Doctor.Kusum Khan

Doctor.Kusum Khan Let's build a healthy boundary. Healthy body, mind & soul.

22/11/2025

আজকে যেসব আফটারশক অনুভূত হলো, বিশেষজ্ঞদের মতে,
প্রথম ২৪ ঘণ্টায় আফটারশক বেশি হতে পারে।

৩–৭ দিনের মধ্যে এগুলোর মাত্রা ধীরে ধীরে কমে আসে
বড় ভূমিকম্প হলে কয়েক সপ্তাহ বা মাসব্যাপী হালকা কম্পন হতে পারে। ৫.২ মাত্রার আশেপাশে ভূমিকম্প হলে কিছুদিন ছোটখাটো আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে

বাংলাদেশের এই ভূমিকম্পের ফলে দেশের আশপাশের টেকটোনিক প্লেট কিছুটা নড়ে যেতে পারে।

সাধারণত এমন বড় কম্পনের পর প্লেটগুলো আবার নিজেদের স্বাভাবিক অবস্থানে স্থির হতে সময় নেয়।
সেই সময়ের মধ্যে ছোটখাটো আরও কয়েকটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে।
এমনকি কখনো কখনো বড় কম্পনও হতে পারে—সবই নির্ভর করে প্লেটের চাপ কীভাবে মুক্ত হচ্ছে তার ওপর।

তবে যদি প্লেটটি আবার তার স্বাভাবিক অবস্থানে স্থির হয়ে যায়, তাহলে ঝুঁকি অনেকটাই কমে যায়।
সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে, আর যদি তার স্বাভাবিক স্থানে বসতে না পারে তাহলে আমাদের কপালে কি আছে একমাত্র আল্লাহতালাই জানে।

🔸বেশি বেশি ইস্তেগফার পড়ুন
🔸দ্বীনের পথে পরিপূর্ণভাবে ফিরে আসুন
🔸দান-সাদাকা করুন
🔸সেফটি মেজার নেয়া অবশ্যই জরুরি

20/09/2025

🔹এক টন AC মানে আসলে কী?

১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন (১০০০কেজি) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।

🔹১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?

মনে করি এসি ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে (কমবেশি হতে পারে )।
▫️দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
▫️ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট

বাংলাদেশে বিদ্যুতের গড় দাম মনে করি ৮ টাকা/ইউনিট।

তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা।

📌তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।

🔹ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?

AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -

একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটি অন হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার অন হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটি দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে, বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই অনেক বিদ্যুৎ খরচ বাচায়।

🔳 How to measure nuchal fold at 17-20 weeks
31/07/2025

🔳 How to measure nuchal fold at 17-20 weeks

19/07/2025

my 5th year on . you for your continuing support. I could never have made it without you. 🤗 🎉

Tanzila Kusum Khan
03/07/2025

Tanzila Kusum Khan

We share our love through acts of service.
19/05/2025

We share our love through acts of service.

13/05/2025
Before Eid🌙 Last Working Day 🤍👩🏻‍⚕️
27/03/2025

Before Eid🌙 Last Working Day 🤍👩🏻‍⚕️

Inside mother’s womb.Human & Animals SubhanAllah 💖We have certainly created man in the best of stature﴿لَقَدْ خَلَقْنَا ...
19/03/2025

Inside mother’s womb.
Human & Animals
SubhanAllah 💖

We have certainly created man in the best of stature

﴿لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ﴾
[আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। [সূরা ত্বীন: 4]

30/12/2024

ধনুষ্টংকার বা টিটেনাস (tetanus) এর মতো ভয়ংকর জীবাণু কোথায় থাকে ??! এই টিটেনাস ( ) কি??!

বেশিরভাগ মানুষের ধারণা মরিচা পড়া লোহা / টিন দিয়ে কাটলেই কেবল টিটেনাস হয়!

এজন্য মরিচা পড়া লোহা দিয়ে কাটলেই শুধু এ,টি,এস( ATS) + টি,আই,জি ( TIG) দেয়া হয়।
যা ভুল!!!

লোহা জাতীয় জিনিষে কি টিটেনাস জন্মায়/ সংখ্যা বাড়ায়!?

