Sinan Health

Sinan Health প্রাকৃতিক নিরাময় কেন্দ্র।
We Care, Allah Cure

নারিকেল তেল আপনার দেহের সঠিক পুস্টি যোগাতে
09/10/2025

নারিকেল তেল আপনার দেহের সঠিক পুস্টি যোগাতে

❤️❤️
01/10/2025

❤️❤️

নতুন আচার এসেছে 🥰
30/09/2025

নতুন আচার এসেছে 🥰

আপনার সুস্থতায় নারিকেল তেল ❤️
28/09/2025

আপনার সুস্থতায় নারিকেল তেল ❤️

গেস্টিক  জনিত সমস্যার একমাত্র সমাধানে চুখদা চূর্ণ  জা আপনার পেটের বারতি গ্যাস দূর করবে পেট পরিষ্কার করবে  শরিরের টক্সিন ...
27/09/2025

গেস্টিক জনিত সমস্যার একমাত্র সমাধানে চুখদা চূর্ণ জা আপনার পেটের বারতি গ্যাস দূর করবে পেট পরিষ্কার করবে শরিরের টক্সিন দূর করবে❤️

25/09/2025

অরগানিক সব রকম ফুড নিতে অবশ্যই আমাদের সাথেই থাকুন❤️

গাওয়া ঘি😋 রান্নার সাদ  বাড়াতে এক্ষুনি নিয়ে নিন
23/09/2025

গাওয়া ঘি😋 রান্নার সাদ বাড়াতে এক্ষুনি নিয়ে নিন

লাল চিনি (খেজুরের গুড় বা অপরিশোধিত চিনি) সাধারণ সাদা চিনির তুলনায় অনেকটা বেশি উপকারী, কারণ এতে প্রাকৃতিক খনিজ আর ভিটামিন...
20/09/2025

লাল চিনি (খেজুরের গুড় বা অপরিশোধিত চিনি) সাধারণ সাদা চিনির তুলনায় অনেকটা বেশি উপকারী, কারণ এতে প্রাকৃতিক খনিজ আর ভিটামিন থাকে। এর কিছু উপকারিতা নিচে দিলামঃ

🍯 লাল চিনির উপকারিতা

শক্তি যোগায় – এতে প্রাকৃতিক গ্লুকোজ থাকে, যা দ্রুত শক্তি দেয়।

হজমে সাহায্য করে – খাওয়ার পর সামান্য লাল চিনি খেলে হজম শক্তি বাড়ে।

রক্তশূন্যতা কমাতে সহায়ক – এতে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

যকৃত পরিষ্কার করে – টক্সিন বের করতে সহায়তা করে, ফলে লিভারের কাজ সহজ হয়।

সর্দি-কাশিতে উপকারী – গরম পানিতে বা চায়ে মিশিয়ে খেলে সর্দি-কাশি উপশমে সাহায্য করে।

ত্বক ও চুলের জন্য ভালো – খনিজ উপাদান থাকার কারণে ত্বক উজ্জ্বল ও চুল মজবুত রাখতে সাহায্য করে।

মহিলাদের মাসিকের ব্যথা কমাতে – হালকা গরম পানির সাথে লাল চিনি খেলে ব্যথা উপশমে সহায়ক।

👉 তবে খেয়াল রাখবে, এটা চিনিই—তাই ডায়াবেটিস রোগীরা সাবধানে খাবেন।

16/09/2025

সরিষা মধু

পিঙ্ক সল্ট (Pink Salt), যেটাকে হিমালয়ান পিঙ্ক সল্টও বলা হয়, মূলত হিমালয়ের পাহাড়ি অঞ্চলে পাওয়া প্রাকৃতিক লবণ। সাধারণ ...
13/09/2025

পিঙ্ক সল্ট (Pink Salt), যেটাকে হিমালয়ান পিঙ্ক সল্টও বলা হয়, মূলত হিমালয়ের পাহাড়ি অঞ্চলে পাওয়া প্রাকৃতিক লবণ। সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) মতোই এর প্রধান কাজ খাবারের স্বাদ বাড়ানো ও সংরক্ষণ করা। তবে এতে প্রায় ৮০+ ধরনের খনিজ উপাদান অল্প পরিমাণে থাকে, যা একে একটু আলাদা করে।

👉 এর কাজ ও উপকারিতা:

