01/11/2025
✅ চুল পড়া নিয়ে চিন্তিত? PRP থেরাপি
📌 চুল পড়া চিকিৎসার আধুনিক চিকিৎসা ব্যবস্থা
🟣 প্রাচীনকাল থেকেই রুপ সৌন্দর্যের প্রতীক হিসেবে চুলের কদর অনেক বেশি। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ঘন ও সুন্দর চুল সবার কাম্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চুলের সমস্যা এখন একটি অতি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণ এবং নানাধরনের ভেজাল খাবারের কারণে চুলের বেশ ক্ষতি হচ্ছে। ফলস্বরুপ চুল পড়ে গিয়ে দেখা দিচ্ছে টাক।
🟣 নারী পুরুষ নির্বিশেষে সবাই এই টাক মাথার সমাধান করার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে চেস্টার পরও তাদের হতাশা পেয়ে বসে। কিন্তু মাথায় নতুন চুলও উঠেনা বা চুল ঘনও হয়না।
পাতলা চুল বা টাক মাথা নিয়ে তৈরী হয় হীনমন্যতা।
🟣 অথচ সঠিক চিকিৎসা নিলে চুল পড়া তেমন কোন সমস্যা হিসেবে পরিগণিত হওয়ার কথা না।
আসুন জেনে নেয়া যাক চুল পড়া বন্ধ করা, চুলের বৃদ্ধি ঘটানো বা চুল ঘন করতে আসলেই সাহায্য করে কোন পদ্ধতি।
🟣 পিআরপি বা প্লেলেট সমৃদ্ধ প্লাজমা থেরাপি এমন একটি কার্যকর থেরাপি, যা টাক মাথায় (ক্লাস ৪, ৫ ব্যতীত) চুল গজাতে সাহায্য করে আপনাকে ফিরিয়ে দেয় আপনার সৌন্দর্য। এই পদ্ধতিতে তিনটি মৌলিক ধাপ রয়েছে।
🟣 প্রথমে আপনার শরীর থেকে সামান্য কিছু রক্ত নেয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে মেশিনের সাহায্যে রক্তের Platelet Rich Plasma(PRP) আলাদা করা হয়। এবং সবশেষে আপনার মাথার স্কিনে সূক্ষ্ম Insulin Syringe দিয়ে ইনজেকশন হিসাবে দেয়া হয়। ইনজেকশন দেয়ার আগে অবশ্যই স্থানটি অবশ করা হয় ।
👉 পিআরপি নিয়ে যা জানা উচিত-
🔵 অনেক গবেষণায় দেখা গিয়েছে যে পিআরপি চুল পড়া, চুল পাতলা হওয়া এবং বয়সজনিত টাক পড়া আটকানোর জন্য সফল নন–সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি।
🔵 এটি চুলের বৃদ্ধির সময় বাড়ায়, চুল পড়া কমায় এবং পাতলা হওয়া চুল আবার ঘন করে তুলে মাথার ফাঁকা হয়ে যাওয়া ত্বককে স্বাভাবিকভাবে গজানো নতুন চুলে ঢেকে দেয়।
🔵 প্রথম সেশন এরপর রোগী নিজের চুল পড়া কমেছে বলে বুঝতে পারেন অধিকাংশ ক্ষেত্রে । এবং সাধারণত তৃতীয় সেশনের পর নতুন চুল গজানোর লক্ষণ দেখতে পারেন অনেক ক্ষেত্রেই রোগী সমস্যা অনুযায়ী।
🔵 চুল পড়ার মাত্রা এবং চুল পাতলা হয়ে যাওয়ার পরিমাণের উপর নির্ভর করে রোগীর কতগুলি সেশন পিআরপির প্রয়োজন। PRP থেরাপি দেওয়ার পর রোগীভেদে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী মেন্টেনেন্স সেশন লাগবে কিনা, এবং সঙ্গে লাগানোর ও খাওয়ার প্রয়োজনীয় ওষুধপত্রের নির্দেশ চিকিৎসক দিয়ে থাকেন।
👉 PRP থেরাপি দেওয়ার পর যে পরিবর্তন বা সুবিধা একজন রোগী পেয়ে থাকেনঃ
🟢 চুল পড়া বন্ধ করে।
🟢 নতুন চুল গজাতে সাহায্য করে।
🟢 চুল ঘন হতে সাহায্য করে ।
🟢 PRP চুল পড়া রোগীর নিজের রক্ত থেকে তৈরী করা হয় বলে এটি ১০০% নিরাপদ।
🟢 এর কোন ধরনের Side Effect নেই ।
🟢 এটি একটি সহজ অস্ত্রোপচার পদ্ধতি।
🟢 প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে শুধুমাত্র 60-90 মিনিট সময় নেয়
PRP একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া , পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনে শেষ না করলে রেজাল্ট পাওয়া কঠিন।
👉 পিআরপি থেরাপি কারা দিতে পারবেন?
🟡 নারী ও পুরুষ উভয়েই
🟡 যাদের চুলের ঘনত্ব খুবই কমে গেছে
🟡 স্ক্যাল্প দেখা যায়
🟡 যাদের দীর্ঘমেয়াদি কোন চর্মরোগ নেই
🟡 পিআরপি থেরাপি একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ পদ্ধতি। দুই একদিনের জন্য হয়তো ত্বকে বেদনা বা লাল গুটির মতো ক্ষুদ্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
🟡 তবে, যাদের চুলের গোঁড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের জন্যে এই চিকিৎসা কোনো উপকারে আসবে না। তাই চুল হালকা হতে শুরু করলেই চিকিৎসকের পরামর্শ নিন।
=
👨⚕️ ডা. চৌধুরী রাশেদুল মুগনী
প্লাস্টিক, অ্যাস্থেটিক ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন
সহকারী অধ্যাপক, (বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগ)
এফসিপিএস (প্লাস্টিক সার্জারি এবং রিকন্সট্রাকটিভ সার্জারি),
এমআরসিএস (ইংল্যান্ড), এমআরসিএসইডি
এমবিবিএস (এএফএমসি),
ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট সার্জারী (আইপিএ, ভারত)
-
☑️রোগী দেখছেনঃ
🏥একাগ্রা হেলথ
📌ঠিকানাঃ ওহাব পয়েন্ট, লিফট ৭, বাসা ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা
(ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক ভবন ১-এর পাশের বিল্ডিং)
🕔রোগী দেখার সময়ঃ শনিবার, সোমবার ও বৃহস্পতিবার ( বিকাল ৪ টা থেকে রাত ৮টা )
ও রবি, মঙ্গল ও বুধবার (সকাল ৯ টা থেকে দুপুর ২ টা)
☎ এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন: 01842-182545 (WhatsApp)
-
📌YouTube Channel: https://www.youtube.com/.rashedsurgeryinsight
🌐 Visit website: www.drcrmughni.com
=
#চুলেরযত্ন