30/12/2024
ধনুষ্টংকার বা টিটেনাস (tetanus) এর মতো ভয়ংকর জীবাণু কোথায় থাকে ??! এই টিটেনাস ( ) কি??!
বেশিরভাগ মানুষের ধারণা মরিচা পড়া লোহা / টিন দিয়ে কাটলেই কেবল টিটেনাস হয়!
এজন্য মরিচা পড়া লোহা দিয়ে কাটলেই শুধু এ,টি,এস( ATS) + টি,আই,জি ( TIG) দেয়া হয়।
যা ভুল!!!
লোহা জাতীয় জিনিষে কি টিটেনাস জন্মায়/ সংখ্যা বাড়ায়!?
এটি এমন একটি রোগ যা ক্লসট্রিডিয়াম টিটেনি এর এক্সোটক্সিন এর মাধ্যমে হয় এবং শরীর এর কোনো কাঁটা অংশ এর মধ্য দিয়ে এ জীবাণু প্রবেশ করে! এর ফলে প্রচন্ড ব্যাথার সাথে আমাদের ঐচ্ছিক মাংশপেশীর সংকোচন হয়।
এই জীবাণু সাধারণ তাপে নষ্ট হয় না, ১২০ডিগ্রী সেলসিয়াস ও প্রচন্ড চাপে নষ্ট হয়। তাই কোন বস্তু পানিতে সিদ্ধ করলেও এই জীবাণু মরে না! পানির সর্বোচ্চ তাপমাত্রা হয় সাধারনত ১০০ডিগ্রী সেলসিয়াস ।
এই #জীবানু-র উৎস হলো মাটি ও ময়লা
গবাদি পশু, ঘোড়া, ভেড়া এর অন্ত্রেও এই #জীবাণু থাকে। তাই এদের মলেও পাওয়া যায়।
মজার ব্যাপার এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না, এর মানে এটি #ছোঁয়াচে_রোগ নয় ।
যেকোন কাঁটা ছেড়াতেই টিটেনাস হতে পারে।
অপারেশনে অনেক সাবধানতা অবলম্বন করলেও এর টিকা দেওয়া হয় ।
কাদের বেশি হতে পারে ?
-কৃষক
-মাটির কাজ করে যারা
-মেথর
-বাচ্চারা
-সৈন্য
-মায়েদের বাচ্চা হওয়ার সময় হতে পারে!
এর কি #টীকা আছে?
জন্মের পর DPT টিকা দেয়া হয়,
এরপর ৬,১০ ও ১৪ সপ্তাহে
এটা EPI এর মাধ্যমে দেওয়া হয়।
এছাড়া মহিলাদের ১৫বছর বয়সের পর দেওয়া উচিত ৫ টি TT টিকা
১ম: ১৫ বছর বয়সের পর
২য়: ১ম ডোজের ৪ সপ্তাহ পর
৩য়: ২য় ডোজের ৬ মাস পর
৪র্থ: ৩য় ডোজের ১বছর পর
৫ম: ৪র্থ ডোজের ১ বছর পর
সুরক্ষা পাওয়া যায় ৫ বছর!
এরপর ৩বছর পর, ৫বছর পর ও ১০ বছর পর দিলে পাওয়া যায় আজীবন সুরক্ষা!
#গর্ভবতী মায়েদের দেয়া হয় ২টি ডোজ(আগে না দেওয়া থাকলে)
প্রথম ডোজ ফার্স্ট ট্রাইমেস্টার( ৩মাস) পর ও দ্বিতীয় ডোজ তার ৪ সপ্তাহ পর।
এটি ডেলিভারীর সময় সুরক্ষা দেয়, বাচ্চাকেও!
এছাড়া কাঁটা ছেড়া, অপরিচ্ছন্ন কাঁটা অংশ, সড়ক দূর্ঘটনা ইত্যাদিতে দেওয়া উচিত ।
সাধারণ ভাবে কাটলে কি করবেন??
যদি TT শিডিউল পাঁচ বছরের বেশি না হয় তবে কিছুই করতে হবে না।
আর যদি দেওয়া না থাকে তাহলে
TIG + TT Vaccine
দিতে হবে ও TT এর কোর্স কমপ্লিট করতে হবে।
( TIG দ্রুত কাজ শুরু করে,কিন্ত কম সময় প্রটেকশন দেয়, ৩০দিন।
TT কাজ শুরু করে দেরীতে,৩০ দিনে।
ATS, ৭-১০দিন)
ATS কম ব্যবহার করা হয় কারন অনেকের মাঝে কিছু সাইড ইফেক্ট হয় যেমন জ্বর, ইঞ্জেকশানের জায়গা ফুলে যাওয়া ঘটে।
বাজারে TT পাওয়া যায় inj.TT vax 0.5ml, Inj. Vaxitet 0.5ml
আর TIG পাওয়া যায়, protet IG 250 IU,
অবশ্যই দুই ইঞ্জেকশান দুই হাতে দিতে হবে।
কারণ, একটি এন্টিজেন অপরটি এন্টিবডি।