The Mollika Dental Care

The Mollika Dental Care We don’t cover miles, we uncover smiles

দাঁতের যত্নে আমরা আছি আপনার পাশে।
02/12/2025

দাঁতের যত্নে আমরা আছি আপনার পাশে।

25/11/2025

📢 পাবলিক নোটিশ – ভ্যাম্পায়ার টুথ (Vampire Tooth) সম্পর্কে জরুরি ঘোষণা

দি ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমাদের সকল রোগী ও শুভাকাঙ্ক্ষীদের জানানো যাচ্ছে—

আমাদের চেম্বারে ভ্যাম্পায়ার টুথ, দাঁতে অলংকার বসানো এমন কোনো কসমেটিক প্রক্রিয়া করা হয় না।
কারণ:

---

🦷 ১. চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি গুরুতর Malpractice

***দাঁতের স্বাভাবিক canine guidance নষ্ট হয়ে যায়,

***চিবানো, জয়েন্ট (TMJ) এমনকি ভবিষ্যতে দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে,

***দাতের এনামেল একবার ক্ষতিগ্রস্ত হলে তা আর ফিরে আসে না।

---

🕌 ২. ইসলামের দৃষ্টিতে এটি স্পষ্টভাবে নিষিদ্ধ (হারাম)

ইসলামে আল্লাহ প্রদত্ত শরীরের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করা বা বিকৃত করা নিষিদ্ধ।
হাদিসে দাঁতের আকার পরিবর্তন স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
তাই ভ্যাম্পায়ার টুথ বানানো ইসলামের দৃষ্টিতেও বৈধ নয়।

---

🧠 ৩. আমরা দায়িত্বশীল ও নৈতিক চিকিৎসায় বিশ্বাসী

রোগীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন কোনো চিকিত্সা আমরা করি না এবং করি না এমন প্রক্রিয়া প্রচারও করি না।

---

📌 আমাদের অনুরোধ

স্বাস্থ্য ও ধর্ম—দুটিকে মাথায় রেখে এমন ক্ষতিকর ও নিষিদ্ধ কসমেটিক ডেন্টাল পরিবর্তন থেকে দূরে থাকুন।
সুস্থ দাঁত, সুন্দর হাসি—এটাই আপনার আসল সৌন্দর্য।

অনেকে আমাকে ফোন দিয়ে ভ্যাম্পায়ার টুথ করতে চাইছেন তোদের উদ্দেশ্যে মূলত পোস্টটি করা।
ছবিগুলো সংগ্রহীত

👶🦷 শিশুর দাঁতের যত্ন – ছোট থেকেই শুরু হোক অভ্যাস!শিশুর প্রথম দাঁত ওঠা মানেই যত্নের নতুন অধ্যায় শুরু।অনেকেই ভাবেন দুধদাঁত...
05/11/2025

👶🦷 শিশুর দাঁতের যত্ন – ছোট থেকেই শুরু হোক অভ্যাস!

শিশুর প্রথম দাঁত ওঠা মানেই যত্নের নতুন অধ্যায় শুরু।
অনেকেই ভাবেন দুধদাঁত পড়ে যাবে, যত্নের দরকার নেই —
কিন্তু আসলে এই দুধদাঁতই ভবিষ্যতের স্থায়ী দাঁতের ভিত্তি! 🌱

✨ কিছু সহজ যত্নের নিয়ম:
1️⃣ দাঁত ওঠার পর থেকেই প্রতিদিন নরম ব্রাশ বা গজ কাপড়ে পরিষ্কার করুন।
2️⃣ মিষ্টি খাবার বা দুধ খাওয়ার পর দাঁত পরিষ্কার করার অভ্যাস করুন।
3️⃣ ৬ মাস অন্তর একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে রুটিন চেকআপ করুন।
4️⃣ শিশুকে বোঝান, দাঁত ব্রাশ করা খেলাধুলার মতোই মজার! 🪥

💡 সুস্থ দাঁত মানেই সুন্দর হাসি — ছোট থেকেই শুরু হোক সেই যত্ন।

📞 পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্টের জন্য
Call / WhatsApp: 01615-172772

Value it before it’s too late..... ❤️📞 For appointment: Call / WhatsApp 👉 01615-172772
05/11/2025

Value it before it’s too late..... ❤️

📞 For appointment: Call / WhatsApp 👉 01615-172772

গ্রাজুয়েট চিকিৎসক বা  বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ছাড়া অল্প খরচে বা খরচ বাচাতে যেখানে সেখানে চিকিৎসা নিয়ে নিজের ও পরিবা...
11/10/2025

গ্রাজুয়েট চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ছাড়া অল্প খরচে বা খরচ বাচাতে যেখানে সেখানে চিকিৎসা নিয়ে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করার আগেই সচেতন হউন।

কখন থামতে হয় এইটা জানার নামই শিক্ষিত হওয়া!

