02/08/2022
একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি ...........
রহমান সাহেব ( বয়স ৭৪ বছর ) বিভিন্ন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত , তাঁর আছে - ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ । ২০১৪ সালে তিনি স্ট্রোক করেছেন । সে সময় বেসরকারী আই সি ইউ তে প্রায় একমাস যাবত চিকিৎসা নিতে হয়েছিলো তাঁকে । এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন তাঁর পরিবারের জন্য ছিলো ভীষণ কষ্টসাধ্য ।
রহমান সাহেবের রক্তচাপ প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় , স্ট্রোকের পর শরীরে লবনের তারতম্য দেখা দিয়েছে , প্রায়ই রক্তে সোডিয়াম কমে যায় , এরই মধ্যে কয়েকবার তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। প্রতিবারই বাধ্য হয়ে তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে/ করা হয়েছে ।
রহমান সাহেব দীর্ঘ ৭ মাস যাবত আমাদের অধীনে চিকিৎসাধীন আছেন । তাঁকে প্রতি সপ্তাহে কনসালটেন্ট রুটিন চেক আপ করেন , বাসায় পাচ্ছেন নার্সিং এবং ফিজিও সেবা , তাঁকে শুধুমাত্র প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাই করানো হয় । আমরা তাঁকে তার নিজ বাসভবনেই বিশ্বমানের চিকিৎসা সাপোর্ট দিচ্ছি , এজন্য তাঁর পরিবারকে প্রতি মাসে যেই পরিমান অর্থ খরচ করতে হয় - সেটা বেসরকারী হাসপাতালের আইসিইউর দুই দিনের বিলের চেয়েও অনেক কম ।
আমাদের চিকিৎসা সেবায় আছে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা ।
বাংলাদেশে আমরাই সর্বপ্রথম হোম আইসিইউ, এইচডিইউ, পোস্ট স্ট্রোক, জেরিয়াট্রিক, পেলিয়েটিভ সাপোর্ট নিয়ে কাজ করছি । আমাদের আছে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট প্যানেল, স্পেশালিস্ট এবং রেজিস্ট্রার প্যানেল , ২৪/৭ নার্সিং , ল্যাব , এ্যাম্বুলেন্স , এভিয়েশন বা এয়ার এ্যাম্বুলেন্স সাপোর্ট ।
আস্থা রাখুন নির্বিঘ্নে ......... ❤️