05/09/2025
পাইলস হয়েছে কি না বোঝার জন্য কয়েকটা লক্ষণ নিজে একা খেয়াল করা যায়। মলত্যাগের সময় বা পরে টাটকা লাল রক্ত আসতে পারে, সাথে মলদ্বারে ব্যথা বা জ্বালা অনুভব হয়। অনেক সময় চারপাশে চুলকানি ও অস্বস্তি থাকে। যদি মলদ্বারের বাইরে ছোট গুটি বা ফোলা টের পাওয়া যায়, তবে সেটিও একটি সাধারণ লক্ষণ। এছাড়া প্রায়ই মনে হয় মল পুরোপুরি পরিষ্কার হয়নি, ভেতরে চাপ রয়ে গেছে। এসব উপসর্গ একসাথে দেখা দিলে বুঝতে হবে পাইলস হতে পারে, তবে নিশ্চিতভাবে জানার জন্য ডাক্তার দেখানো সবচেয়ে নিরাপদ উপায়।
#পাইলস
#ভেষজচিকিৎসা