15/03/2022
প্রথম ১০ জনের ৫০% পর্যন্ত ছাড়!!
এখন আর ডাক্তারের পরামর্শ নিতে প্লেন ভাড়া দিয়ে পাড়ি জমানোর দিন শেষ!
আমরা আপনার কাছেই নিয়ে চলে এসেছি ১৪০০+ #আমেরিকান_স্পেশালিষ্টস (সকলের এক্সপেরিয়েন্স ৫ বছরের ও বেশি)।
আর হ্যা, বাংলাদেশে "Versatile"-ই প্রথম।
আমাদের সেবা পক্রিয়াসমূহঃ
- সর্বপ্রথম একজন মেডিকাল এসিস্ট্যান্ট আপনার পূর্ববর্তী রোগ এবং ইত্যাদি হিস্ট্রি নোটডাউন করবেন। (১০ মিনিট)
- একজন বাংলাদেশি MBBS ডাক্তার আমাদের অত্যাধুনিক #মেডিক্যাল_সরঞ্জাম (Tytocare) দিয়ে আপনার প্রাথমিক পরীক্ষা করবেন। (১০ মিনিট)
- ডক্টর ফিলিপ কিংবা তার মত দক্ষ স্পেশালিষ্ট এর পরামর্শ পর্ব সম্পাদন হবে " ক্লাউড ভিডিও প্লাটফর্মের মাধ্যমে "।(১০ মিনিট)
- সর্বশেষে একজন MBBS ডাক্তার, ডক্টর ফিলিপ কিংবা অন্যান্য আমেরিকান ডাক্তার এর সাথে আপনার কথপোকথন এবং আপনার করণীয় নিয়ে আলোচনা করবেন। এই পর্বের উদ্দেশ্যই থাকবে আপনাকে মানসিকভাবে আপনার রোগের বিরুদ্ধে মানসিক শক্তি যোগানো। (৫-১৫ মিনিট)
উপরোক্ত সকল সেবা (পরীক্ষা + পরামর্শ + গাইডলাইন) পাচ্ছেন মাত্র ২৮০০/- টাকায়!!
তাই আর দেরী না করে এখনই ুন আমাদের!
দেশ সেরা সাস্থ্যসেবার লক্ষ্যে "ভারসাটাইল হেলথকেয়ার"
সদা থাকবে আপনার পাশে-
Versatile Healthcare and Consultation Centre is a specialised with ultra modern in-house medical equipment. Our 1439+ registered Doctors will operate their activities directly from United States of America.