স্বাদের জন্য – খাবারে হালকা ভিন্ন স্বাদ ও রঙ আনে।

খনিজ সরবরাহ – ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামসহ কিছু খনিজ উপাদান থাকে।

ডিটক্সিফিকেশন – অনেকে বলে গরম পানিতে সামান্য পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে শরীর পরিষ্কার রাখতে সহায়তা করে।

ইলেক্ট্রোলাইট ব্যালেন্স – শরীরে পানি ও খনিজের ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে।

ডাইজেশন (হজম) – অল্প পরিমাণে খেলে হজমে সহায়ক বলে ধরা হয়।

ত্বক পরিচর্যা – স্নানের পানিতে দিলে ত্বক মসৃণ ও রিল্যাক্স দেয়।

⚠️ তবে মনে রাখতে হবে:

এটি সাধারণ লবণের মতোই সোডিয়াম সমৃদ্ধ। তাই উচ্চ রক্তচ

লাল চিড়া (লাল চালের চিড়া) আমাদের দেশে বেশ প্রচলিত একটি খাবার। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এর প্রধান কিছু উপকারিতা হলো –🌾 ল...
11/09/2025

লাল চিড়া (লাল চালের চিড়া) আমাদের দেশে বেশ প্রচলিত একটি খাবার। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এর প্রধান কিছু উপকারিতা হলো –

🌾 লাল চিড়ার উপকারিতা

পুষ্টিকর ও শক্তিদায়ক

লাল চিড়ায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে দ্রুত শক্তি জোগায়।

এতে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে।

আয়রনের ভালো উৎস

অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) প্রতিরোধে সহায়ক।

বিশেষ করে মহিলাদের জন্য উপকারী।

ফাইবার সমৃদ্ধ

লাল চিড়ায় আঁশ বেশি থাকে, যা হজমশক্তি বাড়ায়।

কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন রোগের ঝুঁকি থেকে রক্ষা করে।

ডায়াবেটিস রোগীদের জন্য ভালো

সাদা চিড়ার তুলনায় লাল চিড়ার গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে হঠাৎ রক্তে শর্করা বেড়ে যায় না।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

বেশি সময় পেট ভরা রাখে, ফলে অযথা খাবারের প্রবণতা কমে যায়।

হাড় ও দাঁতের জন্য উপকারী

এতে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে যা হাড়কে মজবুত রাখে।

👉 লাল চিড়া দুধ, দই, মধু, কলা, বা গুড়

রাজমা ডাল (লাল রাজমা বা কিডনি বিনস) খুবই পুষ্টিকর খাবার। এটা নিয়মিত সঠিকভাবে রান্না করে খেলে শরীরের জন্য অনেক উপকার হয়। ...
10/09/2025

রাজমা ডাল (লাল রাজমা বা কিডনি বিনস) খুবই পুষ্টিকর খাবার। এটা নিয়মিত সঠিকভাবে রান্না করে খেলে শরীরের জন্য অনেক উপকার হয়। 💡

উপকারিতা:

প্রোটিনের উৎস 🫘
নিরামিষভোজীদের জন্য রাজমা ডাল প্রোটিনের দারুণ উৎস। শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে।

আয়রন ও হিমোগ্লোবিন বৃদ্ধি করে
এতে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে অ্যানিমিয়া কমাতে সাহায্য করে।

ফাইবার সমৃদ্ধ
হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং দীর্ঘসময় পেট ভরা রাখে।

ডায়াবেটিসে উপকারী
রাজমা ডালের জটিল কার্বোহাইড্রেট ধীরে শোষিত হয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না।

হার্টের জন্য ভালো
এতে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও ফাইবার থাকার কারণে কোলেস্টেরল কমাতে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
প্রোটিন + ফাইবার থাকায় দ্রুত ক্ষুধা মেটায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।

⚠️ তবে সতর্কতা:

রাজমা কাঁচা বা আধা সিদ্ধ খাওয়া যাবে না, এতে লেকটিন (toxin) থাকে, যা পেটে ব্যথা, বমি বা ডায়রিয়া করতে পারে।

তাই সবসময় ভালোভাবে ভিজিয়ে (৮–১০ ঘণ্টা) এবং সেদ্ধ করে খেতে হবে।

Address

Uludaha Bazar Badaldi Main Road Turag Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Sinan Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sinan Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram