ডাঃ মোঃ আশিকুজ্জামান

ডাঃ মোঃ আশিকুজ্জামান "আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকেই রক্ষা করল"-সূরা মায়িদাহঃ৩২

15/01/2022

'স্ট্রোক'

30/09/2021

"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"
ভিডিও- একজন মৃত্যু-পথযাত্রী ব্যক্তির ইসিজি (Electrocardiography)

বাচ্চার বাবাঃ ডাক্তার সাহেব, আমার ছেলেডারে ভালো চিকিৎসা দেন, আপনার কাছেই পরথম আনলাম।ডাক্তারঃ কোন ঔষধ খাওয়াইছেন?বাচ্চার ব...
08/09/2021

বাচ্চার বাবাঃ ডাক্তার সাহেব, আমার ছেলেডারে ভালো চিকিৎসা দেন, আপনার কাছেই পরথম আনলাম।
ডাক্তারঃ কোন ঔষধ খাওয়াইছেন?
বাচ্চার বাবা ব্যাগ থেকে কিছু ঔষধ বের করলেন (ছবি-১) 😮😲🙄
এভাবে ঔষধ খাওয়ানোর দীর্ঘমেয়াদী ফল ভয়ানক। গত এক দশক (বিশেষভাবে করোনার সময়ে) এন্টিবায়োটিকসহ (Antibiotic) অন্যান্য ঔষধের যথেচ্ছ ব্যবহারে অনেক ঔষধের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।

ছবি-২ একজন ৩ মাস বয়সী বাচ্চার রিপোর্ট (Urine C/S)। এতে দেখা যাচ্ছে বাচ্চাটির দেহে বহুল ব্যবহৃত ১৭টি এন্টিবায়োটিক রেজিস্টেন্ট (R) বা অকার্যকরী!!!😞😔

সময় এসেছে নিজে সচেতন হবার, পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখার।

সাধারণত একই ব্যথা দুইজন ব্যক্তি ভিন্নভাবে অনুভব করে, একজন বেশী তো আরেকজন অপেক্ষাকৃত কম।সব মানুষের ক্ষেত্রেই 'ব্যথার অনুভ...
03/09/2021

সাধারণত একই ব্যথা দুইজন ব্যক্তি ভিন্নভাবে অনুভব করে, একজন বেশী তো আরেকজন অপেক্ষাকৃত কম।

সব মানুষের ক্ষেত্রেই 'ব্যথার অনুভূতি' মস্তিষ্কে পৌছায় একইভাবে। তবে পৌঁছানোর পর সেটি অগ্রমস্তিস্ক (Frontal lobe) ও লিম্বিক সিস্টেম (Limbic system) দ্বারা প্রভাবিত হয়।

অগ্রমস্তিস্ক মানুষের 'ব্যক্তিত্ব' (Personality) ও 'ব্যবহার' (Behavior) নিয়ন্ত্রণ করে, আর লিম্বিক সিস্টেম নিয়ন্ত্রণ করে 'আবেগ' (Emotion) ও 'স্মৃতি' (Memory)। অগ্রমস্তিস্ক ও লিম্বিক সিস্টেমের প্রভাবের পরই 'ব্যথার অনুভূতি' মধ্যমস্তিষ্কে (Midbrain) সর্বশেষ অনুভূত হয়।

এইজন্য 'ব্যথার অনুভূতি' আঘাতের তীব্রতা ছাড়াও ব্যক্তির 'ব্যক্তিত্ব' ও 'আবেগ' এর উপরও নির্ভর করে। সমান ব্যথায় একজন টুঁ শব্দ না করলেও আরেকজন হয়ত কুঁকড়ে যায়।

"বারবার প্রসাব মানেই পলিইউরিয়া (Polyuria) নয়, দিনে ৩লিটারের বেশী প্রসাব হলেই পলিইউরিয়া বলে।"*********পলিইউরিয়ার কারণ****...
02/09/2021

"বারবার প্রসাব মানেই পলিইউরিয়া (Polyuria) নয়, দিনে ৩লিটারের বেশী প্রসাব হলেই পলিইউরিয়া বলে।"

*********পলিইউরিয়ার কারণ********

# অতিরিক্ত তরল গ্রহণ (Excess fluid intake)
# রক্তে উচ্চমাত্রার স্যুগার (Hyperglycemia)
# রক্তে উচ্চমাত্রার ক্যালসিয়াম (Hypercalcemia)
# রক্তে নিম্নমাত্রার পটাশিয়াম (Hypokalemia)
# ডায়বেটিস ইন্সিপিডাস (Diabetes Insipidus)
# ঔষধ, যেমন- লিথিয়াম ও মূত্রবর্ধক ঔষধ (Diuretics)
# কিডনি রোগ, যেমন- Interstitial Nephritis

কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নিলে পলিইউরিয়া ঠিক হয়।

১. মাথাব্যথা কখন বিপদের লক্ষণ?২. মাথাব্যথায় কখন CT scan করানো আবশ্যক?৩. মাথাব্যথায় সর্বাবস্থায় নিরাপদ ঔষধ কি?৪. সাধারণ ক...
20/08/2021

১. মাথাব্যথা কখন বিপদের লক্ষণ?
২. মাথাব্যথায় কখন CT scan করানো আবশ্যক?
৩. মাথাব্যথায় সর্বাবস্থায় নিরাপদ ঔষধ কি?
৪. সাধারণ কিছু মাথাব্যথার উদাহরণ কি কি?
৫. 'মাইগ্রেন' এর লক্ষণ কি কি?