এটি এমন একটি রোগ যা ক্লসট্রিডিয়াম টিটেনি এর এক্সোটক্সিন এর মাধ্যমে হয় এবং শরীর এর কোনো কাঁটা অংশ এর মধ্য দিয়ে এ জীবাণু প্রবেশ করে! এর ফলে প্রচন্ড ব্যাথার সাথে আমাদের ঐচ্ছিক মাংশপেশীর সংকোচন হয়।

এই জীবাণু সাধারণ তাপে নষ্ট হয় না, ১২০ডিগ্রী সেলসিয়াস ও প্রচন্ড চাপে নষ্ট হয়। তাই কোন বস্তু পানিতে সিদ্ধ করলেও এই জীবাণু মরে না! পানির সর্বোচ্চ তাপমাত্রা হয় সাধারনত ১০০ডিগ্রী সেলসিয়াস ।

এই #জীবানু-র উৎস হলো মাটি ও ময়লা
গবাদি পশু, ঘোড়া, ভেড়া এর অন্ত্রেও এই #জীবাণু থাকে। তাই এদের মলেও পাওয়া যায়।

মজার ব্যাপার এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না, এর মানে এটি #ছোঁয়াচে_রোগ নয় ।

যেকোন কাঁটা ছেড়াতেই টিটেনাস হতে পারে।
অপারেশনে অনেক সাবধানতা অবলম্বন করলেও এর টিকা দেওয়া হয় ।

কাদের বেশি হতে পারে ?
-কৃষক
-মাটির কাজ করে যারা
-মেথর
-বাচ্চারা
-সৈন্য
-মায়েদের বাচ্চা হওয়ার সময় হতে পারে!

এর কি #টীকা আছে?
জন্মের পর DPT টিকা দেয়া হয়,
এরপর ৬,১০ ও ১৪ সপ্তাহে
এটা EPI এর মাধ্যমে দেওয়া হয়।
এছাড়া মহিলাদের ১৫বছর বয়সের পর দেওয়া উচিত ৫ টি TT টিকা

১ম: ১৫ বছর বয়সের পর
২য়: ১ম ডোজের ৪ সপ্তাহ পর
৩য়: ২য় ডোজের ৬ মাস পর
৪র্থ: ৩য় ডোজের ১বছর পর
৫ম: ৪র্থ ডোজের ১ বছর পর

সুরক্ষা পাওয়া যায় ৫ বছর!
এরপর ৩বছর পর, ৫বছর পর ও ১০ বছর পর দিলে পাওয়া যায় আজীবন সুরক্ষা!

#গর্ভবতী মায়েদের দেয়া হয় ২টি ডোজ(আগে না দেওয়া থাকলে)
প্রথম ডোজ ফার্স্ট ট্রাইমেস্টার( ৩মাস) পর ও দ্বিতীয় ডোজ তার ৪ সপ্তাহ পর।
এটি ডেলিভারীর সময় সুরক্ষা দেয়, বাচ্চাকেও!

এছাড়া কাঁটা ছেড়া, অপরিচ্ছন্ন কাঁটা অংশ, সড়ক দূর্ঘটনা ইত্যাদিতে দেওয়া উচিত ।

সাধারণ ভাবে কাটলে কি করবেন??
যদি TT শিডিউল পাঁচ বছরের বেশি না হয় তবে কিছুই করতে হবে না।

আর যদি দেওয়া না থাকে তাহলে
TIG + TT Vaccine
দিতে হবে ও TT এর কোর্স কমপ্লিট করতে হবে।
( TIG দ্রুত কাজ শুরু করে,কিন্ত কম সময় প্রটেকশন দেয়, ৩০দিন।
TT কাজ শুরু করে দেরীতে,৩০ দিনে।
ATS, ৭-১০দিন)
ATS কম ব্যবহার করা হয় কারন অনেকের মাঝে কিছু সাইড ইফেক্ট হয় যেমন জ্বর, ইঞ্জেকশানের জায়গা ফুলে যাওয়া ঘটে।

বাজারে TT পাওয়া যায় inj.TT vax 0.5ml, Inj. Vaxitet 0.5ml
আর TIG পাওয়া যায়, protet IG 250 IU,
অবশ্যই দুই ইঞ্জেকশান দুই হাতে দিতে হবে।
কারণ, একটি এন্টিজেন অপরটি এন্টিবডি।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor.Kusum Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor.Kusum Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category