03/08/2023
আপনার মা-বাবার হাসপাতাল পরবর্তী সেবা নিয়ে চিন্তিত?
হাসপাতাল পরবর্তী সময়ের দেখাশুনা যেমন তাদেরকে সময় দেয়া, খাওয়ানো, টয়লেটে নিয়ে যাওয়া, হাটা-চলাতে সাহায্য করা, ডাইপার চেঞ্জ বা মেডিসিন খাওয়ানোর মত কাজগুলো এত ব্যস্ততার ভিতরে বাসায় কিভাবে করবেন বলে ভাবছেন?
K,S,S KSS present ceyar service আছে আপনার পাশে। আমাদের আছে অভিজ্ঞ কেয়ারগিভার ও নার্স।
✅ আমাদের দায়িত্ব ও সেবাসমূহ :
১। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবাগ্রহীতাকে ঔষধপত্র খাওয়ানো ও তদারকি করা
২। ডাক্তারের সাথে অ্যাপয়ন্টমেন্ট সেট করা এবং প্রয়োজনে সেবাগ্রহীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া।
৩। রোগীর রক্তচাপ, জ্বর, ব্লাড সুগার ইত্যাদি মনিটর করে ডাক্তার অথবা কেয়ার ম্যানেজারের সাথে পরামর্শ করা।
৪। মানসিকভাবে বিষাদগ্রস্থ, দুশ্চিন্তাগ্রস্থ এবং শোকসন্তপ্ত, ব্যক্তিকে তাদের মানসিক অবস্থা পরিবর্তনে সহায়তা করা।
৫। মেডিকেল ইমার্জেন্সী হলে রোগীকে অক্সিজেন দেয়া, নেবুলাইজ করা অথবা কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান করা।
৬। হঠাৎ পড়ে যাওয়া (Fall), আহত (Injured), বার্ণ এবং অন্যান্য অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা (First Aid) প্রদান করা।
৭। সেবাগ্রহীতাকে গোসল করানো, ড্রেসিং করানো ও ডাইপার চেঞ্জ করানো
৮। সেবাগ্রহীতাকে টয়লেটে নিয়ে যাওয়া
৯। সেবাগ্রহীতার সকাল-সন্ধা দৈনন্দিন পরিচর্যা করা
১০। সেবাগ্রহীতাকে হাটা-চলাতে সাহায্য করা
১১। রোগীকে তার বিছানায়, হুইল চেয়ার, গাড়ী এবং শাওয়ারে উঠতে ও নামতে সাহায্য করা ইত্যাদি
✅১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত সেবা
✅বিস্তারিত জানতে কল করুন01317152010
01722506024 (WhatsApp) নাম্বারে!