লুক, মডার্ন ডিজাইন, স্টাইলিশ ফার্নিচার ও স্মার্ট LED লাইটিং — সবকিছু একসাথে এই সুন্দর বাড়ির ডিজাইনে। 😍

🌿 ডিজাইনের বৈশিষ্ট্য:
✅ প্রিমিয়াম রঙের কম্বিনেশন
✅ LED লাইটিং সহ ডে ও নাইট ভিউ
✅ গ্লাস রেলিং সহ স্টাইলিশ বারান্দা
✅ মডার্ন ফার্নিচার ও ওপেন লিভিং কনসেপ্ট
✅ সুন্দর লন ও গার্ডেন ডিজাইন

আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে রূপ দিতে চান? ✍️
আমাদের সাথে যোগাযোগ করুন —
📞 01720068505
📧 abdulbci95@gmail.com

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান
(প্রিমিয়াম 3D হাউস ডিজাইন & কনস্ট্রাকশন সার্ভিস)

🌿 আধুনিক কবরস্থান ডিজাইন 🌿📐 সাইজ: ৩০০' × ৪০০'🏗️ ডিজাইন: প্রিমিয়াম 3D রেন্ডার ভিউ✨ বৈশিষ্ট্যসমূহ:✅ সুশৃঙ্খল কবর ব্লক✅ প্...
04/09/2025

🌿 আধুনিক কবরস্থান ডিজাইন 🌿

📐 সাইজ: ৩০০' × ৪০০'
🏗️ ডিজাইন: প্রিমিয়াম 3D রেন্ডার ভিউ
✨ বৈশিষ্ট্যসমূহ:
✅ সুশৃঙ্খল কবর ব্লক
✅ প্রশস্ত হাঁটার রাস্তা ও ল্যান্ডস্কেপ
✅ নামাজের স্থান ও ওযুখানা
✅ সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য
✅ আধুনিক প্রবেশদ্বার ও নিরাপত্তা ব্যবস্থা

এই ডিজাইনটি তৈরি করেছেন:
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান 🏗️

*"মা বলতো —‘বাবা, খেয়েছিস তো?তুই না খেলে আমার গলা দিয়ে কিছু নামে না।’আজ অনেক দিন হলো কেউ আর বলে না…আজ আমি খাই কি না,কেউ ...
29/08/2025

*"মা বলতো —
‘বাবা, খেয়েছিস তো?
তুই না খেলে আমার গলা দিয়ে কিছু নামে না।’

আজ অনেক দিন হলো কেউ আর বলে না…
আজ আমি খাই কি না,
কেউ জানতে চায় না।

মায়ের হাতের ভাতের গন্ধটা এখনো নাকে ভাসে,
কিন্তু মা নেই…
আদর নেই…
সেই বুকভরা মমতার ছায়াটা নেই…

হঠাৎ করেই মনে হয়,
ফিরে গেলে যদি একদিন মাকে বলতে পারতাম —
“মা, আমি তোর রান্না করা ভাতটা খেতে চাই,
আর তোর কোলে মাথা রেখে ঘুমাতে চাই।”

কিন্তু মা তো আর ফিরবে না…
শুধু স্মৃতিগুলোই থেকে গেছে…
আর মায়ের অভাবটা…
যা সারাজীবন বুকে নিয়ে বাঁচতে হবে…*"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Design & Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Civil Engineering Design & Tips:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram