15/12/2025
আসসালামু আলাইকুম,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে Apollo Clinic® (Licensee: JMI Specialized Hospital Ltd.) 64 Satmasjid Road, Dhaka 1209 এ আগামি ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, এক বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই দিনে, নিম্নলিখিত বিভাগের রোগীরা বিনামূল্যে পরামর্শ গ্রহণ করতে পারবেন:
১. জেনারেল সার্জারী বিশেষজ্ঞ
২. রক্ত রোগ বিশেষজ্ঞ
৩. কার্ডিওলজি বিশেষজ্ঞ
৪. মেডিসিন বিশেষজ্ঞ
৫. শিশু বিশেষজ্ঞ
৬. স্ত্রীরোগ বিশেষজ্ঞ
৭. ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন
Apollo Clinic® এর এই উদ্যোগের মাধ্যমে, বিজয় দিবসের মহিমাকে আরো বড় করে তুলে ধরতে ও জনগণের নিরলস স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ২৪ ঘন্টা ৭ দিন Apollo Clinic® এর পাশে আছে।
স্বাস্থ্যসেবা লিমিটেডের সকল শুভানূধ্যায়ীকে এই বিশেষ সেবার সুযোগ গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এপোয়েন্টমেন্ট ও হেল্প-লাইনঃ
09677 444 222
09611 530 530
01405-600700
ধন্যবাদান্তেঃ
Apollo Clinic®
(Licensee: JMI Specialized Hospital Ltd.)
64 Satmasjid Road, Dhaka 1209।
Please visit to get an appointment:
https://sasthyaseba.com/hospitals/apollo-clinic-dhanmondi-jmi-specialized-hospital/updates/bijy-dibs-uplkshe-apollo-clinic-er-bisesh-udzog