20/08/2021
১. মাথাব্যথা কখন বিপদের লক্ষণ?
২. মাথাব্যথায় কখন CT scan করানো আবশ্যক?
৩. মাথাব্যথায় সর্বাবস্থায় নিরাপদ ঔষধ কি?
৪. সাধারণ কিছু মাথাব্যথার উদাহরণ কি কি?
৫. 'মাইগ্রেন' এর লক্ষণ কি কি?
************নিচে ক্রমানুসারে উত্তর দেয়া হল********
উত্তর-১ঃ নিম্নোক্ত এক বা একাধিক উপসর্গ থাকলে 'বিপদ' হিসেবে বিবেচিত হবে-
ক. হঠাৎ মাথাব্যথার সৃষ্টি ও ৫ মিনিটের মধ্যেই সর্বোচ্চ তীব্রতা দেখা দেয়া
খ. মাথাব্যথার সাথে কোন অঙ্গের দূর্বলতা বা প্যারালাইসিস বা অন্যান্য স্নায়ুজনিত লক্ষণ থাকলে
গ. মাথাব্যথার সাথে ওজন হ্রাস, দূর্বলতা, জ্বর, ঘাড় শক্ত হওয়া বা র্যাশ থাকলে
ঘ. মাথাব্যথা অবস্থায় শুইলে ব্যথার তীব্রতা বেশী হলে
ঙ. ষাটোর্দ্ধ ব্যক্তিদের হঠাৎ মাথাব্যথা দেখা দিলে।
উত্তর-২ঃ মাথাব্যথার সাথে চেতনা হ্রাস পেতে থাকলে, স্নায়ুজনিত লক্ষণ থাকলে, প্রথমবারের মত খিচুনি হলে, এবং মাথায় আঘাত থাকলে দ্রুত CT scan করানো আবশ্যক।
উত্তর-৩ঃ Tab. Renova XR (Paracetamol 665mg) যেকোন মাথাব্যথার ক্ষেত্রে নিরাপদ। অধিকাংশ মাথাব্যথাই এতে ঠিক হয়ে যায়। এছাড়া প্রয়োজনে Aspirin, Propranolol এবং Naproxen বহুল ব্যবহৃত হয়।
উত্তর-৪ঃ সাধারণ কিছু মাথাব্যথা-
* Migraine
*Tension-type headache
* Cluster headache
* Cough or exercise-related headache
* Thunderclap headache ইত্যাদি।
উত্তর-৫ঃ মাইগ্রেন এর লক্ষণ-
ক. মাথাব্যথা
খ. বমি বা বমি-ভাব
গ. চোখের দৃষ্টিতে সমস্যা, যেমন- ঝাপসা দেখা বা লাল-নীল-সবুজ রেখা দেখা
ঘ. আলো বা শব্দে বিরক্তি লাগা
এক্ষেত্রে অন্ধকার ঘরে নিরিবিলি শুয়ে থাকতে ভালো লাগে।
এ সংক্রান্ত প্রশ্ন থাকলে মেসেজ করুন।