02/02/2022
ফিজিওথেরাপি কী, কেন ফিজিওথেরাপি প্রয়োজন?
ফিজিওথেরাপি- ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা)- এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়াম ও বিভিন্ন অত্যাধুনিক মোডালাইটিস ব্যাবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
কেন ফিজিওথেরাপি প্রয়োজন- বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন। যেমন:
*স্পাইনাল কর্ড বা জয়েন্টের রোগ
*বুক ও পিঠের ব্যথা
*আঘাতজনিত ব্যথা
*নার্ভের সমস্যা
*সেরিব্রাল পালসি
*শ্বাসকষ্ট
* স্ট্রোক
*অপারেশনের পর কোন ডিসঅর্ডার ইত্যাদি।
ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি- রোগের ধরন অনুযায়ী চিকিৎসা আলাদা হয়। যেমন:
*ম্যানুয়াল থেরাপি
*মোবিলাইজেশন
*মুভমেন্ট উইদ মোবিলাইজেশন
*থেরাপিউটিক এক্সারসাইজ
*পোশ্চারাল এডুকেশন
*আরগোনমিক্যাল কনসালটেন্সি
*হাইড্রোথেরাপি
*ইলেকট্রোথেরাপি ইত্যাদি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ব্যথার ঔষধ ব্যতীত শারীরিক ব্যথা নিরাময় ও সুস্থতাই হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসার মূল উদ্দেশ্য।
তাই ব্যথার ঔষধ বিহীন জীবন গড়তে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ গ্রহণ করুন সুস্থ স্বাভাবিক জীবন গড়ুন।