নওগাঁ জেলার নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আল-আমিন. নিয়ামতপুরে এক হাতুড়ে ও অজ্ঞ কোয়াক এর কাছে অল্প খরচে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে মারাত্মক জটিলতার সম্মুখীন হয়ে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক স্যারদের সর্বোচ্চ চেষ্টার পরেও অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে গতকাল মারা যায় হতভাগা এই তরুণ।

রোগীর লোকের ভাষ্যমতে,
ছেলেটার দাঁতের ফাঁকে মাছের কাঁটা ঢুকে গেলে উপজেলার এক হাতুড়ে ডাক্তার / কোয়াকের কাছে যায়। কোয়াক অনেক গুতাগুতি করার পর ওইদিন ছেড়ে দেয়।পরে ব্যথা বাড়লে আবার আসে। তখন দাঁত তুলে ফেলার জন্য বলে।
লোকাল দিয়ে দাঁত তুলতে গিয়ে অনেক ট্রমা করে ফেলে,(লোকাল দিতে কোন সমস্যাও করতে পারে)।
ওইদিন ছেড়ে দেয়! পরদিন অবস্থার অবনতি হলে আবার আসে,
কিন্তু সে এটা ম্যানেজ করতে পারবে না বলে জানায় এবং রাজশাহী যেতে বলে।
পরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই অপচিকিৎসা এবং কুচিকিৎসার মৃত্যু গুলো মেনে নেয়া কঠিন।
এই সব হাতুড়ে চিকিৎসক / কোয়াকদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন এদের অপচিকিৎসা আর কুচিকিৎসায় কোন মায়ের কোল খালি না হয়।

~Imran Hossen Malith

30/09/2025
🦷✨ স্কেলিং – দাঁতের নিয়মিত যত্নের অংশ ✨🦷দাঁতে জমে থাকা প্লাক, ক্যালকুলাস (টার্টার/পাথরের মতো জমা) এবং দাগ পরিষ্কারের সবচ...
23/09/2025

🦷✨ স্কেলিং – দাঁতের নিয়মিত যত্নের অংশ ✨🦷

দাঁতে জমে থাকা প্লাক, ক্যালকুলাস (টার্টার/পাথরের মতো জমা) এবং দাগ পরিষ্কারের সবচেয়ে কার্যকর উপায় হলো স্কেলিং।

👉 কেন স্কেলিং করবেন?
✅ মাড়ির রোগ ও রক্ত পড়া প্রতিরোধে
✅ ক্যালকুলাস এবং মুখের দুর্গন্ধ দূর করতে
✅ দাঁতের দাগ ও ময়লা পরিষ্কার করে ঝকঝকে রাখতে
✅ দাঁত নড়বড়ে হওয়া থেকে রক্ষা করতে
✅ দাঁতের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে

⚡ বিশেষ বিষয়:
স্কেলিং শুধু দাঁত পরিষ্কার নয়, এটি একটি রুটিন ডেন্টাল চেকআপের অংশ।
স্কেলিং করার সময় দাঁতের অন্যান্য সমস্যা যেমন ক্যাভিটি, মাড়ির রোগ, দাঁত ভাঙা বা ক্ষয়— এগুলোও নির্ণয় করা যায়।

💡 নিয়মিত স্কেলিং দাঁত ও মাড়িকে দীর্ঘদিন সুস্থ রাখে।

---

✨ The Mollika Dental Care – Ensures sterilized & healthy smile ❤️
📞 আমাদের এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 01615-172772

🦷✨ ডেন্টাল কেয়ারে Autoclave এর গুরুত্ব ✨🦷আপনি কি জানেন❓ডেন্টাল যন্ত্রপাতি সরাসরি রোগীর মুখগহ্বরের সাথে কাজ করে, তাই এগুল...
22/09/2025

🦷✨ ডেন্টাল কেয়ারে Autoclave এর গুরুত্ব ✨🦷

আপনি কি জানেন❓
ডেন্টাল যন্ত্রপাতি সরাসরি রোগীর মুখগহ্বরের সাথে কাজ করে, তাই এগুলোতে জীবাণু থাকার ঝুঁকি সবচেয়ে বেশি।

✅ Autoclave হলো এমন একটি যন্ত্র, যা উচ্চচাপযুক্ত বাষ্পের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এমনকি ক্ষতিকর spores পর্যন্ত ধ্বংস করে।

🔒 এর মাধ্যমে নিশ্চিত হয় –
✔️ সম্পূর্ণ জীবাণুমুক্ত যন্ত্রপাতি
✔️ রোগী থেকে রোগীতে সংক্রমণ প্রতিরোধ
✔️ নিরাপদ ও মানসম্মত ডেন্টাল চিকিৎসা

তাই চিকিৎসা নেওয়ায় আগে এ ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি।

❤️ আমাদের প্রতিটি ইন্সট্রুমেন্ট Autoclave-এর মাধ্যমে স্টেরিলাইজ করা হয়।
কারণ, আপনার সুস্থতাই আমাদের প্রথম অঙ্গীকার!

