30/08/2023
✅ মানসিক স্বাস্থ্য কেন প্রয়োজন?
আমরা সুস্থ বলতে শারীরিক সুস্থতাকেই বুঝি। কিন্তু মানসিক স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখনও অনেকেই জানি না। আবার অনেকে জেনেও মানতে চায় না। মানসিক অসুস্থতা বলতে সমাজে একটি শব্দ প্রচলিত আছে "পাগল" । কিন্তু মানসিক অসুস্থতা যেকোনো মানুষের যেকোনো সময় হতে পারে।
একটু বুঝিয়ে বলি, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি যখন আমাদের নিজেদের অবসাদগ্রস্থ মনে হয়, আমরা মানসিক চাপ অনুভব করি, অথবা জীবনের এমন কোনো দুর্ঘটনা যা আমরা কখনওই ভুলতে পারি না, সেই কষ্টগুলো আমাদের তাড়া করে বেড়ায়। সমাজের কুসংস্কারের কারণে মানুষ নিজেদের ভিতরের কথাগুলো কাউকে বলতে সাহস পায় না। কারণ মানুষ খুব সহজেই আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে বসে। মানুষ খুব সহজেই জাজমেন্টাল হয়ে যায় তাই তারা আপনার কথা শুনে আপনাকে নিয়ে বাজে ধারণা করে ফেলে।
আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই, মানসিক স্বাস্থ্য প্রয়োজন কারণ একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে হলে তাকে শারীরিক ও মানসিক দুভাবেই সুস্থ থাকতে হবে। শারীরিক ও মানসিক একে অপরের বিকল্প নয় বরং একে অপরের পরিপূরক। তাই আমাদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরো সচেতন হতে হবে।
✅ মানসিক স্বাস্থ্য কি?
মানসিক স্বাস্থ্য হচ্ছে মনের একটি স্থায়ী অবস্থা, যেখানে ব্যক্তি মানসিক ভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে, নিজের সাথে এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নিয়ে ভাল থাকতে পারে। ব্যক্তি নিজেকে উপলব্ধি করা সহ নিজেকে জানতে পারে অর্থাৎ নিজের শক্তিশালী ও দুর্বল দিক গুলো সম্পর্কে জানতে পারে।
✅ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কেনো প্রয়োজন?
আগেই বলেছি মানুষ শুধু শারীরিক ও মানসিক দুভাবেই সুস্থ থাকলে একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ বলতে পারি। আমরা আমাদের ব্যক্তিগত ও কর্মজীবনে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি যেখানে আমাদের অনেক কিছু বুঝে আচরণ করতে হয়। ধরা যাক, আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে একটি কাজ দিয়েছে সেটা আজকেই করতে হবে আবার বাড়িতে আপনার মেয়ের জন্মদিন সেখানে সময়মতো থাকতে হবে। এখন এই অবস্থায় আপনার কি করা উচিৎ? আপনি কি সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন? এই অবস্থাটাই মানসিক চাপ। যারা এই ধরনের অবস্থা থেকে নিজেকে খুব তাড়াতাড়ি বের করতে পারে তারা অন্যদের তুলনায় মানসিক ভাবে সুস্থ। তাই মানসিক স্বাস্থ্য সচেতনতা আমাদের প্রত্যেকের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়।
কখন বুঝবেন আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে?
মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে কিনা সেটা বুঝতে হলে কিছু লক্ষণ দেখতে পারেন।
🟩 দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা, মন খারাপের কোনো কারণ খুঁজে না পাওয়া।
🟩 আগে যে কাজগুলো করতে আনন্দ পেতেন সেগুলো করতে উৎসাহ না পাওয়া।
🟩 চেষ্টা করা সত্ত্বেও আগের মত কাজে মনোযোগী হতে না পারা।
🟩 চিন্তা শক্তি আগের থেকে দুর্বল হয়ে যাওয়া।
🟩 সারাক্ষণ অস্থির লাগা।
উপরের লক্ষণগুলো খুব সাধারণ আরো অনেক লক্ষণ আছে যার দ্বারা আপনি মানসিক ভাবে অসুস্থ সেটা বোঝা যাবে।
এধরনের লক্ষণগুলো আপনার বা আপনার পরিচিত কারো সাথে মিলে গেলে, যোগাযোগ করুন আমাদের সাথে।