************নিচে ক্রমানুসারে উত্তর দেয়া হল********

উত্তর-১ঃ নিম্নোক্ত এক বা একাধিক উপসর্গ থাকলে 'বিপদ' হিসেবে বিবেচিত হবে-
ক. হঠাৎ মাথাব্যথার সৃষ্টি ও ৫ মিনিটের মধ্যেই সর্বোচ্চ তীব্রতা দেখা দেয়া
খ. মাথাব্যথার সাথে কোন অঙ্গের দূর্বলতা বা প্যারালাইসিস বা অন্যান্য স্নায়ুজনিত লক্ষণ থাকলে
গ. মাথাব্যথার সাথে ওজন হ্রাস, দূর্বলতা, জ্বর, ঘাড় শক্ত হওয়া বা র‍্যাশ থাকলে
ঘ. মাথাব্যথা অবস্থায় শুইলে ব্যথার তীব্রতা বেশী হলে
ঙ. ষাটোর্দ্ধ ব্যক্তিদের হঠাৎ মাথাব্যথা দেখা দিলে।

উত্তর-২ঃ মাথাব্যথার সাথে চেতনা হ্রাস পেতে থাকলে, স্নায়ুজনিত লক্ষণ থাকলে, প্রথমবারের মত খিচুনি হলে, এবং মাথায় আঘাত থাকলে দ্রুত CT scan করানো আবশ্যক।

উত্তর-৩ঃ Tab. Renova XR (Paracetamol 665mg) যেকোন মাথাব্যথার ক্ষেত্রে নিরাপদ। অধিকাংশ মাথাব্যথাই এতে ঠিক হয়ে যায়। এছাড়া প্রয়োজনে Aspirin, Propranolol এবং Naproxen বহুল ব্যবহৃত হয়।

উত্তর-৪ঃ সাধারণ কিছু মাথাব্যথা-
* Migraine
*Tension-type headache
* Cluster headache
* Cough or exercise-related headache
* Thunderclap headache ইত্যাদি।

উত্তর-৫ঃ মাইগ্রেন এর লক্ষণ-
ক. মাথাব্যথা
খ. বমি বা বমি-ভাব
গ. চোখের দৃষ্টিতে সমস্যা, যেমন- ঝাপসা দেখা বা লাল-নীল-সবুজ রেখা দেখা
ঘ. আলো বা শব্দে বিরক্তি লাগা
এক্ষেত্রে অন্ধকার ঘরে নিরিবিলি শুয়ে থাকতে ভালো লাগে।
এ সংক্রান্ত প্রশ্ন থাকলে মেসেজ করুন।

*************মানব মস্তিষ্ক************* মস্তিস্কের ওজন পুরো শরীরের মাত্র ২%* ওজনে কম হলেও এর প্রয়োজন সম্পূর্ণ রক্তের ২০%...
16/08/2021

*************মানব মস্তিষ্ক************
* মস্তিস্কের ওজন পুরো শরীরের মাত্র ২%
* ওজনে কম হলেও এর প্রয়োজন সম্পূর্ণ রক্তের ২০%
* প্রতি মিনিটে প্রায় ৭৫০ মিলি রক্ত মস্তিস্কে প্রবাহিত হয়
* মস্তিস্কের শক্তির উৎস অক্সিজেন ও গ্লুকোজ
* রক্ত মস্তিস্কে ঢুকে বের হয়ে আসতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে
* মাত্র ১০ সেকেন্ড অক্সিজেন ঘাটতি বা রক্তপ্রবাহ বাধাগ্রস্থ হলে মানুষ অজ্ঞান হয়ে যায়

যে কোন জেলার করোনা ইউনিটে কয়টি ICU বা General বেড খালি আছে জানতে ক্লিক করুন 👉
02/08/2021

যে কোন জেলার করোনা ইউনিটে কয়টি ICU বা General বেড খালি আছে জানতে ক্লিক করুন 👉

This app provides COVID Hospitals available beds information in Bangladesh.

♥ আমার কর্মস্থল ♥ খুলনা বিভাগের অহংকার ♥
27/07/2021

♥ আমার কর্মস্থল ♥ খুলনা বিভাগের অহংকার ♥

Address

Dhaka Medical College Hospital
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মোঃ আশিকুজ্জামান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মোঃ আশিকুজ্জামান:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category