The Mollika Dental Care
👉 Ensuring sterilized care, always 🌿

আমাদের এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 01615-172772 এই নম্বরে।

21/09/2025

🦷 ডেন্টাল স্টেরিলাইজেশন কী এবং কেন গুরুত্বপূর্ণ? 🦷

👉 ডেন্টাল স্টেরিলাইজেশন হলো দাঁতের চিকিৎসায় ব্যবহৃত প্রতিটি যন্ত্রকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। এতে যন্ত্রের উপর থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সম্পূর্ণ ধ্বংস হয়।

🔹 কেন গুরুত্বপূর্ণ?
1️⃣ চিকিৎসার সময় সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করে
2️⃣ রোগী ও ডাক্তার – দু’জনের জন্যই নিরাপদ পরিবেশ তৈরি করে
3️⃣ প্রতিটি ট্রিটমেন্টকে করে নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত
4️⃣ আন্তর্জাতিক মান বজায় রেখে আধুনিক ডেন্টাল কেয়ারের নিশ্চয়তা দেয়

📌 মনে রাখবেন – দাঁতের চিকিৎসা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি সরাসরি আপনার সামগ্রিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তাই স্টেরিলাইজেশন ছাড়া ডেন্টাল ট্রিটমেন্ট কখনোই নিরাপদ নয়।

The Mollika Dental Care - Ensures sterilized care always ❤️

আমাদের এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 01615172772 অথবা সরাসরি চলে আসুন এই ঠিকানায়-১৪৯/এ,এয়ারপোর্ট রোড,ফার্মগেট,ঢাকা।(তেজগাঁও থানার বিপরীতে)

🦷 মাড়িরোগ হওয়ার কারণ 🦷অনেক সময় দাঁতের যত্ন ঠিকমতো না নিলে মাড়িরোগ হতে পারে। এর মধ্যে কয়েকটি সাধারণ কারণ হলো👇✅ দাঁত ভালোভ...
19/09/2025

🦷 মাড়িরোগ হওয়ার কারণ 🦷

অনেক সময় দাঁতের যত্ন ঠিকমতো না নিলে মাড়িরোগ হতে পারে। এর মধ্যে কয়েকটি সাধারণ কারণ হলো👇

✅ দাঁত ভালোভাবে ব্রাশ না করা ও খাবারের কণা জমে থাকা
✅ প্লাক ও টার্টার জমে যাওয়া
✅ ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার
✅ হরমোনের পরিবর্তন (গর্ভাবস্থা, বয়স ইত্যাদি)
✅ ডায়াবেটিসসহ অন্যান্য শারীরিক সমস্যা
✅ নিয়মিত ডেন্টাল চেক-আপ না করা

⚠️ মাড়িরোগ হলে দাঁতের গোড়া ফুলে যায়, রক্তপাত হয় এবং দাঁত নড়বড়ে হয়ে যেতে পারে। তাই অবহেলা না করে সময়মতো চিকিৎসা নিন।

✨ সুস্থ দাঁত ও মাড়ির জন্য নিয়মিত ডেন্টাল চেকআপ করুন।

আমাদের The Mollika Dental Care এর এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 01615172772 নম্বরে।

ছবি: The Mollika Dental Care

18/09/2025

🌸 বাচ্চাদের দাঁতের যত্নে সচেতন হোন আজ থেকেই 🌸

একটি সুস্থ হাসি শুরু হয় ছোটবেলা থেকেই। বাচ্চাদের দাঁত সুস্থ ও সুন্দর রাখতে কিছু সহজ পদক্ষেপ—

🦷 প্রতিদিন সকাল ও রাত ঘুমানোর আগে দাঁত ব্রাশের অভ্যাস গড়ে তুলুন।
🍫 মিষ্টি, চকলেট ও জাংক ফুড খাওয়ার পর কুলি করাতে ভুলবেন না।
👶 দুধের দাঁত অবহেলা করবেন না—এগুলোই স্থায়ী দাঁতের ভিত্তি তৈরি করে।
🩺 প্রতি ৬ মাস অন্তর ডেন্টাল চেকআপ করানো বাচ্চার ভবিষ্যৎ দাঁতের সমস্যাকে প্রতিরোধ করে।

✨ একটি উজ্জ্বল হাসি হলো সুস্থ শৈশব ও আত্মবিশ্বাসী ভবিষ্যতের প্রতীক।

---

📍 The Mollika Dental Care
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: ০১৬১৫১৭২৭৭২

Take care of your child ❤️
22/05/2025

Take care of your child ❤️

Address

Baitush Sharaf Complex
Dhaka
1215

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801615172772

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mollika Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Mollika Dental Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category